এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • খেরোর খাতা

  • অভয়া কান্ড ও বর্তমান বাঙালি মধ্যবিত্ত মেয়েদের অবস্থা 

    Koushik Chatterjee লেখকের গ্রাহক হোন
    ০৩ সেপ্টেম্বর ২০২৫ | ১৩ বার পঠিত
  • পর্ব ১৪
    “অভয়া” কান্ডের এক বছর হয়ে গেল। বিচার ও তদন্ত বিখ্যাত হিন্দি সিনেমার সংলাপের মতো “তারিখ পে তারিখ”ই হয়ে যাচ্ছে। অভয়া তাঁর কর্মস্থলে নির্যাতিতা ও খুন হয়ে ছিলেন। একটি জঘন্য ও ঘৃণ্য ব্যাপার। বর্তমান সময়ে বাঙালি মধ্যবিত্ত শিক্ষিতা এবং চাকুরীররতা মেয়েদের অবস্থা কি অভয়ার থেকে আলাদা কিছু? এই প্রশ্নের উত্তর খুঁজতে আমি “বিন্দু তে সিন্ধু দর্শন” বলে যে প্রাচীন বাংলা প্রবাদ আছে, সেই পদ্ধতি অনুসরণ করেছি। যদি কোনও একজন এই রকমের মেয়ের জীবন হুবহু উন্মোচিত করা যায়, তবে সমস্ত এই ধরনের মেয়েদের প্রকৃত অবস্থা আমাদের সামনে ফুটে উঠবে। তাহলেই আমরা বুঝতে পারবো আদতে বাঙালি মধ্যবিত্ত শিক্ষিতা চাকুরীররতা মেয়েদের অবস্থা সত্যি সত্যি কি অভয়ার থেকে আলাদা নাকি এই লেখক বাড়িয়ে বলছেন। অনিচ্ছাকৃত মিলের জন্য ক্ষমা চাইছি।
     
