এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • খেরোর খাতা

  • কলতান আর চিউয়িং গাম - ৬ 

    Anjan Banerjee লেখকের গ্রাহক হোন
    ২২ জুলাই ২০২৩ | ৪৬১ বার পঠিত | রেটিং ৪.৫ (২ জন)
  • প্রিয়নাথ আর চিরশ্রী বেরিয়ে যাবার  পরই কলতান প্রাইভেট সাইবার এবং ডিজিটাল এক্সপার্ট সন্দীপ ঘোষকে ফোনে ধরল । খুব দক্ষতাসম্পন্ন ছেলে । বত্রিশ তেত্রিশ বছর বয়স । নিজের প্রাইভেট সাইবার সেল খুলেছে। হাতে প্রচুর কাজ ।
    ----- ' হ্যাঁ কলতানদা বলুন । প্রায় ছ মাস পর ... '
    ----- ' হ্যাঁ ভাই ... মিথ্যে কথা বলব না , দরকার না থাকলে টনক নড়ে না । কি করব বল ... আমাদের প্রফেশানটাই এরকম । তারপর , কি খবর বল ... কাজকর্ম ঠিকঠাক চলছে তো ? '
    ----- ' এ..ই  আপনাদের আশীর্বাদে থেমে নেই এটুকু বলতে পারি ... '
    ------ ' না ... তোমার যা কোয়ালিটি,  তুমি অনেক দূর যাবে ... যাক, আমার একটা কাজ ছিল । একটু হেল্প করে দিতে হবে ভাই .... চার্জটা জানিও, আমি পাঠিয়ে দেব । আসলে, আমি পুলিশ ডিপার্টমেন্টের সাহায্য নিতে চাইছি না এক্ষুনি ... '
    ------ ' আহা .... চার্জের কথা ছাড়ুন না । কাজটা কি বলুন না তাড়াতাড়ি । আমি ইমপেশেন্ট হয়ে পড়ছি । আপনার কোন কাজ হাতে আসলে ভীষণ এক্সাইটেড ফিল করি ... '
    ------ ' কাজ খুব সিম্পল , অন্তত তোর জন্য।  দুটো ফোন নাম্বার পাঠাচ্ছি ... লোকেশান ট্র্যাক করতে হবে । ওগুলোর ডিটেইলড হোয়্যারঅ্যাবাউটস চাই । কল রেকর্ডসও দরকার ছিল , কিন্তু..... '
    ----- ' কল রেকর্ডস তো মোবাইল ছাড়া বার করা যাবে না ... '
    ----- ' এগজ্যাক্টলি । ওটা পরে ট্রাই করছি , আপাতত লোকেশান স্টেটাসটা ... '
    ----- ' হ্যাঁ ... নাম্বারগুলো পাঠান কলতানদা । একটা নতুন ডিভাইস ইনস্টল করেছি । খুব হেল্পফুল ... '
    ----- ' ঠিক আছে পাঠাচ্ছি । হয়ে গেলে খবর দিও ।
    ----- ' ওকে '

      কলতান সন্দীপকে পিএনআর কে  থ্রেট কলের নাম্বারটা আর জীবনকৃষ্ণ সরকারের নাম্বারটা পাঠাল ।

