এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • খেরোর খাতা

  • তারেক রহমান যখন আলোচনার কেন্দ্রে

    লতিফুর রহমান প্রামানিক লেখকের গ্রাহক হোন
    ০৯ অক্টোবর ২০২৫ | ২৫ বার পঠিত
  • তারেক রহমান যখন আলোচনার কেন্দ্রে।

    তারেক রহমান দীর্ঘদিন পরে বিবিসি কে যে সাক্ষাৎকার দিয়েছেন তা নিয়ে সারাদেশে পোস্টমর্টেম চলছে। সংবাদমাধ্যমে সব রাজনীতিবিদ তাল, ছন্দ, গতি ঠিক রেখে কথা বলতে না পারার জন্য বেশুমার নেতা ছিটকে পড়েন। তার উদাহরণ কম নয়। আওয়ামী লীগ, জামায়াতের মাইক্রোস্কোপ চোখ বিবিসি তে পড়ে ছিলো সেদিন। কি বলবেন তিনি? কি হবে বাংলাদেশের নতুন সরকারের এজেন্ডা? এন সি পির এক নেয়া আবদুল কাদেরের বক্তব্য দেখলাম,  তারেক জিয়ার বক্তব্য থেকে অনেক কিছু শেখার আছে। এডভোকেট শিশির মনিরের গলায় ও তারেক বন্দনা কম নয়। সর্বোপরি তারেক জিয়ার হাতে আগামীর সহনশীল, উন্নয়ন, উদার, মানবিক, রাজনৈতিক শ্রদ্ধাবোধের বাংলাদেশ দেখতে চায় সবাই।

    যুক্তরাষ্ট্রের হাওয়ার্ড বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক মির্জা গালিব। ফেচবুক স্টাটাস এ বলেন,   সাক্ষাৎকারের কিছু অংশ মন ছুঁয়ে গেছে তার, আবার কিছু বিষয় নিয়ে তারেক রহমান আরেকটু খোলামেলা কথা বলবেন বলে আশা করেছিলেন।

    আওয়ামী লীগের বিচারের ব্যাপারে তারেক রহমানের স্পষ্টবাদী অবস্থানেরও প্রশংসা করেছেন এই রাজনৈতিক বিশ্লেষক, ‘আওয়ামী লীগের সময়ে ব্যক্তিগতভাবে তিনি এবং তার পরিবার যে জুলুমের মধ্য দিয়ে গেছেন, ইমোশনালি সেটা টাচ করেছেন এই ইন্টারভিউতে। এবং এই জুলুমকে আরও আরও মানুষের অভিজ্ঞতার সাথে মিলিয়েছেন — এই অংশটুকু অসাধারণ ছিল। আওয়ামী লীগের বিচারের ব্যাপারে বেশ স্পষ্ট বক্তব্য দিয়েছেন।’

    তবে গণহত্যার দায়ে অভিযুক্ত আওয়ামী লীগকে নিষিদ্ধের প্রশ্ন তারেক রহমান কিছুটা এড়িয়ে যাওয়ার চেষ্টা করেছেন বলে মনে হয়েছে মির্জা গালিবের কাছে, ‘আওয়ামী লীগ নিষিদ্ধের প্রশ্নে কোনো স্পষ্ট অবস্থান না নিয়ে জনগণের উপর ছেড়ে দিয়েছেন — এটা এক ধরনের পাশ কাটিয়ে যাওয়ার মত অবস্থান। (এই দুই প্রশ্নে জামায়াতের অবস্থানও অনেক ক্ষেত্রে নমনীয় ছিল। অতীতে জামায়াতের আমীরের আওয়ামী লীগকে ফ্যাসিস্ট না বলা এবং নিষিদ্ধের ব্যাপারে স্পষ্ট অবস্থান না থাকার অবস্থানেরও আমি সমালোচনা করেছি)।’

    মির্জা গালিব তারেক রহমানের কথা বোলার ভঙ্গি, শব্দচয়ন অ্যাটিচ্যুডের প্রশংসা করে লিখেছেন, ‘আমার কাছে সবচেয়ে বেশি ভালো লেগেছে ফার্স্ট পারসনের অনুপস্থিতি। আমি, আমার দল, আমার দেশ— এর পরিবর্তে বহুবার জনগণ, দেশ— এই রকম শব্দচয়ন করেছেন।’

