বিদ্যাসাগরের জন্মদিন উপলক্ষে দুটি কবিতা
বিদ্যাসাগরের ডাকে: মুক্ত নারীলেখক: শংকর হালদার শৈলবালা
রচনাকাল: ২৬ সেপ্টেম্বর ২০২৫
বিদ্যাসাগর তুমি, ডেকেছিলে যবে,
নারীর সম্মান রবে, এই বাংলায় তবে।
বিধবা বিবাহে তুমি, দিলে অধিকার,
ভাঙিলে সমাজের যত, পাপের সে ভার।
তোমার আদর্শ আজও, হৃদয়েতে রয়,
তবু কেন নারী আজ, ভয়ে দিন গোঁয়ায়?
তবু কেন আজ দেখি, ঘোর অন্ধকার?
নারীর জীবন কেন, সহে এত ভার?
পথে-ঘাটে, ঘরে-বাইরে, চলে নির্যাতন,
মানবতা কাঁদে আজ, কীসের কারণ?
শৃঙ্খলে বাঁধা মন, প্রতিবাদ রুদ্ধ,
জোর করে চাপানো হয়, যত কিছু যুদ্ধ।
তোমারই আহ্বানে আজ, জাগে প্রতিবাদ,
আর নয় অন্যায়, ভাঙব তো বাঁধ।
এ রাজ্যের প্রতিটি প্রাণ, ধিক্কার জানায়,
আর নয় নীরবতা, লড়ব তো ন্যায়।
যে হাতে তুমি দিলে, জ্ঞানের সে আলো,
সে হাতেই আজ গড়ি, প্রতিরোধের ঢাল।
আমরা চাই সমাজে, সত্যের প্রতিষ্ঠা,
নিরাপদ হোক পথ, হোক সেথা দিশা।
প্রতিটি নারী রবে, স্বাধীন ও মুক্ত,
ভয়-ভীতিহীন জীবন, হবে না তো রিক্ত।
শিক্ষার আলোয় হবে, সমাজ আলোকিত,
নারী-পুরুষের মাঝে, সমতা প্রতিষ্ঠিত।
এ সংকল্প আজ সবার, এ দৃঢ় অঙ্গীকার,
বিদ্যাসাগরের স্বপ্ন, হবে না তো ব্যর্থ আর।
আমরাই তো গড়ব সেই, নতুন বাংলা আজ,
যেখানে নারী-পুরুষের, সমান সে কাজ।
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
বিদ্যাসাগরের জন্মদিন উপলক্ষে
দয়ার সাগর বিদ্যাসাগর
লেখক: শংকর হালদার শৈলবালা
রচনাকাল: ২৬ সেপ্টেম্বর ২০২৫
আজকের এই দিনে, হে মহামানব,
জনম লভিল এক, দয়ার সে রব।
ঈশ্বরচন্দ্র নাম, নহে শুধু রবে,
দয়ার সাগর নামে, বিখ্যাত সে হবে।
বর্ণপরিচয় তুমি, দিলে বঙ্গদেশে,
শিক্ষার আলো দিলে, সবাকার শেষে।
অক্ষর জ্ঞান তুমি, ছড়ালে সবার তরে,
অন্ধকার ঘুচলো, এ ধরণীর পরে।
বিধবা বিবাহে তুমি, দিলে স্বীকৃতি,
ভাঙলে সমাজের যত, অন্যায় নীতি।
বহুবিবাহ রদে, তোমারই তো দান,
নারীর সম্মান রাখলে, করিলে কল্যাণ।
তোমার আদর্শ রবে, চির অমলিন,
তোমারই কারণে আজ, ধন্য এই দিন।
সদাশয় সে রূপে, তুমি অমর রও,
তোমার কীর্তিগাথা, যুগে যুগে রও।
পুনঃপ্রকাশ সম্পর্কিত নীতিঃ এই লেখাটি ছাপা, ডিজিটাল, দৃশ্য, শ্রাব্য, বা অন্য যেকোনো মাধ্যমে আংশিক বা সম্পূর্ণ ভাবে প্রতিলিপিকরণ বা অন্যত্র প্রকাশের জন্য গুরুচণ্ডা৯র অনুমতি বাধ্যতামূলক। লেখক চাইলে অন্যত্র প্রকাশ করতে পারেন, সেক্ষেত্রে গুরুচণ্ডা৯র উল্লেখ প্রত্যাশিত।