এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • রূপঙ্কর সরকার | 126.203.***.*** | ২৭ মে ২০১৩ ২০:২০609769
  • একটি লিঙ্ক দিচ্ছি, বক্তব্য থাকলে পুরোটা পড়ে। সময় লাগবে কিন্ত -

    http://www.thestar.com/news/world/2013/01/26/aarushi_talwar_murder_a_look_at_one_of_indias_most_notorious_cases.html

    আমি কিন্তু বক্তব্যের সঙ্গে সহমত। বিভিন্ন কাগজ পড়লে গর্ত-গাড্ডা গুলো ভর্তি করতে সুবিধে হয়। আমি শুধু বাংলার বাংলা ইংরিজি ছাড়াও অন্য প্রদেশের কাগজ টাগজ মিলিয়ে নিজের একটা সিদ্ধান্ত তৈরী করেছি।
  • siki | 132.177.***.*** | ২৭ মে ২০১৩ ২২:০২609780
  • পুরোটা পড়লাম।

    তলোয়ারদের বাড়ি আমার বাড়ি থেকে খুব বেশি দূরে নয়। আরুষি যে স্কুলে পড়ত আমার মেয়েও সেই স্কুলেই পড়ে। এই কেসটার সঙ্গে একেবারে প্রথম দিন থেকেই আমি পরিচিত। নয়ডা পুলিশের কথা তো বাদই দিলাম, এমনকি সিবিআইয়েরও ছড়ানোর একটি চরমতম নিদর্শন হল এই আরুষি তলোয়ারের কেস। প্রথম থেকেই খুব ক্যালাসলি হ্যান্ডল করা হয়েছিল, এভিডেন্স যথাসম্ভব ধ্বংস হয়ে যাবার পরে এভিডেন্স কালেক্ট করার প্রসেস শুরু করেছিল নয়ডা পুলিশ, আর বিভিন্ন সময়ে বিভিন্ন স্টাইলে গরু রচনা বানাবার চেষ্টা করেছিল। প্রথমে নয়ডা পুলিশ, পরে সিবিআই। কখনও অবৈধ অ্যাফেয়ার, কখনও অনার কিলিং, কখনও অন্য কিছু।

    কিন্তু কোনও গল্পই শেষ পর্যন্ত ধোপে টেকে নি। বিভিন্ন সময়ে রাজেশ আর নূপুর তলোয়ারকে জেলে কাটাতে হয়েছে, তাদের ব্যক্তিগত জীবন একেবারে ছিঁড়েখুঁড়ে তছনছ হয়ে গেছে, এই লেখাটা পড়ে জানলাম, তাদের শুধু নয়, তাদের অনেক নিকট আত্মীয়ের জীবনেও অনেক ক্ষতি হয়ে গেছে এই কেস লড়তে গিয়ে। সম্ভবত এটা একটা রহস্য হয়েই থাকবে।
  • 4z | 152.176.***.*** | ২৭ মে ২০১৩ ২২:১৭609784
  • একটা ছোট্ট কথা, টরন্টো স্টারকে কিন্তু খুব একটা বিশ্বাস করবেন না। এরা আবাপেরও বাপ, এমন অনেক গুল্পো লিখে দেবে যার কোন প্রপার এভিডেন্স নেই। যাই হোক, এই কেসটা সম্পর্কে জানতে আগ্রহী।
  • রূপঙ্কর সরকার | 126.203.***.*** | ২৭ মে ২০১৩ ২৩:৩০609785
  • 4z - যিনি লিখেছেন, তিনি টি স্টারের প্রতিনিধি হিসেবে নয়, নুপূর তলওয়ারের কাজিন হিসেবে লিখেছেন। এটাতে অনেক তথ্য আছে। যেগুলো টুকরো টুকরো করে কাগজেও বেরিয়েছে। খুব খুঁটিয়ে পড়তে হবে। অনেকটা লেখা তো। আমাদের প্রশাসন তো চিরকালই কোয়েশ্চেনেবল ছিল, এবার জুডিশিয়ারি( একেবারে মাথা পর্যন্ত) তাই হয়ে গেল।

