এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  আলোচনা  রাজনীতি

  • প্যালেস্টাইন মিনি কড়চা

    বকলমে
    আলোচনা | রাজনীতি | ২৫ অক্টোবর ২০২৩ | ৪৬৪০ বার পঠিত
  •  
    • guru | ২৫ অক্টোবর ২০২৩ ০৯:৫১
    • প্যালেস্টাইন মিনি কড়চা ১ 
       
      ইসরায়েল সমর্থনে লন্ডনে আর ম্যানচেস্টারে দুটি মিছিল করেছে সংঘের লোকজন। বেশ বড়ো বড়ো এইদুটো মিছিলের (দুটোতেই ১০০ ২০০ লোক হয়েছিল) মোটামুটি সব লোকজন ৫০ উর্ধ। ওদের ভীষণ আক্ষেপ যে ওদের ছেলেমেয়েরা সবাই ট্রাফালগার স্কোয়ারে "জিওনবাদ নিপাত যাক, মুক্ত করো গাজা" মিছিলে যোগদান করেছে।


    • guru | ২৫ অক্টোবর ২০২৩ ০৯:৫৮
    • প্যালেস্টাইন মিনি কড়চা ২ 
       
      আমরিকী প্রেসিডেন্ট জো বাইডেন টেলিফোনে কথা বলছিলেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বিনয়ামিন নিতান্যহুর সঙ্গে। নিতান্যহুর ভয় গাজাতে বোমা ফেলবার সময়ে পাচ্ছে ইরান লেবানন থেকে রকেট আর মিসাইল ছোড়ে। জো বাইডেন অভয় দিয়ে বললেন, "চিন্তা করবেননা, যত পারুন বোমা মারুন আমরা আপনাদের পাশে আছি।" প্রেসিডেন্ট ফোনটা রাখতেই তার কাছে আরেকটি ফোন। এবার ইরাক থেকে। ইরাকের আম্রিকি রাষ্ট্রদূত জানাচ্ছেন, "মিস্টার প্রেসিডেন্ট বড় সমস্যা। ইরানীরা ইস্রায়েল নয় আমাদের ইরাকি ঘাঁটিতে মিসাইল দিয়ে হামলা করছে বারবার।"


    • guru | ২৫ অক্টোবর ২০২৩ ১২:০২
    • প্যালেস্টাইন মিনি কড়চা ৩ 
       
      কয়েকদিন আগে গাজার একটি খ্রীষ্টান হাসপাতাল আর প্রায় ৮০০ বছর পুরোনো একটি চার্চে ইসরায়েলের তরফ থেকে বোমা বর্ষণ করাতে বেশ কয়েকশো মানুষের মৃত্যু হয়েছে। সমস্যা হচ্ছে যে ইসরায়েলের সরকার (এর সঙ্গে আম্রিকার জো বাইডেন, ভারতের জামাই ঋষি সুনক, ফ্রান্সের মাক্রু) ইতিমধ্যেই এর জন্য হামাসকে দায়ী করে ফেলেছেন কিন্তু টুইটারে আমাদের সঙ্ঘের বীরেরা (এর সঙ্গে তাদের জিওনবাদী বন্ধুরা) অলরেডি ইসরায়েলকে এর ক্রেডিট দিয়ে বলছেন, "কি রে গাজার ইঁদুর ছুঁচোরা আর আমাদের জ্বালাতে আসবি? দেখলি তো বাঘে ছুঁলে ১৮ ঘা আর ইস্রায়েল ছুঁলে ৫০০০ ঘা"। তাহলে কে মেরেছে এদের?


    • guru |২৫ অক্টোবর ২০২৩ ১৮:৪৮
    • প্যালেস্টাইন মিনি কড়চা ৪

      বর্তমান ইসরায়েল প্যালেস্টাইন সংঘর্ষে সবচেয়ে চাপে ​​​​​​​বোধহয় ​​​​​​​আরব ​​​​​​​ও ​​​​​​​মুসলীম ​​​​​​​আমেরিকানরা। এরা 9/11 এর ​​​​​​​ঘরপোড়া ​​​​​​​গোরু, তাই ​​​​​​​বেশ ​​​​​​​ভয়ে ​​​​​​​ভয়েই ​​​​​​​কাটান। গাজার খবর সামনে আসামাত্র একটি ৬ বছরের মুসলিম আমেরিকান শিশুর তার প্রতিবেশী এক শ্বেতাঙ্গ বৃদ্ধের হাতে ছুরিকাঘাতে মৃত্যুর  ঘটনা সামনে আসে। বর্তমান ইসরায়েল প্যালেস্টাইন ​​​​​​​সংঘর্ষের ​​​​​​​সময়ে ​​​​​​​তাই আপাতত ​​​​​​​এরা ​​​​​​​ভীষণভাবে ​​​​​​​নিজেদের ​​​​​​​কোনঠাসা ​​​​​​​ও ​​​​​​​একঘরে ​​​​​​​হিসেবে ​​​​​​​অনুভব ​​​​​​​করছেন। 2020 সালে ​​​​​​​এরা ​​​​​​​সবাই ​​​​​​​মিলে ​​​​​​​বাইডেনকে ​​​​​​​জিতিয়েছেন ​​​​​​​ট্রাম্পের ​​​​​​​বিরুদ্ধে ​​​​​​​অনেক ​​​​​​আশা ​​​​​​​নিয়ে যে 9/11 এর ​​​​​​​পরের ​​​​​​​ইসলামোফোবিয়া ​​​​​​​যা ​​​​​​​কিনা ​​​​​​​ট্রাম্পের ​​​​​​​আমলে ​​​​​​​ভয়াবহ ​​​​​​​রূপ ​​​​​​​ধারণ ​​​​​​​করেছিল ​​​​​​​সেটি ​​​​​​​কিছুটা ​​​​​​​কমবে ​​​​​​​ও ​​​​​​​প্যালেস্টাইন ​​​​​​​সুবিচার ​​​​​​​পাবে ​​​​​​​সে ​​​​​​​সবই ​​​​​​​এখন ​​​​​​​"আশার ​​​​​​​ছলনে ​​​​​​​ভুলি"। এখন কথা ​​​​​​​হলো ​​​​​​​এরা ​​​​​​​ভোট ​​​​​​​দেবেন ​​​​​​​কাকে ?? ট্রাম্প ​​​​​​​বা ​​​​​​​অন্য ​​​​​​​রিপাবলিকান ​​​​​​​প্রার্থীদের ​​​​​​​ভোট ​​​​​​​দিলে ​​​​​​​কোনোই ​​​​​​​লাভ ​​​​​​​নেই ​​​​​​​যেহেতু ​​​​​​​তাতে ​​​​​​​তাদের ​​​​​​​স্বার্থসিদ্ধি ​​​​​​​হবেনা ​​​​​​​কিন্তু ​​​​​​​আবার ​​​​​​​বাইডেনকে ​​​​​​​ভোট ​​​​​​​দিলেও ​​​​​​​আশাভঙ্গ ​​​​​​​হোবে। তাহোলে ​​​​​​​তাদের ​​​​​​​উপায় ​​​​​​​কি ?


