যাযাবর জীবনের আক্ষেপ।
লেখক:- শংকর হালদার শৈলবালা।
ভালোবাসতেই হবে তা কিন্তু বলছি না
দীর্ঘ সময় ধরে অপেক্ষা করুক না কেউ।
ভিতর থেকে মনের দরজা খোলার চেষ্টা করুক
বাইরে থেকে দরজা খুলতে আমি ভীষণ ক্লান্ত।
ভালবেসে খাবারের থালা সামনে দেবে কিন্তু
পাশে বসে হাত পাখার বাতাস করতে হবে না।
নারীদের কিন্তু স্বামী-সেবার দায় থেকে মুক্ত
আধুনিক প্রযুক্তির বিদ্যুৎ-ব্যাটারি চালিত পাখা।
ভালোবেসে কেউ একবার জিজ্ঞেস করুক
জল, নুন, তরকারি, ডাল, ভাত, নিম বেগুন,
চুনো মাছের চচ্চড়ি ইত্যাদি লাগবে কি না?
সময় জ্ঞান করে বলুক না, তোমার কি প্রয়োজন।
থালা বাসন কাপড় চোপড় ধুতে পারি কিন্তু
সময় মতো ভালবেসে কিছু খেতে বলুক না।
দৈহিক কাম কামনার সঙ্গী না হলেও চলবে
ভালোবেসে বলুক রাত জেগে চোখ কেন লালা।
ছন্নছাড়া যাযাবর জীবনে কেউ শাসন করুক,
বন্ধনহীন জীবনে কেউ ভালোবেসে করুক আবদ্ধ।
নিঃসঙ্গ জীবনে তবে ভীষণভাবে অসহায় মনে হয়,
কবিতা ও গল্পের মাধ্যমে দুজনে অমর হতে চাই।
~~~~~~~~~~~~~~~~~~~~~
৫ ফেব্রুয়ারি ২০২৪ খ্রিস্টাব্দে। উমরালা মণিকুন্ড আশ্রম, কোটবন, কোশিকলা, বৃন্দাবন, মথুরা, উত্তর প্রদেশ।
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
পুনঃপ্রকাশ সম্পর্কিত নীতিঃ এই লেখাটি ছাপা, ডিজিটাল, দৃশ্য, শ্রাব্য, বা অন্য যেকোনো মাধ্যমে আংশিক বা সম্পূর্ণ ভাবে প্রতিলিপিকরণ বা অন্যত্র প্রকাশের জন্য গুরুচণ্ডা৯র অনুমতি বাধ্যতামূলক। লেখক চাইলে অন্যত্র প্রকাশ করতে পারেন, সেক্ষেত্রে গুরুচণ্ডা৯র উল্লেখ প্রত্যাশিত।