এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  কাব্য

  • পর্বে পর্বে কবিতা– ৪|  নিখোঁজ

    Srimallar লেখকের গ্রাহক হোন
    কাব্য | ৩১ জুলাই ২০২৫ | ২৮৫ বার পঠিত
  • নতুন লেখা তো ভোরের স্বপ্নে 
    রোদ পেয়ে উঠে 
    হাততালি দিল
     
    শখ করে তবু সিঁড়ি বেছে নিল
    উপহার পাবে
    আকাশে চড়লে
     
    কিন্তু ইচ্ছে মেঘ জড়ো করে
    ডুবে যাওয়া কোনও 
    জাহাজ দেখাবে
     
    ফিরব বলেও ফিরল না আর 
    হয়তো এখনও 
                সময় আসেনি
     
    খোঁজ করে যেতে 
              যেতে যেতে যেতে
     
    আমিও কিছুটা নিখোঁজ হয়েছি
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • kk | 2607:fb91:17ad:4ed7:404:3d4a:952a:***:*** | ৩১ জুলাই ২০২৫ ২১:৩৪745501
  • এইটা বেশ লাগলো। আপনার অন্য কবিতাগুলো, সত্যি বলতে কী মনে তেমন দাগ কাটেনি। অবশ্য আমি কোনো 'এক্সপার্ট কবিতা বোদ্ধা' তেমন দাবি করতে পারিনা। কাজেই কীপ কাম অ্যান্ড ক্যারি অন আর কী।
  • Ranjan Roy | ৩১ জুলাই ২০২৫ ২২:৩০745502
  • সত্যিই ভালো হয়েছে।
     
    লিখে যান। 
    এটাই আপনার পরিচয়। আপনি শুদ্ধ কবিতা লেখেন।
    বাজারচলতি হাততালি পাওয়ার শ্লোগানধর্মী কোবতে নয়।
     
    এভাবেই হয়ত একদিন-----। 
     
  • r2h | 134.238.***.*** | ০১ আগস্ট ২০২৫ ০১:১৫745507
  • রঞ্জনদা, "বাজারচলতি হাততালি পাওয়ার শ্লোগানধর্মী কোবতে" কোনগুলি? মানে এর লক্ষণ কী, আর দুয়েকটা উদাহরণও পাওয়া যায়? ভাটে বা অন্য টইয়েও কথা চলতে পারে।
     
    এমনিতে শ্লোগানধর্মী কবিতা অনেক আছে, কিন্তু আজকের দিনে সেসব বাজারচলতি কিনা ঠিক মনে করতে পারছি না। আবার হাততালি পাওয়া 'কোবতে'ও কম নেই, কিন্তু তার মধ্যে শ্লোগান, এই সময়ে, ঠিক মনে পড়ছে না। তাই জিগাই।
  • Ranjan Roy | ০১ আগস্ট ২০২৫ ০২:০৯745508
  • গুরুর পাতায় এই জাতীয় কবিতা নেই l
     
    গুরুর কবিতা ও ছোট গল্পের মান বেশ উঁচু 
    এখানে lহালকা কবিতা বা ছড়া লেখা হয় শুধু खिल्ली করতে l
  • Ranjan Roy | ০১ আগস্ট ২০২৫ ০২:১১745509
  • গুরুর বাইরে?
     সুবোধ সরকারের কবিতা আমার ওরকম মনে হয় l
  • r2h | 208.127.***.*** | ০১ আগস্ট ২০২৫ ০২:১৩745510
  • সুবোধ সরকার, হ্যাঁ, এটা মানা গেল।
    সুবোধ সরকার অবশ্য বাজারে তত চলে বলে মনে হয় না আজকাল, তাও।
  • aranya | 2601:84:4600:5410:24bf:b999:537d:***:*** | ০১ আগস্ট ২০২৫ ০২:১৬745511
  • ভাল লাগল 
  • r2h | 208.127.***.*** | ০১ আগস্ট ২০২৫ ০২:৩৪745512
  • আমি আসলে বোঝার চেষ্টা করছিলাম কী সেই নিঘিন্নে জিনিস যাকে ঘেঁটি ধরে টেনে এনে খামোখা গাল না দিলে একটা অসম্পর্কিত ভালো জিনিসের প্রশংসা পূর্ণ হয় না।

