
চন্ডালদের আফ্রিকা সফর
lcm | 2600:1700:4540:5210:9dc2:f831:f873:***:*** | ২২ সেপ্টেম্বর ২০২০ ০১:০৮732765প্রথমে ভিসা।
ইস্ট-আফ্রিকান টুরিস্ট ভিসা - ১০০ ডলার বা সমমূল্যের কারেন্সি দিলে ভিসা - এই ভিসা দিয়ে তিনটে দেশে (কেনিয়া, উগান্ডা, রোয়ান্ডা) ৯০ দিন ঘুরতে পারবেন।
এয়ারপোর্টে এন্ট্রি পয়েন্টে ভিসা দেয় - আগে থেকে অ্যাপ্লিকেশন ডাউনলোড করে, ভরে নিয়ে, পাশপোর্ট সাইজ ফটো ইত্যাদি নিয়ে - এয়ারপোর্টেই স্ট্যাম্প দেয় - ভারতের নাগরিকদের কেনিয়াতে এয়ারপোর্টে এন্ট্রি দেয়। উগান্ডা (এন্তেবেবে এয়ারপোর্ট) দিয়ে ঢুকলে একটু দেখে নিতে হবে ঐ এয়ারপোর্টে সব দেশের নাগরিকদের এন্ট্রি পয়েন্টে টুরিস্ট ভিসা দেয় কি না।
lcm | 2600:1700:4540:5210:9dc2:f831:f873:***:*** | ২২ সেপ্টেম্বর ২০২০ ০১:১৪732766তাঞ্জানিয়া-য় যেতে গেলে আলাদা ভিসা লাগবে, আরও ১০০ ডলার। কেনিয়া থেকে ঢুকলে ইস্ট-আফ্রিকান টুরিস্ট ভিসা দেখালে, তাঞ্জানিয়া এয়ারপোর্টে এন্ট্রি পয়েন্টে টুরিস্ট ভিসা দিয়ে দেওয়া উচিত, সাধারণত দেয়, তবে দেখে নেওয়া উচিত। তবে ঐ তিনটে দেশের সম্মিলিত ইস্ট-আফ্রিকান থাকলে আর ১০০ ডলার দিলে তাঞ্জানিয়ার ভিসা জেনারেলি দিয়ে দেয়, সঙ্গে পাসপোর্ট ফটো ইত্যাদি রাখবেন।
একটা কথা চলছিল তাঞ্জানিয়া কেও ওই তিন দেশের ভিসায় ঢুকিয়ে নেওয়ার, সেটা হয়ে গেলে তো সুবিধে।
lcm | 2600:1700:4540:5210:9dc2:f831:f873:***:*** | ২২ সেপ্টেম্বর ২০২০ ০২:১৯732771এবার কোথায় যাবেন? আফ্রিকা তো বিশাল ব্যাপার। আয়তনে দ্বিতীয় বৃহত্তম মহাদেশ। মোট ৫৪ টা দেশ (২০২০ সালের হিসেবে)। তার মধ্যে ৩ / ৪ টে দেশ তো কিছুই না।
ধরে নিচ্ছি, আফ্রিকার জঙ্গল দেখতে যাবেন।
S | 2405:8100:8000:5ca1::650:***:*** | ২২ সেপ্টেম্বর ২০২০ ০৪:২৮732772শুধু আমি একা কেন লিখবো। উত্সাহীরা লিখুক কোথায় কোথায় যেতে চায়। সব তো হবেনা। সময় আর সবকিছুই যখন সীমিত। নীচের ব্যাপারগুলো জানালেই আমি কাজ শুরু করতে পারি।
১) কতটা উৎসাহীঃ স্পয়েল স্পোর্ট থেকে শিওর যাচ্ছি।
২) সময় কতদিনেরঃ ২ সপ্তাহ, ৩ সপ্তাহ, ১ মাস, জীবনে আর কোনও কাজ নেই।
৩) ইয়ে মানে সামর্থ্যঃ ফ্লাইটের টিকিট, চালিয়ে দিতে পারবো, ফাইভ স্টার ছাড়া কথা বলিনা, কুবেরের বংশধর, ডিডিদা স্পন্সর করছেন, বিজেপির দালাল।
