এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • খেরোর খাতা

  • কলতান আর চিউয়িং গাম  - ১০ 

    Anjan Banerjee লেখকের গ্রাহক হোন
    ২৩ জুলাই ২০২৩ | ৫০০ বার পঠিত | রেটিং ৫ (১ জন)
  • আজ আকাশ মেঘলা । প্রায় সারাক্ষণ  টিপটিপ করে বৃষ্টি হচ্ছে । দূরে কোথাও জোরালো বর্ষা  হচ্ছে । জোলো হাওয়া ভেসে আসছে থেকে থেকে । কলতান ডেবোনেয়ারে ঢুকল বেলা ঠিক একটার সময় । সাড়ে বারোটায় সুগত সেনকে ফোন করে   নিয়েছিল । 
    নীচের কাউন্টারে স্লিপ জমা দিয়ে বসে রইল। একজন মাঝবয়সী অ্যাংলো ইন্ডিয়ান মহিলা বসে আছেন রিসেপশান কাউন্টারে । ডোবোনেয়ার একসময়ে পুরোদস্তুর ব্রিটিশ কোম্পানি ছিল ।
    কলতানের ডাক এল মিনিট পাঁচেকের মধ্যে । রিসেপশনিস্ট ভদ্রমহিলা ইন্টারকম কানে দিয়ে কিছু শুনে নিয়ে 'ওকে স্যার' বলে নামিয়ে রাখলেন। 
    ভদ্রমহিলা উল্টোদিকে বসা কলতানের দিকে তাকিয়ে বললেন , ' ইউ প্লিজ গো আপস্টেয়ার .... সেকেন্ড রুম অন দা লেফট ... ফার্স্ট ফ্লোর আঁ .... '
    ------ ' ওকে ... থ্যাঙ্ক ইউ ম্যাম '

