পরবর্তীকালে সার্চের সুবিধা (আমার)র জন্য আধখ্যাঁচরা বাংলিশ শিরোনাম। দুঃখিত, গুরুবোন ভাইরা। সাতদিনের ফাঁসি আর এক হপ্তার শূলে চড়া শিরোধার্য।আসলে ক'দিন ভাটিয়ালির পাতায় বেশ কিছু ভালো সাই ফাইএর উল্লেখ হয়েছে। বেশ কিছু পড়া, কিছু নয়, কিছু ফিরে আবার পড়ার ইচ্ছে।
শেষ মাস ছয়েক লেগাসি নিয়ে কেন যেন ভাবছি। জারা তের, বইএর পোকা। গতবারের খ্রীষ্টমাসে (এবং আগের অনেক বছরের মতই) ওর আবদার ছিল বই। অল্প রিসার্চ করে প্রায় ৭০টা প্রিওয়ন্ড বই/ কিন্ডল ইত্যাদি কিনেছিলাম, সবই সাই ফাই (কিছুটা নিজের স্বার্থেও)। জারার সাই ফাইএর উৎসাহ কোন কারণে ফ্লিটিং- আশা করি আবার কোনদিন ফিরে আসবে। ও ফ্যান্টাসীর দিকে ঝুঁকে, বাজী ধরতে পারি ও হ্যারী পটারের অথরিটি (একদম বাড়িয়ে নয়, বার দশেক করে অন্ততঃ পড়েছে, যাস্ট গো টু বই, খেতে বসে যে কোন একটা হ্যারী পটার টেনে নিল, যে কোন জায়গা থেকে পড়তে শুরু করল, নিজের মনে হাসতে হাসতে, কাঁদতে, রাগতে থাকে! আমাদের খ্রীস্টমাস ট্রাডিশন সবকটা হ্যারী পটার মুভি দেখা।) তা ছাড়া লর্ড অফ দ্য রিংস, হবিট এগুলোও।
আমি চাইছি এই টইতে আপনারা দু চার পয়সা দিন- আপনার প্রিয় সায়েন্স ফিকশন, সাইবারপাঙ্ক, ডিসটোপিয়া বা স্পেস অপেরা সম্বন্ধে এখানে লিখুন। কিন্তু ফ্যান্টাসী (হ্যারী পটার, লর্ড অফ দ্য রিংস ইত্যাদি, নিশ্চিত বোঝাতে পারছি কি ফ্যান্টাসী বলতে কোন জনার/জঁর) নয়!
লিস্টি দিতে পারেন। রিভিউ লিখতে পারেন- ছোট/ বড় করে। আরো ভালো হয় পারলে পার্সোনাল ব্যাপার স্যাপার লিখুন- কবে পড়েছিলেন, কে পড়তে দিয়েছিলেন বা রেকো করেছিলেন, পড়ার পর কার সঙ্গে প্রেমিসের অ্যাবসার্ডিটি নিয়ে তিন দিন ঝগড়া আর এক হপ্তা কথা বলা বন্ধ করে ছিলেন। কোন বই এখনও আপনার সংগ্রহে আছে, আপনার সঙ্গে দেশ বিদেশ ঘুরছে, ঘুরে ফিরে পড়েন, কোন সাই ফাই প্রানে ধরে লাইব্রেরীতে দশবছর পরেও ফেরত দিতে পারেন নি।
নিজের দশ পনের বছরের আমিকে কোন বই গিফ্ট বা রেকো করবেন।
২০১০এ একটা টই ছিল বাংলায় কল্প বিজ্ঞান। অসাধারণ। কেউ কেউ ডিক্লে দিয়ে প্রিয় ইংরেজী সাই ফাই বই/ লেখকের কথা লিখেছেন। আর কোন সিমিলার টই আছে কি? যদি থাকে (থাকাটা খুব স্বাভাবিক; আমার টেকমূর্খতা মার্জনা করবেন, ঠিকমত সার্চও করতে পারিনা!) তাহলে এই টইটা উড়িয়ে দেবেন প্লীজ (এক্কেবারে গ্যারান্টেজ জিরো ইগো- সারাক্ষণ ইম্পোস্টার সিন্ড্রোমে ভুগি!)। কিংবা তার লিঙ্ক যদি এখানে দিয়ে দেন।
আমার (জারার) লিস্টিটা কাল দেব'খন।