৪) যে তিনটে জায়্গায় দেখতে সবথেকে উৎসাহী।
গ্রুপ যত বড় হবে তত খরচ কমবে। বেঁচেও বেশি লোক ফিরবে।
র২হ | 73.106.***.*** | ২২ সেপ্টেম্বর ২০২০ ০৫:০৩732773১- অনেক প্ল্যান করি তার বেশিটাই করে উঠি না।
২- দু' হপ্তার ছুটি ম্যানেজ হয়ে যাবে
৩- কষ্টেসৃস্টে হয়ে যাবে
৪- ও দেখলেই হলো, সব জায়গাই হরেদরে এক।
Tim | 2607:fcc8:ec45:b800:8da6:345:508c:***:*** | ২২ সেপ্টেম্বর ২০২০ ০৬:১৯732774আর টু হেইচ টুয়ের নাম কাটা গেল। স্পয়েল স্পোর্ট। প্রসঙ্গত, আমি রেফারি। স্পয়েল স্পোর্ট দেখলেই ঘ্যাঁচ
Tim | 2607:fcc8:ec45:b800:8da6:345:508c:***:*** | ২২ সেপ্টেম্বর ২০২০ ০৬:২১732775শোনেন, যাবার প্ল্যানিং এর সময় একটা ছোট করে দৌড় প্রতিযোগিতা করে নেবেন। তাহলে জানা থাকবে তাড়া ফাড়া খেলে কত নম্বরে নাম আর কি। প্ল্যানিং ই আসল।
anandaB | 50.125.***.*** | ২২ সেপ্টেম্বর ২০২০ ০৬:৪২732776২০২২ হলে আমি আছি , ধরে নিচ্ছি তদ্দিন বেঁচে থাকবো
৩ সপ্তাহের কমে ঠিকঠাক জমবে না, দু সপ্তাহ বড়ো হেক্টিক , চাকরির পরিস্থিতি তদ্দিন এখনকার মতো থাকলে ম্যানেজ হয়ে যাবে
ভয়ঙ্কর দামি কিছু এফোর্ড করতে পারবো না , বুঝতে সুবিধার জন্য: কলকাতা যাবার টিকেট $১২০০ থেকে $১৫০০ এর মধ্যে থাকলে ধন্য হয়ে যাই , তার বেশি দাম ইগনোর করি
কেনিয়া টা কভার করতে পারলে ভালো হয় , বাকি কোনো প্রেফারেন্স নেই
S | 2405:8100:8000:5ca1::13c:***:*** | ২২ সেপ্টেম্বর ২০২০ ০৬:৫৮732777আমারও মনে হয় যে তিন সপ্তাহের কমে খুব হেকটিক হয়ে যাবে।
S | 2405:8100:8000:5ca1::13d:***:*** | ২২ সেপ্টেম্বর ২০২০ ০৭:০৬732778আফ্রিকাতে দেখার জায়্গা-জিনিসঃ
পিরামিড, নীলনদ, মাসাইমারা, কিলিমান্জারো, ভিক্টোরিয়া ফলস, সাহারা মরুভুমি, মরিশাস আর মাদাগাস্কারের বীচ, কেপ অব গুড হোপ। আর কি কি আছে? লিখতে থাকুন।
আধুনিক শহর দেখতে চাইনা। ওসব অনেক দেখা হয়েছে। তাছাড়া কোলকাতাও এখন লন্ডন। অতেব ওসবে ইন্টারেস্ট নেই। ন্যাচারাল আর হিস্টোরিকাল জায়্গাপত্তর দেখতে বড্ড উৎসাহ।
তবে সব একবারে হবেনা। তবু স্টার্ট করতে হবে।
