এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • খেরোর খাতা

  • তালমার রোমিও জুলিয়েট 

    সৈকত বন্দ্যোপাধ্যায় লেখকের গ্রাহক হোন
    ০৪ ডিসেম্বর ২০২৪ | ৬৪৭ বার পঠিত | রেটিং ৫ (৩ জন)
  • হইচইয়ের একটা সিরিজ নিয়ে হইচইয়ের চোটে দেখেই ফেললাম,  তার নাম 'তালমার রোমিও-জুলিয়েট'। সে এক অপূর্ব জিনিস। ঝকঝকে ক্যামেরা, দুর্ধর্ষ সাউন্ড, অসাধারণ সম্পাদনা, চৌকো চৌকো ফ্রেম, মাঝখানে একটা থাম, দুদিকে দুজন কুচক্রী, এইসব ঝিনচ্যাক ব্যাপার, দেখলেই শেক্সপিয়ারের কথা মনে পড়ে যায়। কিন্তু অপূর্ব সে জন্য না, এই কারণে, যে, এত ভালো ভালো জিনিস দিয়ে যে একটা আস্ত অশ্বডিম্ব প্রসব করা যায়, এ না দেখলে জানা যেতনা।

    বাংলার ব্যক্তিত্বরা কেন শেক্সপিয়ার, ইবসেন এসবে নালেঝোলে হন সেটা অবশ্য এমনিই জানা নেই। এঁরা লোক খুবই ভালো, কিন্তু নাটকগুলো, বিশেষ করে শেক্সপিয়ার তো বহু পুরোনো, তায় পুরোটাই ইউরোপীয়। এইসব মান্ধাতার মেলোড্রামাকে খুব কব্জির জোর থাকলে টেনেটুনে বাংলায় নামিয়ে দেওয়া যায়না তা নয়, কিন্তু কব্জি কি ফালতু? শেক্সপিয়ারের চেয়ে তাসের-দেশ অনেক বেশি সমসাময়িক, কিন্তু ইউরোপে তো শুনিনা কেউ  হরতন-চিঁড়েতন-ইস্কাপন অনুবাদ করে হার্ট-হার্ট-স্পেড-স্পেড করে গান গাইছে। এখানে আগে প্রায় ওইরকম জিনিসই হত, কোটপ্যান্ট পরা নাটুকেরা মঞ্চ দাপাতেন, দেখলেই মনে হত নীলকর সায়েবরা "হামি টোমাকে মারিবে" বলে নাটক করতে নেমেছে। সে আপদ গেছে, কিন্তু তার জায়গায় এসেছে আরও ভয়ানক কেত। বাঙালির পা ছেঁটে ইউরোপিয়ান ড্রামা ফিট করানোর কেত। পা কিছুতেই জুতোয় ঢুকছেনা, প্যান্ট ঢুকছেনা থাই দিয়ে, ওদিকে সিন হল ডিস্কো ড্যান্সের। ফলে ঝিনচ্যাক মিউজিক, দুর্ধর্ষ লাইটিং, আর নায়ক জাঙ্গিয়া পড়ে লেংচে নেচে চলেছে।  

    নায়কের জাঙ্গিয়া পরে নাচাটা নেহাৎই আলঙ্কারিক, কিন্তু এই সিরিজ জুড়ে পুরোই এরকম কেত। যেমন, একেকটা পর্বের নাম নানা সিনেমার রেফারেন্সে। কোনোটার নাম চ্যালেঞ্জ নিবিনা শালা, কোনোটা বোঝেনা সে বোঝেনা। বাংলা সিনেমার পাশে দাঁড়ানো হচ্ছে, না শেক্সপিয়ারের বোঝা যাচ্ছেনা। লোকেরা যাবা-খাবা-করসে-গেসে করে  কথা বলছে, সঙ্গে প্রচুর খিস্তি, দোলকে বলছে হোলি, হিন্দি সিনেমার স্টাইলে রঙ খেলছে, কলেজের বাইরে ঘিপঘাপ মাস্তানি করছে, কে জানে উত্তরবঙ্গের কোথায়। এই রঙ ব্যাপারটা, বিশেষ করে লাল রঙ্টা আবার ভীষণ গুরুত্বপূর্ণ, কারণ লালই হল রক্তের রঙ। এই সিরিজে রক্ত সর্বত্র। দুই পরিবারের বাওয়াল হচ্ছে, জাল নোট পাচার হচ্ছে, ঝপাঝপ লাশ পড়ছে, আর তার সঙ্গে চলছে হুলিয়ে প্রেম। সব রকম মশলাই মজুদ। বিশেষ করে লাল রঙের ঝাল মশলা। কিন্তু মশলা থাকলেই যদি রান্না হত, তো বাঁদরের হাতে ম্যাকবুক দিয়ে দিলেও ঝপাঝপ টাইপ করে রোমিও-জুলিয়েট লিখে দিতে পারত।

