ডিসি, একটা কথা। নিঃসন্দেহে ইনফ্রা স্ট্রাকচারে বিনিয়োগ বা সোশ্যাল অ্যাসেট নির্মাণ বইয়ের কেন্সীয় দাওয়াই হিসেবে ভালো। কিন্তু সেটা ইকনমির নর্মাল সময়ে কাজে দেবে। কারণ এর জেস্টেশন পিরিয়ড বেশি। তাই এর ফলে এমপ্লয়মেন্ট বেড়ে লোকের হাতে ইনকাম এসে বাজারে এফেক্টিভ ডিমান্ড তৈরি হতে অনেক সময় লাগবে। তাই এরা ১ বা ৫ বছরের বদলে ২৫ বছরের ধুয়ো তুলেছেন। এটা সাপ্লাই সাইড দাওয়াই।
কিন্তু আমাদের দেশের সমস্যা ডিমান্ড শর্টেজ। ফলে কারখানায় আন্ডার ইউটিলাইজড প্রোডাকশন ক্যাপাসিট। লং টার্ম ক্যাপিটাল ক্রিয়েশনে ক্ররপোরেট ট্যাক্স কমালে কি হবে? হয় আইডল ক্যাপাসিটি আরও বাড়বে, নয় মন্দী আরও বেড়ে যাবে।
২ একদিকে মন্দী-- কারণ লোকের হাতে পয়সা কমছে, কাজ এবং মাইনে কমছে। এফেক্টিভ ডিম্যান্ড কোভিডের আগের অবস্থাতেও ফেরেনি। ভারতে জিডিপির প্রায় ৫০% আসে প্রাইভেট কন্সাম্পশন হেতু ব্যয় থেকে। সেটা বাড়াতে উচিৎ ছিল ডায়রেক্ট ক্যাশ ট্রান্সফার। ওই জমিওলা চাষিদের অ্যাকাউন্টে বছরের ৬০০০ টাকা যথেষ্ট নয়। জমিহীন ভাগ বা চুক্তি চাষি ও খেতমজুরুরা কৃষি নির্ভর জনসংখ্যার ৭০%। এছাড়া আছে ইনফর্মাল সেক্টরের সংগে যুক্ত মানুষেরা।
৩ এপ্রিল থেকে টান পড়বে র্যাশনে। ফুড সাবসিডি যা তা কমানো হয়েছে। যেন করোন চলে গেছে।
৪ সব চেয়ে বড় চাকরি দেবার সেক্টর বিগ কর্পোরেটস নয়, বরং MSME SECTOR. তাদের অবস্থা খুব খারাপ। এদের হতচ্ছেদ্দা করে আগের দুটো বাজেটে যে ১০০% গ্যারান্টিতে লোন দেওয়ার ব্যবস্থা হয়েছিল তাতে আদোউ উৎপাদন এবং রোজগার বাড়েনি। কারণ ওই--ডিমান্ড পড়ে গেছে। ফলে ওরা লোন নিয়ে অ্যাসেটে ইনভেস্ট করেছে বা নিজেদের ডেট সার্ভিসে লাগিয়েছে।
৫ এমনকি আমেরিকা ইংল্যান্ডের মত উন্নত পুঁজিপতি দেশগুলো কোভিড সময়ে সবার অ্যাকাউন্টে ডারেক্ট ক্যাশ ট্রান্সফার করেছে প্রতিমাসে। আমরা ভগবানের ভরসায় ছেড়ে দিয়েছি।
৬ সার এবং ডিজেল-পেট্রোলের সাব সিডি কমিয়ে দিয়েছি। ফলে চাষের উৎপাদন শুল্ক বেড়ে যাবে। এখন যে ইনফ্লেশন টা দেখা যাচ্ছে সেটা কস্ট-পুশ, ডিমান্ড পুল নয়। এতে আমাদের মত শহুরে এবং গরীব গ্রামীণ জনতার জন্য খাদ্যদ্রব্যের দাম হু-হু করে বেড়ে যাবে।
৭ বাজেটে ধরে নেওয়া হয়েছে কাঁচা তেলের দাম আন্তর্জাতিক বাজারে ব্যারেল প্রতি ৭৫ ডলার থাকবে। এর ভিত্তি? কোন উত্তর নেই। এতদিন আমেরিকা ইত্যাদি দেশে ইনটারেস্ট রেট খুব কম ছিল। এবার ওরা রেট বাড়িয়ে দেবে বলছে। ফলে ডলারের বিরুদ্ধে টাকার বিনিময় মূল্য ঝাড় খাবে। তাহলে কাঁচা তেল কেনার দাম অনেক বেড়ে যাবে।