dc | 103.195.***.*** | ২২ সেপ্টেম্বর ২০২০ ০৭:১৯732779এই টইটা ভালো হয়েছে, এরকম টুর প্ল্যানিং এর টই আরও খোলা উচিত। বা এটাতেই অন্যান্য জায়গার টুরও প্ল্যান করা যেতে পারে। আমিও বেশ ভালো টুর প্ল্যান করতে পারি :-)
তবে কিনা, আপাতত আমার অ্যাফ্রিকা যাওয়ার প্ল্যান নেই। পরের বছর যদি অ্যালাউ করে, নাতো ২০২২ এ, নিউ জিল্যান্ড ঘুরতে যাবো। আমরা মোটামুটি ১৫ দিন সময় পাই, তাই দুতিনটে জায়গা ঘুরবো। তার একটা গ্রেট ব্যারিয়ার রিফ। অরিন বাবু যদি হেল্প করেন তো খুব ভালো হয়।
S | 2405:8100:8000:5ca1::229:***:*** | ২২ সেপ্টেম্বর ২০২০ ০৭:২৪732780আমি তো আপনার উপর ভরসা করছিলাম ডিসিদা। ২০২২ এর শীতকালে সময় করে চলুন। আফ্রিকা ইজ কলিং।
dc | 103.195.***.*** | ২২ সেপ্টেম্বর ২০২০ ০৭:৩১732781না সিরিয়াসলি, আফ্রিকা যাওয়ার প্ল্যান করিনি, নিউ জিল্যান্ডের কথা ভাবছি। মেয়ে আর স্ত্রীর সাথে আলোচনা করে দেখব, ওরা রাজি হলে প্ল্যান চেঞ্জ করতে পারি।
S | 2405:8100:8000:5ca1::11d:***:*** | ২২ সেপ্টেম্বর ২০২০ ০৭:৪১732782মোটামুটি একটা প্ল্যান মাথায় এসেছে। কি কি হবে, আর কি কি বাদ যাবে। এবারে আরেকটু বা আরো অনেক কিছুই ফাইনটিউনিং করতে হবে। হাব অ্যান্ড স্পোকে ঘুড়বো নাকি পয়েন্ট টু পয়েন্ট করবো, খরচ কিকরে কমানো যেতে পারে। সময় কিকরে কমানো যেতে পারে। আবার অনেকগুলো দেশ এবং ইন্টারেস্টিং লোকেশান ঘোরার ইছাও আছে। মোটামুটি ২১ দিন ধরেই এগোবেন। ঐটুকু সময় বোধয় লাগবেই একটু ভালো করে দেখার জন্য, অল্পশ্বল্প নিজে থেকে এক্সপ্লোর করার জন্য.
dc | 103.195.***.*** | ২২ সেপ্টেম্বর ২০২০ ০৮:২০732783টুর প্ল্যান করতে আমার খুব ভাল্লাগে। আমি সাধারনত যেটা করি, দুয়েকটা জায়গার নাম প্রোপোজ করি, স্ত্রী আর মেয়েও করে, তারপর সবাই মিলে ঠিক করি। কোন একটা জায়গা ঠিক হওয়ার পর দুতিন মাস ধরে য়ুটুব দেখি, গুগল ম্যাপ দেখি, লোনলি প্ল্যানেট দেখি। সেখানকার কয়েকটা টুর গাইড এজেন্সিকে ইমেল করি। এসব করে একটা ফাইনাল ইটিনারি তৈরি হয়। তারপর টিকিট, হোটেল বুকিং, ভিসা, ইত্যাদি।
ম | 2601:247:4280:d10:a86c:5b2f:f8bd:***:*** | ২২ সেপ্টেম্বর ২০২০ ০৯:০৭732784আফ্রিকা বললে সিংহ ছাড়া যেটা মনে আসে সেটা মাউন্টেন গরিলা। উগান্ডায় মেলে। আমি বোটসোয়ানাও যেতে চাই। হট এয়ার বেলুন, সাফারি, জঙ্গলে থাকা সব করতে চাই। আমার উনিও যাবেন। তবে তাবু/ হোটেলে বসে প্রকৃতি উপভোগ করে নেবেন।
