তা দ্যাখেন, অরিজিৎ আর গান্ধী বিদেয় নেবার পরে জেনুইন ফুটবল এন্থুসিয়াস্টরা গুরুতে নেই। এদিকে ইউরো ( ১ বছর দেরীতে ) শুরু হবে শুক্কুর / শনিবার থেকে । এবারে আছে ছটা গ্রুপ।
এ ঃ টার্কি, ইটালি, ওয়েলস, সুইজারল্যান্ড।
বিঃ ডেনমার্ক, ফিনল্যান্ড, বেলজিয়াম, রাশিয়া
সিঃ হল্যান্ড, ইউক্রেন, অস্ট্রিয়া, উত্তর ম্যাসিডোনিয়া
ডি: ক্রোয়েশিয়া, চেক রিপাবলিক, ইংল্যান্ড, স্কটল্যান্ড।
ই ঃ পোল্যান্ড, স্লোভাকিয়া, স্পেন, সুইডেন ।
এফঃ হাঙ্গেরি, পর্তুগাল , ফ্রান্স, জার্মানি
প্রি কোয়ার্টার ফাইনালে প্রতি গ্রুপ থেকে প্রথম ও দ্বিতীয় স্থানে থাকা দল উঠবে। এছাড়া তৃতীয় স্থানাধিকারীদের মধ্যে প্লে অফ হয়ে আরো চারটে দল। মোট ষোলোটি।
নিন প্রেডিক্ট করুন।
শিডিউল এখানে, ভারতীয় সময়ে
https://www.uefa.com/uefaeuro-2020/fixtures-results/#/md/33673
ইউরো কাপ এর পাশাপাশি একই সময়ে কোপা আমেরিকাও হতে পারে। যদি না শেষ মুহূর্তে বাতিল হয়।
দুটো একসাথে হলে প্রায় মিনি বিশ্বকাপ। অবশ্য ইউরো কাপ নিজেই মিনি বিশ্বকাপ।
গ্রুপ এফ টা সবচেয়ে প্রতিদ্বন্দ্বিতামূলক।
কোথায় দেখতে পাব?
F টাই গ্রুপ অব ডেথ। আমার মনে হচ্ছে পর্তুগাল আর জার্মানি যাবে।
এমনিতে ফ্রান্সের যাওয়ার কথা যদিও।
সোনি সিক্স।
তবে যেহেতু তৃতীয় স্থানাধিকারীরাও খাতায় কলমে যেতে পারে, আমার মনে হচ্ছে এফ থেকে পর্তুগাল , ফ্রান্স, জার্মানি তিনটেই প্রি কোয়ার্টারে যাবে।
একটা দুর্দান্ত ওভারভিউ এই লিঙ্কে।
https://www.goal.com/story/euro-2020-the-ultimate-guide/index.html#group-section-GROUP-E-ysfKHyMs7l
প্রত্যেকটা দল, কোচ, ফার্স্ট ইলেভেন, সেরা প্লেয়ার, ও সেরা (পল্লব-মানসের ভাষায়) তরুণ তুর্কি।
আমার ডার্ক হর্স সুইজারল্যান্ড। টার্কি-ও হতে পারে।
পর্তুগালকে এবার আর ডার্ক হর্সের দলে রাখলাম না। ডিফেন্ডিং চ্যাম্পিয়ন বলে কতা!
সাপোর্টও করব পর্তুগালকেই। একে গুরুর টিম, তায় আবার সবুজ-মেরুন জার্সি।
তাহলে আজ থেকেই আড্ডাবাজি শুরু হোক নাকি?
হোক হোক হোক্কলরব ।
বিবিসি তে বলছে ফ্রান্স।
আমি বাপু জার্মানীর একনিষ্ঠ ভক্ত। তবে টার্কি বেলজিয়াম এরাও মন্দ না।
আমার বাজি ফ্রান্স। ডার্ক হর্স ইংল্যান্ড আর বেলজিয়াম।
আমার ফেভারিট নেই কেউ। কিন্তু পর্তুগাল, ফ্রান্স, তুরস্ক আর বেলজিয়ামের দিকে তাকিয়ে থাকবো। আজকের ম্যাচ প্রেডিক্ট করছি ইতালি ১ : তুরস্ক ১
আমার মনে হয় আজ ইটালি বেরিয়ে যাবে। দেখা যাবে।
হ্যাঁ, ইতালি শেষ ফ্রেন্ডলি ম্যাচটা বিরাট ব্যবধানে জিতল। ইতালির ফুটবলে এত বড় ব্যবধান সচরাচর দেখা যায় না। দেখা যাক। বড় টুর্নামেন্টে এসে ইতালির choke করার ইতিহাসও আছে ...