    • guru | ২৫ অক্টোবর ২০২৩ ১৯:৪৭
    • প্যালেস্টাইন মিনি কড়চা ৫ 
       
      মুসলিম আমেরিকানদের ডাইলেমার কথা আগের মিনি কড়চা তে লিখেছি। ঘটনা হচ্ছে আমেরিকাতে যেসব মুসলিম আমেরিকানরা থাকতে আসেন তারা নিজেদের দেশেই যথেষ্ট অত্যাচারিত এবং একপ্রকার বাধ্য হন শরণার্থী হিসেবে আমেরিকাতে আশ্রয় নিতে। প্যালেস্টাইন থেকে আশা এরকমই একটি পরিবারের ৬ বছরের ছেলে ওয়াদিয়া আল-ফাওয়ামে। গত অক্টোবরের প্রথম দিকে এই ইস্রায়েল প্যালেস্টাইন বর্তমান সংঘর্ষ শুরু হবার পরেই ছেলেটি ও তার মাকে বাড়িতে একা পেয়ে তাদের উপরে চড়াও হয় বাড়িওলা ৭১ বছর বয়স্ক জোসেফ জুবা। এই জুবা ভদ্রলোকের মুখে একমাত্র চিৎকার ছিল, "আমার দেশ ছেড়ে চলে যা টেরোরিস্টরা"। প্রায় ২৬ বার ছুরির আঘাতের পরে যখন ছেলেটিকে তার মা (যিনি নিজেও আহত হয়েছিলেন) কোনো রকমে উদ্ধার করেন ছেলেটির মুখে একটাই কথা ছিল, "মা আমার জন্য ভেবোনা আমি ঠিক আছি"। এটাই ছিল ছেলেটির শেষ কথা।
       
      পুলিশ আপাতত ঘটনাটি নিয়ে তদন্ত করছে। ছেলেটির মা আপাতত প্রাণহানির আশংকার বাইরে কিন্তু মানসিকভাবে ডিপ্রেশনে।


    • guru | ২৫ অক্টোবর ২০২৩ ২০:১৯
    • প্যালেস্টাইন মিনি কড়চা ৬ 
       
      গাজাতে বর্তমান ঘটনাবলীর পরিপ্রেক্ষিতে মুসলিম আমেরিকানদের ভোটের প্রসঙ্গটি আস্তে আস্তে আমেরিকান প্রচারমাধ্যমে সামনে আসছে। দুটি প্রদেশ মিশিগান ও পেনসিলভানিয়াতে গতবার বাইডেন ট্রাম্পকে একচুলের ব্যবধানে হারিয়ে দিয়েছিলেন। ঘটনা হচ্ছে সমগ্র আমেরিকাতে মুসলিমদের ডেমোগ্রাফিক পার্সেন্টেজ মাত্র ১ পার্সেন্টের মতো কিন্তু এদুটো প্রদেশে সংখ্যাটা কিছু বেশী যেকারণে ২০২৪ এর ভোটে অন্ততঃ এদুটো প্রদেশে বাইডেনকে মুসলিম ভোট পুরোটাই নিজের পক্ষে টানার দরকার। এর কারণ নির্বাচনী পাটিগণিত।
       
      পেনসিলভানিয়ার নির্বাচনে ২০১৬ সালে ট্রাম্প যেতেন ৪১ হাজার ভোটে আর 2020 সালে বাইডেন জেতেন প্রায় ৮১০০০ ভোটে। এই স্টেটটির রেজিস্টার্ড মুসলিম ভোটার এর সংখ্যা প্রায় ১ লক্ষ্য ৮০ হাজার অর্থাৎ যে ব্যক্তি এই ভোট বেশি পাবেন তিনি জিতবেন এই সুইং স্টেট। এই সুইং স্টেট অন্তত ২০ টি ইলেক্টোরাল কলেজ ভোট আছে প্রেসিডেন্ট নির্বাচনে।
       
      একই ভাবে মিশিগানে গতবার বাইডেন ট্রাম্পকে মাত্র দেড়লক্ষের ভোটের ব্যবধানে হারিয়েছিলেন। মিশিগানে রেজিস্টার্ড মুসলিম ভোটার এর সংখ্যা প্রায় ২  লক্ষ্য ৪০ হাজার অর্থাৎ এখানেও বাইডেনের ট্রাম্পকে হারাতে প্রায় পুরো মুসলিম ভোট হাতে দরকার। এই সুইং স্টেট অন্তত ১৬ টি ইলেক্টোরাল কলেজ ভোট আছে প্রেসিডেন্ট নির্বাচনে।
       
      এখন দেখা যাক গাজাতে বর্তমান ঘটনাবলীর পরিপ্রেক্ষিতে এবং ট্রাম্প ও বাইডেন উভয়েরই ইসরায়েলকে অকুন্ঠ সমর্থনের পরে মুসলিম আমেরিকানরা কাকে ভোট দেন !  


    • guru | ২৫ অক্টোবর ২০২৩ ২০:৩২
    • প্যালেস্টাইন মিনি কড়চা ৭ 
       
      ইউক্রেইন্ ও গাজার যুদ্ধের ব্যাপারে পশ্চিমা শক্তিদের মনোভাবের মধ্যে একটি তুলনা।
       
      পশ্চিমারা রাশিয়ার ইউক্রেইন্ আগ্রাসন  নিয়ে : ইউক্রেইন্ এর ব্যাপারে রাশিয়ানরা আগ্রাসনকারী ওরা ইউক্রেইন্ এর বিদ্যুৎ জ্বল বন্ধ করেছে বুচাতে অসংখ্য নিরপরাধ নারী ও শিশুকে হত্যা করেছে।
       
      পশ্চিমারা গাজার ইসরায়েলি হামলাতে ব্যাপারে : ইসরায়েল এর অধিকার আছে যা খুশি করবার। প্যালেস্টিনিয়ানরা দেশ ছেড়ে চলে যাচ্ছেনা কেন? আমরা ইসরাইলের পাশে আছি ছিলাম থাকবো।
       
      এখন পশ্চিমা মিডিয়াতে ইসরায়েল নিয়ে বেফাঁস কিছু বললেই চাকরি যাবার সম্ভাবনা !!!


    • guru | ২৫ অক্টোবর ২০২৩ ২০:৫৩
    • প্যালেস্টাইন মিনি কড়চা ৮ 
       
      আমি ব্যক্তিগত ভাবে গত প্রায় ২৩ বছর ধরেই চেষ্টা করে যাচ্ছি এই পশ্চিম এশিয়ার সমস্যা নিয়ে পড়াশোনা করার ও পুরো ব্যাপারটি নিয়ে বিস্তারিত জানবার। তবে সত্যি কথা বলতেকি এবারের মতো এতো আলোড়ন এদেশে এই পশ্চিম এশিয়ার সমস্যা নিয়ে আমি আগে দেখিনি কখনোই।টুইটার দেখলে মনে হবে যে এদেশে এখন বিশ্বকাপ ক্রিকেট চলছে তাকেও ছাড়িয়ে গেছে ইসরায়েল প্যালেস্টাইন সমস্যা। আমার নিজের একজন সহকর্মী আমাকে সেদিন বললেন "কাটার বাচ্চা আর কতদিন থাকবি এদেশে " যখন আমি তাকে বলেছিলাম যে দেখুন ইস্রায়েল আর মোসাদ না থাকলে হামাসের নামই কেউ জানতোনা। হামাসকে মোসাদ সৃষ্টি করেছিল আরাফাতকে সাইজ করতে। এই প্রথম দেখছি এতো সুদূর বিদেশের একটি এতো জটিল বহুমাত্রিক সমস্যা এইভাবে এদেশেও মেরুকরণ তৈরী করছে।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • guru | 2409:4060:9c:3544:c22a:db58:ab5c:***:*** | ২৫ অক্টোবর ২০২৩ ২৩:৪০741044
  • প্যালেস্টাইন মিনি কড়চা ৯ 
     
