এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • উবের ডক

    h
    অন্যান্য | ১৪ এপ্রিল ২০১৭ | ২৬১৬ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • h | 184.79.***.*** | ০৫ জুন ২০১৭ ০০:২৯366182
  • কয়েকটা ছোটো ট্রিপ

    --চলে এসেছি, আপনাকে দেখতেও পাছি।
    --ও দাঁড়ান, এক সেকন্ড, আমি আসলে ভাবিনি, এত দামী গাড়ি , এই ইকোনোমি রাইডে আসবে।
    --আমি জানো তো বেশ লাকি। নতুন গাড়ি পেয়ে গেলাম একটা অ্যাক্সিডেন্ট এর পরে। এক বড়লোকের ব্যাটা মোবাইল এ টেক্স্ট করতে করতে প্রায় দেড় লাখ ডলারের একটা গাড়ি আমার গাড়ি তুবড়ে দিলো। কি ভাগু বাচ্ছাটা বা আমার কিছু হয় নি। মানে একটু কপালে কেটে গেছিলো তার বেশি কিছু না। আমি চিকিৎসার খরচ, গাড়ির খরচ সব ই পেলাম।
    --ও মাই গড, ভালো আউটকাম, কিন্তু বিপদ হতে পারতো, আচ্ছা, আপনাকে আমি একেবারে উল্টো দিকে নিয়ে যাছি না তো?
    --আরে না, আমি তো উবের চালাছি, রিফিউজ করার বা গ্রাম্বল করার প্রশ্ন নেই। তবে আমার জানোতো সময়্টা খারাপ যাচ্ছে না।
    নতুন গাড়ি পেলাম, দেখে শুনে রিসার্চ করে আমার মত বেঁটে লোকের কি পোশায় সেই দেখে গাড়ি নিলাম, আবার ডিভোর্স টাও কমপ্লিট হয়েছে কদিন আগে, কিন্তু কোনো ঝামেলা হয় নি। আমাদের আলাদা থাকতে ইচ্ছে হল, আলাদা হয়ে গেলাম। লিগাল খরচ কিছু লাগে নি, কারণ আমি নিজে অ্যামিকেবল সেটলমেন্ট করেছি, শি অলসো ডিড অগ্রি। আমি তিনটে চাকরি করি বুঝলে, একটা ইনডাস্ট্রিয়াল সেফটির কনসেপ্ট বা বেচি, বিভিন্ন ইকুইপমেন্ট কোম্পানীর সঙ্গে কাজ করি, আরেকটা হল, ইনশিওরান্স পলিসি বেচি, আমার লাইসেন্স কস্ট দিব্য উঠে যায়, প্লাস উবের চালাই। কোনো নেশা টেশা করি না, ব্যায়াম করি, কুকুর টাকে সময় দি, ও আমায় একটু মিস করে।
    --আই সি, বাব তুমি তো সাঁঘাতিক বিজি। আজ আমরা কয়েকজন বন্ধু একটা রেস্তোরা যাছি বুঝলে। তাই মনে এট্টু ফুর্তি, নইলে সব সময়ে মেয়ের জন্য মন খারাপ করে। আমার সমস্যা হল, এমন একটা বয়স, একটু পুরোনো স্কিল, ম্যানেজমেন্ট পারি না, টেকনিকাল কাজ ই অল্প সল্প করি, প্রোজেক্ট রিফিউজ করার জায়্গায় নেই। তোমাকে দেখে ইন্স্পায়ার হচ্ছি বুঝলে, ভাবছি দু তিনটে জব করলে, আমার একটা জবের উপরে নির্ভরতা থাকবে না।
    --শোনো দুটো কথা বলি, আইটি ছারো। আইটি করে কিস্যু পারবে না। এত টাইম কনজিউমিং কাজ, টেকনোলোজি গুলো বোরিং টাইপের, আমি কিছুদিন করেছি জানি। ইউ আর আ গুড ম্যান। এখানে ড্রিংক্স নিয়ো না, ফাল্তু দাম নেবে। ওদের একটা পাস্তাই ভালো, সেটা আর স্যালাড খেয়ে বাড়ি চলে যেতো। যদি ইচ্ছে করে একটা এসপ্রেসো খেয়ে নিয়ো। সেটার সঙ্গে লাভলি বিসকুট দেয় একটা। এক গ্লাস হাউজ ওয়ান চেয়ে নিয়ো, ওটা ফ্রি অথবা কোক খেয়ো। মানে একটা ড্রিংক ফ্রি।