প্রতিটা গ্রূপে প্রথম দুটো দল ছাড়া আরও চারটে সেরা তৃতীয় দল উঠবে। তাই মনে হয় ফ্রান্স, জার্মানি, পর্তুগাল তিনটি দলই নক আউটে যাবে। ফ্রান্স ছাড়া ইংল্যান্ড খুব ট্যালেন্টেড। মেসোন মাউন্ট, ফিল ফদেন এর মত তরুণ প্লেয়ার খুব কম দলেই আছে। কিন্তু ওদের কোচ না সব গুবলেট করে দেয়। ঐতিহাসিক ভাবে সেই এলফ রেমসের পর থেকে ইংল্যান্ডের দায়িত্বে কোনো আক্রমণাত্মক কোচ আসেনি। এটাকিং খেলতে পারলে ইংল্যান্ড ফেবারিট।
তুরস্ক তো দাঁড়াতেই পারলো না। 2002 বিশ্ব কাপে ভালো খেলেছিল। সেমিফাইনালে ব্রাজিলের কাছে হেরে গেছিল। এই টিম সেটার ধারে কাছে নয়। হতাশাজনক। ইতালি কিন্তু কালো ঘোড়া।
সেই ২০০২ থেকে ইতালির ঢিমে গতির টিম দেখে দেখে এমন অবস্থা হয়েছে, ৯০ মিনিটে ইতালি যে তিনটে গোল করতে পারে, ভাবতেই পারি না। :D
নাহ, মানচিনির ইতালি সত্যিই আলাদা। তুরস্ক দাঁড়াতেই পারলো না। না গোলে, না পজেশনে।
ইতালি জিতল বটে, তবে খেলা এমন কিছু ভাল লাগল না। টার্কির চেয়ে ভাল খেলেছে, এই যা। মাঝমাঠে ক্রিয়েটিভ প্লেমেকারের অভাব, ওপরে ইন্সিগনে-ইম্মোবিলে, আর নীচে বনুচ্চি-কিয়েলিনিকে বড্ড শ্লথ মনে হল। কাকাদের বয়স হল তো অনেক। ভাল স্পিডি টিম হলে ছিঁড়ে দেবে।
ইংল্যান্ড, ইতালি, বা বেলজিয়ামকেও কালো ঘোড়া বলা বোধহয় ঠিক নয়। এদের যা ফুটবলিং লেগাসি, বিশেষত প্রথম দু'জনের (বেলজিয়ামও এখন বড় পাওয়ারহাউস, পৃথিবীর অন্যতম সেরা কিছু প্লেয়ার এখন বেলজিয়ামে - যেমন হ্যাজার্ড বা ডে ব্রয়না) - এরা মোটেই আন্ডারডগ বা ডার্ক হর্স নয়।
ডার্ক হর্স সুইজারল্যান্ড বা টার্কি বা ডেনমার্ক, এরকম দলরা হতে পারে।
আজ বেলজিয়াম আর সুইজারল্যান্ড জিতছে। ডেনমার্ক-ফিনল্যান্ডটা বলতে পারছি না। ডেনমার্ক একটু হলেও এগিয়ে, দেখা যাক।
ফ্যান্টাসি ফুটবল খেলা যাবে নাকি এই টই-য়ে?
আমার আজকের প্রেডিকশন - বেলজিয়াম, সুইজারল্যান্ড, ডেনমার্ক।
ওয়েলস সুইজারল্যান্ডের প্রথম 45 মিনিট ভালো লাগলো না। বাকিটা দেখা যাক।
আমার সাধের সুইজারল্যান্ড ড্র করল। ধুর ধুর। জঘন্য।
খেলা দেখা হল না? বেল কেমন খেলল?
ইউরোর প্রথম অঘটন ঘটে গেল। ওয়েলস নাকি সুইজারল্যান্ডকে আটকে দিচ্ছে!
তাহলে দেবায়ন বাবু, শুধু কি আর আদমিই গজব? :D দলও কিছু কম গজব নয়! ;)
এরিকসেনের খবর পেলে আপডেট দেবেন। আমি পেলে আমি দেবো।
এরিকসেন খুব সম্ভবত স্টেবল। দেখা যাক। ভাল খবরের অপেক্ষায়।
হ্যাঁ, uefa স্টেটমেন্ট দিয়েছে এরিকসনের জ্ঞান ফিরেছে এবং আপাতত স্টেবল। ফুটবল মাঠে এরকম মর্মান্তিক ঘটনা আগে দেখিনি। আশা করি উনি আবার সুস্থ হয়ে মাঠে ফিরে আসবেন।
এরিকসেন হয়তো সুস্থ হয়ে উঠবেন। জ্ঞান ফিরেছে, হাসপাতালে বাবা ও স্ত্রীর সঙ্গে কথা বলেছেন বলে শুনলাম। খেলা আবার শুরু হল।
যে খেলাটা দেখব না ভেবেছিলাম - সেটাই এমন অদ্ভুতভাবে ইম্পর্ট্যান্ট হয়ে গেল!
প্লেয়াররা নিজেরাই খেলতে চেয়েছেন বলে শুনলাম। সত্যি-মিথ্যে জানি না। উয়েফা-কে বিশ্বাস করি না।
According to BetMGM, France (+400) are the favorites to win Euro 2020, followed by England (+550), Belgium (+600), Germany (+800), Spain (+800), Italy (+800) and Portugal (+800). Finland and North Macedonia are the longshots (+50000 apiece).
England's Harry Kane (+600) and Belgium's Romelu Lukaku (+600) are favorites to score the most goals in Euro 2020, according to BetMGM. They are followed by France's Kylian Mbappé (+800) and Portugal's Cristiano Ronaldo (+1200).
ইউএসএ টিভি চ্যানেল স্কেডিউল - - (এটাই দিতে গেলাম, কাট-পেস্টে এসে গেল বেটএমজিএম )
GROUP STAGE
Friday, June 11
Saturday, June 12
Sunday, June 13
Monday, June 14
Tuesday, June 15
Wednesday, June 16
Thursday, June 17
Friday, June 18
Saturday, June 19
Sunday, June 20
Monday, June 21
Tuesday, June 22
Wednesday, June 23
ROUND OF 16*
Saturday, June 26
Sunday, June 27
Monday, June 28
Tuesday, June 29
QUARTERFINALS
Friday, July 2
Saturday, July 3
SEMIFINALS
Tuesday, July 6
Wednesday, July 7
FINAL
Sunday, July 11