    তবে সুবোধ সরকারকে যেকোন সময়ই গাল দেওয়া যায়, ঐ নিয়ে আমার কোন বক্তব্য নেই।
  • kk | 2607:fb91:17ad:4ed7:404:3d4a:952a:***:*** | ০১ আগস্ট ২০২৫ ০২:৪৮745513
  • আমিও একটু বোঝার চেষ্টা করছি খারাপ মানের কবিতা কেমন করে হাততালি পেতে পারে? মানে অনেক রকম পাঠক থাকবে, কিছু লোকের এমন জিনিষ পছন্দ হবে যেটা আরেক গ্রুপের অপছন্দ সেসব তো আছেই। কিন্তু কবিতার ইন জেনারেল কোনো কোয়ালিটি বা স্ট্যান্ডার্ড থাকে কি না (পায়রাডাঙার কবিতাদের নাহয় বাদই দিলাম)? থাকলে, 'আসলে ভালো নয়', 'সস্তা' ইত্যাদি কবিতা কি করলে হাততালি পেয়ে নিচ্ছে? এখানে কি কবির নাম বা পেডিগ্রি এইসব কোনো ফ্যাক্টর? বা পপুলার (কিম্বা 'কুল' কিম্বা 'হিপ') টপিক নিয়ে লিখলে সেটা হতে পারে? একটু উদাহরণ দিয়ে কেউ বোঝালে খুব ভালো হয়।
  • কালনিমে | 42.108.***.*** | ০১ আগস্ট ২০২৫ ১৬:৪৬745515
  • আহা @kk - পায়রাডাঙার কবিতা নিয়ে ওরম বলতে নেই!  পায়রাডাঙার পরেই রানাঘাট- যেখানে জয় গোঁসাই এর বেড়ে ওঠার তিরিশ বছর।
  • Srimallar | ০১ আগস্ট ২০২৫ ২০:৩৭745516
  • আপনাদের মন্তব্য পেয়ে খুশি। ভালবাসা জানবেন। 
  • Ranjan Roy | ০৩ আগস্ট ২০২৫ ২০:৫২745524
  • হুতো এবং কেকে আমার কথার পিঠে দুটো গুরুত্বপূর্ণ প্রসঙ্গ তুলেছিলেন।  চোখ এড়িয়ে গেছল।
     
    প্রথমে হুতোঃ
    "আমি আসলে বোঝার চেষ্টা করছিলাম কী সেই নিঘিন্নে জিনিস যাকে ঘেঁটি ধরে টেনে এনে খামোখা গাল না দিলে একটা অসম্পর্কিত ভালো জিনিসের প্রশংসা পূর্ণ হয় না"।

    ---সত্যি কথা।  কোনো  'অসম্পর্কিত ভালো জিনিসের প্রশংসা পূর্ণ' করার জন্যে  কোনো 'নিঘিন্নে জিনিস' কে 'ঘেঁটি ধরে টেনে এনে খামোখা গাল' দেয়ার দরকার নেই। একেবারে অদরকারী। তাহলে লিখলাম কেন?
      এটা @ শ্রীমল্লারকে লেখা। উনি অল্পদিন আগে ভাটপাতায় আমাকে নাম করে লিখেছিলেন আমি যেন তাকে ওই রকম শস্তায় হাততালি পাওয়ার চেষ্টা করা কবি না মনে করি।
      তাই এখানে লিখলাম যে এই কবিতা পড়ার পর কেউ আপনাকে অমন হালকা কবি ভাববে না। ব্যস্‌ এই টুকুই।
     