        রাত দশটা বাজে । কলতান এবার জীবন সরকারের নম্বরে একটা ফোন লাগাল । মৃত ব্যক্তিকে ফোন কল ! কি জানি কি উদ্ভট কান্ড ঘটে । ঠিক তাই ঘটল । চ্যাঁ চোঁ.... কুড়ুর কুড়ুর ... কট কট কট কট ... এইরকম আওয়াজ হতে লাগল । তারপর ফটাস করে লাইন কেটে গেল । তারপর কুঁ কুঁ কুঁ কুঁ করে আওয়াজ হতে লাগল ।
    কলতান আবার একবার ডায়াল করল ওই নম্বরে । এবার কিন্তু সুললিত নারীকন্ঠ শোনা গেল ----- আপনি যে নম্বরটি ডায়াল করেছেন সেটির কোন অস্তিত্ব নেই ..... ইত্যাদি ইত্যাদি ... '
    কলতানের মুখ দিয়ে বেরিয়ে গেল ---- যাচ্ছলে ....।
    ভাবল , আজ আর কিছু না , আবার কাল সকালে দেখা যাবে ।
        সকাল সাড়ে আটটা নাগাদ প্রিয়নাথ রায়ের ফোন এল ।
    ----- ' হ্যাঁ ... বলুন মিস্টার রায় .... '
    ------ ' তেমন কিছু না .... একটা খবর জানিয়ে রাখছি । কাল আমাদের অফিস ব্রড স্ট্রিটে শিফট করছে ।'
    ----- ' বালীগঞ্জ ব্রড স্ট্রিটে ? '
    ------ ' হ্যাঁ,  ফিফটিন ব্রড স্ট্রিট... '
    ----- ' হঠাৎ  ? '
    ---- ' ঠিক ...  হঠাৎ না , অনেকদিন ধরেই চেষ্টা চলছিল । ডালহৌসির এই ক্যাকোফোনির মধ্যে অ্যাড এজেন্সির কাজ করা সত্যি অসুবিধে হয়ে যাচ্ছিল । ব্রড স্ট্রিটের ও জায়গাটা বেশ নিরিবিলি । '
    ----- ' ও আচ্ছা.... ঠিক আছে স্যার,  আমি আপনার সঙ্গে ঠিক সময়ে যোগাযোগ করে নেব । টেক কেয়ার । হ্যাঁ ...  একটা কথা জানা হয়নি কাল ।  থ্রেট কল যখন আসে , প্রতিবার একই লোক কথা বলে , না বিভিন্ন লোক কথা বলে ? গলা শুনে বোঝা যায় কিছু ? '
    ----- ' আমার মনে হয় একই লোক কথা বলে । '
    প্রিয়নাথ পরিষ্কার জানায় ।
    ----- ' আচ্ছা আচ্ছা ... ঠিক আছে । থ্যাঙ্ক ইউ ... রাখছি এখন ... টেক কেয়ার।  '
    কলতান ফোন কেটে দেয় ।
    ভাবতে থাকে , আপাতদৃষ্টিতে কেসটা একদম সিম্পল । পি এন আর-এর মোবাইল-এর কল রেকর্ডস চেক করে সহজেই থ্রেট কলারদের হদিশ পাওয়া যেতে পারে । সেটা তো পুলিশই করতে পারে ।  কিন্তু অত সহজ সরল ব্যাপার কি হবে ? এই প্রিয়নাথেরই সব কথা কি চোখ বুজে বিশ্বাস করা যায় ? ক্রাইম ম্যানুয়াল অনুযায়ী , যতক্ষণ না অপরাধী ধরা পড়ছে ততক্ষণ কেউই সন্দেহের বাইরে নয় ।

