এই পত্রিকাটা কেউ কিনেছিল?
এছাড়া - নিচের লেখাটায় আরো নানান রেফারেন্স রয়েছে।
সাম্পান চক্রবর্তীর পি এইচ ডি থিসিস - শোধগঙ্গা -এর
https://shodhganga.inflibnet.ac.in/handle/10603/203681
পঞ্চম অধ্যায় - গোপাল ভাঁড়
https://shodhganga.inflibnet.ac.in/bitstream/10603/203681/9/09_chapter%205.pdf
এই পেপারটা ইন্টারেস্টিং --- এতে বলছে, নদীয়ার রাজা কৃষ্ণচন্দ্র রায়ের পঞ্চরত্ন সভা ছিল - তাতে ছিলেন - বাণেশ্বর বিদ্যালংকার, ভারতচন্দ্র রায় গুণাকর, গোপালভাঁড়, মুক্তিরাম মুখোপাধ্যায় ও রুদ্ররাম বিদ্যানিধি।
ভারতচন্দ্রের লেখালেখিতে গোপালভাঁড়ের কোনো অস্তিত্ব নেই। তার কিছু ব্যাখা অবশ্য আছে- যে ভারতচন্দ্র এক ভন্ডের উপস্থিতির কথা লিখেছেন।
কিন্তু, কুমুদনাথ মাল্লিকের 'নদীয়া কাহিনী', এবং, কার্তিকেয়চন্দ্র রায়ের অনুবাদ করা নদীয়ার রাজাদের ইতিহাস 'ক্ষিতীশবংশাবলিচরিত' এ গোপালভাঁড়ের উল্লেখ রয়েছে বলছে, শান্তিপুরে বাড়ি ও বলা আছে।
ভারতচন্দ্র আর গোপালভাঁড়ের মধ্যে একটু পাঙ্গা ছিল।
শান্তিপুরে বাড়িওলা লোকেরা e বিষয়ে আলোকপাত করতে পারবেন! কিন্তু সেরকম শান্তিপ্রিয় শান্তিপুরিয়া কি আজকাল মেলে ?
সাম্পান চক্রবর্তীর উপোরক্ত গবেষনাপত্রটি বই হয়েছে অভযান পাবলিশার্স থেকে, ৩৭৫ টাকা, নিশ্চয়ই অনেক পরিবর্ধিত ও পরিমার্জিত।
http://nlirepository.nvli.in/bitstream/123456789/24862/1/182%20CC%20926.43.pdf
এইটা উপরোক্ত "নবদ্বীপ-কাহিনী বা মহারাজ কৃষ্ণচন্দ্র ও গোপাল ভাঁড়" নামক বইটা যা অ্যালেজডলি গোপালভাঁড়ের বংশের একজন, নগেন্দ্রনাথ দাস লিখেছেন। এঁকে গোপাল ভাঁড় এর বংশধর বলে অক্ষয়কুমার শাস্ত্রী ভূমিকায় সার্টিফাই করেছেন।
নিচের বইটা এই উপরোক্ত বইয়ের ফ্যাকসিমিলি সংস্করণ। ৪৩ পাতার বই, দাম ১২৫ টাকা, কিনতে পারেন "তবুও প্রয়াস" এর ওয়েবসাইট থেকেও। এটাই আবার তবুও প্রয়াস এর পত্রিকা সংখ্যাতেও রয়েছে, আগের পোস্টে যার ছবি দিলাম। তার দাম ৩৫০ টাকা।
"তবুও প্রয়াস" আর কৃষ্ণনগরের "হোমশিখা" ১৯৫২ ছাড়াও "নদীয়া মুকুর" নামক পত্রিকাও "গোপাল ভাঁড়" সংখ্যা করেছে তাতে লিখেছেন পরিমল গোস্বামী প্রমুখ।
নীরাজনা রায়চৌধুরি, টিনা শাসমল এর লেখা https://newzpole.com/ এ
প্রথম আলো কাগজে আলতাফ শাহনেওয়াজ এর লেখা এতে আরো কিছু রেফারেন্স আছে।
২০১৪ সালে "গোপাল ভাঁড়ের সন্ধানে" নামে সুজিত রায় (সহযোগী লেখক শুভাশিস চৌধুরী) প্রায় ৩০০ পৃষ্ঠার (৩০০ টাকা, দে'জ পাবলিশিং) একটি বই লিখেছেন।
নগেন্দ্রনাথ বসু সঙ্কলিত ও প্রকাশিত বিশ্বকোষ - ভল্যুম -৫