এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • খেরোর খাতা

  • কলতান আর চিউয়িং গাম - ৯

    Anjan Banerjee লেখকের গ্রাহক হোন
    ২৩ জুলাই ২০২৩ | ৪৮৯ বার পঠিত | রেটিং ৫ (২ জন)
  • শনিবার সকালেই সন্দীপের ফোন এল ।
    ---- ' হ্যাঁ  সন্দীপ, বল কি খবর । তোমার ফোনের জন্যই ওয়েট করছিলাম । বল ... '
    ----- ' জীবনকৃষ্ণ সরকারের নামে যে সিমটা ছিল সেটা ইনঅ্যাকটিভ হয়ে আছে এই মুহূর্তে। হতে পারে সিমটা খুলে ফেলা হয়েছে সেট থেকে । তবে সিমটা নেওয়া হয়েছিল সাউথ ক্যালকাটার কোন আউটলেট থেকে । ট্র্যাকিং লোকেটরে ধরা পড়েছে। '
    ------ ' সাউথ ক্যালকাটার কোন জায়গা থেকে সেটা ট্র্যাক করা গেল না ? '
    ----- ' না ... তবে সার্ভিস প্রোভাইডারের নাম জানা গেছে ... ' সন্দীপ কোম্পানির নামটা বলল ।
    ----- ' হুমম্ ... । লাস্ট কলটা কোথা থেকে এবং কবে হয়েছিল ডিটেক্ট করা গেছে ? '
    ------ ' হ্যাঁ গেছে । মনে হচ্ছে নর্থ ক্যালকাটায় ডানলপ থেকে বেলঘরিয়ার মধ্যে .... লাস্ট ফিফটিনথ জানুয়ারি।  '
    ------ ' মানে, মাস তিনেক আগে । কোন নাম্বারে কলটা করা হয়েছিল বলতে পারবে ? '
    ------ হ্যাঁ কলতানদা.... লিখে নিন । এটা ফরওয়ার্ড করা যাবে না । '
    ----- ' একটু দাঁড়াও... হ্যাঁ বল ... '
    ----- ' নাইন সেভেন এইট টু ..... '
    ----- ' থ্যাঙ্ক ইউ । আচ্ছা জীবনবাবুর ম্যাক্সিমাম কল কি ওই ডানলপ বেলঘরিয়া এরিয়া থেকে করা হয়েছিল ?
    ---- ' একদম ঠিক বলেছেন । সিম ইনঅ্যাকটিভ হওয়ার আগের প্রায় ছ মাস ওই লোকেশান থেকেই ম্যাক্সিমাম কল হয়েছে দেখা যাচ্ছে ।
    ---- ' আর যে দুটো নাম্বার পাঠিয়েছিলেন আপনি .... ' সন্দীপ বলে ।
    ------ ' হ্যাঁ হ্যাঁ ... বল বল ... ও দুটো মোর
      ইম্পর্টান্ট .... '
    ----- ' ও দুটো সিমই নেওয়া হয়েছে রাঁচির কোন আউটলেট থেকে । অ্যাকটিভ আছে ... '
    ----- ' হ্যাঁ , অ্যাকটিভ তো থাকতেই হবে ... নইলে তো হিসেব মেলে না ... ' কলতান বিড়বিড় করে বলল ।
    ----‐ ' অ্যাঁ... কিছু বললেন ? '
    ----- ' কি ... না না .... বলছি যে , ওই নাম্বারের কল লিস্ট থেকে দেখা যাবে লাস্ট ছ মাসে ম্যাক্সিমাম কল কোথায় কোথায় হয়েছে ? '
    ------' আচ্ছা ওটা একটু চেক করে আপনাকে জানাচ্ছি ... '
    ------ ' আচ্ছা... চেক কর । হয়ে গেলে জানিও ... ওকে ? '
    ------ ' হ্যাঁ নিশ্চয়ই .... '

