
সৈকত বন্দ্যোপাধ্যায় লেখকের গ্রাহক হোনজমা করুন।
ওহ, আমি না দেখে আরেকটা টই খুলেছিলাম। ডেল করা হোক।
পোস্টাল ব্যালট ট্রেন্ড ইন্টারেস্টিং। পব তে কতজন পোস্টাল ভোট দিয়েছেন জানা যাবে? মূলত সব ভোটকর্মীরা?
2019 এ দক্ষিণ চব্বিশ ছাড়া সর্বত্র পোস্টালে তৃণমূল হেরেছিল। এবার অবশ্য পোস্টালে ৮০ ঊর্ধ্ব ভোট আছে। তবে মহিলা ও মুসলিম ভোট কম এতে।
dc | 122.164.***.*** | ০২ মে ২০২১ ০৮:৪৫734162লোকে এতো ভোট দেয় কেন?
ডিসি দেন না?
dc | 122.164.***.*** | ০২ মে ২০২১ ০৮:৫৪734164নাঃ। আগের বার দেবো ভেবেছিলাম, তারপর ভোটের দিন সকালবেলা ল্যাদ লাগলো বলে কাটিয়ে দিয়েছিলাম। এবার তো লাইনে দাঁড়ানোর প্রশ্নই ছিলো না।
৯৭-৯৪-৩
এ কি এখনো পোস্টাল ব্যালট চলছে?
হুম্ম। বলছে পুরোই পোস্টাল ব্যালট।
১৯ এর পোস্টাল ব্যালট এক্সাক্ট রেজাল্ট কী ছিল?
৮০ + বাড়ি বাড়ি এসেও নিয়েছে না?
চ্যানেলে চ্যানেলে কী তফাত! ndtv, বিশাল পিছিয়ে তো
abp দেখাচ্ছে ১৩৭ ১১০
বাবুল লকেট শ্রাবন্তী পিছিয়ে
পোস্টাল মনে হয় ২-৩০০০ থাকে। তবে এবার বয়স্কদের একটা ছোট অংশ পোস্টাল দিয়েছে। আরেকটা গ্রুপ দিয়েছে,তারা হল আশা-র স্বাস্থ্যকর্মী (মহিলা)রা।এদের জন্য মমতা অনেক কিছু করেছেন শুনেছি। সম্ভবতঃ সেইটা পোস্টালের হিসেব উলটে দিল।
কিন্তু মেইন রাউন্ডগুলো এই শুরু হল।
শুভেন্দু ৫০০০ এ এগিয়ে, এও শুধু পোস্টাল ব্যালট! মোট কত পোস্টাল ব্যালট পড়েছে!
মেন রাউন্ড শুরু হয়েছে?
পোস্টাল ব্যালট ১৫২ ১১২ ৬
ধুর, অনলাইনে পুরানো ভিডিও ই বারবার আসছে।
আবার ১৭-১৫ দেখে ঘাবড়ে গেছিলাম
কেউ আপডেট দিয়ে দিন
শুভেন্দুর এগনো দু রাউন্ডের পর ৫০০০
২৯২ এ এল।
১৭১-১৫-৬
১৮৯-৯৮-৫
এতক্ষণ সিপিএম+ দেখাচ্ছিল, এবার কং+ দেখাচ্ছে। ৫ এর ব্রেকাপ কী?
এদিকে ন্যাশানাল চ্যানেলগুলো সার্ফ করলে তো মনে হচ্ছে ভোট কেবল বাংলাতেই হচ্ছে!
এখন আবার সম্বিত পাত্র বলছে ২০১৯ দেখলে হবেনা, ২০১৬ দেখতে হবে! 'বিচারধারা কি বঢ়োরত্রী' দেখতে হবে!
সিপিএম এর সুনীত চোপড়া এবিপি তে বলছে আমরা দুই জায়গাতেই আচিভ করেছি। কেরলে জিতেছি, বাংলায় বিজেপিকে হারিয়েছি। বাংলায় আমাদের লক্ষ্য ছিল বিজেপিকে হারানো। আমরা বলেছিলাম, ত্রিকোণ লড়াই হবে, বিজেপি হারবে। এখন বলছেন ৮ দফা নির্বাচন করে লোক মারা হল। তাহলে ইসি র সঙ্গে মিটিং এ সিপিএম কেন শেষ ৩ দফা একসঙ্গে করানোর বিরোধিতা করল কেন? বিকাশ ভট্টাচার্য মিিিিিটিং থেকে বেরিয়ে বক্তব্য রেখেছিলেেনন!
দ | 2402:3a80:1354:a60b:9b1e:337b:5943:***:*** | ০২ মে ২০২১ ১১:০১734180বঢ়োরত্রী মানে কী? কি বিদিঘুটে শব্দ রে বাবা
বঢ়হোত্রী।
মানে বৃদ্ধি ঃ)
192 95 ৫
বিজেপির আশা পরবর্তী রাউন্ডগুলোয় কভার করবে।
নো ভোট টু বিজেপি জিতছে? বামভোট কোনদিকে গেল?
মমতা নন্দীগ্রাম 1 গণনায় কভার করবেন?
বঢ়হত = বূদ্ধি। খেয়াল গানের বিস্তার।
বঢ়োত্তরি= বৃদ্ধি, বৃদ্ধির দর , acceleration
সৈকত বন্দ্যোপাধ্যায় | ০২ মে ২০২১ ১১:২০734185বিজেপি গোহারা হারছে। জ্জিও।
দারুন ব্যাপার, ফাইনাল রেজাল্ট কটায় বেরোবে
কালকে অরূপকে লিখতে দেখেছিলাম মমতা প্রথম দু রাউন্ডে পিছিয়ে থাকবেন। এরপর বাড়লে বুঝতে হবে টি এম সি র গ্রাউন্ড ওয়ার্ক নিখুঁত।
2.50 নাগাদ মনে হয়। পাঁচ রাউন্ড চলছে। প্রায় আন্দোলন হল।
সৈকতের গৃহনগরে বিজেপি হারছে। সিপিএমের সুনীত চোপড়া চেঁচিয়ে মাত করছেন---- কেরলে জয় আর বঙ্গে বিজেপির পরাজয়। আমরা দুটোই পেরেছি।
বিজেপির সম্বিত পালিয়ে গেলেন।
ধেৎ, প্রায় আদ্দেক হল। এই অটোকরেকশন!
অরিন | 161.65.***.*** | ০২ মে ২০২১ ১১:৫৩734191যাক। বিজেপির পতন দরকার ছিল। এবার মো-শার উৎপাত বন্ধ হলে ভাল হয়।
আচ্ছা থ্যাঙ্কু পাই, রঞ্জনদা।
206 83 বামজোট 1, অন্য 1
বিজেপি খুশি , মমতা পিছিয়ে পড়ছে।
নির্বাচন কমিশনের হিসেবে ভোটের প্রতিশত:
তিনো 47%, বিজেপি 37%!
আমার আন্দাজ সংযুক্ত মোর্চা 15%!
অনুমান রামের অন্তত: 7% ভোট বামে ফিরে এসেছে। তাই বিজেপি 2019 এর পজিশন ধরে রাখতে পারছেনা।