    বেশ কয়েক বছর আগে আমি বিখ্যাত আম্রিকি পশ্চিম এশিয়া বিশেযজ্ঞ ড্যানিয়েল পাইপস এর সঙ্গে কথা বলেছিলাম এই তখন সিরিয়া ও ইরাক নিয়ে। ভদ্রলোক প্রবলভাবে জিওনবাদী উনি বললেন যে ইসরায়েলের তরফ থেকে দেখলে ISIS যদি সিরিয়া ও ইরাকে ক্ষমতায় থাকে তাহলে ওদের পক্ষে ভালো যেহেতু সিরিয়া ও ইরাকে ISIS ইসরায়েলের শত্রু ইরানের বিরুদ্ধে যুদ্ধ করছে। পরে আমি অনেক রিপোর্ট পশ্চিমি মিডিয়াতে দেখেছি যে বেশ অনেক ভাবেই ইসরায়েল ISIS কে সাহায্য করছে।
     
    আচ্ছা ISIS কি ইসরায়েলকে সাহায্য করতে মাঠে নামবে এবারে ??
  • guru | 2409:4060:9c:3544:c22a:db58:ab5c:***:*** | ২৫ অক্টোবর ২০২৩ ২৩:৪১741045
  • প্যালেস্টাইন মিনি কড়চা ১০ 
     
    অন্তর্জালে ইসরায়েল এর বোধয় সবচেয়ে বড়ো সমর্থক হলেন সত্যি কথা বলতেকি আমার গর্বে বুক ভোরে উঠছে, আমাদের ভারতসন্তান মেজর গৌরব আর্য্য। 
     
    নিউ ইয়র্ক ও লন্ডনে যেখানে হয়তো তেল অভিভ বা জেরুসালেমের থেকেও বেশি ইহুদী থাকেন, সেখানে প্যালেস্টাইন এর সমর্থনে বিশাল সব মিছিল বেরুচ্ছে। এই মিছিলের পুরোভাগে নেতৃত্ব দিচ্ছেন ............. শান্তিপ্রিয় ইহুদীরা। অর্থাৎ পশ্চিমি দেশগুলোতে প্যালেস্তাইনের সবচেয়ে বড়ো সমর্থক এখন শুধুই মুসলমানরা নন ........... ইহুদীরা।
     
    সত্যি কত বিচিত্র এই দুনিয়াটা !!!
  • guru | 103.165.***.*** | ২৬ অক্টোবর ২০২৩ ১০:৪১741046
  • প্যালেস্টাইন মিনি কড়চা ১১ 
     
    রাজনীতিতে বিরোধীর কোনো বক্তব্য পছন্দ না হলে তাকে পদত্যাগ করতে বলা খুব সাধারণ ব্যাপার। আকছার হয়েই থাকে। কিন্তু স্বয়ং UN সেক্রেটারি জেনারেলকে পদত্যাগ করতে বলা? তাও করে ফেললেন রাষ্ট্রসংঘের ইসরায়েলি প্রতিনিধি।
     
    তা UN সেক্রেটারি জেনারেল এর অপরাধ? গাজার ইসরায়েলি হামলাতে প্রায় ২০০০ শিশুদের মৃত্যুর ঘটনার নিন্দা করা।
  • guru | 103.165.***.*** | ২৬ অক্টোবর ২০২৩ ১১:২৮741047
  • প্যালেস্টাইন মিনি কড়চা ১২ 
     
    এর আগের কিছু মিনি কড়চাতে আমেরিকাতে ও পশ্চিমের অন্যান্য উন্নত দেশগুলোতে বসবাসকারী মুসলমানদের সমস্যার কথা উল্লেখ করেছি। মুসলমানদের মধ্যে যারা পশ্চিমি প্রভাবে নাস্তিক, প্রগতিশীল ইত্যাদি হয়েছে তাদের কাছে এখন বড়োই কঠিন সময়। 
     
    ইসরায়েলের গাজাতে যে ধরণের ধ্বংস নীতি চলছে এবং জো বাইডেনের প্রশাসনের তরফ থেকে তাতে যেরকম সমর্থন ইসরায়েলকে করা হচ্ছে, সেখানে মুসলিম আমেরিকানদের বিরোধিতায় বিন্দুমাত্র কাজ হচ্ছেনা। অর্থাৎ গণতন্ত্র হলেও আম্রিকায় সবার অধিকার সমান নয় ! ডেমোক্র্যাটদের (বা রিপাব্লিকানদের) মধ্যেও একটি অলিখিত হায়ারার্কি কাজ করে যেখানে জিওনবাদীরা সংখ্যাতে খুব বেশি না হলেও তাদের আর্থিক বা রাজনৈতিক ও প্রচারযন্ত্রের জোরে এক নম্বরে, দুই নম্বরে থাকবে শ্বেতাঙ্গ ইউরোপীয় আনসেস্ট্রি থেকে মানুষজন, তিন নম্বরে ভারত বা ফিলিপিন্স থেকে আসা বড়োলোক ঈম্মিগ্রান্টরা আর সবার শেষে মুসলিম বা আফ্রিকান আমেরিকানরা।
     
    যতই নাস্তিক, প্রগতিশীল ইত্যাদি হোন না কেন মুসলিম আমেরিকানদের এই অলিখিত হায়ারার্কিটি সবসময়ে রাখতে হবে মাথায়। ইসরায়েলের গাজাতে ধ্বংসনীতি এই সহজ সত্যটি সবার সামনে নিয়ে এসেছে।
  • guru | 103.175.***.*** | ২৭ অক্টোবর ২০২৩ ১০:৩৩741059
  • প্যালেস্টাইন মিনি কড়চা ১৩ 
     
    এখন চারপাশের সংঘি টুইটার আর হোয়াটস্যাপ মহাবিশ্বে কাতারে ইসরায়েলের জন্য গুপ্তচরবৃত্তিতে অভিযুক্ত ৮ জন ভারতীয় এক্স নেভি অফিসার দের মৃত্যুদণ্ড দেবার ব্যাপারে ব্যাখ্যা দেওয়া হোচ্ছে যে যেহেতু কাতার হামাস তথা প্যালেস্টাইনের খুব পুরোনো সমর্থক তাই এটা কাতারের চাপ সৃষ্টির কৌশল আমাদের প্রধান সেবকজীর উপরে যাতে প্রধান সেবকজী তার পরম বন্ধু বিবিজি কে বলে গাজাতে ইসরায়েলি হামলা বন্ধ করান |
     
    প্রধান সেবকজী কি করবেন এখন ??
  • guru | 103.175.***.*** | ২৭ অক্টোবর ২০২৩ ১১:০৮741060
  • প্যালেস্টাইন মিনি কড়চা ১৪ 
     
    এখন এই প্যালেস্টাইন সমস্যা নিয়ে এটা পরিষ্কার যে দুনিয়া এখন দুটো দিকে ভাগ হয়ে গেছে | গ্লোবাল সাউথ বা তৃতীয় বিশ্ব অর্থাৎ এশিয়া আফ্রিকা ও দক্ষিণ আমেরিকার অধিকাংশ দেশ যারা আগে ইউরোপিয়ান কলোনী ছিল তাদের জনগণ এবং বেশ কিছু ক্ষেত্রে তাদের সরকারও প্যালেস্টাইনের সমর্থক অন্যদিকে উন্নত বিশ্বের বেশির ভাগ সরকার ইসরায়েলের পক্ষে যদিও এসব উন্নত দেশের বহু সংখ্যক জনগণ প্যালেস্টাইনের পক্ষে |
     
    গ্লোবাল সাউথে ভীষণ ভাবে ব্যতিক্রম ভারত আমরা যেখানে জনগণ ও সরকার দুজনেই ইসরায়েলের পক্ষে | তাহলে বিশ্বগুরু কি তৃতীয় বিশ্বে একটু আলাদা ?
  • guru | 103.175.***.*** | ২৭ অক্টোবর ২০২৩ ১১:১৫741061
  • প্যালেস্টাইন মিনি কড়চা ১৫ 
     