    এবার তারেক রহমান এর সাক্ষাৎকার এ সংসদ সদস্য নির্বাচনের বাছাইয়ের যে প্রক্রিয়ায় ইঙ্গিত দিয়েছেন তা নিয়ে রূট পর্যায়ের নেতাদের  কিছুটা মন ক্ষুন্ন হওয়ার সম্ভাবনা থাকাটা অস্বাভাবিক নয়।  মোটামুটি কয়েকটি ক্যাটাগরি উল্লেখ করেন, কর্মী বান্ধব, যাদেরকে এলাকার মানুষ সব সময় পাবে,  মোটামুটি নিস্কলুষ, আর বিশেষত যাকে নিয়ে আসন জেতার সম্ভাবনা অনেক বেশি থাকবে।  এক্ষেত্রে কিছু পোড় খাওয়া নেতা বলতে যা বুঝি তাদেরকে হয়তো স্থান ছেড়ে দিতে হতে পারে। কিন্তু তা হবে দলের স্বার্থে।  একটা উইন উইন সিসুয়েশন এর বাহিরে বি এন পি এই মুহূর্তে যে ভাবছে না তা তারেক জিয়ার বক্তব্য থেকে পরিস্কার উঠে এসেছে।  শুধু মাত্র দলের সমর্থন মুখ্য নয় তার চেয়ে সর্ব পেশার, শ্রেণির মানুষ যাকে পছন্দ করবে দল তাকেই নমিনেশন দিতে কাজ করে যাচ্ছে।  রাস্ট্র ক্ষমতা, প্রধানমন্ত্রী কে হবে?  এই প্রশ্নের জবাব দিয়েছেন একজন  ঝানু রাজনীতিবিদের মতো।  রাজনৈতিক পরিপক্ষতা আর কম সমালোচনার সুযোগ না দেয়ার মতো শব্দ চয়ন করে প্রশংসায় ভাসিয়েছেন তিনি।  দলের ৭০০০ নেতা কর্মী বহিষ্কার করার দুঃসাহস একমাত্র বি এন পি দেখিয়েছে। বিশেষ করে হাছিনা বিদায়ের পরে সারাদেশে বি এন পি র নাম ভাংগিয়ে সর্বত্র চাদাবাজি, লুট করার ও মব সৃষ্টির জন্য জনগণের বিরুপ মনোভাবের জবাব দিয়েছেন শক্ত হাতে।  তার সুফল বি এন পি পাচ্ছে, মোটামুটি সব খানে কমিটি গঠন চুড়ান্ত মুহুর্তে। এই নিয়ে নিজের অভিমত অন্য লেখায় তুলে আনব।  গ্রাম গঞ্জে যে আমেজ শুরু হয়েছে তা ধরে রাখাই বি এন পি র সামনে চ্যালেঞ্জ।  জামায়াতের মতো সাংগঠনিক দলটাকে মোকাবিলা করার অগ্রগতি বেশ ভালো ভাবেই এগুতে পারলেই আসল সফলতা আসবে।

    বিবিসি সাংবাদিকেরা খুব চেষ্টা করে জামায়াত আর আওয়ামী লীগের সম্পর্কে তারেক রহমান এর বক্তব্য নিতে। কিন্তু সেই ফাঁদে পা বাড়ায় নি। আওয়ামী লীগ সম্পর্কে ভীষণ মাপমতো জবাব, শব্দ আলাদা আলাদা করে প্রতিটি প্রশ্নের জবাব। প্রতিহিংসা নয় কিন্তু অতীতের স্মৃতি, ব্যক্তিগত কষ্ট, দলের নেতাদের বাড়ি ভাংচুর, হত্যা, মামলায় হয়রানি সব কিছু মনে করে দিয়েছেন। এটা একটা ইংগিত, সতর্কতা হিসেবে আওয়ামী লীগের জন্য রেখেছেন। কিন্তু তা হবে আইনের মাধ্যমে।  ছেড়ে দিয়েছেন জনগণের উপর। আওয়ামী লীগের নিষিদ্ধ করার ব্যাপারে তার বক্তব্য অনেক কৌশুলী, তার দায় তিনি নিবেন না।  জনগণ খুনী হত্যাকারী কে কেন ভোট দিবে? সেই প্রশ্ন রেখেছেন। জামায়াত বি এন পি র সামনে বাধা কি না? না। আমরা অতীতে ও নির্বাচন করেছি, ভোটে জিতে এসেছি আর নির্বাচনে কম্পিটিশন এর কথা পুনরায় স্বরন করে দিয়েছেন।  জামায়াতের জন্য এ-ই বক্তব্য ধোয়াশার মতো। কিন্তু তা রাজনৈতিক।  রাজনৈতিক কূটচাল না থাকলে নেতার বক্তব্য অন্ত সার শুন্য। তারেক রহমান তার ই ইংগিত দিয়ে রাখলেন আবারও। 

    লেখক ঃ লতিফুর রহমান প্রামাণিক।
    আইনজীবী, লেখক।
    ৭/১০/২৫

     
    পুনঃপ্রকাশ সম্পর্কিত নীতিঃ এই লেখাটি ছাপা, ডিজিটাল, দৃশ্য, শ্রাব্য, বা অন্য যেকোনো মাধ্যমে আংশিক বা সম্পূর্ণ ভাবে প্রতিলিপিকরণ বা অন্যত্র প্রকাশের জন্য গুরুচণ্ডা৯র অনুমতি বাধ্যতামূলক। লেখক চাইলে অন্যত্র প্রকাশ করতে পারেন, সেক্ষেত্রে গুরুচণ্ডা৯র উল্লেখ প্রত্যাশিত।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : guruchandali@gmail.com ।


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। সুচিন্তিত প্রতিক্রিয়া দিন