শিক্ষক-শিক্ষিকার কাছে কোনটা শিখব, লোভ না সততা? (তিনটি পর্ব একত্রে) পর্ব: ১ ভারতের আদর্শ শিক্ষক বলতে একজনই ছিলেন পণ্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর মহাশয়। ভারতে শিক্ষক দিবস তো তাঁর জন্মদিন ২৬শে সেপ্টেম্বরেই হওয়ার কথা। 'শিক্ষক দিবস'ই বলতে হবে কেন? শিক্ষিকা নয়ই বা কেন? কেন 'শিক্ষক-শিক্ষিকা দিবস' হতে পারে না? তাহলে ইংরেজিতে 'টিচার্স ডে' শব্দটাই ভাল। তখন ৫০ টাকা বেতনে বিদ্যাসাগর মহাশয় অধ্যাপনার ... ...
তখন রাষ্ট্রপতির আমল ছিল না। ছিল বৃটিশ আমল। আমাদের তখন জন্ম হয়নি। সেই সময় ভারতবর্ষে স্কুল-কলেজ শিক্ষা ব্যবস্থা তেমন ছিল না, মেয়েদের শিক্ষা ব্যবস্থা তো ছিলই না। ১৮২০ সালে জন্মানো একটা লোক ভারতে প্রথম শিক্ষার প্রসার ঘটাতে চেষ্টা করেছিলেন, স্কুল কলেজ প্রতিষ্ঠা করে। বিশেষ করে মেয়েদের শিক্ষা ব্যবস্থার কথা তিনিই প্রথম ভেবেছিলেন। সেই সময়ে তিনি আধুনিক শিক্ষার প্রসারে ভারতবর্ষে নবজাগরণ এনে দিয়েছিলেন। তিনি নিজে কলেজের একজন অধ্যক্ষ ... ...
"আমার জন্মদিন আলাদাভাবে উদযাপন করার পরিবর্তে, এটি আমার গর্ব হবে। বিশেষাধিকার, যদি ৫ই সেপ্টেম্বর শিক্ষক দিবস হিসাবে পালন করা হয়।"কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে ছাত্র যদুনাথ সিংহের গবেষণার থিসিস কপি করে নিজের নামে "ইণ্ডিয়ান ফিলজফি" বইটির দ্বিতীয় খণ্ডে কয়েকটি অধ্যায় প্রকাশ করেছিলেন। এই নিয়ে দীর্ঘদিন কলকাতা হাইকোর্টে মামলা চলেছিল।ডঃ যদুনাথ সিংহ ছিলেন কলকাতা বিশ্ববিদ্যালয়ে ... ...
ভারতের আদর্শ শিক্ষক বলতে একজনই ছিলেন পণ্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর মহাশয়। ভারতে শিক্ষক দিবস তো তাঁর জন্মদিন ২৬শে সেপ্টেম্বরেই হওয়ার কথা। 'শিক্ষক দিবস'ই বলতে হবে কেন? শিক্ষিকা নয়ই বা কেন? কেন 'শিক্ষক-শিক্ষিকা দিবস' হতে পারে না? তাহলে ইংরেজিতে 'টিচার্স ডে' শব্দটাই ভাল। তখন ৫০ টাকা বেতনে বিদ্যাসাগর মহাশয় অধ্যাপনার কাজ করতেন। সেই সময় সংস্কৃত কলেজে ব্যকরণের প্রথম শ্রেণীর অধ্যাপকের পদ শূন্য হয়৷ মার্শাল ... ...