এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • খেরোর খাতা

  • পাঠ প্রতিক্রিয়া

    Enakshi Goswami লেখকের গ্রাহক হোন
    ২০ সেপ্টেম্বর ২০২৩ | ৫২৭ বার পঠিত | রেটিং ৫ (২ জন)
  • মাননীয় কল্লোল বাবু,

    আপনাকে কিছু জানাতে গেলে আমাকে সেই চিঠির সাহায‍্যই নিতে হয় প্রতিবার। এ বোধহয় বিধিলিপি একরকম। আচ্ছা আপনি বিধিলিপি মানেন? আতুরে এসে বিধাতাপুরুষের লেখাজোকা? মানেন না নিশ্চয়ই। গোরা নকশালও যে মানত না, তা আপনার লেখা পড়েই বুঝেছি। গোরা, সুশান্ত, প্রিয়াংশু, ব্রতী, অনিমেষ এমন বহু বহু হারিয়ে যাওয়া পরিচয়, তারা কেউ বিধিলিপি মানত না। বরং নেপোলিয়নের মত হাতের তালু ছুরি দিয়ে ফালা করে এঁকে নিত বিশ্বজয়ের রেখা। বুঝতেই পারছেন আপনার গোরা নকশাল এদ্দিনে পড়লাম। কিন্তু খুব অদ্ভুত লাগল জানেন। বইয়ের মুখবন্ধে নবারুণ ভট্টাচার্যের কথা আছে অথচ সুজাতার কথা নেই। সুজাতারা যেন সেই হাজার চুরাশির মা হতেই এসেছিল, তাই হয়েই থেকে গেছে। গোরাদের পেরিয়ে তাদের মায়ের কাছে পৌঁছোয় তেমন কোনো আলোকবর্তিকা রেখা এ বাংলা দেখেনি। দেখবেই বা কী করে? সুশান্তর চশমাহীন দেহের সামনে 'এ বাবুয়া' সুরে কান্না তাদের ত‍্যাগ আদর্শের সমমানের নয়। সে ভীষণ ঘরোয়া ভীষণ মেয়েলি ভীষণ দেহাতি। এলিটিজমের যাদুস্পর্শ নেই তাতে। সমমানের নয় মাধবীলতার সারাজীবনের আত্মত‍্যাগ। তাই উত্তরাধিকারের পর কালবেলা, কালপুরুষ আসে, অথচ কোন ইতি মাধবীলতা লেখা হয়না। হাজার চুরাশির মা জুড়ে ব্রতীই থাকে, সুজাতা খানিক গৌণই, ন‍্যারেটর। 

    আপনি বিধিলিপি মানেননা কিন্তু বলুন এ বিধিলিপি ছাড়া অন‍্য কী, যাতে বহ্নি-পতঙ্গের মত হাজার হাজার ছেলেপিলে শুধুই ছুটির নিমন্ত্রণ পেয়ে চলে গেল। করকোষ্ঠীতে রাজনৈতিক যোগ ছিল বলেই না এই ঘরছাড়া! নাহলে যে আন্দোলনের উত্তরে এক রূপ, কলকাতায় এক, আবার পশ্চিমে এক, যার উদ্দেশ্য ডেমোগ্রাফিক চেঞ্জেজে বদলে বদলে যায় তার লক্ষ‍্যে কিনা এত এত পাগলা ঘোড়া ছুটল! ছুটল, ছুটল, ছুটেই গেল। তারপরে জ‍্যান্ত কিম্বা মড়া লাশ হয়ে পড়ে রইল, একদিকে, একটেরে হয়ে। আন্দোলনের আগুন একদিন ধক্ করে জ্বলে আবার নিভেও গেল অজান্তেই। সবাইকে বোঝানো হল ও ছিল আলেয়া। কারা বোঝাল, কাকে বোঝাল সেসব প্রশ্ন আজকে প্রায় পঞ্চাশ বছর পর ব্রাত‍্য। সত‍্যিটা শুধু এটাই 'সুভাষ ঘরে ফেরে নাই।' 
    আচ্ছা কল্লোলবাবু কখনও ভেবেছেন টুকনুকে যদি গোরা নকশাল ঐভাবে দেখতেন তাহলে কেমন লাগত? ছোট্ট থেকে রক্ত ছেনে, জীবন ছেনে, তিলে তিলে তৈরী করা আমার দ্বিতীয়সত্তাকে যদি চোখ খোবলানো, নখ ওপড়ানো, খুঁড়িয়ে চলা অবস্থায় কোনো হোমরাচোমড়া নেতা ফেরৎ দিতে আসতেন, ইচ্ছে করতনা একবার বিধিলিপি বদলে লোকটার কলার চেপে ধরি। একবার জিজ্ঞাসা করি, 'কেন বৃথা স্বপ্ন দেখালেন, কেন? আমার টুকনু তো কারো কোন ক্ষতি করেনি।' 

