কমেন্টের জন্য অজস্র ধন্যবাদ @অমিতাভ, @kk, @dc, @lcm, @%%, @দ ।
- %%কে, আগের পোস্টগুলো অল্প করে লিখেছিলাম কারণ এই লেখাগুলো স্নরকেলিং আর নৌকো করে যাবার অবসরে একটল একটু করে লিখতে হচ্ছিল। সব জায়গাতে, বিশেষ করে মাঝ সমুদ্রে ইন্টারনেট একসেস পাইনি, যে কোন কারণেই হোক আমার ডাটা roaming কাজ করেনি।
Great Barrier Reef এক বিশাল প্রাণী (?) বা প্রাণীজ সৃষ্টি, যেভাবেই দেখুন, অস্ট্রেলিয়ার পূর্ব উপকূলের তটরেখা থেকে ৫০-১০০ কিলোমিটার দূরে প্রায় ২৫০০ কিলোমিটার জুড়ে তাদের অস্তিত্ব। বিশাল প্রাণী বলছি এই কারণে, যে, কোটি কোটি কোরাল পলিপ, যারা নিজেরা প্রাণী, তাদের শরীর নির্গত ক্যালসিয়াম কারবোনেটের খোলা আর তাদের শরীরে বাসে বেঁধে থাককা zooxanthellae র রঙে রাঙিয়ে তাদের অস্তিত্ব । আমি প্রথম দিন ডুব দিয়ে দেখে অবাক হয়ে গেলাম রঙের কি অসামান্য রঙের বাহার। তাদের মাঝখান দিয়ে প্রচুর মাছ খেলে বেড়াচ্ছে। একটি গোলাপী বেগুনি রঙের কোরালের tentacle পেখম মেলার মত করে একবার খুলল, একবার বন্ধ হল, তাকে জীবন্ত প্রাণী না বলে কি বা বলি? আবার সে অর্থে দেখলে এরা জীবন্ত প্রাণীর তৈরী structure |
কোরাল রিফ হয়ত আরো অনেক জায়গায় দেখবেন, তবে সব রিফ barrier reef এর পর্যায়ে পড়ে না। যেগুলো barrier reef, সেগুলো এতটাই বিশাল যে তারা অনেকটা mangrove forest এর মত, সেখান দিয়ে জাহাজ চলাচল করতে পারে না, তারা প্রবাল দ্বীপ, এক ধরণের বাধার সৃষ্টি করে।
Great Barrier Reef এর একটি আভ্যন্তরীণ reef (ইনার রীফ) এর ব্যাপার আছে, ছোট দ্বীপের ধারে গড়ে ওঠা reef, আর কিছু reef মাঝ সমুদ্রে, যার ভিডিও দেখিয়েছি। একবারে সবটা দেখা গেল না। পরের বার চেষ্টা করে দেখব জলের তলায় গিলে ভিডিও তুলে আনার ।
দ যেমন লিখেছেন, একে নিজের চোখে দেখা তাও জলের নীচে, এক অদ্ভুত অভিজ্ঞতা। একে ভাষায় প্রকাশ করা দুঃসাধ্য ।