এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • গেছোদাদার গল্প

    d
    অন্যান্য | ২৭ মার্চ ২০০৯ | ৫৭৬ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • d | 117.195.***.*** | ২৭ মার্চ ২০০৯ ১৫:৩৩407169
  • আমার না একটা গেছোদাদা আছে। সে আজ লাদাখে, কাল ডুয়ার্সে আর পরশু চিনি'তে, তরশু আবার অন্য কোথাও ঘুরে বেড়ায়। আর তার গায়ে ভীষণ জোর। হবে না কেন বলো? সারাদিনে ঢক্‌ঢক্‌ করে ৩-৪ কিলো দুধ খায় তো। তারপর ঘি-মাখা এই মোটা মোটা হাতরুটিও খায়। তাই তো গায়ে অত জোর, বুকে অত্ত সাহস। সে পুলিশ, মিলিটারী কাউক্কে ভয় পায় না।

    সেই গেছোদাদা না আমাকে অনেক গল্প বলে। দাদার ঘুরে বেড়ানোর গল্প। পুলিশকে ভয় দেখানোর গল্প, নাকে নোলক বাঁধা শোল-মাছের গল্প, হাতীর তেড়ে আসার গল্প, ঘুঘুছানার উড়তে শেখার গল্প .......

    সেই গল্পগুলো এখানে লিখে রাখব। কেমন?
  • Blank | 203.99.***.*** | ২৭ মার্চ ২০০৯ ১৫:৪৬407170
  • আমার মতন গায়ের জোর কি?
  • d | 117.195.***.*** | ২৭ মার্চ ২০০৯ ১৬:১০407171
  • গল্প - ১
    সেদিন গেছোদাদা আমাকে জিগ্যেস করল "ফ্রেসকো ডিস্ট্রিক্টের নাম শুনেছ দমদি?' 'না: কোনোদিন শুনিনি'।
    তখন দাদা চোখ বড় বড় করে বলতে লাগল, রাজস্থানের ঝুনুঝুনু জেলাকে ফ্রেসকো ডিস্ট্রিক্ট বলে ডাকে। সেখানে কত্ত কত্ত বড়লোক থাকে। সব বড়লোক শেঠদের ইয়া মস্ত মস্ত হাভেলী আছে আর .. আর সেইসব হাভেলীর দেওয়ালে দেওয়ালে অজস্র সুন্দর সুন্দর ফ্রেসকো। কত কত হাভেলী এখন পরিত্যক্ত, কেউ থাকে না। দেওয়াল টেওয়াল পড়ে গেছে, কিন্তু যা-ই খাড়া হয়ে দাঁড়িয়ে আছে, তাতেই ছবি আঁকা। ঝুনুঝুনু জেলা যে কত পুরানো, তা কেউ ঠিক করে জানে না। লোকে বলে সেই ১০৪৫ খ্রীস্টাব্দে চৌহান রাজত্বের অংশ ছিল। তারপর ১৪৫০ খ্রীস্টাব্দে মোহাম্মদ খান আর তার ছেলে শামস খানের সাথে চৌহানদের ভীষণ যুদ্ধু হয়। চৌহানরা হেরে গিয়ে পালিয়ে যায়। সেই থেকে খান-নবাবদের রাজত্ব শুরু হয় ঝুনুঝুনুতে। রোহিলা খান হল গিয়ে ঝুনুঝুনু'র শেষ নবাব।

    এই রোহিলা খানের দেওয়ান ছিল শার্দুল সিং। "শার্দুল' একেবারে সার্থকনামা। বাঘের মতই তেজ আর সাহস ছিল শার্দুল সিংয়ের। ১৭৪০ সালে যেই না রোহিলা খান মারা গেল, অমনি শার্দুল সিং সিংহাসনে বসে ঝুনুঝুনু চালাতে লাগল। এই বংশই ভারত স্বাধীন হওয়া পর্যন্ত ঝুনুঝুনুতে রাজত্ব করে গেছে।

    শার্দুল সিং সাহসী আর দক্ষ প্রশাসকই ছিলেন। তাঁর আমলে ও পরে তাঁর বংশধরদের আমলে ঝুনুঝুনুর খুব উন্নতি হয়। অনুমান করা হয় যে শার্দুল সিংই প্রথম ফ্রেসকো আঁকানোর প্রচলন করেন।

