এক ইউরোপিয়ান আমায় বলেছিলো, কন্টিনেন্টাল ইউরোপকে বোঝার সবচেয়ে ভালো রাস্তা হল ফুটবল| ইউরোপ ফুটবলে বাঁচে, ফুটবলেই মরে| বড় বড় ক্লাবগুলোর রাইভ্যালরি, সিটি ডার্বি, কান্ট্রি ডার্বি, লিগ, কাপ - ফুটবল ফ্যানদের জীবন এতেই আবর্তিত| আমার বাড়ীর পাশের আইবেরিয়ান রেস্তোঁরার মালিক পর্তুগিজ বেনিতো তার জ্যান্ত উদাহরণ| তার বাসস্থান পোর্তো শহরের পোর্তো ফুটবল ক্লাবের জন্যে সে কি না করতে পারে? আজ তারই গপ্পো| ... ...
নামে অনেক কিছু আসে যায় | এক এক নামের এক এক উৎপত্তি, ইতিহাস | শহরের নাম, লোকের নাম একটু ঘাঁটলেই কত যে তথ্য বেরোয় ! বিশেষ ল্যাটিন ভাষা পরিবারে ভাষাবিশেষে একই নামের সামান্য অদলবদল ঘটে | ইংরেজদের মার্ক যে আদতে স্প্যানিশ মার্কাস, ইতালিয়ান মার্কো, পোলিশ মারেক আর জার্মান মার্কুস - তা আবিষ্কার করে ভারি খুশি হয়েছিলাম | সেই সব নামমাহাত্ম্য নিয়েই এই লেখা | ... ...
কিঞ্চিৎ চিন্তাগ্রস্তই ছিলেন শিবু, ওরফে শিবানন্দ। যামিনী গতপ্রায়, পূর্ব দিগন্ত হইতে চন্দ্রকলাখানি পাড়িয়া, ঝাড়িয়া ঝুড়িয়া নিজের জটায় লাগাইয়া দিলেন। যাক, অদ্যকার মতো কাজ শেষ। এবং সেখানেই প্রকৃত ভাবনার আরম্ভ। সামনে এক্কেবারে আস্ত একটি দিন পড়িয়া আছে, অথচ করিবার কিছু নাই। সে এক কাল ছিল বটে। ছিলিমে সুখটান দিতে দিতে আর আকুল ভক্তগণের প্রার্থনা শুনিতে শুনিতে সময় যে কোথা হইতে মাখনের ন্যায় গলিয়া যাইত। ... ...