    ইতিহাস আমাদের বীরগাথা শেখায়। সাহিত‍্যের নবরসের অন্তর্ভুক্ত বীররস। শৌর্য, বীর্য, শিভল‍্যরিজম্। আদৌ কি কোন যুদ্ধ বীরগাথা কল্লোলবাবু? আদৌ কি কোন আন্দোলন সত‍্যিই পরিপূর্ণ?  'উড়িয়ে ধ্বজা অভ্রভেদী রথে ঐ যে তিনি ঐ যে বাহিরপথে'র ডাক দেওয়া নেতা কি সত‍্যিই সঠিক কান্ডারী? কোন বিবেচক রণকৌশল ছাড়া শুধুই আবেগের বশে 'এ দেশের বুকে আঠেরো আসুক নেমে' দিয়েই জেতা যায় একটা যুদ্ধ? ক'জন চেয়েছিল এই পালাবদল? সমাজের সমস্ত প্রভেদ মুছিয়ে ফেলার আগে সলতে পাকানো যে কাজ,আগে সমাজকে সেই বদল গ্রহণ করার জন‍্য তৈরী করা সেসব হয়নি গোরাদের বিপ্লবে। প্রতিপক্ষ কে, তাদের শক্তি কতটা, আঘাত আসলে প্রত‍্যাঘাত কীভাবে আনব এই ছককাটা কোনো অন‍্যায় নয় কল্লোলবাবু এটা স্ট্র‍্যাটিজি, যুদ্ধনীতি, রণকৌশল। আন্দোলনের সফলতা বা ব‍্যর্থতার দায় সবসময় আন্দোলনকারীদের থাকে এমনটা নয়, তবে নূন‍্যতম কোন প্রস্ততি ছাড়া ছেলেমেয়েগুলোকে স্রেফ মরতে পাঠানোকে কী করে বিপ্লব বলে? তবে কেন  টুকনুকে ফিল্মস্টাডি নিয়ে পড়তে হয়, তবে কেন বাপী কর্পোরেট অফিসের হোমড়াচোমড়া হন? আর গোরারা পড়ে থাকে সরকারী টিবি হাসপাতালে কিম্বা কাঁটাপুকুর মর্গে? কেন দিনবদল হয়না? কেন? আর অপেক্ষা করতে করতে আমরা কৃমি হয়ে যাই। 

    আপনার গোরা নকশালকে বলে দেবেন কল্লোলবাবু পঞ্চাশ বছর পরেও এখনও এ বাংলার মায়েরা তাদের গোরাদের জন‍্য কাঁদেন। এখনও....

    এণাক্ষী গোস্বামী

    গোরা নকশাল
    কল্লোল লাহিড়ী
    গুরুচন্ডা৯ প্রকাশনা
    মূল‍্য: ৯০₹
    পুনঃপ্রকাশ সম্পর্কিত নীতিঃ এই লেখাটি ছাপা, ডিজিটাল, দৃশ্য, শ্রাব্য, বা অন্য যেকোনো মাধ্যমে আংশিক বা সম্পূর্ণ ভাবে প্রতিলিপিকরণ বা অন্যত্র প্রকাশের জন্য গুরুচণ্ডা৯র অনুমতি বাধ্যতামূলক। লেখক চাইলে অন্যত্র প্রকাশ করতে পারেন, সেক্ষেত্রে গুরুচণ্ডা৯র উল্লেখ প্রত্যাশিত।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • My Girlhood | ২০ সেপ্টেম্বর ২০২৩ ১৪:০৭523800
  • অসম্ভব ভালো লেখা। লেখিকাকে অভিনন্দন জানাই। 
  • ইন্দ্রনীল | 2401:4900:7089:ba6e:2849:9791:fa28:***:*** | ২০ সেপ্টেম্বর ২০২৩ ১৬:০৪523801
  • লেখাটা পড়িনি, সমালোচনা টা অসাধারন।
  • aranya | 2601:84:4600:5410:dddb:dbb3:7cdd:***:*** | ২০ সেপ্টেম্বর ২০২৩ ২০:৫২523805
  • অসাধারণ পাঠ প্রতিক্রিয়া। 
    কল্লোল- এর লেখা টা পড়েছি, খুবই ভাল, ছুঁয়ে যাওয়া লেখা 
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : guruchandali@gmail.com ।


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। খেলতে খেলতে মতামত দিন