
Jahar Kanungo লেখকের গ্রাহক হোনপাঁচ পাঁচজনকে পিটিয়ে মেরেছে ওরা। গাছের ডালে ঝুলিয়ে আগুনে জ্বালিয়ে মেরেছে। পুরো গ্রামের চোখের সামনে মেরেছে ।
উফ্ কি বর্বরতা! পুলিশ প্রশাসন ! ঘুমিয়ে ছিল নাকি ওরা?
না বাবা, তা নয়। এদের নয়; ওদেরকে মেরেছে। বুঝুক ওরা যে জনতা জেগেছে।
ওঃ তাই বল।
বাবা শান্ত হলেন। চায়ের কাপে দুধ পড়ল বেশী। বাবা কিন্তূ মাইন্ড করলেন না। মাকে কিছু বললেন না। নিজেই চাএর পট টা টেনে নিয়ে আরো খানিকটা লিকার ঢেলে নিলেন। তারপর আমাদের কে খেয়াল করে বললেন,
এটা অন্যায়। পুলিশের হাতে দেওয়া তুলে দেওয়া উচিত ছিল। এই ভাবে নিজের হাতে আইন তুলে নেওয়া, এটা ঠিক নয়।
বিকেলে শম্ভু কাকু, দিলীপ জ্যাঠা ওদের হোয়াটস অ্যাপ দলের আরো কয়েকজনের মধ্যে উত্তেজিত আলোচনার টুকরো ছিটকে আসছিল।
আমরাও সবাই দাদার ঘরে বসেছি। দাদা একটা সাদা রামের বোতল খুললো। কোন ফাঁকে রান্নাঘর থেকে বৌদি এসে চারটি সেদ্ধ ডিম রেখে চলে গেল। আবার যেতে যেতে এও বলে গেল যে এসব নাকি খালি পেটে খেতে নেই।
আমরা হাসলাম।
মা খেতে ডাকলো।
আমরা বললাম পরে খাবো। রাতে আমরা তিন ভাই পরে খেলাম।
বাবা নাকি বলেছিল - আমিও না হয় ওদের সঙ্গে খাই। মা মাকুনি দিয়েছিল, না, তোমাকে আর অপেক্ষা করতে হবে না। ওরা বড় হয়েছে, ওদেরকে ওদের মত থাকতে দাও।
সুন্দর একটা দিন কাটলো।
সমর | 2402:3a80:15e8:6582:8f13:7ec0:5296:***:*** | ১০ মে ২০২১ ১২:৫২105822বর্তমান অবস্থার রূপরেখা, একটি ইনগিত, সহজেই মেনে নেয়া।
Jahar Kanungo | ১০ মে ২০২১ ১৪:০১105826সমর বাবু, । এক্কেবারে তাই
আমাদের কিছুই যেন যায় আসে না। ধন্যবাদ আপনার মতামতের জন্য।
মোহিত রায় | 2409:4060:e8a:8833::51ca:***:*** | ১১ মে ২০২১ ১৬:৫৭105867জহর কানুনগো অনুগল্পের ধারাটি ফিরিয়ে আনলেন। গল্পটা পশ্চিমবঙ্গের অতীত, বর্তমান ও সম্ভবত ভবিষ্যত, যদি তা আদৌ থাকে।
মোহিত রায় | 2409:4060:e8a:8833::51ca:***:*** | ১১ মে ২০২১ ১৬:৫৭105866জহর কানুনগো অনুগল্পের ধারাটি ফিরিয়ে আনলেন। গল্পটা পশ্চিমবঙ্গের অতীত, বর্তমান ও সম্ভবত ভবিষ্যত, যদি তা আদৌ থাকে।
একটা decadence এর প্রতিলিপি। ভাবলেশহীন সমাজের রক্তে রাঙানো ছবি। নিরবচ্ছিন্ন আঘাতে আহত জনমানুষের এক নিরপেক্ষ উদাসীন উপেক্ষা। সভ্যতার অক্লান্ত নিরবতা।
Mrinal Ray Chaudhuri | 122.162.***.*** | ১৫ মে ২০২১ ১৫:০৭106014This vignette informs us of a different Jahor Kanungo. With utmost precision and subtlety he lays bare the present majoritarian political and social discourse that has normalised hatred for the “other” and caused enough dehumanisation which, in turn, has resulted in the total acceptance of this new normal by many. Thousands of words have perhaps been written over the last seven years or so, on the subject but nowhere has the essence of this hatred and its dehumanising effect on individuals been expressed so succinctly and in so few words. We would love to see more of this Jahor in the future.
Jahar Kanungo | ১৫ মে ২০২১ ১৮:১২106029Roy চৌধুরী। I am so glad you think so.