         কলতান সুগত সেনের চেম্বারে ঢোকার মুখে সবিনয়ে বলল , ' কাম ইন স্যার ? '
    সুগতবাবু একটা ফাইল দেখছিলেন মন দিয়ে ।
    তিনি চোখ তুলে তাকিয়ে শান্তভাবে কলতানের শরীরের আপাদমস্তক একবার জরিপ করে নিলেন। তারপর মদুস্বরে বললেন , ' হ্যাঁ আসুন ... '।
         কলতান সুগত সেনের মুখোমুখি বসল ।
    সুগতবাবু বললেন, ' বলুন ... বেশি সময় নষ্ট করবেন না । তাড়াতাড়ি আসল কথায় আসুন ... আগে বলুন আপনি কে ? '
    ----- ' না না .... সময় নষ্ট করব কেন ? নেহাত সরকারবাবু বলল তাই ... '
    ----- ' সরকারবাবু মানে ? কোন সরকারবাবু? '
    ----- ' ওই জীবনকৃষ্ণ সরকার দা । উনিই তো
    আমাকে আপনার সঙ্গে দেখা করতে বললেন ... '
    কথাটা শুনে সুগতবাবু ভ্রু কুঁচকে তাকিয়ে রইলেন কলতানের দিকে ।
    ----- ' জীবনকৃষ্ণকে আপনি চিনলেন কি করে ?  ----- 'বেলঘরিয়ার দিকে এক আত্মীয়ের বাড়িতে পরিচয় হয়েছিল । তারপর ওর ডানলপের বাড়িতে অনেকবার যাতায়াত করি । আমার একটা কাজের খুব দরকার ছিল । যে কোম্পানিতে চাকরি করতাম সেখানে ভি আর এস হয়ে গেল । কোম্পানি লসে চলছিল । জীবনবাবুকে  আমার প্রবলেমের কথা বলেছিলাম । উনি আমাকে আপনার সঙ্গে দেখা করতে বলেছিলেন । বললেন যে , আপনার হাতে কাজ আছে । একটু ঝুঁকির কাজ হলেও তাতে ভাল পয়সা আছে । তা ...আমার আর ঝুঁকি নেওয়া ছাড়া উপায় কি ? '
    ------ ' দাঁড়ান দাঁড়ান ... একটা কথা বলুন তো ...  জীবনের সঙ্গে আপনার কোথায় এবং কবে দেখা হয়েছিল ? ' সুগতবাবু সোজাসুজি জানতে চান ।
    ----- ' লাস্ট দেখা হয়েছে এই তো ... সপ্তাখানেক আগে ... সেদিনই উনি আপনার কথা বললেন ... '
    কলতান এবার টেবিলের ওপর সুগতবাবুর  দিকে ঝুঁকে চাপা গলায় বলল , আপনাদের এই প্রিয়নাথ রায়ের মতো আরও দুটো মুরগী... সরি,  ক্লায়েন্ট আছে । আপনারও প্রচুর থাকবে মিস্টার সেন ... '
    এসব কথা শুনে সুগত সেনের কোন ভাবান্তর দেখা গেল না । তিনি ভাবলেশহীন মুখে কলতানের চোখে চোখ রেখে তাকিয়ে রইলেন ।
    কলতান মনে মনে ভাবল , শালা ঘাঘু মাল... এ মাছ খেলানো অত সহজ হবে না ।
    প্রায় আধ মিনিট পর তিনি মুখ খুললেন ।
    ------ ' প্রিয়নাথ রায়ের নাম কি সরকারবাবু আপনাকে বলেছে ? '
    ----- ' হ্যাঁ... নইলে আমি কোথা থেকে জানব ? '
    ----- ' বেশ বেশ .... '
    সুগত সেন তার প্যান্টের পকেট থেকে একটা ছোট্ট গোলাপী পাউচ বার করে তার থেকে একটা কমলা রঙের চিউয়িং গাম বার করে মুখে দিয়ে চোখ বুজে পরমানন্দে চিবোতে লাগলেন । খালি পাউচটা, চেয়ার থেকে উঠে গিয়ে পিছনের জানলা গলিয়ে বাইরে ফেলে দিয়ে আবার সিটে এসে বসলেন । শনিবারে রেকি করতে গিয়ে এই গোলাপী পাউচই একগাদা দেখতে পেয়েছিল কলতান । খান আর ফেলেন, খান আর ফেলেন... । এই সময়ে এক কর্মচারি কোন এক দর্শনার্থীর একটা ভিজিটিং স্লিপ টেবিলে চাপা দিয়ে রেখে গেল ।
    সুগতবাবু তার অসমাপ্ত কথা আবার শুরু করলেন।
    ----- ' বেশ বেশ ... আপনি তো বললেন গত সপ্তাহে আপনার সঙ্গে জীবন সরকারের দেখা হয়েছে । আপনি এখান থেকে  জীবনকৃষ্ণকে একটা কল দিন তো .... তার সঙ্গে একটু কথা বলি ....'
    ----- ' আরে কি বলব স্যার ... জীবনবাবু এর মধ্যে দুবার সিম চেঞ্জ করেছে । আগের নাম্বারে ওকে ধরাই যাচ্ছে না । এ লাইনে নাকি এরকমই করতে হয় । আগের নাম্বারটা, এই দেখুন না বলছি আমি ... ' বলে মোবাইল খুলে পি এন আর -এর কাছ থেকে পাওয়া নম্বরটা গড়গড় করে বলে গেল ।
        এরপর সুগত সেন অত্যন্ত সরল, শিথিল এবং নির্বিকার ভঙ্গীতে বললেন, ' দেখুন ... জীবন সরকার  আমার কাছে এসেছিল একজন  ক্লায়েন্টের থ্রু দিয়ে ... বলেছিল একটা ছোট অ্যাড এজেন্সি খোলা ওর অনেক দিনের স্বপ্ন । আমি যদি কিছু টিপস দিতে পারি । আমি বলেছিলাম যে ওকে সাহায্য করব । নানারকম সাজেশান দিতাম । ও বলেছিল যে ফিনান্সিয়াল সাইডটা ও নিজে সামলে নিতে পারবে । মানে, যেভাবেই হোক মানিটরি সাপোর্ট ওর ছিল । সেটার সোর্স কি আমি কখনো জিজ্ঞেস করিনি । আমাদের আর্ট এক্জিকিউটিভ প্রিয়নাথ রায়ের  সঙ্গেও জীবনের পরিচয় করিয়ে দিয়েছিলাম । পিএন আর -এর নাম তো আপনিও বললেন । নিশ্চয়ই জীবনের কাছে শুনেছেন ওর কথা । কিন্তু আপনি কি সব কাজের কথা বলছিলেন জীবনের নাম করে সেগুলো আমি কিছুই বুঝতে পারছি না । ফ্র্যাঙ্কলি স্পিকিং আই অ্যাম অল অ্যাট সি .... কিছু মনে করবেন না ...'
    কলতান মুগ্ধ চিত্তে সুগত সেনের বাক্যজালবিস্তার উপভোগ করে যাচ্ছে । এটাও তো একটা শিল্প । খেলা ঘোরানোর খেলাও তো একটা বিশেষ ধরণের আর্ট ।
    সুগতবাবু বলে যেতে লাগলেন , ' আপনার কাছে আর একটা কথা শুনে আমি তাজ্জব বনে যাচ্ছি .... ' অত্যন্ত কোমলভাবে বললেন,  ' আমি বলছি না আপনি মিথ্যা কথা বলছেন .... কিন্তু আমি শুনেছিলাম জীবনকৃষ্ণ মার্ডার্ড হয়েছে প্রায় সাড়ে তিনমাস আগে রাঁচি না কোথায় যেন । তদন্ত চলছে । '
    স্বাভাবিকভাবেই কলতান বলল, ' না না .... খবরটা ভুল । আমার সঙ্গে তো দেখা হল .... '
    ----- ' কি জানি .... তাহলে হয়ত আমিই ভুল  ইনফরমেশন পেয়েছি ... । তা ভাল , বেঁচে থাকলেই তো ভাল ... '
    সুগতবাবু উদাস দৃষ্টি মেলে বাঁ পাশের জানলা দিয়ে বাইরের দিকে তাকিয়ে রইলেন ।
    কলতান মনে মনে বলল, ' ভেরি হার্ড নাট টু ক্র্যাক .... '
    তারপর হঠাৎ মুখ ঘুরিয়ে বললেন , ' হ্যাঁ ...  আপনার নামটা কিন্তু জানা হল না  ... '
    ----- ' কুন্তল ঘোষ স্যার ... '
    ----- ' আচ্ছা আচ্ছা .... '
    ----- ' আমার কাজটা কি হবে না স্যার ? ' কলতান আর একবার মরিয়া আবেদন জানাল।
    ------ ' আরে , কি মুশ্কিল ... প্রোজেক্টটা খুলে না বললে বুঝব কি করে ! জীবন আপনাকে কি বলেছে  আমি জানি না ... আমি কিন্তু অ্যাড ওয়ার্ল্ডের বাইরে কোন কাজের খোঁজ রাখি না । '
    ------ ' ও , তা হবে ... উনি তা'লে কি যে বললেন ... আপনাকে মিছিমিছি বিরক্ত করা হল ... ঠিক আছে স্যার .... কি আর বলব ... একটা কথা মিস্টার সেন ... আপনি কখনও ডানলপে জীবনকৃষ্ণের বাড়ি গেছেন নাকি ? '
    সুগত সেন একদম ধীর স্থির এবং সংক্ষিপ্ত  উত্তর দিলেন ---- ' না '  ।
    একটা জিনিস অন্তত পরিষ্কার হল জীবনকৃষ্ণ সরকারের বাড়ি ডানলপ অঞ্চলে । 

