এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • খেরোর খাতা

  • শাক্ত বাল্মীকি রামপ্রসাদ

    upal mukhopadhyay লেখকের গ্রাহক হোন
    ২৯ অক্টোবর ২০২৫ | ৮৪ বার পঠিত
  • মীর টাকি মীর জবানকে - কথার মহিমাকে যদি কাব্যে এনে ফেলতে পারেন তবে পদাবলী মাধুর্য দিয়ে সমকালে রামপ্রসাদও তাই করলেন। বাল্মীকির 'মা নিষাদ' জবান যদি পেল্লায় রামায়ণ কাব্য বানানোর শুরুয়াত, তবে ফিরিঙ্গী অত্যাচারে মা মা ডাক ছাড়তে ছাড়তে লাখে লাখে মরতে থাকা লোকের জন্য নিজের বড় দুঃখে ওই সাধক কালী আর উমার গোটা ধারণায় কী একটা যেন করে দেন। ফলে ভয়ঙ্করী দেবী মূর্তি একেবারে ঘরের ভেতর, ঘরের মেয়ে হেন ঢুকে বসে থাকছে। সতেরোশো সত্তরের মন্বন্তরে সুবে বাংলার এক কোটি লোক মরে পড়ে পড়ে পচতে থাকে। সারা জাহান অন্ধকারের ভেতর সেঁধিয়েছে, সেই তখন তমসার দেবীদের বাংলার ঘরে ঘরে একান্ত আপন হয়ে দেখা গেল। এসবের ভগীরথ কোনো এক মদে পদ টলটল হয়ে হালিশহরের ঘাটে শ্মশান মশান করা মহাকবি রামপ্রসাদ, বাল্মীকি রামপ্রসাদ :

    ওরে সুরাপান করিনে আমি,
    সুধা খাই জয়কালী বলে;
    মন-মাতালে মাতাল করে,
    মদ-মাতালে মাতাল বলে।
    গুরুদত্ত গুড় লয়ে, প্রবৃত্তি মশলা দিয়ে মা,
    আমার জ্ঞান-শুঁড়িতে চুয়ায় ভাঁটি,
    পান করে মোর মন-মাতালে।
    মূল মন্ত্র যন্ত্র ভরা, শোধন করি বলে তারা মা;
    রামপ্রসাদ বলে এমন সুরা খেলে চতুর্বর্গ মেলে ॥

    ( কালী কীর্তন, রাগ পিলু )

    তবে তিনি এক ছিলেন না পায়ে পায়ে আরেক অপূর্ব শাক্ত পদকর্তা কমলাকান্ত আসছেন। পলাশীর পর মোঘল হিন্দু জমিদারদের অনেকেই ফিরিঙ্গীদের লুটের বন্দোবস্তে অস্থির হয়ে কালী পুজোর ধুম লাগিয়ে ছাড়ছেন। রানী ভবানীর পালিতপুত্র নাটোরের রাজা রামকৃষ্ণ কালী সম্বোধনের উল্লুস লাগিয়ে দিচ্ছেন। হ্যাঁ, পুজোর ধূম তিনি কম করছেন না কিন্তু কালী সম্বোধনের মাহাত্ম্য তন্ত্র মন্ত্র আর বলির রক্তধারাকে কে ছাপিয়ে যাচ্ছে। সম্বোধনে কিছু অন্য একটা আছে ফলত রামকৃষ্ণের ধূমধামের পুজো নয়, তাঁর গান আজো লোকে মনে রেখেছে আর গায়ও :

    জয় কালী জয় কালী বলে যদি আমার প্রাণ যায়,
    শিবত্ব হইব প্রাপ্ত, কাজ কি বারাণসী তায়।
    অনন্তরূপিণী কালী, কালীর অন্ত কেবা পায় ?
    কিঞ্চিৎ মাহাত্ম্য জেনে শিব পড়েছেন রাঙা পায়।


    সেসময় নাটোরের ওই রাজা, ইংরেজের স্থির করা চড়া খাজনা আদায়ে জোরজুলুম করতে অপারগ ওই ‘অপদার্থ রাজার’ একের পর এক মহাল লাটে উঠছিল আর সেটাকে ঔপনিবেশিকরা মিসকন্ডাক্ট বা অকর্মণ্য বেয়াড়াপনা বলছে। যত জমিদারী লাটে ওঠে ততই রামকৃষ্ণ কালী পুজোর ধূম লাগিয়ে দেন, বলেন, ‘‘ভালোই হলো একটি একটি করে বিষয় বন্ধন ছিন্ন হচ্ছে।’’

    এখনো কি ব্রহ্মময়ি, হয়নি মা তোর মনের মত?
    আকৃতি সন্তানের প্রতি বঞ্চনা কর মা কত।
    দম দিয়ে ভবে আনিলি, বিষয় বিষ খাওয়াইলি
    সংসার বিষে যত জ্বলি, দুর্গা দূর্গা বলি তত,
    বিষয় হর মা বিষহরি মৃত্যুঞ্জয়ের মৃত্যু হত।
    জ্ঞানরত্ন দিয়েছিলি, মসিল দে তসিল করিলি,
    হিসাব করে দেখ মা তারা, দুঃখের ফাজিল বাকি কত।


    অধ্যাপক রজতকান্ত রায় বলছেন, ''রাজা যেমন প্রজার ওপর মহসিল( রাজস্ব সংগ্রাহক কর্মচারী, তহসীলদার – বঙ্গীয় শব্দকোষ) বসিয়ে জোর করে খাজনা তহসিল (খাজনা আদায় তহসীলদারের অধিকারের অন্তর্গত স্থান - বঙ্গীয় শব্দকোষ) করেন, কালী জ্ঞানরত্ন দিয়ে তেমন তা হরণ করে নিলেন - সংসার বিষে জ্ঞান হারাল। ''

    উপল মুখোপাধ্যায়ের বেগম রানী কম্যান্ডার উপন্যাসের অংশ
    পুনঃপ্রকাশ সম্পর্কিত নীতিঃ এই লেখাটি ছাপা, ডিজিটাল, দৃশ্য, শ্রাব্য, বা অন্য যেকোনো মাধ্যমে আংশিক বা সম্পূর্ণ ভাবে প্রতিলিপিকরণ বা অন্যত্র প্রকাশের জন্য গুরুচণ্ডা৯র অনুমতি বাধ্যতামূলক। লেখক চাইলে অন্যত্র প্রকাশ করতে পারেন, সেক্ষেত্রে গুরুচণ্ডা৯র উল্লেখ প্রত্যাশিত।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : guruchandali@gmail.com ।


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। ভেবেচিন্তে প্রতিক্রিয়া দিন