    মালয়েশিয়ার সরকারের তরফ থেকে অভিযোগ উঠেছে, যে টুইটার (বর্তমানে X) সহ বেশ কিছু পাশ্চাত্য সোশ্যাল মিডিয়াতে মালয়েশিয়ার বেশ কিছু টুইটার পোস্টস হয় ডিলিট করে দেওয়া হচ্ছে বা সেগুলো পোস্ট করতেই দেওয়া হচ্ছেনা যেহেতু এগুলো প্যালেস্টাইনের পক্ষে ও ইসরায়েলের বিপক্ষে।
     
    তাহলে কি এখন রাজনীতি সচেতন এলগোরিদম মার্কেটে চলে এলো ??? 
  • Mon Majhi | ২৮ অক্টোবর ২০২৩ ০০:১১741062
  • রিঃ প্যালেস্টাইন মিনি কড়চা ১৫ 

    শুধু মালয়শিয়া না বা শুধু টুইটার না। অন্য অনেক সোশাল মিডিয়াই এই কাজ করছে। এখানে আসলে জিওলোকেশন (বা দেশ) আর কন্টেন্ট - দু'টো একসাথে কম্বাইন করেই সেন্সরশীপটা করা হচ্ছে মনে হয়। আমি বাংলাদেশী। আমি একটা প্ল্যাটফর্মে এই ইস্যুতে খুবই সামান্য খুবই সুশীল আর সাধারণ একটা যৎসামান্য সমালোচনা-মূলক মন্তব্য করেছিলাম ইংরেজিতে আরেকজনের পোস্টে, তাও আবার ঐ প্ল্যাটফর্মে বড় ক্রিয়েটরদের হরদম প্রকাশিত কন্টেন্টেরই রিপিটিশন বলা যায় যা তারা ব্লক করেনি - কিন্তু আমারটা করার সাথে সাথে হৃৎস্পন্দন-স্তব্ধকারী একটা বিশাল ওয়ার্নি আর একাউন্ট ডিলিশনের হুমকি সহ মন্তব্যটা ডিলিট করে দিয়েছে। পরপর দু'বার হয়েছে এটা। এরকম ওখানে কখনো হয়নি আগে। আমার সোশাল-মিডিয়ার নিয়ম-কানুন, রীতিনীতিজ্ঞান এবং মাত্রাজ্ঞান সবই আছে বলেই আমার এতদিন বিশ্বাস ছিল। তাই অবাক হয়ে ভাবছিলাম ব্যাপারটা কি হলো! পরে লক্ষ্য করলাম এই ইস্যুতে আমার জলভাত মন্তব্যের থেকেও ১০ গুন বেশি (একটা অদৃশ্য সীমার মধ্যে অবশই) কঠিন মন্তব্য সেখানে প্রকাশিত হচ্ছে ইজরাইলি কার্যকলাপের সমালোচনা করে -- কোনো সেন্সরশীপ ছাড়াই। তাদের কিছু হতে দেখছি না কেন? এরপর আমি ইচ্ছা করেই একটা পরীক্ষা চালালামঃ অন্য কিছু পোস্টে সম্পূর্ণ ভিন্ন ইস্যুতে আমিও কিছু কঠিন মন্তব্য করলাম কি হয় দেখার জন্য। না কিছুই হলো না। একাধিকবার চেষ্টা করেও কোনোই ওয়ার্নিং ব্লকিং বা সেন্সরশীপের শিকার হতে পারলাম না। শুধু ইজরাইল-প্যালেস্টাইন ইস্যুতে মন্তব্য করলেই এটা হয়!  তো পুরো ব্যাপারটা কিভাবে ব্যাখ্যা করব? আপনার মিনি কড়চাতে মালয়শিয়ার ঘটনা পড়ে মনে হচ্ছে তারা বোধহয় "ইজরাইল-প্যালেস্টাইন ইস্যু + মুসলিম দেশ" -- এই কম্বাইন্ড ক্রাইটেরিয়া দিয়ে সেন্সরশীপটা করছে। এজন্যই ইজরাইল-প্যালেস্টাইন ইস্যুতে অন্য অনেক অপেক্ষাকৃত কঠিন মন্তব্যও প্রকাশ পাচ্ছে - যা হয়তো পশ্চিমা কোনো দেশ থেকে পোস্ট করা হচ্ছে যাদের তাদের এলগরিদম সেন্সর করছে না কিন্তু আমাকে বা মালয়শিয়ানদের করছে, আবার অন্য কোনো ইস্যুতে আমার অপেক্ষাকৃত কঠিন মন্তব্যও প্রকাশ পাচ্ছে কোনো রকম ওয়ার্নিং ছাড়াই বাংলাদেশ থেকে করা সত্ত্বেও। অংকটা খুবই ইন্টারেস্টিং লাগছে আমার!
  • Debanjan Banerjee | ২৮ অক্টোবর ২০২৩ ১২:৫০741064
  • @Mon Majhi
     
    ভাই অনেক ধন্যবাদ আপনাকে সম্পূর্ণ নতুন একটি দিক তুলে ধরার জন্য | আমি "প্যালেস্টাইন মিনি কড়চা ১২" তে আম্রিকাতে যে অলিখিত আর্থ-সামাজিক হায়ারার্কি আছে এবং মুসলিম আমেরিকানদের তার সর্বশেষের ধাপে স্থান নিয়ে উল্লেখ করেছি | আপনার কথা শুনে মনে হচ্ছে এখন সারা পৃথিবীতেই দেশ বা জাতির উপরে ভিত্তি করে এই ধরণের হায়ারার্কি তৈরী হচ্ছে | আমি নিজে একটি আমেরিকান ওয়েবসাইট জানি "https://www.unz.com/" এইখানে যথেষ্ট কড়া ভাবে ইসরায়েলি নীতিটির সমালোচনা করা হয়ে থাকে কিন্তু খুব সম্ভবতঃ যেহেতু এর কর্ণধার খুব সম্ভবতো নিজেই একজন WASP White Anglo Saxon Protestant তাই হয়তো কেউই কিছু বলেনা |
     
    দেখা যাচ্ছে সারা বিশ্বের মানুষকে ইন্টারনেট বেসড সোশ্যাল মিডিয়াতে টেনে আনার একটা দিক হচ্ছে যে এর ফলে একমেরু বিশ্বে খুব সহজেই দেশ ও এথনিসিটি নিয়ে মানুষের হায়ারার্কি তৈরী করা যায় এবং ইনফরমেশন কন্ট্রোল করা যায় | ঠিক যেমন হাক্সলে তার "a brave new world" এ উল্লেখ করেছেন | বর্তমান গাজার যুদ্ধটি এটি চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিলো |
  • guru | 103.175.***.*** | ২৮ অক্টোবর ২০২৩ ১৩:৩৪741066
  • ওয়ান্ডারফুল ব্যাপার লসাগুদা | আপনি পরের মিনি করচাটা লেখার মসলা দিয়ে দিলেন |
  • lcm | ২৮ অক্টোবর ২০২৩ ১৩:৫০741067
  • আপনি ১০ নং এপিসোডে যেটা লিখেছেন - সেটার খবর দেখেছি। নিউইয়র্কের সবথেকে বড় ট্রেন স্টেশন (গ্র্যান্ড সেন্ট্রাল) কয়েক ঘন্টার জন্য বন্ধ হয়ে গেছিল, প্যাসেঞ্জারদের পেন্্‌ স্টেশন দিয়ে যেতে বলে পুলিশ।
    প্রো-ইস্রায়েল রালি শুরুর দিকে ছোট স্কেলে কিছু হয়েছে দেখলাম খবরে, এখন প্রো-প্যালেস্টাইন র‌্যালি মূলত কলেজ-ইউনিভার্সিটিতে।
  • guru | 103.175.***.*** | ২৮ অক্টোবর ২০২৩ ১৯:৪০741068
  • প্যালেস্টাইন মিনি কড়চা ১৬ 
     
