এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • খেরোর খাতা

  • পাহাড়ি গ্রামের গল্প 

    Sudeep Chatterjee লেখকের গ্রাহক হোন
    ১৩ জুন ২০২১ | ২০০৩ বার পঠিত
  • #ভ্রমণসাহিত্য 


    কালকে একটা হাসির বইয়ের সন্ধান দিয়েছিলাম। আজ একটা অসাধারণ ভ্রমণের বই সম্পর্কে জানিয়ে যাই। ব্যক্তিগত ভাবে আমি ভ্রমণ সাহিত্যের ভক্ত বলে খুঁজে খুঁজে সমসাময়িক লেখকদের লেখা পড়তে চেষ্টা করি। উমাপ্রসাদ, প্রবোধ কুমার স্যানাল, শম্ভু মহারাজ, নবনীতা দেব সেন, সুনীল গঙ্গোপাধ্যায়দের লেখা তো অনেকেই পড়েছেন, কিন্তু এখনও একাধিক লেখক নিয়মিত এই ধারায় অনবদ্য লেখালিখি করছেন। সেই নিয়ে আলোচনা হয় না বললেই চলে।


    আগে আমার প্রিয় কিছু লেখক আর বইয়ের কথা জানিয়ে দিই। আমি নিশ্চিত, এদের কলমের স্বাদ পেলে পাঠকরা এদের মাথায় বসিয়ে রাখবেন। সমসাময়িক ভ্রমণ সাহিত্য নিয়ে যে কিছুটা ধোঁয়াশা আছে, তাও কাটবে ধীরে ধীরে। ভ্রমণ সাহিত্যের অনুরাগী হিসেবে আমার পাঠকদের প্রতি অনুরোধ, নতুন লেখকদের লেখা পড়লে অবশ্যই জানাবেন। ওয়ার্ড অফ মাউথ প্রচার আর সোশ্যাল মিডিয়াতে লেখালিখি না হলে ভালো লেখা অনেক সময় হারিয়েই যায়, আর ভ্রমণ নিয়ে তো এমনিতেই আমাদের মাথাব্যাথা নেই। থ্রিলার ফিলার না হলে কেউ নতুন লেখকদের বইকে চান্স দিতে চায় না, সেটা ব্যাক্তিগত ভাবে একটা ভ্রমণের বই লিখে বুঝে গেছি। ব্যতিক্রম আছে, আর আছে বলেই এই পোস্টটা দিলাম।


    ১) অনিন্দ্য মুখোপাধ্যায় ( অতএব আফ্রিকা, গঙ্গা থেকে চিনশা, আবার চাঁদের পাহাড়, The Sahara Soliloquies: Across the Sahara on a Soliloquies) 


    অভিযান সাহিত্যে অনিন্দ্য মুখোপাধ্যায় একের পর এক মাস্টারপিস উপহার দিচ্ছেন। প্রত্যেকটাই পড়ে দেখুন।


    ২) নন্দিতা বাগচি ( পৃথিবীর মুখ, কোলাম্বাসের নতুন পৃথিবী, ওয়ান্ডারলাস্ট)


    ৩) সৌপ্তিক চক্রবর্তী ( দারিন দ্বীপে সূর্যাস্ত, বুয়েন্স আইরেসের হাওয়া) 


    ৪) শামীর মোন্তাজিদ ( উড়ছে হাইজেনবার্গ)


    ৫) সুপর্ণা দেব ( মেরহাবা তুর্কিয়ে, নানান পত্রিকায় অসাধারণ কিছু ভ্রমণ অভিজ্ঞতাও পড়েছি)


    ৬) শুভাশিস চট্টোপাধ্যায় ( আলবিদা পাকিস্তান)


    ৭) কেয়া মুখোপাধ্যায় ( পারির ছবি ছবির পারি)


