বৃষ্টি শেষের হাওয়া
১
তখন বৃষ্টি হচ্ছিল,
এখন শান্ত চরাচর।
মেঘমুক্ত নয় যদিও অখিল
আকাশ, তবু পল্লবমর্মর
রিনিরিনি বৃষ্টিতে গেছে থেমে।
সিক্ত বাতাসে ভরা বেলি-জুঁই-চামেলি
মল্লিকাবন ভেজা আর্দ্র গন্ধে।
ছায়াঘেরা বাগানে বেড়াল এক চোখ মেলি
ভাঙছে আড়মোড়া আপন অলস ছন্দে।
২
কত ফড়িং উড়ছে এতোল-বেতোল বাতাসে
ডানা ঝাপটায় ঝিরিঝিরি ঝিরিঝিরি;
নামিয়ে রেখেছে ডানা দমকা হাওয়ার শ্বাসে
বাদলা হাওয়া বইছে শিরশিরে।
নীল, সবুজ, ধূসর, লাল - কত রঙের মেলা
পলকাটা জালিজালি মসৃণ দেহের মেলা
উঠছে আর নামছে, উঠছে আর নামছে
বর্ষাকাব্যে ফড়িংডানার ফিনফিনে সিলসিলা।
৩
মুশায়েরা বসেছে ব্যাঙেদের, ডাকপাখির ডাকে
কান ঝালাপালা - হয়তো বা এখন
মিটেছে তৃষ্ণা-তাই এত বেরিয়েছে গলা?
একপশলা বর্ষণে ধুয়ে গেছে ময়লা রাতারাতি,
গাছেরা তাই আনন্দেতে করছে মাতামাতি।
আবার কখন নামবে বৃষ্টি, ভাসবে পথ - জানি না,
শুধু শুনতে পাই -- এবার বাজল বীণা।
... আপনার মতামত দিন... ...
পুনঃপ্রকাশ সম্পর্কিত নীতিঃ এই লেখাটি ছাপা, ডিজিটাল, দৃশ্য, শ্রাব্য, বা অন্য যেকোনো মাধ্যমে আংশিক বা সম্পূর্ণ ভাবে প্রতিলিপিকরণ বা অন্যত্র প্রকাশের জন্য গুরুচণ্ডা৯র অনুমতি বাধ্যতামূলক। লেখক চাইলে অন্যত্র প্রকাশ করতে পারেন, সেক্ষেত্রে গুরুচণ্ডা৯র উল্লেখ প্রত্যাশিত।