     @ কেকে,
    ;প্রথমেই একটা ক্যাভিয়েট দিয়ে রাখিঃ আমি কবিতার বোদ্ধা বা কোন হনু নই। নেহাত পাতি পদ্য পড়া পাবলিক। কাজেই যা বলব সেটা আমার একান্ত ব্যক্তিগত বোধ। কারও সঙ্গে মতে মেলার আশা কম।
     
    এক, কবিতা একান্ত ব্যক্তিগত অনুভবের জিনিস। এই মাধ্যমে কবি পাঠকের সঙ্গে ওয়ান -টুঁ -ওয়ান কথা বলেন। (এটা নতুন কিছু বলছি না)। 
    তাই ভাল কবিতা/মন্দ কবিতা নিয়ে দুই পাঠকের মধ্যে অমিল হতেই পারে।
    তবু যুগের বা কালের প্রভাবে একটা জনরুচি তৈরি হয়। কবিতার অলংকার, ছন্দ, শব্দ প্রতিমা নির্মাণ নিয়ে একটা কমন ডিনোমিনেটর তৈরি হয়। 
    যেমন আজকাল কোন কবিই অনুপ্রাসের শব্দ ঝংকার নিয়ে মাথা ঘামান না। পয়ার বা ত্রিপদী ছন্দে কবিতা চোখে পড়ে না। সনেট বোধহয় শক্তি ও আরও দুয়েকজনের পর কেউ লেখেন না। 
    তবু এই বৃত্ত বা ইউনিভার্সাল সেটের ভেতরে  ভিন্ন পছদের আরও সাব সেট থাকতে পারে।
     
    যেমন কয়েক মাস আগে ভাটপাতায় জানা গেল হুতোর বেশ পছন্দ  কবিশেখর কালিদাস রায়ের কবিতা। "নন্দপুরচন্দ্র বিনা বৃন্দাবন অন্ধকার।  বহেনা আর মলয়ানিল বহিয়া বনগন্ধভার" বা "ছাত্রধারা" ইত্যাদি। 
    আমার চোখে ওনার কবিতা করুণানিধান ও মোহিতলাল স্কুলের মধ্যে বি গ্রেড, অনুপ্রাসের বাড়াবাড়িতে দেখনদারি বা চমকে দেয়ার চেষ্টা প্রকট, কবির নিজস্ব আকুতি, অনুভব বা 'অ্যাংগস্ট' টের পাই নি। 
     
    তারমানে এই নয় যে আমার ভাল লাগেনি বলে উনি খারাপ কবি।  রুচির তারতম্য বলাই ঠিক। 
     
    দুই, কোন কবিতা হাততালি পেয়েছে মানে সে খারাপ কবিতা --এমন নয়। পেলেই ভাল এমনও নয়।
        আবার হাততালি না পেলেই ভাল কবিতা--এমনও নয়। না পেলে খারাপ, এমনও নয়।
     
    অর্থাৎ কবিতার কাব্যগুণের সঙ্গে জনরুচির বা জনপ্রিয়তার ডায়রেক্ট কোরিলেশন খুঁজে পাওয়া দুষ্কর। 
    মায়াকোভস্কি তাঁর ফিউচারিস্ট কবিতার দিনে অবশ্য লিখেছিলেন "জনতার রুচির গালে এক থাপ্পড়"। কিনতু পরে উপেক্ষা করতে পারেন নি। 
     
    তিন অনেক ভ্যান্তারা হল।
     
    কিন্তু কী সেই বিশেষ গুণ যা একটি কবিতাকে ---জনপ্রিয় হোক না হোক-- ভাল কবিতা বলে চিহ্নিত করবে, ফরমায়েশি বা বাজারি বলে অশ্রদ্ধা করবে না?  রবীন্দ্রনাথ বা জীবনানন্দের মত কবিতা না লিখলে গাল খেতে হবে? কিস্যু হয় নি বলতে হবে? একেবারেই নয়। 
     
