এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • খেরোর খাতা

  • কবি সম্মেলন লাইভ !

    arnab chakrabarty লেখকের গ্রাহক হোন
    ১৩ এপ্রিল ২০২২ | ১১১৭ বার পঠিত
  • নমস্কার ভদ্রমণ্ডলী । মধ‍্যাহ্নভোজের বিরতির পরে আবার ফিরে এলাম । শেষ চৈত্রের এই দ্বিপ্রহরে কোকিলপুর কবিতা উৎসবের দ্বিতীয়ার্ধে আপনাদের সকলকে উষ্ণ অভ‍্যর্থনা জানাই । যদিও আবহাওয়া এখন এমনিতেই যথেষ্ট‌ উষ্ণ, তথাপি আমরা আপনাদের অভ‍্যর্থনায় কোনোরকম শীতলতা থাকুক এটা চাইছি না । বাংলার নানা প্রান্ত থেকে আপনারা যে এই অখ্যাত গণ্ডগ্রামে কবিতা পড়তে এবং শুনতে ... মাফ করবেন, তথ্যে একটু ভুল ছিল, শুনতে এখনও পর্যন্ত কেউ আসেননি । সবাই পড়বেন । উপস্থিত হয়েছেন মোট দুশো ছিয়াত্তর জন কবি । এঁরাই মঞ্চের সামনে দর্শকাসনে বসে আছেন ।  এক এক করে মঞ্চে আসছেন, কবিতা পড়ছেন । প‍্যান্ডেলের ত্রিপল চুঁইয়ে রোদের ঝাঁঝ আজকের এই কাব‍্যময় পরিবেশকে যেটুকু প্রতিকূল করার চেষ্টা করছে, পিছনের প‍্যান্ডেলের থেকে ভেসে আসা কষা চিকেনের সুবাস তাকে পুনরায় অনুকূলে টেনে আনতে পারবে এ আমাদের গভীইইইর আশা। আশা বলতে মনে পড়ে গেল - আপনাদের জ্ঞাতার্থে আমরা কৃতজ্ঞচিত্তে ঘোষণা করছি  আজকের এই উৎসবে উপস্থিত মুরগিদের সেবায় আধ কুইন্টাল কবি, ইয়ে - মাফ করবেন - এই উৎসবে উপস্থিত কবিদের সেবায় আধ কুইন্টাল মুরগি সম্পূর্ণ বিনামূল্যে দিয়েছেন কোকিলপুর কবিতা উৎসব কমিটির চেয়ারম্যান-কোকিলপুরের এমেলে- আমার আশা- আপনার আশা আসাদুল সাহেব ।  যাই হোক, এখন কবিতা পড়তে আসছেন উৎপাতনগর থেকে কবি শৈলঝঞ্ঝা মজুমদার । অবজেকশন ? কেন কেন ? অবজেকশন কিসের ? ও, বুঝেছি ।  ওনার নাম একশো সতেরো নম্বরে ছিল কীভাবে একশো এগারো নম্বরে এলো এইটা জানতে চাইছেন তো ? আপনি প্লিজ তিন নম্বর কাউন্টারে যোগাযোগ করুন । হ‍্যাঁ - যা বলছিলাম, - কবি শৈলঝঞ্ঝা মজুমদার ... ... আবার কী হল ? আপনাকে ট্রেন ধরতে হবে? অনেক দূরে বাড়ি - এদিকে দু'শো তেতাল্লিশ নম্বরে নাম ? আচ্ছা আচ্ছা ... খুবই খারাপ ব‍্যাপার ।  ম‍্যানেজ করব ? কিন্তু এতখানি ম‍্যানেজ কী করে করা যাবে বলুন দেখি ! এ-তো আর এসেছিছির প‍্যানেল নয় ! আচ্ছা ম‍্যাডাম, একটা কথা একটু খোলসা করে বলুন তো - এত কবি যে সকাল থেকে কবিতা পড়ছে, তারা কেউ অন‍্যের কবিতা শুনছে ? সবাই তো দেখছি ছোটো ছোটো দলে ভাগ হয়ে গল্প করছে, সেলফি তুলছে । এক একজন তো মাইকের সামনে দাঁড়িয়ে রীতিমতো পোজ দিয়ে দাঁড়াচ্ছেন । মঞ্চের নিচে থেকে পাঁচ ছয় জন মোবাইল বাগিয়ে ছবি তুলছেন আর হেঁকে বলছেন - এই, তুমি আমারটা তুমি তুলো কিন্তু...।  আচ্ছা - পরবর্তী কবি শ্রীমতী সাঁঝেরপ্রদীপ সেন ।  হ‍্যাঁ দাদা আপনি কি কিছু বলবেন আমাকে ? হ‍্যাঁ হ‍্যাঁ বলুন না । আচ্ছা - এটা আপনার কার্ড ? আপনি আন্দামানে কবিতা উৎসব অরগানাইজ করছেন, যাওয়া আসা ফ্লাইটে, ফোর স্টার হোটেলে থাকা,  এসি গাড়িতে ঘোরাঘুরি, সঙ্গে ফ্রি তে কবিতা পড়া - সব মিলিয়ে মাথাপিছু পঞ্চাশ হাজার ?! এ তো জলের দর দাদা ! হ‍্যাঁ হ‍্যাঁ নিশ্চয়ই বলব । চেনাশোনা যত কবি-কবিনী আছে সক্কলকে ঝেঁটিয়ে বলব । এমন একটা সাধু উদ‍্যোগ... !
    এর পরে ডাকছি কবি হয়গ্রীব সিংহকে । উনি এসেছেন সুদূউউউউর ... বেশ মুশকিল হল তো ! আপনি আরও দূর থেকে এসেছেন তো আমি কী করব ? আসতে সেধেছিল কে ? চুপ করে বসুন তো মশাই, নম্বর এলে ঠিকই ডাকবো । না না অপমান কেন করব ? জাস্ট বাস্তবটা বললাম । কী বলছেন মশাই - আপনি ঊনিশ খানা কবিতা সোসাইটির চেয়ারম্যান ? তার উপর আবার ক‍্যলিফোর্নিয়ার বাঙালি সোসাইটির ফেসবুক লাইভে কবিতা পড়েছেন ? আপনি তো প্রাতঃস্মরণীয় ব‍্যক্তি মশাই । তা এই ধ‍্যাদ্ধেড়ে গোবিন্দপুরে কার না কার একখানা ফোন পেয়ে চলে এলেন ? আর এইভাবে ব‍্যাকস্টেজে হাতজোড় করছেন কবিতা পড়ার জন‍্য ! ছি ছি আমরা লজ্জায় মাটিতে মিশে যাচ্ছি স‍্যার । আপনাকে আমরা চিনতে পারিনি । ও আচ্ছা - কবিতা না পড়লেও হবে ? মেমেন্টোটা দিলেই চলে যাবেন ? আচ্ছা দেখছি । ... এই সেরেছে - মেমেন্টো তো আর নেই স‍্যার । দেড়শোখানা বানানো হয়েছিল ।  দুশো ছিয়াত্তর জন হাজির হবেন তা জানবো কেমন করে ? এ তো পুরো ছিয়াত্তরের মন্বন্তর। মেমেন্টো দাও মেমেন্টো দাও - হাহাকার উঠেছে চারদিকে ! ... একী ! একী ...  ইট পাটকেল ছুড়ছেন কেন ? আপনারা না কবি ! এই কি কবিসুলভ আচরণ ? ওরেব্বাবা ! কবিনীরা সব রণরঙ্গিনী মূর্তি ধরেছেন দেখছি । রক্তবরণ ওষ্ঠরঞ্জনীর অন্তরাল থেকে বেরিয়ে আসছে সুতীক্ষ্ণ শ্বেত দন্তরাজি ! বাপরে ! ভ‍্যাম্পায়ার নাকি ? রংবেরঙের নেইল আর্টের কুহকে ভুলিবেন না । মেমেন্টো না পেলে ওই নখ আপনাকে খামচে দিতে পারে । পালান - পালা-আ-আ-আ-ন ... !
     