    siki - এই জন্যেই লোকে ভগবান মানে। সুপ্রীম কোর্ট পেরিয়ে এবার কার কাছে যাবে তুমি? ভগবানও বিশেষ কিছু করতে পারতনা, কিন্তু 'নিশ্চয় পূজোয় ত্রুটি হয়েছে' বলা অন্ততঃ যেত।
  • siki | 132.177.***.*** | ২৭ মে ২০১৩ ২৩:৩৯609786
  • ফোজ্জিকে ঐটাই বলার ছিল যেটা রূপঙ্করবাবু লিখেছেন। লোকটি নূপুরের কাজিন সেই হিসেবে গোড়ায় এক্সপেক্ট করেছিলাম একটা বায়াসড লেখা পাব, কিন্তু পুরোটা পড়ে দেখলাম খুব একটা বায়াসড লেখা নয়। গোটা গোটা করে যা ফ্যাক্ট সেটাকেই লিখেছেন। অসত্যভাষণ কোথাও করেন নি।

    রূপঙ্করবাবুকে যেটা বলার ছিলঃ ধুর, আমার কাছে ভগবান জিনিসটা একটি ঢপের কনসেপ্ট। সুপ্রিম কোর্ট ভগবান নয় সেটা গত দশ বছরে সুপ্রিম কোর্ট বেশ কয়েকবার প্রমাণ করে দিয়েছে। বেশ কয়েকটি ক্ষেত্রে অ্যানেকডোটাল এভিডেন্সের ওপর ভিত্তি করে কেস সলভ করার প্রবণতা দেখা দিচ্ছে সুপ্রিম কোর্টের। এর ফলে যেটা হচ্ছে, সর্বোচ্চ ন্যায়প্রাপ্তির জায়গা হিসেবে সুপ্রিম কোর্ট নামক জায়গাটার ক্রেডিবিলিটি একটু হলেও কমেছে। ভগবানের আদালতে বিচার ফিচার কিসুই হয় না, ও সব দুর্বল মনের মানুষদের নিজেদের সান্ত্বনা খোঁজার ছল। আমার ক্ষেত্রে এ রকম হলে কী করতাম জানি না, অন্তত ভগবানের দোরে হত্যে দিতাম না, এইটুকু ফর শিওর বলতে পারি।
  • 4z | 152.176.***.*** | ২৭ মে ২০১৩ ২৩:৫৮609787
  • আরে আমি এই রিপোর্টটা নিয়ে কিছু বলিনি, ইন জেনারাল এই কাগজটার সম্পর্কে বললাম। আর এই কেসটার ব্যপারে সত্যি সেরকম কিছু জানিনা, আর্টিকলটা পড়ে অনেক প্রশ্ন মাথার মধ্যে ঘুরছে। যারা জানেন বা জানো তারা লিখুন/লেখো।
  • রূপঙ্কর সরকার | 126.203.***.*** | ২৮ মে ২০১৩ ১০:০৫609789
  • Siki - তুমি আমার কথাটাই বুঝলেনা, ভগবানের কনসেপ্ট নিয়ে কিছু বলিনি। আমি বললাম, এই জন্যই লোকে ভগবান মানে। অর্থ হচ্ছে, বিচার না পেলে বলবে, পূজো ত্রুটি হয়েছিল। কিন্তু সুপ্রীম কোর্ট অবধি গিয়েও যদি বিচার না পাওয়া যায়, মানে লোয়ার কোর্ট, হাইকোর্ট পেরিয়ে তবে, আর তো এর ওপরে কিছু নেই। একমাত্র ডিভিসন বেঞ্চ অবধি দৌড়। সেখানে ভগবানের পূজোর ত্রুটি বলে মনকে সান্ত্বনা বা প্রবোধ দেয়া যেতে পারে, এখানে কী ভাবে সান্ত্বনা খুঁজবে?