    ওকে এনজয়। আর শোনো ডাক্তার দেখিয়ো এরকম ভাবে কদ্দিন চ্লবে। ইউ লুক মাচ ওল্ডার দ্যান ইউ আর প্রোবাবলি।
  • h | 184.79.***.*** | ০৫ জুন ২০১৭ ০০:৪০366183
  • --গুরু তুমি লেজি কেনো? এটুকু হাটতে পারছো না, এটুকুর জন্য তুমি দশ মিনিট দাঁড়ালে।
    --আর বোলো না, একটু ল্যাদ খেলাম।
    --আমার গাড়িটা কেমন
    --ঝকঝকে করে রেখেছো দেখছি।
    --হু হু বাবা, এই গাড়িটা কপাল করে পেয়ে গেলাম। শস্তায়। বহুত যত্ন করি, আমার মা বলে, বেটা বিয়ে করে না কিছু না, সারাদিন গাড়ি আর গাড়ি। মা কে ছাড়া আমি পারি না বুঝলে, মাকে বলেছি তুমি যদ্দিন বেঁচে আছো আমার কাছে থাকো। অন্য ছেলে মেয়েদের কাছে যেয়ো না। আমার হিন্গ্সে হয়। মামা লাভ্স মি, শো শোজ শি ইজ অ্যাঙ্গরি।
    ---তোমার মা কোথায় থাকেন
    --আমার কাছে নিউ অরলিয়ান্সে থাকেন, এখন এখানে আমার ভাই বোন দের কাছে এসেছেন। আমি ওনাকে নিয়েই ফিরবো। ম্যান লং ড্রাইভ।
    --হ্যাঁ কি করবে?
    --মা থাকবে তো, আস্তে অস্তে যেতে হবে, নইলে আমি নিউ ইয়র্কে বড় হয়েছি বুঝলে, আমি দেড়শোর নিচে গাড়ি চালানো কে ইন্সালটিং মনে করি। আহাহাহা। জানো তো আমার ইন্ডিয়ান কালচার ভালো লাগে। তোমাদের কালচারের মতই আমরাও বাবা মাকে স~গে রাখি।
    --আই সি, হ্যাং আমাদের বাবা মা রাও আমাদের কাছেই থাকেন।
    ---ম্যান দ্যাট ইজ গুড, ইন্ডিয়া ইজ ম্যাসিভ সিভিলাইজেশন। ইউ নো সামওয়ান টোল্ড মি, আন্ডার দ্য তাজমহল দেয়ার ইজ আ হিন্দু টেম্পল। ম্যান দ্যাট ইজ ম্যাসিভ, ওয়ার্ল্ড ইজ ওয়েটিং ফর দ্যাট টু কাম আপ। ইন টার্ম্স অফ সিভিলাইজেশন ইউ আর লাইক আস, ম্যসিভ হিস্টরি।
    --এসে গেছি, খুব ভালো লাগছিল, আরেকটু গল্প করি চলো।
    --না ব্রো, আমায় যেতে হবে, তবে রিমেম্বার মি, আই অ্যাম ফ্রম নিউ অরলিয়ান্স, হু লাভ্স হিজ মাম্মা, অ্যান্ড ইজ নট গুড অ্যাট এনিথিং বাট কারস, আই লাইক স্টোরিজ দো।
  • h | 184.79.***.*** | ০৫ জুন ২০১৭ ০০:৪৩366184
  • শোনো রেটিং টা ভালো দিয়ো ব্রো। এটা ইম্পর্টান্ট, দ্য ফিড ব্যাক অ্যাবাউট কার , ড্রাইভার অ্যান্ড দ্য ট্রিপ।
  • h | 184.79.***.*** | ০৫ জুন ২০১৭ ০১:০২366185
  • এমনি সিটি ট্যাক্সি। উবের না। উবের সেদিন পাওয়া যায় নি।