    এই লাল রঙ এবং বাঁদরের  ব্যাপারটা সবচেয়ে ভালো বোঝা যায় একটা দৃশ্যে। যেটা এই সিরিজে আমার সবচেয়ে ভালো লেগেছে। বাঁদরের  হাতে ম্যাকবুক দিলে কী হয়, এ তার প্রত্যক্ষ নিরীক্ষা। ব্যাপারটা এইরকমঃ  একবার জুলিয়েট রোমিওকে ছেড়ে চলে যায়-যায় প্রায়।রোমিও শুনে চলে যায় রেলে মাথা দিতে। ওদিকে ট্রেন আসছে, এদিকে রোমিও রেললাইনে শুয়ে। খবর পেয়েই দৌড়ে দৌড়ে আসে জুলিয়েট, প্রেমিকার যা কর্তব্য। এসে দেখে, নাঃ কাটা পড়েনি। পাশে বসে সাঙ্গপাঙ্গ নিয়ে জিরোচ্ছে। ব্যস, জুলিয়েটের মাথা গরম। ঠাস-ঠাস করে চড়। বিচিতে লাথি মেরে ফাটিয়ে দেব, জুলিয়েট বলে তার প্রেমাস্পদকে। একদম ফিজিকাল এবং ভার্বাল ইন্টিমেট পার্টনার ভায়োলেন্স যাকে বলে। রোমিও চড়-থাপ্পড় খেয়ে বলে, কী চাও তুমি জাহানারা? ভাবা গিয়েছিল কান ধরে দাঁড়-ফাঁড় করিয়ে রাখবে। কিন্তু নাঃ। জাহানারা জুলিয়েট বলে, আমি চাই, ফুল বডি সেক্স। 

    মাক্কালী, একটুও বানিয়ে বলছিনা, ডায়লগগুলো একটু-আধটু উনিশ-বিশ হতে পারে বড়জোর। এবং এখানেই শেষ নয়। জুলিয়েট চেয়েছে, অতএব, পরের দৃশ্যে অবশ্যই ফুল-বডি-সেক্স। পাড়া-গাঁয়ে ওয়ো নেই, তাই রোমিও-জুলিয়েট সিধে চলে যায় এক কসাইয়ের দোকানে। ভিতরে সেক্স হবে, আর কসাইয়ের ব্যাটা বাইরে থেকে পাহারা দেবে, এই হল ব্যবস্থা। তো, সেই দোকান এক দুর্ধর্ষ জায়গা। চারদিকে কাটা পাঁঠারা ঝুলছে। পাঁঠাদেরও মাঝে মাঝে ফুল-বডি-সেক্স হয় কিনা কে জানে, মাঝখানে চৌকি-টৌকিও রাখা আছে। সেখানেই দেখা যায় সবুজ রঙের ব্রা পরে জুলিয়েট রোমিওর সঙ্গে লম্ফঝম্প করছে। শুনে উত্তেজিত হবেন না, পুরোটাই পিছন থেকে। সামনে থেকে দেখতে পায় একমাত্র রোমিও আর মাথার উপর থেকে দেখে কাটা পাঁঠারা। আমরা পিছন থেকে দেখি, জুলিয়েট ঘেমে নেয়ে একাক্কার। ফুল বডি সোজা জিনিস না, তার উপর চারদিকে পাঁঠা। কিন্তু এইটুকুতে আর কেত কী। আসল কেতটা হয় এর পরে। উপরে রক্তমাখা পাঁঠা, নির্ঘাত  টপাটপ করে রক্ত পড়ছে। সেক্সের চোটে রক্ত লেগে যায় পিঠে। পিছন থেকে ক্যামেরা দেখায়, জুলিয়েটের পিঠ লালে লাল হয়ে গেছে। ঘামের সঙ্গে মিশে গেছে রক্ত। গড়িয়ে গড়িয়ে পড়ছে। প্রেম আর রক্ত মিলে মিশে যায়। 