    রাষ্ট্রসংঘে গাজাতে "নোটা" ভারত 
     
    গাজাতে রাষ্ট্রসংঘের জেনারেল কাউন্সিলে একটি রিসোলিউশন এসেছিলো ভারতীয় সময় অনুযায়ী গতকাল রাতে যেইখানে গাজাতে একটি "মানবতার যুদ্ধবিরতি" (humanitarian truce) যুদ্ধকালীন তৎপরতায় ইমপ্লিমেন্ট করবার জন্য ইসরায়েলকে জানানো হচ্ছে।
     
    এই প্রস্তাবটির পক্ষে ১২০ টি ভোট পড়েছে ও বিপক্ষে ১৪টি ভোট পড়েছে। কোনোদিকে ভোট না দেওয়ার তালিকাতে ("নোটা") আমরাও আছি আরো ৪৪টি দেশের সঙ্গে।
     
    এই ব্যাপারে "নোটা"হবার দুটি কারণ বিশেষজ্ঞরা দেখছেন ।
    ১। যেহেতু এই প্রস্তাবটি আরব দেশগুলোর থেকে এসেছে তাই এখানে হামাসকে দায়ী করে কোনো বিবৃতি দেওয়া হয়নি।
    ২। এই প্রস্তাবটি সমর্থন করেছে পাকিস্তান।
     
    এই কয়েকদিন আগের যে G20 সম্মেলণে আমরা প্রাণপণে ঘোষণা দিয়েছি আমরা গ্লোবাল সাউথের বিশ্বগুরু কিন্তু আজকে গাজাতে যেখানে প্রায় সমস্ত গ্লোবাল সাউথ এককাট্টা ইসরায়েলের যুদ্ধরাজনীতির বিরুদ্ধে সেখানে বিশ্বগুরু আমরা "নোটা" !!!
  • guru | 103.175.***.*** | ২৮ অক্টোবর ২০২৩ ২০:০৪741069
  • প্যালেস্টাইন মিনি কড়চা ১৭

    কে পক্ষে কে বিপক্ষে : মেলাবেন তিনি মেলাবেন

    আর যাইহোক কোনোভাবেই এই ইসরায়েল বনাম হামাস এই বর্তমান গাজার যুদ্ধপরিস্থিতিকে ইহুদী বনাম মুসলমান বা প্রাচ্য বনাম পাশ্চাত্য এধরণের সনাতনী অতিসরলীকৃতবাইনারি লেবেল দিয়ে ভাগ করা যাচ্ছেনা।

    আম্রিকাতে যেখানে হয়তবাপৃথিবীর সবচেয়ে বেশী ইহুদী বসবাস করেন তারা আজকে ক্যাপিটাল হিলে গাজায় আপৎকালীন পরিস্থিতিতে যুদ্ধবিরতি চেয়ে আন্দোলন করছেন। মূলতঃ ইহুদী তরুণ তরুণীরাই এই আন্দোলনের পুরোভাগে।

    অন্যদিকে ইসরায়েলের সবচেয়ে বেশী সমর্থন আসছে দুটি বেশ ইন্টারেষ্টিং জায়গাতে। দিল্লিতে ইসরায়েলি দূতাবাসের বাইরে অনবরত গোবলয়ের থেকে আগত গেরুয়াধারীরা আন্দোলন করছেন যে তাদের এখনই অস্ত্র হাতে দিয়ে গাজাতে পাঠাতে তারা ইসরায়েলের পাশে দাঁড়িয়ে কাঁধে কাঁধ মিলিয়ে লড়বেন, ইসরায়েলের জন্য দরকার হলে ধর্মযুদ্ধে জান দিয়ে দেবেন। যেহেতু এরা অনেকেইপ্রাক্তন সেনাকর্মী বা পুলিশকর্মী এদের বক্তব্য তাদের ট্রেনিংও দিতে হবেনাশুধু হাতে অস্ত্র আর ইসরায়েলে যাবার টিকিটটি কেটে দিলেই হবে !!!

    ইসরায়েলের পাশে আরো আসছে ISIS। আপাতত সিরিয়া ও ইরাকে ইরানের দোসর হিজবুল্লারকাছে প্রচুর মার খাবার পরে এই জঙ্গী সংঘটনটি এখন গাজার পরিস্থিতির জন্যে ইরান সমর্থিত হামাসকেই দায়ী করে কোনোভাবেই সুন্নিমুসলমানদের শিয়া ইরানের সমর্থক সুন্নিহামাসেরপাশে না দাঁড়াতে অনুরোধ করছে। আমি আমার প্যালেস্টাইন মিনি কড়চা ৯ তে অলরেডি এই ব্যাপারটা দেখিয়েছি যে ইসরায়েল সিরিয়া ও ইরাকে শত্রুর শত্রু মিত্র এই নীতি নিয়ে ইরান বিরোধী ISISকে নানাভাবে সাহায্য করেছিলো। এখন ISIS তার প্রতিদান দিচ্ছে !!!

    ইস্রায়েল আপাতত একটি অসাধ্যসাধন করেছে।গেরুয়াধারী আর ISIS কে একই সঙ্গে নিজের সমর্থনে মাঠে নামাতে পেরেছে তারা। "কেরালা ফাইলস" সিনেমার শত্রু ও মিত্র আপাতত মোসাদের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে লড়তে মাঠে নেমে পড়েছে !!! একেই বোধহয় বলে "মেলাবেন তিনি মেলাবেন"।
  • guru | 103.175.***.*** | ২৮ অক্টোবর ২০২৩ ২১:২২741072
  • প্যালেস্টাইন মিনি কড়চা ১৮ 
     
    হিন্দুত্ব মিডিয়ার জগতে সুপরিচিত একটি নাম সুদর্শন চবনকে | সুদর্শন টিভির কর্ণধার এই মানুষটিকে প্রায়ই দিল্লির গেরুয়ামহলে দেখা যায় দিল্লির বর্তমান শাসকদলের বেশ তাবড় তাবড় নেতাদের সঙ্গে | এই মানুষটি বিখ্যাত বেশ কিছু রং বেরঙের কন্সপিরেসি থিওরি বাজারে ছাড়ার ব্যাপারে | প্রসঙ্গতঃ গত বছর উনি নবরাত্রির চলাকালীন হিন্দুদের সৌদি আরবের খেজুর খেতে বারণ করেছিলেন যেহেতু এর প্যাকেটে আরবী লেখা আছে ও সবুজ রং আছে !!!
     
    তো ইসরায়েল হামাস মহাসমরে এই মানুষটি চুপ করে থাকবেননা বলাই বাহুল্য ! উনি মার্কেটে নতুন একটি দাবি করে বসে আছেন যেটি পৃথিবী কাঁপিয়ে দেবে | সুদর্শন চবনকে ভদ্রলোক দাবি করেছেন যে ইহুদীরা আসলে যদুকুল বা যাদব বংশীয় এবং ইহুদি শব্দটি আসলে সংস্কৃত যাদব শব্দ থেকে এসেছে অর্থাৎ যাদব -ইহুদীরা বহু শতাব্দী আগে কুম্ভ থুড়ি জর্ডন নদীর তীরে হারিয়ে যাওয়া ভাই ভাই !!! এখন ইসলামিস্টরা একটা ভুলভাল কথা বলে যে ইহুদী শব্দটি নাকি আরব শব্দ "ইহুদ" থেকে এসেছে ! তো বর্তমান শাসক দলের কাছের মানুষ সুদর্শন চবনকের এসব ইসলামিস্ট প্রোপাগান্ডাতে কর্ণপাত না করে নিজের মনে যা আসে সেটি বলাই ভালো |
     