    --অ্যাই তুমি তো কিস্যু জানো না। আমি তোমায় ফলো করছি, তুমি আমায় ফলো করছি, এরকম করে নাকি, একটা জায়গায় চুপ করে দাঁড়াবে তো। এর মধ্যে সব বাজার ও হাত থেকে ফেলে দিলে। কিসুই পারো না
    --হ্যা, রাইট।
    ---শোনো এটা বেসিক, তুমি এক জায়গায় দাঁড়াবে, আমি গাড়িটা তোমার সুবিধে করে দাঁড় করাবো। সব জিনিস তুলেছো, নাকি পয়সা গচ্ছা দিলে। আজকালকার লোকেরা এত পয়সা নষ্ট করে, দেখলে রাগ হয়।
    ---রাইট
    --রাইট আবার কি, ইউ নেভার শুড ফরগেট দিস।
    কোথায় যবে বলো, রাস্তা চেনো, আমার কিন্তু জিপিএস উড়ে গেছে।
    --হ্যা চিনি
    --যাক নিজের বাড়িটা অন্তত চেনো। বলো।
    --এই তো এদিক দিয়ে বাঁদিকে কোয়ার্টার মাইল, তার পরে দু মাইল, তার পরে ডান দিকে দুশো গজ।
    --ওকে চলো। ধুর আমার আর এখানে ভালো লাগে না। আগে এই শহরে কত লোক ছিল, এখন সন্ধের পরে একটা স্ট্রীট লাইট অব্দি জ্বালায় না। আমি মুভ করে যাঅছি ভাই , কলোরাডো তে। নিউ ইয়র্ক , নিউ ইংল্যান্ড ইজ ডেড।
    --তুমি কি কলোরাডোর লোক? রিটায়ার করবে।
    --রিটায়ার কেনো করবো, মোটামুটি ফিট আছি, গাড়ি চালাবো। এটা ইজি জব। আমি আগে আর্মি তে চিলাম, আমি এই শহরের ই লোক, কিন্তু আমি পনেরো বার এই শহর ছেড়ে গেছি, আমার চলে এসেছি, আমার বন্ধু গুলো এতো পাজি, মুভ করতে চায় না , একসকিউজেস অ্যান্ড এক্সকিউজেস। অ্যাজ ইফ দিস প্লেস হ্যাস অল দ্য গার্ল্স অফ ১৯৭৮। কামিং টু থিংক অফ ইট নান অফ দেম ডায়েড, অল অ্যালাইভ, দ্যাট ইজ অ্যানাদার থিং, নান অফ আস ডাইং ইন ফিয়ার অফ মিসিং ইচ আদার। হাহাহাহাহাহা। বাট দিজ প্লেস ইজ ডেড, আই অ্যাম মুভিং টু মিড ওয়েস্ট। পার্মানেন্ট, নো লুকিং ব্যাক।

    (রাগী দাদু এর পরে আমায় নামিয়ে দিয়ে বাই বলে চলে গেলেন। আমি নিশ্চিত দাদু যতই ট্রাম্প সাপোর্টার হোক না কেন, দাদু কলোরাডো থেকে ফিরে আসবেই, বিকজ দ্য গার্ল্স অফ ১৯৭৮ আর নট ডেড, অ্যান্ড দে আর নট শোইঙ্গ এনি সাইন্স আইদার ঃ-)))) )
  • h | 184.79.***.*** | ০৫ জুন ২০১৭ ০১:১৫366186
  • -হেল্লো , কেমন আছেন, কোথায় যাবেন?
    - এই তো দক্ষিন পূর্ব ১০ মাইল।
    --সিট বেল্ট বেঁধে ফেলুন,
    --আচ্ছা আজ ট্রাফিক কেমন, কাল বাসে দেড় ঘন্টা লেগেছিল, অনেক জবাবদিহি করেছি। আমি ঐ জন্য আপনাকে ডাকলাম।
    --ডোন্ট ওরি, এতো ভোরে বেরিয়েছো, পৌছে দিচ্চি, মিটি ং কটায়
    --মিনিট চল্লিশেক পরে
    --হয়ে যাবে চলো। আচ্ছ একটা কথা জিগ্যেস করবো, তুমি দেখতে ইন্ডিয়ান কিন্তু তোমার নামটা রাশিয়ান দেখে আমি ভাড়া টা নিলাম
    --মেরেছে রাশিয়ান কোথায় পেলে?
