#ভ্রমণসাহিত্য
কালকে একটা হাসির বইয়ের সন্ধান দিয়েছিলাম। আজ একটা অসাধারণ ভ্রমণের বই সম্পর্কে জানিয়ে যাই। ব্যক্তিগত ভাবে আমি ভ্রমণ সাহিত্যের ভক্ত বলে খুঁজে খুঁজে সমসাময়িক লেখকদের লেখা পড়তে চেষ্টা করি। উমাপ্রসাদ, প্রবোধ কুমার স্যানাল, শম্ভু মহারাজ, নবনীতা দেব সেন, সুনীল গঙ্গোপাধ্যায়দের লেখা তো অনেকেই পড়েছেন, কিন্তু এখনও একাধিক লেখক নিয়মিত এই ধারায় অনবদ্য লেখালিখি করছেন। সেই নিয়ে আলোচনা হয় না বললেই চলে।
আগে আমার প্রিয় কিছু লেখক আর বইয়ের কথা জানিয়ে দিই। আমি নিশ্চিত, এদের কলমের স্বাদ পেলে পাঠকরা এদের মাথায় বসিয়ে রাখবেন। সমসাময়িক ভ্রমণ সাহিত্য নিয়ে যে কিছুটা ধোঁয়াশা আছে, তাও কাটবে ধীরে ধীরে। ভ্রমণ সাহিত্যের অনুরাগী হিসেবে আমার পাঠকদের প্রতি অনুরোধ, নতুন লেখকদের লেখা পড়লে অবশ্যই জানাবেন। ওয়ার্ড অফ মাউথ প্রচার আর সোশ্যাল মিডিয়াতে লেখালিখি না হলে ভালো লেখা অনেক সময় হারিয়েই যায়, আর ভ্রমণ নিয়ে তো এমনিতেই আমাদের মাথাব্যাথা নেই। থ্রিলার ফিলার না হলে কেউ নতুন লেখকদের বইকে চান্স দিতে চায় না, সেটা ব্যাক্তিগত ভাবে একটা ভ্রমণের বই লিখে বুঝে গেছি। ব্যতিক্রম আছে, আর আছে বলেই এই পোস্টটা দিলাম।
১) অনিন্দ্য মুখোপাধ্যায় ( অতএব আফ্রিকা, গঙ্গা থেকে চিনশা, আবার চাঁদের পাহাড়, The Sahara Soliloquies: Across the Sahara on a Soliloquies)
অভিযান সাহিত্যে অনিন্দ্য মুখোপাধ্যায় একের পর এক মাস্টারপিস উপহার দিচ্ছেন। প্রত্যেকটাই পড়ে দেখুন।
২) নন্দিতা বাগচি ( পৃথিবীর মুখ, কোলাম্বাসের নতুন পৃথিবী, ওয়ান্ডারলাস্ট)
৩) সৌপ্তিক চক্রবর্তী ( দারিন দ্বীপে সূর্যাস্ত, বুয়েন্স আইরেসের হাওয়া)
৪) শামীর মোন্তাজিদ ( উড়ছে হাইজেনবার্গ)
৫) সুপর্ণা দেব ( মেরহাবা তুর্কিয়ে, নানান পত্রিকায় অসাধারণ কিছু ভ্রমণ অভিজ্ঞতাও পড়েছি)
৬) শুভাশিস চট্টোপাধ্যায় ( আলবিদা পাকিস্তান)
৭) কেয়া মুখোপাধ্যায় ( পারির ছবি ছবির পারি)
