এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • খেরোর খাতা

  • দূষণের সঙ্গে আমাদের নীরব সহাবস্থান

    প্রান্তিক লেখকের গ্রাহক হোন
    ২০ ডিসেম্বর ২০২৫ | ৪৬ বার পঠিত
  • দিল্লির সমস্যা এখন আর শুধু  দূষণ নয়। সমস্যা হলো — এই দূষণকে আমরা কতটা স্বাভাবিক করে নিয়েছি।

    লিওনেল মেসি–র দিল্লি সফর সেই স্বাভাবিকতাটাকে সাময়িকভাবে ভেঙে দিয়েছে। আন্তর্জাতিক তারকা এলেন, ক্যামেরা এল, আর তার সঙ্গেই দিল্লির আসল চেহারাটা স্পষ্ট হয়ে উঠল। আকাশ ঢেকে গেল টক্সিক স্মগে, বিমান চলাচল ব্যাহত হলো, শত শত ফ্লাইট বাতিল ও দেরি হলো। এমনকি প্রধানমন্ত্রীর সফরসূচিও পিছিয়ে গেল। 

    আমরা বহুদিন ধরে শুনে আসছি, দিল্লির দূষণ নাকি সিজনাল। শীত এলেই এমন হয়। কিন্তু যদি প্রতিবছর একই সময়ে একই বিপর্যয় ঘটে, তাহলে সেটা আর সিজনাল থাকে না — সেটা সিস্টেমের অংশ হয়ে যায়। যখন একিউআই চারশো-পাঁচশোর কাছাকাছি পৌঁছে যায়, তখন সেটা আর সংখ্যা থাকে না; সেটা হয়ে ওঠে শ্বাস নিতে না পারা, অসুস্থতা, আর অকাল মৃত্যুর সংকেত। সবচেয়ে তাৎপর্যপূর্ণ দৃশ্যটা দেখা গেল স্টেডিয়ামের ভেতরে। মুখ্যমন্ত্রী মঞ্চে উঠতেই দর্শকসারিতে ভেসে উঠল একটাই শব্দ — “একিউআই”। এটা কোনো স্লোগান নয়, এটা নাগরিক প্রশ্ন। মানুষ স্পষ্ট করে জানিয়ে দিল — সেলিব্রেশন-এর চেয়েও শ্বাস নেওয়া জরুরি। এই দূষণের দায় বারবার অন্যের ঘাড়ে চাপানো হয়। কখনো বলা হয় পাশের রাজ্যের ফসল পোড়ানো, কখনো উইন্ড প্যাটার্ন, কখনো হিউমিডিটি। কন্তু দিল্লির নিজের কোনো দায় নেই? অপরিকল্পিত আরবানাইজেশন, লাগামছাড়া কনস্ট্রাকশন, ব্যর্থ পাবলিক ট্রান্সপোর্ট, আর আধাখ্যাঁচড়া রেস্ট্রিকশন — এই সব মিলিয়েই তো এই ...

    সবচেয়ে ভয়ংকর বিষয় হলো, আমরা মানিয়ে নিতে শিখে গেছি। স্কুল বন্ধ হলে অনলাইন ক্লাস, বাইরে বেরোলে মাস্ক, খেলাধুলা বাতিল — সবই যেন নরমাল অ্যাডজাস্টমেন্ট। কিন্তু প্রশ্ন হলো, নাগরিকের কাজ কি মানিয়ে নেওয়া? নাকি রাষ্ট্রের কাজ ছিল এমন পরিস্থিতিই না তৈরি হতে দেওয়া? ক্লিন এয়ার কোনো প্রিভিলেজ নয়, কোনো ভিআইপি সুবিধা নয়। এটা বেসিক রাইট। আর সেই রাইট যদি  নিশ্চিত করা না যায়, তাহলে সমস্যা দিল্লির বাতাসে নয় — সমস্যা গভর্ন্যান্সে।