    আব্রাহাম মোসেস যীশু থেকে শুরু করে হাল আমলের মার্ক্স ফ্রয়েড আইনস্টাইন এমনকি বিনয়ামিন নেতানিয়াহু পর্যন্ত জানতেননা যে তারা আসলে ....... যদুবংশী !!!! লালু মুলায়ম কি জানতেন যে তারা ......ইহুদি !!!!!!
  • guru | 103.175.***.*** | ২৮ অক্টোবর ২০২৩ ২১:২৪741073
  • @লসাগুদা, ব্যাপক খবরটা দিয়েছেন দাদা।
  • র২হ | 2607:fb90:e3b7:d662:9865:535a:9823:***:*** | ২৯ অক্টোবর ২০২৩ ০০:২২741074
  • কাতারে ইজরায়েলের হয়ে চরবৃত্তির অভিযোগে আট ভারতীয়র মৃত্যুদণ্ডের খবরটা এই পরিস্থিতিতে কোনদিকে যেতে পারে ভাবছি।
  • guru | 2409:4060:2e1b:6db2:41bb:36a1:7cdc:***:*** | ২৯ অক্টোবর ২০২৩ ০৬:১২741081
  • @র2h2, প্যালেস্টাইন মিনি কড়চা ১৩ তে অলরেডি  এটা নিয়ে লিখেছি।
  • guru | 146.196.***.*** | ২৯ অক্টোবর ২০২৩ ১৬:৩১741083
  • প্যালেস্টাইন মিনি কড়চা ১৯ 
     
    কানাডা ভারত : মেলালেন তিনি মেলালেন 
     
    বাজারে প্যালেস্টাইনের এই ব্যাপারটি সামনে আসার আগে আমরা জানতাম যে এই মাসের শুরুর দিকে সবচেয়ে বড়ো ঘটনা ছিল খালিস্তান নিয়ে কানাডার সঙ্গে আমাদের কাজিয়া। তো এই সপ্তাহেই কানাডা ​​​​​​​প্যালেস্টাইন ​​​​​​​নিয়ে ​​​​​​​একটি প্রস্তাব এনেছিলো রাষ্ট্রসংঘের জেনারেল কাউন্সিলে তবে এই প্রস্তাবটিতে হামাসকেই দায়ী করা হয়েছে বর্তমান প্যালেস্টাইন পরিস্থিতির জন্য। প্রসঙ্গতঃ আমি প্যালেস্টাইন মিনি কড়চা ১৬ ​​​​​​​তে উল্লেখ করেছিলাম যে রাষ্ট্রসংঘে মুসলিম দেশগুলোর আনা একটি যুদ্ধবিরতির প্রস্তাবের ব্যাপারে আমরা "নোটা" দিয়েছিলাম। কিন্তু কানাডার আনা এই প্রস্তাবটিতে আমরা সমর্থন করেছি যেহেতু এই প্রস্তাবটিতে হামাস ও সন্ত্রাসবাদকে দায়ী করা হয়েছে বর্তমান সমস্যার জন্য। অর্থাৎ ইসরায়েলের ব্যাপারে আমরা আর ত্রুদো সাহেব আবার এক দলে।
     
    সত্যি ইস্রায়েল নিয়ে বলতে হচ্ছে আবার। মেলালেন তিনি মেলালেন।
  • প্রক্সি ওয়ার  | 173.49.***.*** | ৩০ অক্টোবর ২০২৩ ০০:১০741087
  • এই ইস্রায়েল-হামাস লড়াই যে আসলে সৌদি - ইরাণের প্রক্সি ওয়ার মুসলিম দুনিয়ার আধিপত্য নিয়ে - এ নিয়ে কি কিছু শুনতে পেতে পারি এখানে? 
  • পলিটিশিয়ান | 2603:8001:b102:14fa:863f:cbf2:6493:***:*** | ৩০ অক্টোবর ২০২৩ ০১:৩০741088
  • ইসরায়েল প্যালেস্টাইন লড়াই। সেটা প্রক্সি ওয়ার বটেই। মিডল ইস্টের তেলের ওপর আধিপত্য বজায় রাখার জন্য আমেরিকা একদিকে, অন্যদিকে তেল উৎপাদক দেশগুলো।
  • &/ | 151.14.***.*** | ৩০ অক্টোবর ২০২৩ ০২:৩১741090
  • কয়েক বছর আগে শুনেছিলাম মিডল ইস্টের তেলের গুরুত্ব নাকি খানিকটা কমে গেছে, নানারকম বিকল্প শক্তি-উৎস এসে পড়ায়?
  • aranya | 2601:84:4600:5410:3898:36bc:7677:***:*** | ৩০ অক্টোবর ২০২৩ ০২:৩৯741091
  • ভাল সিরিজ
  • প্রক্সি ওয়ার | 173.49.***.*** | ৩০ অক্টোবর ২০২৩ ০৪:৪৩741092
  • এবারের যুদ্ধটা বোধ হয় আরবি তেলের ওপর মার্কিন দখলের ন্যারেটিভ দিয়ে ব্যাখা করা মুশকিল। আমেরিকা, রাশিয়া, চীন - মধ্যপ্রাচ্যে সবাই উত্সাহী তো বটেই। তবে আরব বনাম ইস্রায়েল/ পশ্চিমি শক্তি বা ইহুদি/ ক্রিশ্চান বনাম ইসলাম - এই দ্বন্ধের বাইরে একটা ন্যারেটিভ খুব জোরালভাবেই উঁকি দিচ্ছে। অনেকেগুলো প্রশ্নের সাপেক্ষে। 
    ইস্রায়েল তার চিরাচরিত নৃশংসতাকে অন্য লেভেলে নিয়ে গেছে। তার জন্যে যুক্তি জুগিয়েছে হামাস। এবং, এটা মেনে নেওয়া খুব শক্ত যে এত ডিটেল প্ল্যান করে আক্রমণের সময় হামাস অনুমান করে নি যে ইস্রায়েল প্রকট যুদ্ধ বাধাবে।
    হামাসের অর্থ ও ট্রেনিংএ সাহায্যের পেছনে কিন্তু আরব দুনিয়া নেই, আছে ইরাণ। পুরো পরিস্থিতিতে আরব দুনিয়ার জিওপলিটিকাল সুবিধা হল - এমত আমার চোখে আসে নি, গুরু বা অন্য বিশেষজ্ঞ যদি জানান বাধিত হই। বরং ইস্রায়েলের সাথে আরব দুনিয়ার ক্রমবর্ধমান সম্পর্ক বাধা পেয়েছে, যার সুবিধাভোগকারী ইরাণ। 
    ইরাণ ও সৌদির বিরোধ তো মধ্যপ্রাচ্যে ১৯৭৯ ইরাণ ইসলামিক স্টেট হবার পর থেকেই কঠিনতর হয়েছে। ইস্রায়েলে আক্রমণ হানার পরেই আরব দেশদের হামাসের সতর্কবাণী ছিল - তোমরা আমাদের রক্ষা করতে অপারগ, তোমাদেরও রক্ষা নেই। 
    বর্তমান ভূরাজনীতিতে কি নতুনতর মোচড় এল? 
  • প্রক্সি ওয়ার | 173.49.***.*** | ৩০ অক্টোবর ২০২৩ ০৪:৫১741093
  • সব বক্তব্যই কিন্তু পশ্চিম এশিয়ার বর্তমান যুদ্ধসঙ্কটের প্রেক্ষিতে। ২০২১ এর আগে হামাস আরব দুনিয়া না ইরাণ - কার থেকে সাহায্য পেয়েছে - কে কিভাবে চাল দিয়েছে দাবার - সেসব জানা নেই আমার। 
  • guru | 103.2.***.*** | ৩০ অক্টোবর ২০২৩ ১০:০২741094
  • @প্রক্সি ওয়ার
     