     
    আমার মতে সেই "বিশেষ গুণ হোল যা পাঠকের মনে এই প্রতীতি এনে দেয় যে কবিতাটি কবির একান্ত অনুভুতি/অনুভব/ অস্তিত্বের যন্ত্রণার ফসল। আজকাল পাবলিক কী খাচ্ছে, কেমন কবিতা দেশ বা অন্য বড় হাউসে ছাপা হচ্ছে --এসব না ভেবে কবি তাঁর সেই যন্ত্রণা থেকে আত্মপ্রকাশের জন্য কবিতাটি লিখেছেন--- তাতে যদি জনপ্রিয়তা আসে, পহাকড়ি আসে তো ভাল। কিন্তু সেই আশায় লেখেন নি, বা সেই আশা পূরণ না হলে কবিতা লেহা ছেড়ে দেবেন এমনও নয়। 
     
    উদাহরণঃ বাঙ্গালী কবিদের কথা আগ বাড়িয়ে বলে ক্যাল খেতে চাই না। আমাকে কোল্কাতায় থাকতে হবে। 
    ধরুণ টেনিসন আর ম্যাথু আর্নল্ড। 
     
    টেনিসন রাজকবি, অর্থ যশ জনপ্রিয়তা সবই বেঁচে থাকালীনই পেয়েছেন' আজ তাঁকে বি--গ্রেড কবি ধরা হয়। তাঁর ছন্দের হাত চমৎকার। দেশপ্রেম আর ভিক্টোরিয়ার সাম্রাজ্যবিস্তারএর প্রশংসায় তিনি পঞ্চমুখ। ছন্দের হাত খুব ভাল। কিন্তু কবিতা পড়লেই বোধ হয়, ক্রাফটের দিক মজবুত, অনুভূতি কোথায়?
    'ক্যাননস,  টু দ্য রাইট অফ দেম, ক্যানন্স্‌ টু দ্য লেফট অফ দেম'? 
    একেবারে রাজদরবারের ভাট! 
    বলা হয় জীবনে একবারই ভাল কবিতা লিখেছিলেন যখন তাঁর প্রিয়তম বন্ধু জাহাজ থেকে পড়ে সমুদ্রে ডুবে গেল। রচিত হয় দীর্ঘ কবিতা 'ইন মেমোরিয়াম'-যা নিজের  অন্তর্লীন  যন্ত্রণার প্রকাশ। 
     
    ম্যাথু আর্নল্ড রাজকবি নন। কিন্তু যখন 'ডোভার বীচ' কবিতায় লেখেন ' And ignorant armies clash by night', তখন কবিতাটির আবেদন বৃটেনের সময় ও সমাজ ছাড়িয়ে গোটা বিশ্বের মানুষের আত্মিক সংকটকে তুলে ধরে। ওই একটি লাইনে আমার মত সাধারণ পাঠক ভারত উপমহাদেশ, মধ্যপ্রাচ্য, উক্রেইন --সব দেখতে পায়। অথচ আমার জন্মের  এক শতাব্দী আগে লেখা। 
     
    ৪ একটু সাহস বেড়েছে। মায়াকোভস্কি এবং সুভাষ মুখুজ্জের কথা বলি।
     
    বাল্টিক নৌবাহিনীর মার্চ দেখে যখন তিনি লেখেন "বাঁয়ে কদম" মনে হয় সময়ের চাপে বা তাগিদে লেখা। আবার যখন 'পাৎলুন পড়া মেঘ" লেখেন মনে হয়--এটা কিছু হয়েছে।
     
    সুভাষ যখন লেখেন "জাপ পুষ্পকে জলে ক্যান্টন, জলে হ্যাংচাও।
                                  কমরেড আজ ব্জ্রকঠিন বন্ধুতা চাও? 
                                 লাল নিশানের নীচে উল্লাসী মুক্তির ডাক, 
                                রাইফেল আজ শত্রুপাতের সম্মান পাক"।
      ফরমায়েসি বা সময়ের দাবিতে লেখা চটজলদি কবিতা ছাড়া কিছু মনে হয় না। কিন্তু উনিই যখন লেখেন "ফুল ফুটুক না ফুটুক আজ বসন্ত" --তখন আমরা স্তব্ধ হয়ে  কবিতার সৌন্দর্য উপভোগ করি। 
     