    আমার অক্ষম বর্ণনায় দৃশ্যটা ভালো করে বোঝাতে পারলাম না। বুঝতে হলে অবশ্যই দেখুন। মনে রাখবেন, এটা হইচইয়ের সেই সিরিজ, যা আমি পুরোটা দেখতে পেরেছি। এছাড়াও আরও অনেকগুলো আছে, যা দেখা যায়নি, ফলে প্রতিক্রিয়াও দিতে পারিনি। আমার ধারণা, হইচইয়ের কোনো একটা পরিকল্পনা আছে, যে, কিছু পেটোয়া লোকেদের দিয়ে কিছু সিরিজ টিরিজ বানিয়ে, বাংলার সৃজনশীলতা কতটা কম, প্রমাণ করতে হবে। তারপর শুধু বোম্বের রাজত্ব।  
    পুনঃপ্রকাশ সম্পর্কিত নীতিঃ এই লেখাটি ছাপা, ডিজিটাল, দৃশ্য, শ্রাব্য, বা অন্য যেকোনো মাধ্যমে আংশিক বা সম্পূর্ণ ভাবে প্রতিলিপিকরণ বা অন্যত্র প্রকাশের জন্য গুরুচণ্ডা৯র অনুমতি বাধ্যতামূলক। লেখক চাইলে অন্যত্র প্রকাশ করতে পারেন, সেক্ষেত্রে গুরুচণ্ডা৯র উল্লেখ প্রত্যাশিত।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • dc | 2402:e280:2141:1e8:e192:ba70:66ee:***:*** | ০৪ ডিসেম্বর ২০২৪ ০৮:৩১539911
  • কিন্তু ফুল বডি সেক্সটা কি ব্যাপার? এতে কি মাথার ​​​​​​​চুল ​​​​​​​থেকে ​​​​​​​পায়ের ​​​​​​​নখ ​​​​​​​অবধি ​​​​​​​সব ​​​​​​​কিছুই ​​​​​​​সেক্সে ​​​​​​​অংশগ্রহন ​​​​​​​করে, ​​​​​​​মানে ​​​​​​​চুলে ​​​​​​​চুল ​​​​​​​টু ​​​​​​​নখে ​​​​​​​নখ? এতোরকম সেক্সের নাম শুনেছি, ফুল বডি সেক্সের নাম এই প্রথম শুনলাম। ​​​​​​​
     
    হইচইএর নামও অবশ্য আগে গুরুতে কোথাও পড়েছি, নাকি এই প্রথম শুনলাম, ঠিক মনে পড়ছে না। তবে সৈকতবাবু কোত্থেকে এইসবের খোঁজ পেয়ে সেগুলো দেখে নিজের সময় নষ্ট করেন, আর তারপর আমাদের পরামর্শ দেন দেখতে, যাতে আমাদেরও সময় নষ্ট হয়, এ কিন্তু একেবারে ঈশপের ল্যাজকাটা শেয়ালের স্ট্র‌্যাটেজি laugh 
  • | ০৪ ডিসেম্বর ২০২৪ ০৯:৩১539912
  • ওবাবা হইচই তো খুবই জনপ্রিয় প্ল্যাটফর্ম। আমার সাবস্ক্রিপশান নাই। মানে  নিই নি। 
     
