বিশ্বজুড়ে আজকাল যখন তখন কেউ না কেউ বক্তব্য রাখছেন। কাজের হোক, অকাজের হোক। কি আসে যায়! বড়, মেজ, সেজ, ন, ফুল, ছোট, আরোও ছোট, এমনকি কুট্টি সাইজের নেতারা তো বক্তব্য রাখেনই । চিরকাল তাই হয়ে আসছে। আজকাল মিডিয়া, সোশ্যাল মিডিয়ার দৌলতে সকলেই মানে রাম, শ্যাম, যদু, মধু , আমার আপনার মতো সকলেই যারপরনাই সামাজিক হয়ে উঠেছেন। সকালে বড়দা বললেন তো তাঁর কথাকে সমর্থন বা প্রতিবাদ করে মধুবাবু বা বিবি একটা আধটা ফ্যাঁস বা ফোঁস করলেন। ব্যস্ হয়ে গেল। ফুলদিদি লাফালাফি করে মিডিয়ার পালে জোরালো হাওয়া ঠেলে দিলেন। ব্যস, মিডিয়াকে দেখে কে তখন? রমরমিয়ে বাড়ছে TRP। সোশ্যাল মিডিয়া সরগরম ওদিকে। ফুলদির কথায় ভালোবেসে কেউ লাভ সাইন দিয়ে দিল তো অন্যদিকে কিল, চড়, ঘুষি নানাপ্রকার । আজ এটা তো কাল আরেকটা। গরমাগরম পরিস্থিতি। এমনভাবেই চলছে গোটা বিশ্ব আজকাল।
দুনিয়ার রীতি হয়ে গিয়েছে এসব যেন। বড় বড় কথা বল, স্বপ্ন দেখাও। হ্যান দেংগে, ত্যান দেংগে ..... এমনভাবে বল যাতে স্বপ্নে বিভোর আমার আপনার মতো গোবেচারাদের হাঁ হয়ে যাওয়া মুখ আর বন্ধই না হয়। বল, শুধু বল, ভিশন (Vision) চাই। তবে তো কিছু করতে পারবে। ঈশ্বরপ্রদত্ত চোখের ভিশন (vision) যদি বা চলেও যায় তাও চলবে। মনে মনে দেখ কত সুন্দর দিন আসছে। তুমি কত ধনী তুমি টের পাও না ঐ ভীষনভাবে ভিশনের (vision) অভাবেই। ভাব, শুধু ভাব হ্যান, ত্যান পেয়ে গিয়েছি নিশ্চয়ই। তবেই দেশ আগে এগোবে। বিশ্বের দরবারে এমনি এমনি দেশের গুণগান হচ্ছে?
যাই হোক, এ তো সব দু হাত, দু পা ওয়ালা মানুষের গপ্পো। এবার আসি আসল কথায়।
বর্ষার মাঝামাঝি পেরিয়েও এদিকে তেমন বৃষ্টি নেই। জলো বাতাস সহযোগে প্রচণ্ড গরমে অবস্থা কাহিল। আকাশ মেঘলা হলেই মনের মধ্যে ভিশন(vision) ভীষণভাবে দাপাদাপি করে। অনেকদিনই মেঘ গুড়গুড় পর্যন্ত চলেই। কিন্তু রোজ একভাবেই গল্প শেষ হয়। এক একদিন অবশ্য মনকে এমন দোটানায় রাখতে হয় না খর রোদ্দুরের তেজে। গতকাল সন্ধ্যের পর শুনলাম গুড়ুম গুড়ুম, কখনও গুম গুম, বা গদাম গদাম। আওয়াজ বাড়ছেই। ফটো সেশনও হয়েছিল। চোখ ধাঁধানো ফ্ল্যাশ লাইটের ঝলকে বোঝা গেল। খুব উচ্চ পর্যায়ের সাংবাদিক বৈঠক চলছে বলে বোঝা গেল সে রাজ্যে। হ্যান ত্যানের প্রতি আসক্তি তো কম নয়। ব্যস, মনে মনে বাঁধ ভাঙা ভিশনের খেলা শুরু হয়ে গেল। আজ পাবই, পাচ্ছি, পেয়েই গিয়েছি ভেবে ঘুমিয়ে পড়লাম আশ্বস্ত হয়ে, সুন্দর স্বপ্ন বুকে নিয়ে।
সকালে উঠে অবধি সন্ধে হতে চলল এখনও আমার ভিশন বুঝতেই দিল না, যে কি পেলাম!
বেশ অন্যরকম। দারুন লেখা।
ভিশনটি দরকারি। আরো লিখুন