ম | 2601:247:4280:d10:a86c:5b2f:f8bd:***:*** | ২২ সেপ্টেম্বর ২০২০ ০৯:০৯732785হলুদ জ্বরের টিকা নিতে হবে?আমেরিকাবাসীদের জন্যে যতদূর মনে হয় বাধ্যতামূলক
T | 146.196.***.*** | ২২ সেপ্টেম্বর ২০২০ ০৯:১৯732786আফ্রিকা একটা যাওয়ার জায়গা হ'ল! পিরামিডও আছে, সাহারাও আছে আবার জঙ্গলও আছে। ধ্যেৎ। আজকের এই স্পেশালাইজেশনের যুগে আফ্রিকা অচল।
lcm | ২২ সেপ্টেম্বর ২০২০ ০৯:৩৫732787তাহলে নাইরোবি হোক এন্ট্রি পয়েন্ট - প্লেনের টিকিট কাটতে সুবিধে হবে। টিকা, ওষুধ - এসব তো যা যা লাগবে।
$১০০/দিন 4x4 টয়োটা ল্যান্ডক্রুজার ড্রাইভার/গাইড সহ।
lcm | ২২ সেপ্টেম্বর ২০২০ ০৯:৪০732788নাইরোবি থেকে মাসাইমারা সাড়ে পাঁচ ঘণ্টার মতন ড্রাইভ
lcm | ২২ সেপ্টেম্বর ২০২০ ০৯:৫৬732789তার পরে যেমন হয় আর কি - ওখানে থেকে সেরেংগেটি - সেখান থেকে ইঙ্গোরোঙ্গোরো ক্রেটার - - - এই সব
S | 2405:8100:8000:5ca1::9d:***:*** | ২২ সেপ্টেম্বর ২০২০ ১০:১১732790লসাগুদা, মোটামুটি চারটে ইন্টারেস্টিং পয়েন্ট পাচ্ছি।
১) ইজিপ্টঃ এখানে পিরামিড, সাহারা, নীলনদ, মিউজিয়াম, কায়রো ইউনিভার্সিটি, মার্কেট নিয়ে অনেক কিছু ইন্টারেস্টিং আছে। (মরক্কোটা বাদ দিতেই হবে)
২) ভিক্টোরিয়া লেকের চারপাশের তিনটে দেশ। কেনিয়া, উগান্ডা, তানজানিয়া। মাসাইমারা, ট্রেক করে ওয়াল্ড গরিলা দেখা, ভিক্টোরিয়া লেক, কিলিমানজারো সবই হবে।
৩) ভিক্টোরিয়া ফলস - ভিক্টোরিয়া লেক থেকে একটু নীচে আসতে হবে। জাম্বিয়া, জিম্বাবোয়ের বর্ডারে।
৪) কেপ টাউন আর / বা মাদাগাসকার।
আমি ভাবছিলাম এগুলো যদি সবই কভার করতে হয় তাহলে কায়রো দিয়ে ঢুকে কেপ টাউন বা জোহানেসবার্গ হয়ে বেড়োলে হবে। সেক্ষেত্রে ইন্ডিয়া, ইয়োরোপ, আমেরিকা থেকে সবাই যেতে পারবে।
lcm | ২২ সেপ্টেম্বর ২০২০ ১০:১৩732791মানে আমার এই তিনটে জায়গা প্ল্যান ছিল, তিন নয়, দু সপ্তাহ। আর গাড়িতে হয়ত নয়, ওই লোকাল প্লেনে।
lcm | ২২ সেপ্টেম্বর ২০২০ ১০:১৪732792ও বাবা ! তোমার এ তো গ্র্যান্ড প্ল্যান -
S | 2405:8100:8000:5ca1::36:***:*** | ২২ সেপ্টেম্বর ২০২০ ১০:৩০732793দিন ১) অ্যারাইভিং অ্যাট কায়রো
দিন ২) পিরামিড অ্যান্ড ডেজার্ট