৮ এখন গত বছর থেকেই সব ইকনমিস্ট বলছেন --এবং উন্নত দেশেগুলো করছে-- শর্টটার্মে ফিসক্যাল রেটের সতীপনার কথা নাভেবে সরকারি ব্যয় বাড়িয়ে দিতে। এর বড় অংশ ফুড, হেলথ, এডুকেশন এর জন্য একটা সাস্টেনেবল সিস্টেম গড়ে তুলতে খরচা করতে। কিন্তু এরা রেভিনিউ এক্সপেন্ডিচার বাড়াবে না। যেন হাঙ্গার , ম্যালনিউট্রিশন, আনএমপ্লয়মেন্ট কোন প্রাথমিকতা নয়। ইনইক্যুয়ায়ালিটি যেভাবে ভারতে বাড়ছে সে নিয়ে কোন কথা বা চিন্তা নেই।
৯ জিএসটি এবং ইনকাম ট্যাক্স কলেকশন বাড়ছে বলে খুশি, কিন্তু ট্যাক্স রিলিফ দেয়া হোল বিগ কর্পোরেট লেভেলে, মধ্যবিত্ত/নিম্নবিত্তদের নয়। অথচ আমেরিকা টপ লেয়ারের কর্পোরেটদের উপর চড়া হারে ট্যাক্সো ধরে রিসোর্স মবিলাইজ করছে। ভারতে এই একবছরে যে ১৪৩ পরিবারের আয় ৩২ ট্রিলিয়ন থেকে ৫২ ট্রিলিয়ন হয়েছে তাদের উপর ট্যাক্স লাগানো যেত না? বরং দু'বছর আগে ইনকাম ট্যাক্স অফিসার্স ইউনিয়নের যে নেতারা টপ লেয়ারের কর্পোরেটের উপর ৪০% ট্যাক্স লাগানোর প্রপোজাল পেশ করেছিল তাদের চার্জশীট করা হোল।
১০ টাটা ইন্ডিয়ান এয়ারলাইন্স কিনে নিল ১৮০০০ কোটি টাকায়। তার মধ্যে ২৭০০ সরকারকে ক্যাশ দিয়েছে। আর ১৫৩০০ কোটি টাকা এয়ারলাইন্সের ডেট কিনে নিয়েছে। বেশ কথা, কিন্তু ভারত সরকার এই বাজেটে ৫১,০০০ কোটী টাকা ক্যাপিটাল এক্সপেন্ডিচারে দেখিয়েছে যা দিয়ে টাটাকে সাজিয়েগুছিয়ে দেয়ার আগে এয়ারলাইন্সের আগের জমা ডেট পে করতে হবে। তাহলে এটা কিরকম ডীল হোল।
১০ আমার শেষ কথাঃ
এদের পাবলিকের কাছে আগের হাইফাই ঘোষণার কি হোল সেনিয়ে কোন জবাবদিহির দরকার নেঈ?
ক) ডিমনির ইকনমিতে এফেক্ট নিয়ে কোন হোয়াইট পেপার?
খ) ২০১৭ তে বলা হোল ২০২২ নাগাদ কৃষকের আয় দুগুণো হবে?
গ) ২০১৪য় বলা হোল তেলের দাম কমবে, বাজারে জিনিসপত্রেরদাম কমবে?
ঘ) গত দু'বছরে বলা হয়েছিল ১০০ ট্রিলিয়নের ইনফ্রাস্ট্রাকচার পাইপলাইন, সে নিয়ে এই বাজেটে কোন কথা নেই কেন?
ঙ) আগের বছরগুলোতে প্রতি বছর ২ কোটি টাকার চাকরি দেওয়ার প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল। এবারের বাজেটে বলা হচ্ছে আগামী ৫ নয়, ২৫ বছরে ৬০ লাখের চাকরি। আরে শুধু কেন্দ্রীয় সরকারেই ৭/৮ লাখ পোস্ট খালি রয়েছে। রেলওয়ে এবং হেলথ সিস্টেমে অনেক লোকের দরকার। আগে সেগুলো ভরা হোক। সব কি প্রাইভেট সেক্টরের মতিগতির উপর?
প্রত্যেকবার নতুন কোন ঝুমঝুমি বাজাবে--সে নিয়ে কোন প্রশ্ন করা যাবে না?
আর বার্ষিক বাজেটে ৫ বছর নয় সোজা ২৫ বছরের ভিশন! এই ২৫ বছরে দেশে বিদেশে, সমাজে অর্থনীতিতে সব ফ্যাক্টর স্থির থাকবে? উনি কি কড়ে জানলেন? কোভিড প্যানডেমিক আসবে জানতেন?
কেইন্স সাহেব কি বলে যাননি--ইন দ্য লং রান, উই আর অল ডেড!
আমার প্রশ্নঃ
১ গত দু'বছরের বাজেটে যে ১০০ ট্রিলিয়নের ইনফ্রা স্ট্রাকচার পাইপলাইনের কথা বলা হয়েছিল জোর গলায় তার কি হোল?
২