    পাইয়ের দেয়া লিঙ্কে তেহলকার তথ্য তো আরও এক্সটেন্সিভ। জলজ্যান্ত প্রমাণ বা ক্রুশিয়াল এভিডেন্সকে ইগনোর করার এর চেয়ে বড় নিদর্শন স্মরণাতীত কালে ঘটেনি। প্রশ্নটা অন্য জায়গায়। কখনও কখনও বিরাট কোনও ইনফ্লুয়েন্সিয়াল মানুষকে প্রোট্রক্ট করার জন্য, প্রশাসন, আইন ব্যবস্থা, সবাই লিটারালি ঐ দাঁড়িপাল্লা ওয়ালি মহিলার মত চোখে কাপড় বেঁধে রাখে। কুখ্যাত নাগরমল কেস ও সঞ্জয়-গীতা চোপড়া হত্যা মামলা স্মরণ করা যেতে পারে । কিন্তু এখানে কাকে প্রোটেক্ট করতে গিয়ে একটা পরিবারকে সর্বশক্তি দিয়ে শেষ করে দেয়া হ'ল?

    যে তথ্যগুলো উঠে আসছে এবং প্রশাসন হাজার চেষ্টা করেও যেগুলো আর চাপা দিতে পারবেনা, সেগুলো পড়ে বা দেখে তোমার আমার মত ম্যাংগো জনতাও যে সিদ্ধান্তে পৌঁছতে পারে, সেইটা উপেক্ষা করার মত স্পর্ধা যখন এরা দেখাতে পারে, তখন কী জন্য আমরা বিচার ইত্যাদি ব্যবস্থার ওপর আস্থা রাখব?

    ভগবান মানাই ভাল। সেখানেও কিছু হবেনা। তবু বলাতো যাবে যে পূজোর ত্রুটি হয়েছিল।
  • siki | 132.177.***.*** | ২৮ মে ২০১৩ ১০:৩৩609790
  • অ্যাস সাচ কাউকে প্রটেক্ট করার জন্য এইসব হয় নি। কিন্তু শুরুতেই নয়ডার পুলিশ অফিসার এত ক্যালাস ভাবে হ্যান্ডল করেছিলেন, ক্রাইম সীনকে ঠিকভাবে প্রটেক্ট না করা, ক্রুশিয়াল এভিডেন্স আরামসে নষ্ট হয়ে যেতে দেওয়া, এবং সর্বোপরি সেই বাড়িরই ছাদের ট্যাঙ্কে আরেকটি মৃতদেহ তদন্ত শুরু হবার তিনদিন না পাঁচদিন বাদে খুঁজে পাওয়া, তাও নিজেরা খুঁজে পায় নি, অন্য এক রিটায়ার্ড পুলিশ অফিসার জাস্ট আউট অফ কিউরিওসিটি ছাদে গিয়ে ঐ বডি দেখতে পান, এই চূড়ান্ত আনপ্রফেশনালিজম ঠিকভাবে হ্যান্ডল করা হলে নয়ডা পুলিশের অনেক টপ ব্রাশের চাকরি যেত। লং টার্মে সাসপেন্শন, ডিমোশন ইঃ অনেক কিছুই হত। স্রেফ নিজেদের বাঁচাবার জন্যই তারা তারপরে কেসের ফাইলপত্র এমনভাবে বেঁকিয়েচুরিয়ে দিয়েছে যে সেখান থেকে আজ আর আসল ঘটনা খুঁজে বের করার জাস্ট কোনও রাস্তাই নেই।