    সৈকত,  কারাগার দেখেছ? এটারও খুব নাম শুনেছি। কারাগারের স্ক্রিপ্ট সুহানের লেখা। সুহান রিজওয়ান (গুরুতে আমন্ত্রিত লেখা লিখেছে ২-১ টা)।  
  • সিএস  | 103.99.***.*** | ০৪ ডিসেম্বর ২০২৪ ১২:০২539913
  • উপেন্দ্রকিশোর না কার যেন গল্প ছিল, সাতমার পালোয়ান নামে। তো এই সিরিজটি মনে হচ্ছে শেক্সকে নিয়ে পালোয়ানি। তবে ফুল বডি শেক্সের দাবী আর ক্যামেরা পজিশন (ওম্যান অন টপ ?), এর ইনার মীনিং আছে, মেয়েদের এজেন্সি দেখানো হয়েছে, রিভিউয়ার সেটি বুঝতে পারেননি। রিভিউয়ার এও বোঝেননি যে নাটকটিকে ডিকলোনি করা হয়েছে, নাটকটির মধ্যে বাংলা সিনেমার নাম গুঁজে দিয়ে 'অন্তর্ঘাত' ঘটিয়ে ঐ ডিকলোনি হয়েছে। এইসব করা হলে ব্যাপারটি খুব কনটেম্পোরারি হয়েছে।

