ধ্বংস ও পুনর্নির্মাণ : অর্পণ চৌধুরী
বুলবুলভাজা | কূটকচালি | ২০ এপ্রিল ২০০৭ | ৯৪৮ বার পঠিত
ধ্বংসের মাঝেই লুকিয়ে থাকে পুনর্নির্মাণের বীজ। অন্ধকার যত লম্বা হয় ভোরের আলোর পথ ততই ত্বরান্বিত হয়। আর বসন্ত হল পুনর্নির্মাণের ঋতু। প্রবল শীতের দাপটের পরে বসন্তে রিক্ত শুষ্ক গাছের ডাল সবুজ পাতায় ভরে ওঠে। রঙীন ফুলের ভারে আনত বৃক্ষশাখার দৃশ্য সভ্যতার পুনর্নির্মাণেরই চিরন্তন জয়যাত্রা ঘোষণা করে। ধ্বংস দেখেছে অনেক আমাদের এই প্রিয় বাসভূমি। কিন্তু বার বার আমরা, এই অমৃতের সন্তানেরা আমাদের সব সৃজন, মেধা ও শ্রম দিয়ে সেই ধ্বংসস্তূপের উপর গড়ে তুলেছি নতুন সভ্যতার ইমারত। প্রতিবার আমাদের সাধনার ফল হয়েছে আগের থেকে মহৎ, আগের থেকে সুমিষ্ট। আগের থেকে উন্নত। উন্নততর।
ঘরে ফেরার গান : অর্পণ চৌধুরী
বুলবুলভাজা | কূটকচালি | ২০ এপ্রিল ২০০৭ | ১০৪০ বার পঠিত
অনেক মানুষের মত মুকেশ আজকাল ঘরে ফেরে খুব ক্লান্ত চরণে, সঙ্গী তার সবজি বিক্রির নিজস্ব ঠেলাখানি। খুব ভোরে দিন শুরু হয় তার, দক্ষিণ দিল্লীর উপান্তে তার ঘিঞ্জি বাসা। সেখান থেকে এক ঘন্টা দূরে পাইকারি বাজার, সেখান থেকে আরো এক ঘন্টার পথ সবজিমান্ডি। এই তার চেনা পৃথিবী এবং এর বাইরেও যে আরেকটা পৃথিবী আছে, প্রতিদিনের চেনা পৃথিবীর বাইরের সেই পৃথিবীটা তাই কখন দ্রুত পালটাতে শুরু করেছিল মুকেশ টের পায়নি । পাবার কথাও নয়। অথচ রোদের তাপ বাড়তে থাকলে একসময় সে বাধ্য হয়ে ছায়া অনুসন্ধান করে এবং অনেকের মত জানতে পারে রাস্তার উল্টোদিকে নতুন রিটেল চেনের কথা, সেখানে ঠাণ্ডাঘরে সবজি জমানোর কৌশল, উপভোক্তাদের বদলে যাওয়া পছন্দ এরকম কিছু দরকারি অদরকারি কথা। কিন্তু তখন অনেক দেরি হয়ে যায়। সম্বল বলতে পড়ে থাকে তাদের ছেড়ে আসা গ্রামের বাড়ি। তাদের ঘর। আহা। সেখানে ফেরার আবছা পথ, বিনির্মাণকামী।
উন্নয়নের চেনা একটি মডেল : অর্পণ চৌধুরী
বুলবুলভাজা | আলোচনা : বিবিধ | ৩০ মার্চ ২০০৭ | ৮৩০ বার পঠিত
এখন চারিদিকে বসন্তের বাতাস বিশ্বাস ভাঙ্গার গন্ধে ভারী হয়ে আছে, ক্রমাগত পাড় ধ্বংস হবার আওয়াজের মাঝে নদীর চড়ায় জেগে উঠছে না কোনো বিকল্প আশ্রয়ের জায়গা, নন্দীগ্রামের তাজা ঘা এখনো শুকোয়নি। বাদ-প্রতিবাদের রাজনীতিতে লাশের সংখ্যাও একটা গুরুত্বপূর্ণ বিষয়, কতগুলো মানুষকে মারলে পরে তবে গণহত্যা বলা যায় তাও প্রশ্ন উঠছে আনাচে কানাচে। তা চলুক, আমরা বরং চোখ রাখব খুব একটা সাম্প্রতিক ঘটনায়, নন্দীগ্রাম কান্ড উত্তর সময়ে মনে রাখেনি হয়ত বেশি কেউ, এই অস্থির বেদনাময় সময়ে ছোটখাটো অন্য অনেক ঘটনা চোখের সামনে ঘটতে দেখলেও নিউরন ফেল মেরে যায়, কিন্তু তাতে বিষয়টি পাল্টায় না, পাল্টে যায় শুধু বলার ভঙ্গী।
পিঙ্গল আকাশ : অর্পণ চৌধুরী
বুলবুলভাজা | আলোচনা : বিবিধ | ২১ অক্টোবর ২০০৭ | ৯৯৮ বার পঠিত
আজ মিডিয়ায় আবার বসেছে সালিশিসভা, হাত রাখুন সেলফোনে আর চোখ রাখুন টিভির পর্দায়। মনে রাখবেন আমার আপনার একটি এসএমএস কাঠগড়ায় দাঁড় করাতে পারে সমাজের শত্রুদের, বেআব্রু করে দিতে পারে অশুভ শক্তির আঁতাতকামী মুখগুলিকে। অথবা হাতে রাখুন জ্বলন্ত মোমবাতি। তদ্গত আলোকশিখায় শপথরক্ষার কাঠিন্যে শক্ত হয়ে উঠুক প্রতিটি মানুষের চোয়াল। পথ হাঁটুন সুশীল সমাজ গড়ে তোলার পবিত্র কর্তব্যে। দেউলিয়া হতে থাকা ঈশ্বর, পরম করুণাময় আমাদের ঈশ্বর শমিত হৃদয়ে শেষ বিকেলে সবার দিগন্তে বুলিয়ে দিয়েছেন তীব্র ম্যাজেন্টা রং।