    --ঐ যে তোমার নামে একটা ভ আছে না, দেখে আমি নাম দেখে ভাবলাম তুমি রাশিয়ান। যাক গে ইন্ডিয়ান হলেও আমার কাজ হয়ে যাবে, গুরু তুমি বিশ্বনাথন আনন্দ কে চেনো, দেখেছো?
    --উরিস্সালা তুমি কি দাবা ফ্যান নাকি। এই জন্যে প্যাসেঞ্জার মধ্যে রাশিয়ান খোঁজো?
    --বলো না , চেনো?অ
    --আরে না, ও চেন্নাই এর লোক। আমি কোলকতার লোক, দেড় হাজার কিলোমিটার দুরে। তুমি কোথাকার।
    --আমি দক্ষিন ফিলিপিন্স। একটু নোটোরিয়াস জায়গা। মুসলমান ভার্সাস গভরনমেন্ট চলছে। আমি অবশ্য, পলিটিক্সে নেই, আমি ঐ শহরের দাবা চাম্পিয়ন হতে পারিনি, আমার ভাই হয়েছিল, আমি সেমি ফাইনালে হেরে যাই। এখন আমার ফাইড রেটিং শ এর ঘরে। তবে আমি খেলা ছড়িনি। বলো না আনন্দ কিছু টিভি তে টিপ্স দেয়?
    --আমি সত্যি বলছি জানি না কিচ্চ্ছু।
    --ওখানে কি ছোটো থেকে দাবা খেলে সবাই।
    --অনেকেই খেলে
    --গুড। এই জন্যে তোমাদের ব্রেন আ্ছে।
    --আলাদা করে কিছু আছে কিনা জানি না।
    --শোনো তুমি দাবার টিপ্স কিছু থাকলে আমাকে ফোন কোরো, এই নাও আমার নাম্বার।
  • গবু (erstwhile বোকা) | 57.15.***.*** | ০৮ জুন ২০১৭ ১০:৩৮366187
  • আর ট্যাক্সি চড়ছেন না? সব ঠিকঠাক তো? যে রকম পিঠের ব্যথার কথা বলছেন, ভয় লাগে।
  • h | 184.79.***.*** | ০৯ জুন ২০১৭ ১২:১৮366188
  • আমি ঠিকাছি, থ্যাংক ইউ।
  • h | 184.79.***.*** | ১৩ জুন ২০১৭ ০৭:৩৭366189
  • - আপনি কি ভারতীয় এবং আইটি কনসালটান্ট?
    --হ্যাঁ, কনসালটান্ট কিনা জানিনা, ঐ আর কি, আইটি ওয়ার্কার, বিট ওল্ড দ্যাট ইজ অলঃ-)
    ---ইউ আর ফানি, টেল মি, হোআট ডু ইউ হ্যভ টু ডু? আর দেয়ার জব্স ফর টেস্টিং?
    ---ইউ লাইক আইটি?
    ---ও আই গট ট্রেন্ড, বাট আই হ্যাভ নো কনফিডেন্স আই ক্যান ডু ইট। ইট ইজ আ প্রাইভেট কোম্পানি হোয়ার আই গট ট্রেন্ড, বাংলাদেশী অ্যান্ড ইন্ডিয়ান পিপল টিচিং টেস্টিং। আ ফ্রেন্ড গট জব, বাট আই ডোন্ট নো ইফ আই ক্যান।
    ---হোয়াই। ইউ ক্যান ট্রাই, ইফ আই ক্যান , হোয়াই কান্ট ইউ?
    --ইজ মাই ইংলিশ অলরাইট?
    --অফ কোর্স, হাউ ইজ মাইন?
    --ইউ আর ওক।
    --হোয়ার ডিড ইউ গ্রোপ আপ?
    --আই ওয়াজ ইন টার্কি?
    --ও মাই গড, আই অলওয়েজ ওয়ান্টেড টু সি দ্য বসফোরাস অ্যান্ড আই লাভ টার্কিশ ফুড।
    --ওকে, ডু ইউ থিংক আই ক্যান?