    যেমন ধরুন ক'দিন আগে অথৈ নামে একটি বাংলা সিনেমা হয়েছিল, ওথেলো নাটকের বাংলা সিনেমাকরণ। যথারীতি দেখিনি, কিন্তু রিভিউ পড়ে মনে হয়েছিল সেও খুব কনটেম্পোরারি, গ্রাম বাংলায় দলিত - উঁচু জাতের দ্বন্দ ছিল বিষয়। এই অ্যাঙ্গেল কেন ? কারণ দক্ষিণের সিনেমায় এইসব জাত সংক্রান্ত ব্যাপার দেখানো হয়, খুব 'সূক্ষ্ম' আর 'সাবটেক্স্ট' দিয়ে, যা বুঝে নিতে হয় (হয়ত দেওয়ালে কোন ছবির আধখানা ফ্রেম দেখতে পেলেন, সেটায় আধখানা মুখ আর চশমা, বুঝে নিতে হবে আম্বেডকর বা রজনীকান্তের কালো জামা, বস্তি বাসিন্দা, আসলে দলিত রাজনীতি), এগুলো খুব কনটেম্পোরারি, তো বাংলা সিনেমাতেও তাই আনার চেষ্টা হয়েছে, অথচ গ্রাম - বাংলায় দলিত রাজনীতি নেই, তো কী ! এবার সিনেমাটি 'চলতে' গিয়ে অথৈ জলে পড়ে গিয়ে আর খুঁজে পাওয়া যায়নি। তারপর ধরুন অপর্ণা সেনও একটি রোমিও - জুলিয়েট বানিয়েছিলেন বা সৃজিৎও যেন কোন একটা শেক্সপীয়ার, সেসব তো বম্বে সিনেমা দ্বারা অনুপ্রাণিত হয়েই, কিন্তু কিসুই হয়নি সেসব। কিসু না হওয়াটা নিয়ে হৈচৈ করছেন করুন, কিন্তু সে তো অনেকদিনই ঘটছে, সিনেমা থেকে সিরিজে এসেছে।
  • hot scene | 2001:67c:2628:647:6::***:*** | ০৫ ডিসেম্বর ২০২৪ ০১:৩০539929
  • hmm | 66.23.***.*** | ০৫ ডিসেম্বর ২০২৪ ০১:৫৪539930
  • হৈচৈ চ্যানেল থেকে আজ অবধি কোনো ভাল মাল বেরিয়ে থাকলে কেউ জানান। যা অদ্যাবধি দেখলুম (কোনো কিছুই শেষ করতে পারিনি) সব গাধার গু। 
  • hu | 2607:fb91:160b:5295:ad2:2951:4e2c:***:*** | ০৫ ডিসেম্বর ২০২৪ ০৪:২৮539931
  • হইচইতে "মন্দার" আছে। অনির্বাণ ভট্টাচার্যের ম্যাকবেথ। কাজটি ভালো হয়েছে।
  • ভুসুকু | 208.127.***.*** | ০৫ ডিসেম্বর ২০২৪ ০৫:১৩539932
  • ইয়ে, বলছিলাম যে, এই সাইটে 'হু' নিকে একজন অনেককাল লেখেন। তো, অন্য কোন ডাকনাম নিলে গুলিয়ে যাওয়া এড়ানো যায়। ব্যাপারটা বিবেচনা করতে পারেন।
  • jsl | 2001:67c:2628:647:6::***:*** | ০৫ ডিসেম্বর ২০২৪ ০৬:৩১539933
  • কেন? কোন আদ্যিকালে কে কি নিক নিয়েছে, নতুন ইউজারকে তা বিবেচনা করতে হবে কেন ? সাইটে যখন কোনো ইউজড নিকের লিস্টি দেওয়া নেই, তখন আপনি হেক্কড় দেখিয়ে নতুন ইউজারকে ধমকানোর কে? এই পুরোনো লোকের নিক মাস্তানি কিসের?
  • জসল | 2607:fb90:e3b3:5481:6424:f800:e933:***:*** | ০৫ ডিসেম্বর ২০২৪ ০৭:১২539934
  • ওরে আপদ ধমকালাম কখন, গলবস্ত্র হয়ে বললাম তো। না পাল্টালে আর কী করার আছে।  
  • জসল | 2607:fb90:e3b3:5481:6424:f800:e933:***:*** | ০৫ ডিসেম্বর ২০২৪ ০৭:১৫539935
  • স‍্যরি, মানে, হে আপদ। ওরে না। মার্জনা করবেন।
  • | ০৫ ডিসেম্বর ২০২৪ ০৭:৪৪539937
  • এই হু মনে হল আদি হু।  jsl  তো জালি এবং পোস্টের অভদ্র উগ্রতা দেখে বুঝলাম ইচ্ছে করেই জাল করা।  
     তো অন্যের নিক নেওয়া এবং বদলাতে  অস্বীকার করা থেকে যেটা পরিস্কার দেখা যায় সেটা হল চিন্তা করার ক্ষমতা,  কল্পনাশক্তির অপরিসীম  দৈন্য।  ভেবেচিন্তে  নিজের একটা নিক বের করাও এদের জন্য  এত কঠিন। বেচ্চারা।
  • Sambuddha Bisi | ০৫ ডিসেম্বর ২০২৪ ০৯:৫৯539944
  • @hmm. "তকদির" সিরিজ টা দেখতে পারেন। বেশ ভালো. হইচই এর দৈত্য কূলে সইত্য প্রহ্লাদ 
  • hu | 72.24.***.*** | ০৫ ডিসেম্বর ২০২৪ ২১:৪০539957
  • আরে হ্যাঁ হ্যাঁ,  মন্দার তো আমিই রেকমেন্ড করলাম। আদি হু। 
  • ভুসুকু | 208.127.***.*** | ০৫ ডিসেম্বর ২০২৪ ২১:৫০539958
  • ওহো আচ্ছা, কী কান্ড, মাঝখান থেকে কার সঙ্গে যেন একটু ঝগড়া করে ফেললামঃ)
  • মত  | 165.225.***.*** | ০৭ ডিসেম্বর ২০২৪ ০৮:৫৩539988
  • আচ্ছা, দেখতে শুরু করলাম। রিভিউটা হয়েছে বলেই দেখছি। এত খিস্তি করার কিছু হয় নি বলেই তো মনে হল। যুগান্তকারী কিছু এক্সপেক্ট করে থাকলে অন্য কথা। তবে কিনা সেটা অত এক্সপেক্ট না করলে দেশ ও জাতির মঙ্গল।
     
    কেন দেখছি? যে কাজটা করছি সেটা অকুপেশানাল হ্যাজার্ড, একটা কিছু সাইডকিক লাগবে, ইন্রিজির বদলে এইটে দেখছি রিভিউয়ের কারনে, মন্দ লাগছে না।    
  • মত  | 165.225.***.*** | ০৭ ডিসেম্বর ২০২৪ ০৯:১১539990
  • আরো যেটা বলতে ভুলে গেলাম - অত বাজে নিশ্চয় নয়, তাহলে শেষ অবধি দেখে ফেল্লেন কি করে! 
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : guruchandali@gmail.com ।


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। ঝপাঝপ মতামত দিন