    অনেক ধন্যবাদ আমার লেখা পড়বার জন্য। পশ্চিম এশিয়া একটি বড়ো জটিল ও বহুমাত্রিক সমস্যা। প্যালেস্টাইনের মিনি করচাতে আমার পরিসর যথেষ্টই সীমিত তবু আমি চেষ্টা করছি আস্তে আস্তে নিজে থেকে এই পশ্চিম এশিয়ার বর্তমান যুদ্ধসঙ্কটের ব্যাখ্যা করবার।
  • guru | 103.2.***.*** | ৩০ অক্টোবর ২০২৩ ১০:৪৫741095
  • প্যালেস্টাইন মিনি কড়চা ২০

    প্যালেস্টাইন : নতুন টার্গেট সাংবাদিকেরা

    আল জাজিরার নাম বোধয় মিডিয়া দুনিয়াতে সবাই জানে। পশ্চিম এশিয়াতে তথা সমগ্র পৃথিবীতেই পশ্চিম এশিয়ার পার্সপেক্টিভ থেকে এই অঞ্চলের খবর দেবার জন্য এই মিডিয়া সংস্থাটি অত্যন্ত সুপরিচিত। সত্যি কথা বলতেকি আমি নিজে ২০০৩ সালের থেকেই ইরাক যুদ্ধের সময় থেকেই প্রায় বন্ধ করে দিয়েছিলাম বিবিসি বা CNN জাতীয় পাশ্চাত্য সংস্থাগুলোর খবর দেখা যেহেতু এগুলো ভীষণ একমাত্রিক ও biased বলে আমার মনে হতো। সেই সময় থেকেই আমি অল্টারনেট মিডিয়া দেখতে শুরু করি ও এই আল জাজিরাকে মাঝে মাঝে ফলো করি পশ্চিম এশিয়ার খবরের জন্য।
    পশ্চিম এশিয়ার এই বর্তমান যুদ্ধসঙ্কটে ইসরায়েলি অন্যতম টার্গেট গাজার প্যালেস্টিনিয়ান সাংবাদিকেরা। এখনও পর্যন্ত কুড়িরও বেশী প্যালেস্টিনিয়ান সাংবাদিক নিহত হয়েছেন ইসরায়েলি আক্রমণে। তবে এর মধ্যে সবচেয়ে উল্লেখযোগ্য আল জাজিরার গাজা শাখার প্রধান সাংবাদিক ওয়েল আল দাহদুর ব্যাপারটি যিনি গত মঙ্গলবার ইসরায়েলের আক্রমণে তার স্ত্রী পুত্র কন্যা এবং নাতিকে হারান। কিন্তু তাতেও ভেঙে না পড়ে ওয়েল আল দাহদু বুধবার প্রথমে নিহত প্রিয়জনদের কবরে মাটি দিয়ে সেদিন থেকেই আবার রিপোর্টিংয়ে যোগ দেন।
    প্রসঙ্গতঃ ২০০৩ সালে ইরাকে আম্রিকি হামলার উপরে আল জাজিরার রিপোর্টিংয়ে খেপে গিয়ে স্বয়ং তৎকালীন আম্রিকি রাষ্ট্রপতি জর্জ ডুবিয়া বুশ হুমকি দিয়েছিলেন দোহাতে আল জাজিরার সদর দফতর উড়িয়ে দেবার। দেখা যাচ্ছে ইসরায়েল এতো বছর পরেও আল জাজিরার উপরে হামলা করে একটা মেসেজ দিতে চায়।
  • guru | 103.2.***.*** | ৩০ অক্টোবর ২০২৩ ১১:২৫741096
  • প্যালেস্টাইন মিনি কড়চা ২১

    পশ্চিম এশিয়ার এই যুদ্ধ পরিস্থিতি কেন ?? ইরান সৌদি দ্বন্দ্ব ??

    প্যালেস্টাইন মিনি কড়চাতে বর্তমানে পশ্চিম এশিয়ার যুদ্ধ পরিস্থিতি নিয়ে বেশ কিছু দিক আলোচনা করেছি গুরুচন্ডালির পাঠকদের জন্য যাতে তারা এই এতো বহুমাত্রিক ও জটিল সমস্যাটির বিভিন্ন দিক নিয়ে জানেন। তা এইসব পাঠকদের অনেকের মনেই খুব স্বাভাবিকভাবে প্রশ্ন আসছে যে বর্তমান যুদ্ধ পরিস্থিতির পিছনে কারণ কি ? আমি বিভিন্ন দিক থেকে এগুলি দেখার চেষ্টা করবো এই মিনি কড়চার স্বল্প পরিসরে।
    ইসরায়েল ও আম্রিকার তাবড় তাবড় নেতারা বর্তমান যুদ্ধ পরিস্থিতিটাকে দেখবার চেষ্টা করেছেন ইরান সৌদি দ্বন্দ্ব নিয়ে।​এই ন্যারাটিভ অনুযায়ী ইসরায়েল ও সৌদি আরব একটি "আব্রাহাম একোর্ড" জাতীয় শান্তি চুক্তি করতে চাইছিলো তাই ইরান তাতে বাধা দিয়েছে হামাসকে কাজে লাগিয়ে। অনেকে ইরান সৌদি দ্বন্দ্ব ব্যাপারটাকে চিরাচরিত শিয়া সুন্নি দ্বন্দ্ব হিসেবে দেখতে চাইছেন।
    এখানে একটা কথা বলা ভালো যে ইরান ও সৌদি আরবের মধ্যে গত কয়েক মাস আগে চীনের মধ্যস্তাতে একটি যুদ্ধবিরতি চুক্তি হয়েছে। ইরান ও সৌদি আরবের মধ্যে যুদ্ধ পরিস্থিতি এর ফলে অনেকটাই প্রশমিত হয়েছে অন্ততঃ গত কয়েক মাসে। সৌদী আরবের সঙ্গে ইরানের সম্পর্ক অনেকটাই খারাপ হয়, ইয়েমেনে সৌদি যুদ্ধ প্রচেষ্টার ফলে। ইরান তখন সৌদী বিরোধী হাউথি গোষ্ঠীকে সাহায্য করতে থাকে সৌদির বিরুদ্ধে। একই সঙ্গে সিরিয়া ও ইরাকেও সৌদি ইরান দুজনেই প্রক্সি ওয়ার লড়ছিলো একে অপরের বিরুদ্ধে। কিন্তু ইরান ও সৌদি আরবের মধ্যে যুদ্ধবিরতি চুক্তি সম্পাদিত হবার পরে পশ্চিম এশিয়ার এই প্রক্সি ওয়ারগুলো অনেকটাই স্তিমিত হয়ে আসছিলো ইরাক, সিরিয়া ও ইয়েমেনে।
    বর্তমান যুদ্ধ পরিস্থিতিতে আমরা দেখেছি যে ইরানি বিদেশ মন্ত্রী সৌদিতে সফর করেছেন ও ইরান ও সৌদি দুজনেই হামাসকেই সমর্থন করেছে।
    পশ্চিম এশিয়ার শিয়া সুন্নী দ্বন্ধ নিয়ে যারা বলেন এই বর্তমান যুদ্ধ পরিস্থিতিতে দেখা যাচ্ছে যে শিয়া ইরান ও শিয়া হিজবুল্লা সুন্নী হামাসকে সমর্থন করছে। ১৯৭৯ সালের ইসলামিক বিপ্লবের পর থেকেই ইরানের মূল বক্তব্য যে পশ্চিম এশিয়ার শিয়া সুন্নি দ্বন্দ্ব প্রকৃতপক্ষে আমেরিকা ও ইসরায়েলের তৈরী করা নিজেদের স্বার্থে যাতে পশ্চিম এশিয়াতে তাদের হেজিমনি প্রতিষ্টিত থাকে। ইরানের এই মত অনুযায়ী ইরান মনে করে ইসরায়েল প্যালেস্টাইন সমস্যা ও ইসরায়েলকে আম্রিকার অকুন্ঠ সমর্থন, ইরান ইরাক যুদ্ধ, 9/11,আফগানিস্তানে ও ইরাকে আম্রিকি আগ্রাসন, সিরিয়া ও ইরাকে গৃহযুদ্ধ, ISIS, আল কায়দা ও বিন লাদেনের সৃষ্টি সবই আম্রিকার পশ্চিম এশিয়াতে হেজেমনি তৈরির প্রচেষ্টা। ইরানের মূল লক্ষ্য শিয়া সুন্নি নির্বিশেষে পশ্চিম এশিয়াতে একটি "ইউনাইটেড রেসিস্টেন্স ফ্রন্ট" তৈরী করা যার ফলে এই আম্রিকি হেজিমনিকে চ্যালেঞ্জ করা যায়। হামাস, হিজবুল্লাহ ও হাউথি দের ইরান এই কারণেই সাহায্য করে থাকে।
    এখন প্রশ্ন হতেই পারে যে পশ্চিম এশিয়াতে ইরান সৌদি আরবের মধ্যে শান্তি আসলে ও ছায়াযুদ্ধ বন্ধ হলে কার লাভ ? ক্ষতিই বা কার ??
  • guru | 115.187.***.*** | ৩১ অক্টোবর ২০২৩ ১৩:৫০741101
  • প্যালেস্টাইন মিনি কড়চা ২২