      কলতান ঘর থেকে বেরিয়ে মুখে ফাঁদালো মাস্ক এবং মাথায় একটা টুপি পরে নিল যাতে চিরশ্রী বা পিএনআর তাকে এখানে দেখে বলে না ওঠে -----
    ' একি ... আপনি এখানে ! '
    বাইকে উঠতে উঠতে কলতান আপনমনে বিড়বিড় করতে লাগল ------ ' এখনও দ্বিতীয় ইনিংসের খেলা বাকি । দেখা যাবে ... খেলা ঘোরাতে আমিও জানি কিনা ... ' 
    ঝিরঝির করে বৃষ্টি নামল । 

    ( চলবে )
    ********************************************


    পুনঃপ্রকাশ সম্পর্কিত নীতিঃ এই লেখাটি ছাপা, ডিজিটাল, দৃশ্য, শ্রাব্য, বা অন্য যেকোনো মাধ্যমে আংশিক বা সম্পূর্ণ ভাবে প্রতিলিপিকরণ বা অন্যত্র প্রকাশের জন্য গুরুচণ্ডা৯র অনুমতি বাধ্যতামূলক। লেখক চাইলে অন্যত্র প্রকাশ করতে পারেন, সেক্ষেত্রে গুরুচণ্ডা৯র উল্লেখ প্রত্যাশিত।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • kk | 2607:fb91:87b:8018:a1fe:fe1:3c7f:***:*** | ২৩ জুলাই ২০২৩ ১৯:৩৪521621
  • 'রেকি' করা মানে কী? ভালো লাগছে গল্পটা বেশ। চলুক।
  • Anjan Banerjee | ২৩ জুলাই ২০২৩ ২১:৩৩521627
  • RECCE মানে কোন বিশেষ অপারেশনের আগে ঘটনাস্থল পরিদর্শন এবং পর্যবেক্ষণ করে নেওয়া । 
    সঙ্গে থাকুন । 
  • যোষিতা | ২৪ জুলাই ২০২৩ ০০:৩০521636
  • দিস ইজ টু মাচ, নামগুলো। জীবনকৃষ্ণ, কুন্তল...
  • Anjan Banerjee | ২৪ জুলাই ২০২৩ ০৭:৪৫521641
  • যোষিতা ,
        আরে ... কোন কিছুর সঙ্গে মেলাতে যাবেন না । এ একেবারে বিলকুল আলাদা কিস্যা । 
  • Mousumi Banerjee | ২৫ জুলাই ২০২৩ ০০:৫২521692
  • খুব ভালো লাগছে
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : guruchandali@gmail.com ।


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। না ঘাবড়ে প্রতিক্রিয়া দিন