     
    Disclaimer : সব কাল্পনিক চরিত্র ।  বাস্তবের সঙ্গে মিল পেলে তা নেহাতই কাকতালীয় জানতে হবে ।
    পুনঃপ্রকাশ সম্পর্কিত নীতিঃ এই লেখাটি ছাপা, ডিজিটাল, দৃশ্য, শ্রাব্য, বা অন্য যেকোনো মাধ্যমে আংশিক বা সম্পূর্ণ ভাবে প্রতিলিপিকরণ বা অন্যত্র প্রকাশের জন্য গুরুচণ্ডা৯র অনুমতি বাধ্যতামূলক। লেখক চাইলে অন্যত্র প্রকাশ করতে পারেন, সেক্ষেত্রে গুরুচণ্ডা৯র উল্লেখ প্রত্যাশিত।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • বিপ্লব রহমান | ১৩ এপ্রিল ২০২২ ০৮:৪৩506264
  • হা হা প গে = হাসতে হাসতে পড়ে গেলাম! দারুণ!!  laugh
  • ফেবু কবিদের বিদ্রুপ করাটা এখন ফ্যাশন হয়েছে .. | 42.***.*** | ১৩ এপ্রিল ২০২২ ১০:৩৪506285
  • লেখাটায় বেশ কয়েকটা বানান ভুল , যেমন 
    অভ্যর্থনা, প্রতিকূল , পুনরায় , অনুকূল 
  • π | ১৪ এপ্রিল ২০২২ ১৩:২৭506367
  • বানান নিয়ে 'বিদ্রুপ' করতে গিয়ে যে বিদ্রূপ বানানটাই ভুল লিখে ফেললেন! 
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : guruchandali@gmail.com ।


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। কল্পনাতীত প্রতিক্রিয়া দিন