দিন ৩) কায়রো মিউজিয়াম
দিন ৪) বোট রাইড অ্যাট নাইল
দিন ৫) কায়রো ইউনিভার্সিটি, মার্কেট ইটিসি
রাত ৫) ফ্লাইট টু নাইরোবি
দিন ৬) ড্রাইভ টু মাসাইমারা
দিন ৭ এবং ৮) স্টে অ্যাট মাসাইমারা
দিন ৯) লীভিং ফর উগান্ডা
দিন ১০) গোরিলা ট্রেক অ্যাট উগান্ডা
দিন ১১) লীভিং ফর তানজানিয়া
দিন ১২, ১৩, ১৪) ডিফারেট ন্যাশনাল পার্কস অ্যাট তানজানিয়া
দিন ১৫) লীভিং ফর ভিক্টোরিয়া ফল্স
দিন ১৬) স্টে অ্যাট ভিক্টোরিয়া ফল্স
দিন ১৭) লীভিং ফর কেপ টাউন
দিন ১৮ এবং ১৯) স্টে অ্যাট কেপ টাউন
দিন ২০) বাই বাই আফ্রিকা
স্পয়েলস্পোর্ট২ | 43.25.***.*** | ২২ সেপ্টেম্বর ২০২০ ১০:৩৭732794নীলনদে ক্রুজ আর আবু সিম্বল মিলিয়ে ইজিপ্ট এমনিতেই সাত কি দশদিন কি চোদ্দ দিন নেয়। ওটা বাদ রেখে মেইনলি জঙ্গল প্ল্যান করতে পারো। সাউথ আফ্রিকাও বাদ, ওটার সাথে জঙ্গল মেশালে থিমে মিশবে না মনে হয়, ছানা কাটা ফিলিং হবে।
S | 2405:8100:8000:5ca1::c2:***:*** | ২২ সেপ্টেম্বর ২০২০ ১০:৫৩732795হ্যাঁ ইজিপ্ট আরো সময় নিয়ে দেখতে পারলে ভালো হয়। কিন্তু আফ্রিকা যাবো অথচ মিশর যাবোনা ভাবতেই কেমন লাগছে। আসলে ভিক্টোরিয়া ফলস থেকে সাউথ আফ্রিকা ঢুকতেই হবে এগজিট ফ্লাইটের জন্য।
S | 2405:8100:8000:5ca1::98:***:*** | ২২ সেপ্টেম্বর ২০২০ ১১:০৭732797ছোট করেঃ
দিন ১) অ্যারাইভিং অ্যাট নাইরোবি, ড্রাইভ টু মাসাইমারা
দিন ২, ৩, এবং ৪) স্টে অ্যাট মাসাইমারা
দিন ৫) লীভিং ফর উগান্ডা
দিন ৬) গোরিলা ট্রেক অ্যাট উগান্ডা
দিন ৭) স্টে অ্যাট উগান্ডা
দিন ৮) লীভিং ফর তানজানিয়া
দিন ৯, ১০, ১১, ১২) ডিফারেট ন্যাশনাল পার্কস অ্যাট তানজানিয়া
দিন ১৩) লীভিং ফর ভিক্টোরিয়া ফল্স
দিন ১৪) স্টে অ্যাট ভিক্টোরিয়া ফল্স
দিন ১৫) লীভিং ফর হোম
dc | 103.195.***.*** | ২২ সেপ্টেম্বর ২০২০ ১২:০৯732798এই প্ল্যানটা ভালো হয়েছে। তবে তানজানিয়ায় চারদিন না কাটিয়ে কি ভিক্টোরিয়া ফলসে আরেকদিন থাকা যায়? আর এই ইটিনারিটা গুগল ম্যাপে ফেলে দেখতে হবে আর কিছু চেঞ্জ করতে হবে কিনা।
S | 2405:8100:8000:5ca1::121:***:*** | ২২ সেপ্টেম্বর ২০২০ ১২:১৩732799গুগল ম্যাপ দেখেই করেছি। তবে তানজানিয়াতে অনেকগুলো জায়্গা আছে। সেক্ষেত্রে প্ল্যানটা ১৬ দিনের করলে কি ক্ষতি?