    তারপর যা হয় আর কি .... দেখাদেখি যাঁরই হাতে একটু পয়সা আসতে লাগল তিনিই নিজের হাভেলীর দেওয়ালে ফ্রেসকো আঁকাতে লাগলেন। এমনি করে ঝুনুঝুনু জেলার সমস্ত ছোটবড় জনপদ, যেমন নওলগড়, মান্ডাওয়া, চিরাওয়া, বিসাউ, পিলানি ---- হাভেলীগুলোর সবœÑ ঘরের দেওয়ালে, ছাদে, দরজায়, পাঁচিলে এমনকি .... এমনকি কুয়োর দেওয়ালেও সবাই ছবি আঁকিয়ে ফেলল। হ্যাঁ সত্যি সত্যি। গেছোদাদা দেখে এসেছে কুয়োর দেওয়ালেও ছবি আঁকা। তাতে শ্যাওলা ট্যাওলাও ধরে নি তেমন।
  • shrabani | 124.3.***.*** | ২৭ মার্চ ২০০৯ ১৬:৪৫407172
  • অনেককাল বাদে একটা পছন্দসই টই! সারাদিন গ্রেম্ভারী কাজের পরে বা মাঝে ছিরিয়াস আলোচনা একদম ভাল লাগেনা বলে টই পড়াটাই ছেড়ে যাচ্ছে...................
  • d | 117.195.***.*** | ২৭ মার্চ ২০০৯ ১৮:৩৮407173
  • সবচেয়ে বেশী হাভেলী দেখা যায় মান্ডাওয়ায়। এখানে হাভেলীগুলোর এমন দেওয়াল কমই আছে, যেটা ফাঁকা। প্রত্যেকটা ছবিতে ছবিতে ছয়লাপ। গেছোদাদা একজন গাইড নিয়েছিল। সে গাইড আসলে এক ছাত্র। বি কম পড়ে। এদিকে ইংরাজী ছাড়াও কাজ চালানো ফ্রেঞ্চ, জার্মান আর স্প্যানিশ নাকি বলতে পারে। গেছোদাদা তো শুনে অবাক। শিখল কোত্থেকে অমন একটা ছোট জায়গায়। সেই ছাত্র বলল যে সব নাকি বিদেশী ট্যুরিস্টদের থেকে শুনে শুনে শেখা। আর কত্ত ট্যুরিস্ট আসে রে বাবা! আমার তো কোন ধারণাই ছিল না, গেছোদাদাও কল্পনা করতে পারেনি যে বিদেশ থেকে এত লোক দেখতে আসে! সেই গাইড ছেলেটিই বলে, ফ্রেসকো আঁকার জন্য রঙে নাকি সোনার গুঁড়ূ মেশানো হত। হতেই পারে! টাকাপয়সা থাকলে তো লোকে পোষা বেড়ালেরও বিয়ের ভোজ খাওয়ায়। কাজেই ... । ছবির মধ্যে একজায়গায় দেখে একটা সাত শুঁড়ওয়ালা হাতী। গাইড বলে ওটা নাকি মহাভারতে আছে। ক্কি ক্কান্ড! মহাভারতে আবার কোথায় সাত শুঁড়ওয়ালা হাতী আছে অ্যাঁ? গেছোদাদা বলে, দীপ্তেনদাকে জিগ্যেস কোরো তো .. নিশ্চয় আছে। কিন্তু আমি খালি ভাবি, হাতীর ঐটুকু মুন্ডুতে সাতটা শুঁড় ধরবে কিকরে? কিছু বলিনা অবশ্য। দাদা ক্ষেপে যায় যদি!

    এই যে এখানে মান্ডাওয়ার হাভেলীর ছবি দেখা যাবে
    http://www.virtourist.com/asia/india/mandawa/video.htm
  • Binary | 198.169.***.*** | ২৭ মার্চ ২০০৯ ১৯:৫৬407174
  • দ, অন্যদের খোঁচায়, আর নিজে এত কম লেখে !! আর লিখলে এত ভালো যে লেখে !!
  • Bhuto | 122.172.***.*** | ২৮ মার্চ ২০০৯ ১৭:১০407175
  • হ্যাঁ , একশোবার। যাক রক্ষে এই যে তবু লেখা পাইসি, ভাগ্যিস গেছোদাদা গল্পগুলো বলেছিল। নইলে এমন লেখা পেতাম কোথায়। গেছোদাদাকে ধন্যবাদ , তোমার জন্যেই দ-দির হাতে কলম উঠলো। খুব সুন্দর হচ্ছে। চালিয়ে যাও দিদ।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : guruchandali@gmail.com ।


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। বুদ্ধি করে মতামত দিন