    কলতানের মাথায় নানা কথা ঘুরপাক খাচ্ছে ।
    জীবন সরকার সত্যিই মারা গেছে না বেঁচে আছে
    সেটা জানা খুব জরুরী । জীবন সরকার যদি খুন হয়ে থাকে তাহলে সেটাও তো অনুসন্ধানের বিষয়বস্তু হওয়া উচিত  । কে বা কারা, কি কারণে তাকে খুন করল সেটা জানা দরকার । আর যদি বেঁচে থাকে তাহলে তো তাকে আবিস্কার করতে  পারলে পিএনআর  সমস্যার জট কাটানো অনেক সহজ হয়ে যায় । সন্দীপ বলছে জীবনকৃষ্ণের  লাস্ট কল হয়েছিল প্রায় তিনমাস আগে । সেটা  হয়েছিল ডানলপ অঞ্চল থেকে । যে নাম্বারে কল করা হয়েছিল সে নাম্বারটা সন্দীপ দিয়েছে । সে নাম্বারটা কার এবং কোন জায়গার সেটা খুঁজে পেতে গেলে পুলিশ ডিপার্টমেন্টের সাইবার সেলের
    কৌস্তুভ  মিত্রের সাহায্য নিতে হবে । তাছাড়া উপায় নেই । কলতান একান্ত নিরুপায় না হলে পুলিশের দ্বারস্থ হতে চায় না ।

         কলতান আর একটা ব্যাপারে  নিরাশ বোধ করতে লাগল । বঁড়শিতে গাঁথা সুস্বাদু টোপ যদি জলের মাছ না ঠোকরায় তাহলে একটু নিরাশ লাগে বৈকি । কিন্তু ছিপবাজের যদি আত্মবিশ্বাস থাকে মাছ বঁড়শি গিলবেই তাহলে তাকে বিক্ষিপ্তমনা  না হয়ে সতর্ক হয়ে বসে থাকতে হবে । কলতানের মনে পড়ে গেল --- ফ্রুট অফ পেশেন্স ইজ সুইট  ।
    আশ্চর্যের ব্যাপার হল,  দুপুর গড়িয়ে গিয়ে যখন বিকেল নামছে সেই সময় কলতানের মোবাইল বাজতে লাগল ।
    কলতান ফোন তুলল, ' হ্যাঁ ... বলুন মিস্টার সেন, আমি জানতাম ... । '
    ----- ' কি জানতেন ? '
    ----- ' জানতাম যে আপনি কল ব্যাক করবেন '
    ----- ' ওসব বাজে কথা রাখুন । কি বলতে চান বলুন ... ' সুগত সেনের গলায় উষ্মা মাখানো ।
    ----- ' ওই তো বললাম .... আপনার একটা অ্যাপয়েন্টমেন্ট । সেটা আপনার অফিসে হতে পারে , আপনার বাড়িতেও হতে পারে । '
    ----- ' কি সব বলছেন ? অফিসিয়াল ডিসকাশন , বাড়িতে কেন হবে ? '
    ---- ' হ্যাঁ সেটা ঠিকই... তবে সব কথাবার্তা তো সব জায়গায় করা বুদ্ধিমানের কাজ না ... ফায়দা তো আপনারই ... হ্যা : হ্যা: হ্যা: ... '
    ---- ' কি বলতে চান আপনি ? আবার ফালতু কথা বলছেন ... আপনি কে বলুন তো মশাই ... কি সব ফায়দা টায়দা বলছেন ? '
    ----- ' আ:হা ... আমাকে তো দেখতেই পাবেন । ঠিক আছে আপনি যখন অফিসে কথা বলতে চাইছেন , তাই হবে । কবে যাব তা'লে ? '
    ----- ' পরশুদিন ...না না তারপরের দিন , মানে মঙ্গলবার বেলা একটা নাগাদ আসুন ...  আসার আগে একবার ফোন করে নেবেন । '
    ----- ' ঠিক আছে স্যার , ফোন করেই যাব । রাখছি তা'লে ... '
    ----- ' হুঁ ... '