    মেসি চলে যাবেন, ক্যামেরা সরে যাবে, কয়েকদিন পর হয়তো বাতাস একটু হালকা হবে। কিন্তু যদি এই এমবারাসমেন্টটুকুও আমাদের প্রশ্ন করতে বাধ্য না করে, তাহলে আমরা আবার ঠিক একই জায়গায় ফিরব—আরেকটা শীত, আরেকটা এমার্জেন্সি, আরেকটা অজুহাত। শুধু দিল্লির দূষণ  ক্রাইসিস নয়,  ক্রাইসিস হলো — এই দূষণের সঙ্গে আমাদের শান্ত সহাবস্থান।
    পুনঃপ্রকাশ সম্পর্কিত নীতিঃ এই লেখাটি ছাপা, ডিজিটাল, দৃশ্য, শ্রাব্য, বা অন্য যেকোনো মাধ্যমে আংশিক বা সম্পূর্ণ ভাবে প্রতিলিপিকরণ বা অন্যত্র প্রকাশের জন্য গুরুচণ্ডা৯র অনুমতি বাধ্যতামূলক। লেখক চাইলে অন্যত্র প্রকাশ করতে পারেন, সেক্ষেত্রে গুরুচণ্ডা৯র উল্লেখ প্রত্যাশিত।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • si | 148.113.***.*** | ২১ ডিসেম্বর ২০২৫ ০০:২২736864
  • একমত 
  • অরিন | ২১ ডিসেম্বর ২০২৫ ০২:৪৪736871
  • কি আপদ, দূষণকে স্বাভাবিক না করে নিলে মানুষ বাঁচবে কি করে? এত গরম, আমরা কি গাছ লাগাব না শহরে জঙ্গল বানাব? না কি আদ‍্যিকালের মত ঘরে খসখস টাঙাব? জল ছেটাব? ই কি কথা? 
     
    তার চেয়ে বরং দুটো বেশী এসি মেশিন কিনি, বাড়িটা ঠাণ্ডা করতে হবে তো? 
     
    তারপর বলবেন পাবলিক ট্রান্সপোর্টে চড়!  ছি ছি! আমার একটা প্রেস্টিজ নেই, পেট্রোল গাড়ি দেখেছেন? কত সস্তা ও আরামপ্রদ, এসিটা বাড়াও তো হে ড্রাইভার! আমি আবার কলের জল খাই না, বটলড ওয়াটার ছাড়া চলে না আমার। কি বললেন? মাইক্রোপ্লাল্টিকের সমস্যা? আপনি ভাবুন গিয়ে। আমার ও নিয়ে ভাবতে ভারি বয়ে গেছে!
     
    এই দেখ, দিল্লির আসল দূষণ কি আমি করেছি? ও তো করছে ব‍্যাটা তন্দুরীঅলাগুলো, আর বছরের পর বছর পাঞ্জাব হরিয়ানায় stubble পোড়ানো চাষাগুলো।তাছাড়া কে বলেছে বায়ুদূষণ হলে লোক মরে?
     
     শুধু কি তাই, দিল্লির এই মিস্ট একটা অদ্ভুত আলো আঁধারির কি সুন্দর পরিবেশ তৈরী করে, ভেবেছেন কখনো? পরিবেশ দূষণ বলে আপনারা যতই লাফান না কেন! 
     
    একিউআই তো পাশ্চাত্যের চালাকি, আমাদের ছোট করার জন‍্য। আমরা তিনশো হলেই তাই রিপোর্টিং বন্ধ করে দিই। এর পর ভাবছি তিনশো পেরোলে দশ ইউনিট করে কমিয়ে দিয়ে তারপর শূন‍্য হলে দশ ইউনিট করে  বাড়িয়ে রিপোর্ট করব। আমাদের তো এই করে কতবার AQI বাড়ল আর কমল, এখন হয়েছে ১০০ বাড়তি। 
     
    ডিঃ
    (ব‍্যাঙ্গার্থে লেখা, তির্যক পোস্ট, সিরিয়াসলি নেবেন না)। 
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : guruchandali@gmail.com ।


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। লাজুক না হয়ে প্রতিক্রিয়া দিন