ওপরে যে লিঙ্ক দিয়েছেন, সে তো পুরোপুরি ফর্ম্যাল জিনিস। একদম সাধারণ মানুষ, যারা এইসব সংহিতা টিতার বাইরে, তারা কী করে, কিভাবে করে, এই নিয়ে আমার আগ্রহ।
অনেককাল আগে একজনের কাছে ইন্দ্রপুজোর আল্পনা দেখেছিলাম। তখন আমি টিনএজার। আরো পরে যখন আগ্রহ বাড়লো, তখন ঐ পুজোর ডিটেইলস জানতে চাইলাম। কোন অঞ্চলে এ পুজো হয়, কারা অংশগ্রহণ করে, ছেলেরা নাকি মেয়েরা, ফর্ম্যাল নাকি লোকায়ত ব্রতকথা-রিচুয়্যালনির্ভর, বছরের কোন সময়ে হয়, কেন করে, ভালো বৃষ্টির আশায় নাকি অন্য কারণে, এসব প্রশ্ন করার সুযোগ পাইনি। ততদিনে তিনি অন্য জগতে।
এতদিন পরে আপনার লেখা পড়ে আমি খানিক আশার আলো দেখলাম। সেজন্যই প্রশ্ন করেছি।
ফর্ম্যাল হলেও কিছু প্রশ্ন থাকে পুজোর পদ্ধতি নিয়ে। অবৈদিক তো বটেই, বেশ খানিকটা লোকায়ত বা স্থানীয় আচার ও বিশ্বাসের ছাপ পড়ার কথা পুজোর পদ্ধতিতে, মন্ত্রগুলোও ইন্টারেস্টিং হয়ে ওঠার কথা। কিছু বৈদিক শ্লোক, বাকি সব অর্বাচীন। রিচুয়্যাল ইত্যাদি তো লক্ষ্যণীয় বটেই।
বেদ থেকে পুরাণে পৌঁছে ইন্দ্র আর চেয়ার ধরে রাখতে পারেন নি। ইন্দ্রের কাল্ট একদম লুপ্ত বলা যায়। প্রয়াত ডঃ জয়দেব মুখোপাধ্যায় বহু বছর আগে এক জায়গায় ইন্দ্রপুজোর কথা লিখে গেছেন। সে পুজো তখনই ক্ষয়িঞ্চু, ডঃ মুখোপাধ্যায়ও নেই। ফলে জানার কোনো রাস্তা নেই।
আমার চাহিদা কেমন তা আশা করি বোঝাতে পেরেছি।