    অথচ ভালো রাজনৈতিক কবিতাও লিখেছেন। ধরুন "রাম! রাম! 
                            কুকুরের মাংস কুকুরে খায় না"। 
     অথবা " মুখুজ্জের সঙ্গে  আলাপ",।
     
     নকশাল আন্দোলনের সময়ে লিখলেন একটি অসাধারণ কবিতা --"ছেলে গেছে বনে"। বলতে চাইছি, কবিতা রাজনৈতিক হয়েও ভাল কবিতা হতে পারে যদি তা দলীয় স্লোগানের সীমা ছাড়িয়ে নিজের যন্ত্রণার প্রকাশ হয়।
     
    প্রতিষ্ঠিতদের মধ্যে জয় গোস্বামীর "মালতীবালা বালিকা বিদ্যালয়" আমার চোখে একেবারে ভিনি! ভিডি! ভিসি! 
    "আমার পরে যে বোন ছিল চোরাপথের বাঁকে,
    মিলিয়ে গেছে, জানিনা আজ কার সঙ্গে থাকে"। 
    আমাদের চোখে দেখা অবক্ষয় আর্থিক দুর্গতি সব ভেসে ওঠে।
     
    দেখুন, তারপরে আবার কিছুদিন অন্ত্যমিল দিয়ে কবিতা লেখার ঝোঁক এল। এখন সেই ঝোঁক প্রায় অস্ত্যমিত।
     
    গুরুর পাতার কথা যদি বলা হয় তাহলে বলব ফরিদার কথা। ওনার কবিতায় জীবনের মানে খোঁজার যন্ত্রণা চোখে পড়ে। বড় পত্রিকায় বেরোল কিনা, হাততালি পেল কিনা --সে প্রশ্ন অবান্তর। 
    শ্রীমল্লারের লেখায় সেই আন্তরিকতা। 
    মনে হয় সময়ের সঙ্গে আরও পরিণত হবে। 
     
    -
  • ar | .***.*** | ০৩ আগস্ট ২০২৫ ২১:২৮745525
  • "টেনিসন রাজকবি, অর্থ যশ জনপ্রিয়তা সবই বেঁচে থাকালীনই পেয়েছেন' আজ তাঁকে বি--গ্রেড কবি ধরা হয়। "
    এই তথ্য কোথায় পেলেন??
  • Ranjan Roy | ০৩ আগস্ট ২০২৫ ২১:৫৭745526
  • এখখুনি বইয়ের নাম বলতে পারবো না।
    আজ থেকে পঞ্চাশ বছর আগে পড়েছি। 
     
    কিন্তু ইংরেজি সাহিত্যের ইতিহাসের পাঠ্যপুস্তকেই--সম্ভবতঃ এডওয়ার্ডস্‌ । আরও অনেক জায়গায়। ওনার কবিতা বড্ড মিষ্টি মিষ্টি ধরা হয়। 
  • hehe | 51.159.***.*** | ০৪ আগস্ট ২০২৫ ০৪:৪০745527
  • আর বিদগ্ধ কবির দগ্ধ কোবতে কেমন লেগেছিল? দেখি রঞ্জনের সাহস!
  • Ranjan Roy | ০৪ আগস্ট ২০২৫ ০৯:৪১745528
  • হে হে 
    কোন কবির কথা বলছেন? একটু ঝেড়ে কাশুন !
    আমি এখন বুড়ো এবং টিউব লাইট l
    ইশারা ধরতে সময় লাগে l
  • Srimallar | ০৪ আগস্ট ২০২৫ ১৪:৫৫745529
  • রঞ্জন বাবু, আপনার মন্তব্যটা মন দিয়ে পড়ার চেষ্টা করলাম। ভাল থাকবেন। smiley
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : guruchandali@gmail.com ।


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। ভ্যাবাচ্যাকা না খেয়ে প্রতিক্রিয়া দিন