    কলতান ভাবল, ডোজ একটু বেশি হয়ে গেল কি ?
    যদি দাঁড় করানোর মতো মেটিরিয়াল না পাওয়া যায় সফট উইথড্রয়াল কৌশল নিতে হবে । সুগত সেনের সঙ্গে মঙ্গলবার মোলাকাত হবার কথা । তার আগে ১৫ নং ব্রড স্ট্রিটের আশপাশটা একবার রেকি করে আসতে পারলে ভাল হয় । রেকিটা, কলতান ঠিক করল, সন্ধেবেলায় করবে ।
    সেটাই সুবিধাজনক হবে ।
        ডেবোনেয়ারে তিতিরের চাকরিটা হয়ে যাওয়ায়  চিরশ্রীর মনটা বেশ ফুরফুরে হয়ে গেল । হাজার হোক , তারও তো কিছুটা ভূমিকা আছে । পিএনআর স্যারকে বলে সে-ই তো প্রথম প্রক্রিয়াটা শুরু করেছিল । কারো জন্য কিছু করতে পারার এইসব ছোট ছোট ভাল লাগা মানুষের মনকে ক্ষণিকের জন্য হলেও স্নিগ্ধ, তাজা বাতাসে ভরিয়ে রাখে। 
    কিন্তু তাল কেটে গেল  মুহুর্তের মধ্যে । সন্ধে প্রায় সাতটা বাজে । এখনও বেলাশেষের
    আবছা আলো জেগে আছে । চিরশ্রী খুশি মনে নানা কথা চিন্তা করতে করতে বাসরাস্তার দিকে যাচ্ছিল । তাল কেটে গেল।  চিরশ্রীর ফোন বাজতে লাগল । সে ফোন তুলল । অজানা নম্বর । সন্তর্পনে বলল -----
    ------ ' হ্যালো ..... ' 
    ওদিক থেকে কথা ভেসে এল ---- ' যা বলেছি সব খেয়াল আছে তো ? '
    ----- ' কে ...কে ? '
    ----- ' আভি ভি পয়চানা নেহি ? হামলোগ হামেশা তেরা উপর নজর রাখতে যা রহা হ্যায় ।
    যো বোলা হ্যায় সরাসর ইয়াদ তো হ্যায় না ... আপন বহুত খতরনাক হ্যায় বেবি .... সামালকে রহনা ... ফির বাদমে ইয়াদ দিলাউঙ্গা.... টাটা ... '
    এরকম হুমকি ফোন আগেও একটা পেয়েছে চিরশ্রী । খুব সম্ভবত কলতান গুপ্তের সঙ্গে যোগাযোগ করাই এর কারণ । ভয়ঙ্কর ভয়ে তার হাত পা অবশ হয়ে গেল । সে রাস্তার একপাশে দাঁড়িয়ে পড়ল । হৃদপিন্ড গলার কাছে এসে আটকে রইল । অনুজা ভয়ডরহীন মেয়ে । ভাবল তাকে একটা ফোন করে । কিন্তু প্রবল মানসিক বিদ্ধস্ততার কারণে তার ফোন করার মতো অবস্থা নেই এখন । তার মনে হচ্ছে , কারা যেন তার ওপর লাগাতার নজর রেখে চলেছে । তার মতো একটা সাধারণ মেয়ের ওপর ওদের এত রাগ !
    চিরশ্রী আস্তে আস্তে হাঁটতে শুরু করল । বাসরাস্তা পর্যন্ত তো পৌঁছতে হবে ।
    চিরশ্রী হঠাৎ শুনতে পেল তার পিছনে অনেক দূর  থেকে একটা মোটরবাইক আসার আওয়াজ আসছে । আওয়াজটা  ক্রমশ স্পষ্ট হচ্ছে ।  বাইকটা নিশ্চিতভাবে তার দিকেই এগিয়ে আসছে । রাস্তা এখানে বেশ ফাঁকা ফাঁকা । ভয়ে তার বুক ধকধক করতে লাগল । বাইকের গর্জন তার  কাছাকাছি এসে পড়েছে । মাথা ঘুরিয়ে পিছন  দিকে দেখবার সাহসও  তার আর নেই । সারা শরীর ঘামে জবজব করছে । হাঁটতে গিয়ে দুবার হোঁচট খেল চিরশ্রী । বাইকটা তার দিকে ছুটে আসার কি কারণ থাকতে পারে সেসব ভাবার অবস্থায় সে নেই ।  বাইকটা মনে হচ্ছে তার দশ ফুটের মধ্যে এসে পড়েছে এবং আজই তার শেষ দিন ।  চিরশ্রীর মনে হল এবার সে পড়ে যাবে  রাস্তায় .... আর পারছে না ....
    প্রচন্ড ট্রমা আক্রান্ত চিরশ্রী সত্যিই আর পারল না । তার শরীর ছেড়ে দিল ।  শরীর মাটিতে পড়ার আগেই মোটরবাইক চালক  ঠিক তার পাশে এসে পৌঁছল এবং চিরশ্রীকে ধরে ফেলল । চিরশ্রী জ্ঞান হারায়নি অবশ্য । সে হতচকিত,  বিভ্রান্ত অবস্থায় শুন্য দৃষ্টিতে তার ত্রাণকর্তার দিকে  তাকিয়ে রইল কিছুক্ষণ।  তারপর সম্বিত ফিরে পেয়ে ধড়মড় করে উঠে দাঁড়াল । চিরশ্রী অবাক হয়ে বলল, ' কলতান স্যার ... আপনি ! '
    কলতান হেসে বলল, ' এত ভয় পেলে চলবে ? ঘুরে দাঁড়ানো প্র্যাকটিস কর ম্যাডাম.... হা: হা : হা: ... '
    ------ ' আপনি এখানে কি করছেন ? '
    ------ ' রেকি করছিলাম । '
    ------ ' রেকি ! সেটা আবার কি ? '
    ------ ' বলছি বলছি .... গলাটা শুকিয়ে কাঠ হয়ে আছে । চল আগে একটু চা খাই ... '