    --হোয়াট ইজ বদারিং ইউ?
    --ওয়েল দেয় পুট আ লট অন মাই সিভি অ্যান্ড আই হ্যাভ নো কনফিডেন্স।
    --সি ইউ আর হনেস্ট, দিস উইল হেল্প ইউ অল ইয়োর লাইফ। ওয়ীল আই অ্যাম নোবোডি, বাট আই অ্যাম সারভাবিভিং সো ক্যান ইউ।
    --গুড ম্যান। থ্রি মিনিট্স বিফোর ইউ কেম আই ওয়াজ তেলিং আলা, হু শুড আই টেক অ্যাডভাইজ ফ্রম, দ্য লাস্ট ইন্ডিয়ান আইটি পার্সন হু গট ইন্টো মাই কার, ওয়াজ জাস্ট লিসেনিং টু মিউজিক, নেভার আন্সার্ড মাই কোশ্চেন্স। টেল মি হোয়াট ডাজ আ টেস্টার ডু?
    --টেস্তের্স ফাইন্ড আউট ইফ দেয়ার আর ইসুস অ্যান্ড প্রবলেম্স উইথ অ পিস অফ অ্যাপ্লিজেশন। দেয় ফাইন্ড আউট ফ্রম স্পেসিফিকেশন্স হোয়াট ওয়াজ এক্সপেক্টেড।।
    --আই সি, ডু ইউ থিংক আই ক্যান?
    --শিয়োর, হান্ড্রেড পার্সেন্ট। ক্যান আই টেল ইউ সামথিং?
    --ইয়েস।
    --ই লাভ আ নভেলিস্ট ফ্রম ইয়োর কান্ট্রি।
    --ইজ ইট অরহান পামুক? হোয়াট হ্যাভ ইউ রেড?
    --স্নো, মিউজিয়াম অফ ইনোসেন্স, ইসতানবুল।
    --গুড, ওয়েল আই অ্যাম স্যাড এগেন।
    --হোয়াই,
    --দে ডোন্ট লাইক হিম ইন টার্কি।
    --হোয়াই
    --পলিটিক্স
    --ও আই অল্সো লাভ আ পোএট ফ্রম ইয়োর কান্ট্রি।
    --ইজ ইট হিকমেট?
    --ও ইয়া। ইন মাই ল্যাঙ্গুয়েজ বেঙ্গলি, দেয়ার ওয়াজ অ গ্রেট পোএট, সুভাষ মুখোপাধ্যায়, হি ট্রান্সলেটেড হিকমেত ইন ৬০স।
    --আই ক্যানট বিলিভ আই অ্যাম স্যাড এগেন
    --হোয়াই।
    -- হ্যাভ ইউ রেড ইয়াসের কামাল?
    --আই হ্যাভ হার্ড অ্যাবাউট হিম, হি ইজ লেজেন্ড।
    --ওয়েল ইউ সি, দেয়ার ইজ অ ফানি থিং অ্যাবাউট পলিটিক্স। ইট কিল্স,ইট কোরাপ্ট্স, ইট ডাজ পলিটিক্স ইন এভরিথিং, ইট ক্যান বি রিয়ালি চোক ইউ। বাট ইট হ্যাজ দ্য এবিলিটি টু মেক ইউ স্যাড, ইফ ইউ লাভ পিপল। বেস্ট রাইটার্স ওয়ান্ট টু টেল ইউ দ্যাট বাট দে মেক ইট ডিফিকাল্ট ফর আস টু ইন্টারপ্রেট আন্ডার্স্ট্যান্ড। আই উইশ উই কুড টক মোর মাই ফ্রেন্ড।

    -- আমি বুঝলাম কোন একলা একসাইলের সঙ্গে ট্যাক্সি চড়া হল, বা হলেও হতে পারে।
  • d | 144.159.***.*** | ১৩ জুন ২০১৭ ১৩:৩১366190
  • :-(
  • pi | 162.158.***.*** | ১৫ ফেব্রুয়ারি ২০২০ ২০:৫৬729643
  • এটা শেষ?
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : guruchandali@gmail.com ।


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। লুকিয়ে না থেকে মতামত দিন