       কলতান একটু পরে বাইক নিয়ে বেরোল মানিকতলা বাজারে যাওয়ার জন্য । উদ্দেশ্য মাছ কেনা । বেশ কয়েকজন পরিচিত মাছওয়ালা আছে কলতানের । কিছু ছোট মাছ , কিছু বড় মাছ । আব্দুল বড় রুই কাতলা নিয়ে বসে । ওজন করার পর ফটাফট আঁশ ছড়াচ্ছে তার অ্যাসিস্ট্যান্ট,  তারপর ফসফস করে টুকরো করে ফেলছে আব্দুল।  কলতানকে দেখে একগাল হেসে বলল , ' আরে ... বাবু কতদিন পর ! আজকাল   এদিকে আসা হয় না বোধহয় ... '
    ----- ' না ... কলেজ স্ট্রিট বাজারেই ... তবে মানিকতলা বাজারের সঙ্গে কোন বাজারের তুলনা হয় না । ' ধারাল বঁটিতে কাতলা মাছ ফালাফালা করতে করতে আব্দুল দন্তপাটি বিকশিত করে বলল, ' তবে ? বলেন বাবু ... । এই বাজারে পঁচিশ বছর হয়ে গেল ... রুই কাতলার আঁচ ছাড়াতে ছাড়াতে .... ' 
    ----- ' তাই তো .... '
    কলতান ভাবে সেও তো নানা দুষ্কৃতীর আঁশ ছাড়িয়ে চলেছে কত বছর ধরে । কথাটা বেশ লাগসই রূপক মনে হল ।
    ---- ' হ্যাঁ , বলেন বাবু ... '
    ----- ' ওই দেড় কেজির মতো কাতলা.... গাদা পেটি
    মিলিয়ে .... আর ওই ... '
    কলতানের কথাটা সম্পূর্ণ হল না । বুক পকেটে তার মোবাইল বেজে উঠল ।
    ----- ' হ্যালো স্যার  ... আমি চিরশ্রী বলছি .... '
    ------ ' বল বল ... '
    কলতান মোবাইল কানে চেপে একপাশে সরে গেল।
    চিরশ্রী প্রবল উদ্বেগে হাঁফাতে হাফাঁতে বলল,  ' এই পাঁচ মিনিট আগে একজন ফোন করেছিল আমাকে ... বলছে যে .... '
    ------ ' বল বল ... কি বলছিল ? '
    ----- ' বলছে যে , বুড়োর চামচাবাজি ছাড় ....নইলে জানে মারা পড়বি.... '
    কলতান বলল, ' তুমি এখন কোথায় আছ ? '
    ---- ' অফিসে আছি । ভীষণ ভয় করছে মিস্টার গুপ্ত... '
    ----- ' কোন ভয় নেই । ওরা তোমার কিছু করবে না । তুমি এক কাজ কর ..... যে নাম্বার থেকে কলটা এসেছিল ওই নাম্বারটা আমায় পাঠাও।  কোন ভয় নেই । কিপ ইয়োর কুল .... '
    ----- ' ঠিক আছে স্যার  । নাম্বারটা পাঠাচ্ছি ... '
    ----- ' পাঠাও ... '
    এক মিনিটের মধ্যে নাম্বারটা এল । কলতান মিলিয়ে দেখল এটা পি এন আর-এর দেওয়া নম্বরের সঙ্গে মেলে কিনা । দেখল যে , এটা আলাদা নম্বর ।
    কলতান ওখানে দাঁড়িয়েই  সন্দীপকে ফরওয়ার্ড করল নাম্বারটা ।
    মনে মনে ভাবল, ঝাঁকটা মনে হচ্ছে খুব ছোটখাটো নয় । ডাঙায় তুলতে গেলে বড়সড় জাল চাই । আঁশ ছাড়ানো তো এখন অনেক দূর ।
      ( চলবে )

    ********************************************

     


    পুনঃপ্রকাশ সম্পর্কিত নীতিঃ এই লেখাটি ছাপা, ডিজিটাল, দৃশ্য, শ্রাব্য, বা অন্য যেকোনো মাধ্যমে আংশিক বা সম্পূর্ণ ভাবে প্রতিলিপিকরণ বা অন্যত্র প্রকাশের জন্য গুরুচণ্ডা৯র অনুমতি বাধ্যতামূলক। লেখক চাইলে অন্যত্র প্রকাশ করতে পারেন, সেক্ষেত্রে গুরুচণ্ডা৯র উল্লেখ প্রত্যাশিত।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • AS | 103.186.***.*** | ২২ জুলাই ২০২৩ ১৪:৪০521532
  • আগের পর্ব গুলো একসঙ্গে কি ভাবে পাব ?
  • AS | 103.186.***.*** | ২২ জুলাই ২০২৩ ১৪:৫৫521533
  • পেয়েছি আগের পর্ব গুলো । আগ্রহের সঙ্গে পড়ছি
  • Anjan Banerjee | ২২ জুলাই ২০২৩ ১৫:২২521534
  • এ এস, 
     
    ঠিক আছে । এভাবেই সঙ্গে থাকুন । 
  • Mousumi Banerjee | ২৫ জুলাই ২০২৩ ০০:০৯521682
  • জমছমাট
  • Anjan Banerjee | ২৫ জুলাই ২০২৩ ১৫:২৬521722
  • মৌসুমী ব্যানার্জী, 
     
          'জমছমাট' ই বটে !  
  • Mousumi Banerjee | ২৫ জুলাই ২০২৩ ১৯:৫৫521739
  • Anjan Banerjee, 
     
    একটা নতুন কথা বেরিয়ে গেল। হা হা হা। 
    তবে আপনার আগের লেখাগুলো সবই ভালো লেগেছে। 
  • বিপ্লব রহমান | ০২ আগস্ট ২০২৩ ০৬:৫০522005
  • ধারাবাহিকের ক্ষেত্রে নতুন  লেখার ভেতর আগের কিস্তির লিংক থাকলে পড়তে সুবিধা হয়,  আগেও বলেছি বোধহয়। 
     
    নিজেকে এইটুকু আপডেট করা কী খুব কঠিন? cool
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : guruchandali@gmail.com ।


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। পড়তে পড়তে মতামত দিন