এক গুরুবোন আমাকে এটা লিখলেন। আর কেউ কিছু ভাবছেন?
অভ্যু, দুদিন আগে আনন্দবাজারে একটা খবর বেরিয়েছিল, তোমার চোখে পড়েছে কিনা জানিনা। লিঙ্ক -
https://www.anandabazar.com/west-bengal/kolkata/who-will-take-care-of-orphan-girl-laxmi/cid/1271880
আমি আর xx মেয়েটাকে হেল্প করতে চাই। কয়েক জায়গা থেকে খবর নিয়ে যেটা জেনেছি তা খুব একটা প্রমিসিং না। লোকাল থানার মাধ্যমে যোগাযোগ করার কথা কয়েকজন বলেছে। yy কি কোন ভাবে আমাদের একটু হেল্প করতে পারবে?
আমার স্কুলের এক বন্ধু গত হপ্তায় হঠাত চলে গেল। আমরা ওর বন্ধুরা মিলে ওর নাম করে কিছু ছাত্রীকে তাদের প্রয়োজনমত কিছু সাহায্যের কথা ভেবেছিলাম বলে নানা জায়গায় খোঁজখবর চলছিল। এই লক্ষ্মীর কথাও উঠেছিল, এক বন্ধু খোঁজ নেয়। মেয়েটির কাছে নাকি এখন এতজন সাহায্য দিতে চেয়েছেন আর এতই ভিড় যে প্রোটেকশন দিতে হয়েছে শুনলাম। যা শুনলাম,জানালাম। অভ্যু বা কেউ আলাদা করে খোঁজ নিয়ে নিলে ভাল আর প্রয়োজন আছে কিনা।
হ্যাঁ সাংবাদিক ও খুব রিলায়েবল NGOর সাহায্যে খোঁজ নিচ্ছি।
"হোয়াটসঅ্যাপ, ফোন ভরে যাচ্ছে, কোনো বন্ধু বলছে তাদের প্লাজমা চাই, কেউ অক্সিজেনের, কারু বাড়িতে দুজনের কোভিড, তাকে চাকরি বাচাতেই হবে নাহলে খাবে কি? এই অবস্থায় অনলাইন/অফলাইন ভলেন্টিয়ার লাগবে। পিং করুন ৯৮০৪৮৮৯২৪৩"
- Chhandak Chatterjee
একটা জরুরি আবেদন
-------------------------------
অনেকের মিলিত উদ্যোগে যাদবপুর বিশ্ববিদ্যালয়ে একটা ইন্টারিম অক্সিজেন ফেসিলিটেটেড সেন্টার তৈরি করা হচ্ছে, যেখানে কোন হাস্পাতালে বেড না পাওয়া অব্দি ডাক্তারদের দ্বারা প্রশিক্ষণপ্রাপ্ত ব্যক্তিদের তত্ত্বাবধানে অক্সিজেন ও আনুষঙ্গিক চিকিতসা দেওয়া হবে। এধরণের সেন্টার তৈরির নানাবিধ নিয়মবিধি মেনে। এর আগে শুরু হয়েছে পাটুলিতেও
এই মডেল সফল হলে এভাবেই তৈরি করা সম্ভব আরো অনেক এরকম সেন্টার তৈরি করা সম্ভব।
সব অনুমতিপর্ব পেরিয়ে, নতুন পুরানো ছাত্রছাত্রী, ছাত্র উনিয়ন, ডাক্তার, নানা সংগঠন, নাগরিকদের উদ্যোগে এই সেন্টার এবার শুরুর পথে । কিছু সিলিন্ডার এসেও গেছে। এবারে এই সিলিন্ডার কিন্তু ছোট সিলিন্ডার নয়, বড়, D টাইপ, ৪৫ লিটারের।
এই সিলিন্ডার আরো লাগবে।
ছোট B টাইপ নয়, এই বড়, ডি টাইপ। ৪৫ লিটার।
এছাড়াও লাগবে ফ্লো মিটার।
যত যোগান পাওয়া যায়, ভাল। এই ব্যাপারে যেকোন সাহায্য পেলে খুব ভাল হয়।
আগাম ধন্যবাদ।