এছাড়াও অনেকে আছেন, সকলের কথা লেখা হল না। কিন্তু যেই বইটার ছবি দিয়ে এই পোস্ট, সেই বইয়ের কথা আলাদা করে না বললে বড্ড অবিচার হবে। এমন তুলতুলে মন ভালো করা গদ্য আমি বিশেষ পড়িনি। যারা ঘুরতে ভালোবাসেন, যারা পাহাড় ভালোবাসেন অথবা/এবং যারা সাহিত্য ভালোবাসেন, প্রত্যেকের কাছে এই ছোট্ট বইটা অবশ্যপাঠ্য। মাস্ট রিড এই বইয়ের লেখক সম্পর্কেও দু' এক কথা জানিয়ে যাই, যদিও শান্তনু বন্দোপাধ্যায়কে বেশিরভাগ পাঠকই চেনেন। যারা চেনেন না, তাদের বলি শান্তনুদা একইসঙ্গে কবি, লেখক, পর্বতারোহী ও জিওলজিস্ট। কৌরব ও কবিতা পাক্ষিকের সঙ্গে বহুদিন ধরে লেখালিখি করছেন, কিন্তু অন্যান্য ধারার লেখাতেও তার অবাধ যাতাযাত। সবচেয়ে বড় কথা, শান্তনুদার কোনও গদ্যই আজ পর্যন্ত আমার নাপসন্দ হয়নি। অসাধারণ লেখনীর জোরে গল্পকে এমন উচ্চতায় তুলে দেন যে বলার নয়। অন্য কেউ হলে খান পঞ্চাশেক বই বেরিয়ে যেত এতদিনে, কিন্তু গদ্য লেখক হিসেবে তিনি প্রায় আত্মগোপন করেই থাকেন। সুচেতনা ও জয়ঢাক থেকে তাঁর কবিতা ও গদ্যের বইগুলো পড়লে তাঁর রেঞ্জ বুঝতে পাঠকের কোনও অসুবিধাই হবে না।
তবে অন্য বই পড়ুন না পড়ুন, এই বইটা মিস করবেন না। ভ্রমণ সাহিত্য প্রিয় থাকা সত্ত্বেও এই বইটা যদি মিস হয়, তাহলে সত্যিই আফসোস করতে হবে। যদি ঘরে বসে পাহাড়ি গ্রামে ঘুরে বেড়ানোর ইচ্ছে হয়, অবিলম্বে পকেটস্থ করুন।
পাহাড়ি গ্রামের গল্প
জয়ঢাক
১৫০/-
জয়ঢাকের বই যেহেতু, ইবই আছে সম্ভবত। দেখব খুঁজে।
সুপর্ণা দেবের লেখার আমি বিশেষ ভক্ত। এই বইটার রিভিউও কোথায় যেন পড়লাম। গুরুতে বেরোন সুপির্ণা দেবের দুটো সিরিজও অস্মভব ভালো।
এই লেখাগুলিও দেখতে পারেন সুদীপ
https://www.guruchandali.com/forum.php?forum=4&cat=%E0%A6%AD%E0%A7%8D%E0%A6%B0%E0%A6%AE%E0%A6%A3
আর এগুলি।
সুপর্ণা দেবের 'রুহানি' ও বই হয়ে আসছে, শিগগিরি।
নীলাঞ্জন হাজরার ইরানের কথাও রইল।
ঠিক। ইরানে অসাধারণ বই। গুরুচন্ডালীর ধারাবাহিক লেখাগুলো অনেকগুলো পড়েছি, বই হলে ভালো লাগবে। এই ধরনের বই সঙ্গে রাখার মজাই আলাদা
রুহানির জন্য অপেক্ষা রইল। আমিও সুপর্নাদির লেখার ফ্যান। রিসেন্টলি হামজানামা পড়েছি।।দারুণ।
এই বইটা গুগল বুকস থেকে কিনে পড়লাম। পড়তে ভালই লাগে। বেশ সব ছোট্ট ছোট্ট অজানা গ্রাম, কয়েকটায় হয়ত আর যাওয়াও যাবে না। দুয়েকটার কাছে বা পাশে পাকারাস্তা পৌঁছে যাওয়ায় চার্ম নষ্ট হয়ে গেছে। সেইসব মিলিয়ে ভাল বেশ।
লেখার ধরণটা ঐ উপেন্দ্রকিশোর লীলা মজ্জুমদার ধরণের, বাচ্চাদের উপযোগী লেখা। ঠিক হার্ড অকপি কিনে জমা করার মত নয়। তবে ইকপি কিনে পড়ই যায়। ইকপির দাম ৭০-টাকা