    ম্যাংগো জনতা সবসময়েই রিসিভিং এন্ডে। আমরা সব বুঝেও মমতাকে মুখ্যমন্ত্রী করে রাখি, পার্থ সুব্রতর বদামো মুখ বুজে হজম করে নিই। চিদু-সিব্বল মনু-সনিয়া কত বড় হারামজাদা জেনেও তাদের দেশের মাথা বলে মেনে নিই, সুপ্রিম কোর্টকেও সেইভাবেই মেনে নিই, চ্যালেঞ্জ করার ক্ষমতা কোথায় আমজনতার? দেশের আইন সুপ্রিম কোর্টের কাছে নতজানু হয়ে বিচার প্রার্থনা পর্যন্ত করার অধিকার দিয়েছে, সুপ্রিম কোর্ট সেই দায়িত্ব পালনে অসমর্থ হলে ম্যাংগো পাবলিককে "সুপ্রিম কোর্ট তুমি একটি বাল" বলার অধিকার দেয় নি।
  • The Necromancer | 131.24.***.*** | ২৮ মে ২০১৩ ১০:৫৩609770
  • এইটা পড়তে গিয়ে ম্যাডেলিন-এর কথা মনে পড়লো - সেই যে বাচ্চা মেয়েটা - পোর্তুগালে বাপমায়ের সাথে বেড়াতে গিয়ে নিঁখোজ হয়ে গেসলো। মিডিয়া ট্রায়ালে বাপ-মা-কেই খুনী বানিয়ে দেওয়া হয়েছিলো। সেও আজও সল্‌ভ হয়নি। ২০০৭-এর কথা।

    http://en.wikipedia.org/wiki/Disappearance_of_Madeleine_McCann
  • siki | 132.177.***.*** | ২৮ মে ২০১৩ ১১:০১609771
  • ঠিক। সেই মেয়েটাকেও আজ পর্যন্ত খুঁজে পাওয়া যায় নি।
  • সিকি | ২৫ নভেম্বর ২০১৩ ১৬:০২609773
  • তুলে দিলাম।
  • AP | 212.54.***.*** | ২৬ নভেম্বর ২০১৩ ১৭:৪২609775
  • খুব আশা ছিল সি বি আই অন্ততঃ শেষ রাত্রে ওস্তাদের মারটা দেখাবে। কিছু শক্তপোক্ত প্রমাণ সাজাবে আরুষি-র মা-বাবার বিরুদ্ধে। কিন্তু জানা গেল কোনো প্রমাণ না পেলেও শুধু এলিমিনেশনের ভিত্তিতে আর 'অনার কিলিং' এর তত্ত্বের জোরে ভিক্টিমের মা-বাবাকেও যাবজ্জীবন দেওয়া যায় ! আর এই প্রথম দেখা গেল যারা 'অনার কিলিং' তত্ত্বে বিশ্বাস করে তারাই 'তদন্ত'ও চায় !
  • সিকি | ২৬ নভেম্বর ২০১৩ ১৮:২৬609776
  • টোটাল ঘাঁটা হয়ে গেল কেসটা। জাস্ট থিওরি অফ এলিমিনেশনের ভিত্তিতে কাউকে এইভাবে সাজা দেওয়া যায়, ভাবা যায় না।

    অবশ্য গাজিয়াবাদ কোর্ট এটা, এর পরে হাইকোর্ট তারপরেও সুপ্রিম কোর্ট আছে। দেখা যাক। কিন্তু আপাতত তাদের জেলেই থাকতে হবে।
  • রাস্তার লোক | 24.139.***.*** | ২৭ নভেম্বর ২০১৩ ১২:০৩609779
  • তা প্রমাণ লোপাটের জন্য কেরম শাস্তির বিধান?
  • aka | 79.73.***.*** | ২৭ নভেম্বর ২০১৩ ১২:১৭609781
  • এটা আমারও বিরক্তিকর লাগছে। সব ব্যাটাকে ছেড়ে দিয়ে বেঁড়ে ব্যাটাকে ধর টাইপ হয়ে গেল।
  • সিকি | ২৭ নভেম্বর ২০১৩ ১২:২২609782
  • প্রমাণ লোপাটটা কে করেছে?
  • সে | 203.108.***.*** | ২৭ নভেম্বর ২০১৩ ১২:৫৪609783
  • অলীক সুখ (২০১৩)
    Harold und Maude (১৯৭১)
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : guruchandali@gmail.com ।


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। ভ্যাবাচ্যাকা না খেয়ে মতামত দিন