       ( চলবে )

    ********************************************

       
       

     


    পুনঃপ্রকাশ সম্পর্কিত নীতিঃ এই লেখাটি ছাপা, ডিজিটাল, দৃশ্য, শ্রাব্য, বা অন্য যেকোনো মাধ্যমে আংশিক বা সম্পূর্ণ ভাবে প্রতিলিপিকরণ বা অন্যত্র প্রকাশের জন্য গুরুচণ্ডা৯র অনুমতি বাধ্যতামূলক। লেখক চাইলে অন্যত্র প্রকাশ করতে পারেন, সেক্ষেত্রে গুরুচণ্ডা৯র উল্লেখ প্রত্যাশিত।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • যোষিতা | ২৩ জুলাই ২০২৩ ১২:৫১521596
  • কেন জানি না, শরদিন্দু মনে পড়ছিল।
  • Anjan Banerjee | ২৩ জুলাই ২০২৩ ১৩:২৮521598
  • যোষিতা, 
       কি সৌভাগ্য আমার ...
  • Kuntala | ২৩ জুলাই ২০২৩ ১৯:১৭521620
  • কি জমাটি  - দম বন্ধ করে অপেক্ষায় থাকতে হবে দেখছি।
  • Anjan Banerjee | ২৩ জুলাই ২০২৩ ২১:৩৫521629
  • কুন্তলা, 
     
         অনেক ধন্যবাদ।  সঙ্গে থাকুন।  
  • Mousumi Banerjee | ২৫ জুলাই ২০২৩ ০০:৪৬521690
  • দারুণ
  • Anjan Banerjee | ২৫ জুলাই ২০২৩ ১৫:২০521720
  • মৌসুমী ব্যানার্জী ,
     
    ধন্যবাদ  ধন্যবাদ.... 
     
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : guruchandali@gmail.com ।


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। না ঘাবড়ে মতামত দিন