    নার্স দিদি Visiting hours এর পরে আবার ওষুধ ও কেমো চালিয়ে দিয়ে গেল। শর্মিষ্ঠা ও সোনালির সঙ্গে খানিক “হা হা” করে বেশ ভালো লেগেছে ফুলকির। স্কুলে পড়ার দিনগুলি কত ভালো ছিল, কোনও জটিলতা ছিল না! শুধুই আনন্দ, বৃষ্টির মধ্যে রিক্সায় বই খাতার ব্যাগ পাঠিয়ে দিয়ে ভিজতে ভিজতে বাড়ি ফেরা, লুকিয়ে সিনেমা দেখতে যাওয়া, ফুচকা খাওয়া আরও কত কিছু। একবার নাইনে থাকতে একটি মেয়ের কাছ থেকে “প্রেমপত্র” পেলো ক্লাস টিচার দেবাঞ্জনাদি সে কি হই–চই, ডেকে নিয়ে এলেন করুণাদিকে। সবার শাসনের ভার করুণাদির। তিনি পুরো টা পড়ে, আচ্ছা কষে চড় মারলেন মেয়েটির গালে, আর সঙ্গে রাগত গলায় বললেন “কিচ্ছু বলতাম না যদি অন্তত একটা বানানও ঠিক লিখতি, এত বড় চিঠিতে একটা বানানও ঠিক নেই, আমাদের স্কুলের বদনাম করে দিলি.......”। তাঁরা তো হেসেই অস্থির।
    রাতের খাবার খেয়ে ঘুম আর আসে না। এখন তাঁর একটু একটু ভয় করে, কেন যেন মনে হয় বেশী দিন এই পৃথিবীতে সে আর থাকবে না। কেমো নিয়ে তাঁর তলপেটের ব্যাথা কমেছে, কিন্তু একটা অস্বস্তি রয়েই গেছে। এটার পরে আর একটা কেমো বাকি থাকবে। তাঁর শরীর যেন আর চলে না!! মন তার অবস্থা বর্ণনা করার মতো ভাষা তাঁর কাছে অবশিষ্ট নেই। সে কি দিন দিন অবসাদ গ্রস্ত হয়ে পরছে !! এক সময় ঘুমিয়ে পড়ে ফুলকি।
    সকাল বেলা ঘুম থেকে উঠে বেশ ভালো লাগছে। খুব রবীন্দ্র সঙ্গীত শুনতে ইচ্ছে করছে। সকালের জল খাবারের পর একটি সুন্দরী মেয়ে আসলো তাঁর কেবিনে। নিজের পরিচয় দিয়ে জানালো যে সে একজন মনোবিদ। মেয়েটি তাঁর খাটের পাশে বসে জিজ্ঞাসা করল “কেমন আছেন”? সে বলল ভালোই। সে কি পাগল হয়ে যাচ্ছে যে মনোবিদের প্রয়োজন হলো। মেয়েটি বলল “আমি আপনাকে সাহায্য করতে এসেছি”। সে উত্তর দিল “কি সাহায্য?” মেয়েটি হেসে বলল “আপনি খোলাখুলি আমাকে আপনার ভয়, আশঙ্কা বা কোনও মানসিক চাপ থাকলে তা বলতে পারেন”। ফুলকি বলল “আমার তো এসব কোনওটাই নেই”! মেয়েটি বলল “আচ্ছা আপনার কেমন মৃত্যু হবে মনে করেন?” আচমকা এরকম একটা প্রশ্নে হকচকিয়ে গেল সে। কিছুটা সময় নিয়ে তারপর বলল “কোনও ব্যাথা ছাড়া যদি আমার এই মুহূর্তে মৃত্যু হয় তাহলে আমি খুশীই হবো” !!! “কি বলছেন?” মেয়েটি বলে ওঠে। “হ্যাঁ একদম সত্যি বলছি”!! “কেন এ জগতে এমন কেউ নেই যার জন্য আপনার চলে যাওয়া টা অনেক কষ্টের হবে?” “না, একমাত্র মা খুব কষ্ট পাবে”। “আপনার কারুর জন্য কষ্ট হবে না!!” চুপ করে থাকে ফুলকি। সকাল বেলা এসব কি প্রশ্ন। আবার মেয়েটি বলে ওঠে “ধরুন আপনার শবযাত্রা কেমন হবে তা যদি আপনার হাতে থাকতো তাহলে আপনি কি ভাবে সেটা করতে চাইতেন?” একটু চুপ করে থেকে ফুলকি উত্তর দিল “আমাকে একটা সুন্দর বেনারসী শাড়ি পরিয়ে প্রচুর ফুল দিয়ে সাজিয়ে শ্মশানঘাটে নিয়ে যেতাম”!!! “খুব সুন্দর বললেন তো। ঠিক আছে আমি এখন আসি আবার সন্ধ্যেবেলায় আসবো”। উফফ্ রেহাই পেল সে। কি রকম অদ্ভুত সব কথা জিজ্ঞাসা করল মেয়েটি। এত ব্যক্তিগত কথা সে কারোর সঙ্গে বলেনি। কিন্ত কেন যেন তাঁর নিজেকে বেশ হালকা মনে হচ্ছে। মনটাও বেশ ফুরফুরে লাগছে। সে আগামী কাল বেলার দিকে ছাড়া পাবে। নার্সদিদি খবর দিল। সে সঙ্গে সঙ্গে সত্যকে ফোন করে বলল কাল বেলায় হাসপাতালে চলে আসতে।
     

    পুনঃপ্রকাশ সম্পর্কিত নীতিঃ এই লেখাটি ছাপা, ডিজিটাল, দৃশ্য, শ্রাব্য, বা অন্য যেকোনো মাধ্যমে আংশিক বা সম্পূর্ণ ভাবে প্রতিলিপিকরণ বা অন্যত্র প্রকাশের জন্য গুরুচণ্ডা৯র অনুমতি বাধ্যতামূলক। লেখক চাইলে অন্যত্র প্রকাশ করতে পারেন, সেক্ষেত্রে গুরুচণ্ডা৯র উল্লেখ প্রত্যাশিত।
    পর্ব ১৪
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : guruchandali@gmail.com ।


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। ভেবেচিন্তে প্রতিক্রিয়া দিন