    ইসরায়েল কড়চা ১ : বিনয়ামিন নেতানিয়াহুর সমস্যা

    গত প্রায় একবছর থেকেই সময়টা ভালো যাচ্ছেনা ইসরায়েলের বর্তমান প্রধানমন্ত্রীর। এমনিতে ইসরায়েলের ইতিহাসে কোনো নির্বাচিত সরকারই ২-৩ বছরের বেশি টেকেনা। এর মধ্যেই "বিবি" নেতানিয়াহু প্রায় ১৭ বছর কাটিয়ে দিয়েছেন প্রধান মন্ত্রীর চেয়ার এ তবে বেশ কয়েক বারে। গত ২০২১ সালের নির্বাচনের পরে গদি হারাবার পরে নানান দুর্নীতির অভিযোগে তার জেলে যাবার খুব ভালো সম্ভাবনা ছিল কিন্তু ওই যে বললাম ইসরায়েলি সিস্টেমে কোনো সরকারই খুব বেশীদিন টেকেনা। তাই "বিবি"র বিরোধী দলগুলো খুব বেশীদিন নিজেরা বিবিকে গদীর বাইরে বা জেলে রাখতে পারেনি। অর্থাৎ বিবি যিনি ইস্রায়েলী রাজনীতিতে "আলটিমেট সারভাইভার" তিনি ২০২২ সালের নির্বাচনের পরে মুসলিম ও আরব বিদ্ধেষী দলগুলোর সাহায্য নিয়ে গদীতে ফিরে এলেন এবং তার বিরুদ্ধে আনা দুর্নীতির সব কেসগুলো ঠান্ডা ঘরে চলে গেলো।

    গদীতে বসেই তার ইসলামোফোবিক শরিকদের দাবি মেনে "বিবি" একটি আইন আনেন যার ফলে ইসরায়েলের সুপ্রিম কোর্ট সহজে পার্লামেন্টের পাস করা কোনো আইনকে ওড়াতে পারবেনা। অর্থাৎ পার্লামেন্টের ক্ষমতা সুপ্রিম কোর্টের থেকে অনেকটাই বেড়ে গেলো। এখন ইসরায়েলে রাষ্ট্রের বয়েস প্রায় ৭৫ বছর হয়ে গেলেও এখনো কোনো লিখিত সংবিধান সেভাবে নেই কাজেই সুপ্রীম কোর্টেরই মূল দায় নাগরিক অধিকার রক্ষার। এখন সুপ্রিম কোর্টের অধিকার ছাঁটা হলে ভবিষ্যতে নাগরিক অধিকারের ক্ষমতা নষ্ট করতে ইসরায়েলের মতো সমরদুর্মদ রাষ্ট্রের কতক্ষন লাগবে ?

    এমনিতেই পৃথিবীর অনেক দেশের মতোই ইসরায়েলি সমাজ এখন ধার্মিক গোঁড়া ইহুদী আর প্রগতিশীল দের মধ্যে মেরুকরণ বাড়ছে বেশ কয়েক বছর ধরে। ধার্মিক গোঁড়ারা রাষ্ট্রের খরচে সারাজীবন শুধু তোরা পড়েন আর বংশবৃদ্ধি করেন কিন্তু কোনো সেক্যুলার পেশা যেমন সৈন্যবাহিনী ইত্যাদিতে তারা অংশগ্রহণ করেননা। ইসরায়েলের এতো শক্তিশালী সৈন্যবাহিনীকে তাই ট্যাক্স দিয়ে চালানোর মূল দায়িত্ব আম্রিকা ও ইসরায়েলের লিবারেল ইহুদীদের। কাজেই সেক্যুলার ও লিবারেল ইহুদীরা ভীষণ ক্ষুব্ধ এই ধার্মিক গোঁড়াদের নিয়ে। তাদের বক্তব্য আমরা ট্যাক্স দেব যুদ্ধে মরবো আর মস্তি করবে ওই গোঁড়াগুলো !!! এখানে বলে রাখা ভালো জিওনবাদ প্রোজেক্টটি মূলতঃ ইউরোপ আম্রিকার লিবারেল আশেখেনাজি ইহুদিদের ছিল ও অনেক ধর্মীয় গোঁড়াগণ জিওনবাদ প্রোজেক্টটিকে এখনো ইহুদী ধর্মের মূলনীতির বিরোধী (এই নীতি অনুযায়ী ইসরায়েল পুনর্গঠনের দায়িত্ব ঈশ্বরের , তুচ্ছ মানুষ জিওনবাদীদের নয় ) বলে মনে করেন।

    এখন এটা ঘটনা যে ধার্মিক গোঁড়ারা অন্য অনেক দেশের মতোই ইস্রায়েলেও লিবারেলদের ডেমোগ্রাফিকে বার্থ রেটে হারিয়ে দিয়েছেন। "বিবি" নেতানিয়াহু অনেকটাই নির্ভরশীল এই রক্ষণশীল দলগুলোর ভোটের উপরে গদিতে ফিরে আসার জন্য। কিন্তু সুপ্রিম কোর্ট নিয়ে বিলটি পাস করবার পরেই হয়তো নিজেদের অনিশ্চিত ভবিষ্যৎ সামনে দেখে লিবারেল গোষ্ঠীগুলো রাস্তায় নেমে পড়ে সুপ্রিম কোর্ট নিয়ে বিলটির বিরোধিতায়। পুরো দেশটা প্রায় অচল হয়ে পড়ে গত কয়েক মাসের লিবারেল আন্দোলনে যার মূল লক্ষ্য ছিলো সুপ্রিম কোর্টের ক্ষমতা আবার ফিরিয়ে দেওয়া।

    এইসময়ে তাই "বিবি" নেতানিয়াহুর কাছে এই যুদ্ধ পরিস্থিতি একটি আশীর্বাদের মতো। যতদিন যুদ্ধ চলে কেউই আর প্রশ্ন করবে কি করে তার ঠান্ডা ঘরে যাওয়া দুর্নীতির কেসগুলো বা সুপ্রিম কোর্টের ক্ষমতা বহাল নিয়ে !!!
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : guruchandali@gmail.com ।


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। যা খুশি প্রতিক্রিয়া দিন