    এছাড়াও অনেকে আছেন, সকলের কথা লেখা হল না। কিন্তু যেই বইটার ছবি দিয়ে এই পোস্ট, সেই বইয়ের কথা আলাদা করে না বললে বড্ড অবিচার হবে। এমন তুলতুলে মন ভালো করা গদ্য আমি বিশেষ পড়িনি। যারা ঘুরতে ভালোবাসেন, যারা পাহাড় ভালোবাসেন অথবা/এবং যারা সাহিত্য ভালোবাসেন, প্রত্যেকের কাছে এই ছোট্ট বইটা অবশ্যপাঠ্য। মাস্ট রিড এই বইয়ের লেখক সম্পর্কেও দু' এক কথা জানিয়ে যাই, যদিও শান্তনু বন্দোপাধ্যায়কে বেশিরভাগ পাঠকই চেনেন। যারা চেনেন না, তাদের বলি শান্তনুদা একইসঙ্গে কবি, লেখক, পর্বতারোহী ও জিওলজিস্ট। কৌরব ও কবিতা পাক্ষিকের সঙ্গে বহুদিন ধরে লেখালিখি করছেন, কিন্তু অন্যান্য ধারার লেখাতেও তার অবাধ যাতাযাত। সবচেয়ে বড় কথা, শান্তনুদার কোনও গদ্যই আজ পর্যন্ত আমার নাপসন্দ হয়নি। অসাধারণ লেখনীর জোরে গল্পকে এমন উচ্চতায় তুলে দেন যে বলার নয়। অন্য কেউ হলে খান পঞ্চাশেক বই বেরিয়ে যেত এতদিনে, কিন্তু গদ্য লেখক হিসেবে তিনি প্রায় আত্মগোপন করেই থাকেন। সুচেতনা ও জয়ঢাক থেকে তাঁর কবিতা ও গদ্যের বইগুলো পড়লে তাঁর রেঞ্জ বুঝতে  পাঠকের কোনও অসুবিধাই হবে না। 


    তবে অন্য বই পড়ুন না পড়ুন, এই বইটা মিস করবেন না। ভ্রমণ সাহিত্য প্রিয় থাকা সত্ত্বেও এই বইটা যদি মিস হয়, তাহলে সত্যিই আফসোস করতে হবে। যদি ঘরে বসে পাহাড়ি গ্রামে ঘুরে বেড়ানোর ইচ্ছে হয়, অবিলম্বে পকেটস্থ করুন।



    পাহাড়ি গ্রামের গল্প 


    জয়ঢাক


    ১৫০/-


    পুনঃপ্রকাশ সম্পর্কিত নীতিঃ এই লেখাটি ছাপা, ডিজিটাল, দৃশ্য, শ্রাব্য, বা অন্য যেকোনো মাধ্যমে আংশিক বা সম্পূর্ণ ভাবে প্রতিলিপিকরণ বা অন্যত্র প্রকাশের জন্য গুরুচণ্ডা৯র অনুমতি বাধ্যতামূলক। লেখক চাইলে অন্যত্র প্রকাশ করতে পারেন, সেক্ষেত্রে গুরুচণ্ডা৯র উল্লেখ প্রত্যাশিত।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • | ১৩ জুন ২০২১ ১৩:০৮494907
  • জয়ঢাকের বই যেহেতু, ইবই আছে সম্ভবত। দেখব খুঁজে। 


    সুপর্ণা দেবের লেখার আমি বিশেষ ভক্ত। এই বইটার রিভিউও কোথায় যেন পড়লাম। গুরুতে বেরোন সুপির্ণা দেবের দুটো সিরিজও অস্মভব ভালো।

  • π | ১৩ জুন ২০২১ ১৩:৩০494913
  • সুপর্ণা দেবের 'রুহানি' ও বই হয়ে আসছে, শিগগিরি। 


    নীলাঞ্জন হাজরার ইরানের কথাও রইল।

  • Sudeep Chatterjee | ১৩ জুন ২০২১ ১৩:৪৮494914
  • ঠিক। ইরানে অসাধারণ বই। গুরুচন্ডালীর ধারাবাহিক লেখাগুলো অনেকগুলো পড়েছি, বই হলে ভালো লাগবে। এই ধরনের বই সঙ্গে রাখার মজাই আলাদা

  • Sudeep Chatterjee | ১৩ জুন ২০২১ ১৩:৪৯494915
  • রুহানির জন্য অপেক্ষা রইল। আমিও সুপর্নাদির লেখার ফ্যান। রিসেন্টলি হামজানামা পড়েছি।।দারুণ।

  • | ২৪ জুন ২০২১ ১৯:২৪495261
  • এই বইটা গুগল বুকস থেকে কিনে পড়লাম। পড়তে ভালই লাগে। বেশ সব ছোট্ট ছোট্ট অজানা গ্রাম, কয়েকটায় হয়ত আর যাওয়াও যাবে না। দুয়েকটার কাছে বা পাশে পাকারাস্তা পৌঁছে যাওয়ায় চার্ম নষ্ট হয়ে গেছে। সেইসব মিলিয়ে ভাল বেশ। 


    লেখার ধরণটা ঐ উপেন্দ্রকিশোর লীলা মজ্জুমদার ধরণের, বাচ্চাদের উপযোগী লেখা। ঠিক হার্ড অকপি কিনে জমা করার মত নয়। তবে ইকপি কিনে পড়ই যায়। ইকপির দাম ৭০-টাকা 

  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : guruchandali@gmail.com ।


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। ক্যাবাত বা দুচ্ছাই মতামত দিন