এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • খেরোর খাতা

  • আপাতত ১৮০৬! 

    কালের নৌকা লেখকের গ্রাহক হোন
    ০২ সেপ্টেম্বর ২০২৫ | ৩৪ বার পঠিত
  • আপাতত ১৮০৬ জন! দাগী চোর ডাকাত রাজনীতিবিদ নয়! দাগী শিক্ষক শিক্ষিকা। তাহলে ব্রাত্যের কথাই মিলে গেল! যেমন কথা তেমন কাজ। শিক্ষা কেলেঙ্কারির অনেক আগেই ব্রাত্যই প্রথম বলেছিলেন। তৃণমূলের ছেলেমেয়েরাই চাকরি পাবে। তবে এও বলেছিলেন, কবে পাবে কিভাবে পাবে কোথায় পাবে সে কথা তিনি বলবেন না। এখন যদিও দিনের আলোর মতো সুস্পষ্ট। কবে পেয়েছিল। কিভাবে পেয়েছিল। কোথায় পেয়েছিল। যদিও মোট কতজন পেয়েছিল, সে কথা আজও জানায়নি ব্রাত্যের মন্ত্রীত্বের নিয়ন্ত্রণাধীন শিক্ষাদপ্তর। কিন্তু যে কয়জনের নাম জানিয়েছে। তাতেই অনেকের আক্কেলগুড়ুম। এখনো যাঁরা মা মাটি মানুষের সততায় বিশ্বাসী। সম্পূর্ণ সাদা পাতা জমা দিয়ে টগবগিয়ে সরকারি চাকরিটা কেমন বাগিয়ে নিয়েছিল! বাগিয়ে নিয়ে মাসের পর মাস শুধু যে সরকারি টাকায় বেতন তুলেছিল তাই নয়, সম্পূর্ণ মূর্খ হয়েও দিনের পর দিন ছাত্রছাত্রীদের শিক্ষাদান করে যাচ্ছিল। দুঃখের বিষয় এই দিকটা নিয়ে সমাজে তেমন আলোচনা নাই। বছরের পর বছর হাজার হাজার মূর্খ শিক্ষক শিক্ষিকা যদি স্কুলে স্কুলে ছাত্রছাত্রীদের শিক্ষাদানে নিয়োজিত থাকে, তবে সেই গোটা প্রজন্মকেই ধ্বংস করে দেওয়ার কাজটা সুস্পন্ন হয়ে যায়। অযোগ্য হিসেবে সরকারি বেতন নেওয়ার দুর্নীতি তুলনায় কম ক্ষতিকর। কিন্তু অযোগ্য হিসেবে দিনের পর দিন শিক্ষার্থীদের ভুল শিক্ষা দেওয়ার দুর্নীতি অনেক বেশি ক্ষতিকর। ইতিহাসে ব্রাত্যের ভুমিকারও একদিন নিশ্চয় বিচার হবে। বিচার হওয়া উচিত সরাসরি যারা এই দুর্নীতির কাজটা বছরের পর বছর চালিয়ে যাচ্ছিল। স্মরণে রাখা দরকার তদন্তের কারণে হেফাজতে নিয়ে রাখা, আর অপরাধের ন্যায্য বিচার হওয়া এক বিষয় নয়।

    সংখ্যাটি আপাতত ১৮০৬। যার বেশিরভাগই শাসকদলের আত্মীয়স্বজন। বন্ধুবান্ধব। অবাক হওয়ার মতো বিষয় হলেও। কয়েকটি বিরোধী দলের স্বজন পরিজনও কিছু রয়েছেন এই তালিকায়। তবে শাসকদলের নাটবল্টুই বেশি। যে যত বেশি অযোগ্য শিক্ষক। সেই তত বড়ো নাটবল্টু শাসকদলের। এ এক অভিনব সিস্টেম। প্রায় প্রতিটি সরকারি দপ্তরেই যে চিত্রটা কমবেশি এক। সেকথা বলাই যায়। আর জি করের ঘটনাই প্রমাণ, স্বাস্থ্য দপ্তরেও অযোগ্য চিকিৎসক তৈরীর সিস্টেম রয়েছে। বাকি সব দপ্তর ছেড়ে দিলেও, শুধু শিক্ষা এবং স্বাস্থ দপ্তরেই যদি অযোগ্য শিক্ষক আর অযোগ্য চিকিৎসক তৈরীর সিস্টেম চালু রাখা যায়। তবে একটি জাতিকে ধ্বংস করতে বিদেশী শত্রও লাগে না। লাগে না কোন এটোম বোমাও। বস্তুত বিদেশী শত্রু কিংবা এটোম বোমাও কোন জাতিকে সম্পূর্ণ ধ্বংস করতে পারে না। কিন্তু অযোগ্য শিক্ষক আর অযোগ্য চিকিৎসক একটা জাতিকে সম্পূর্ণ ধ্বংস করার জন্য যথেষ্ট। আর বিশেষ করে মাথার উপরে যদি এমন একটি দুর্নীতিগ্রস্ত শাসকদলের সরকার থাকে। এবং গোদের উপরে বিষফোঁড় এর মতন সেই শাসকদলের সাথে যদি পরগাছার মতো লেগে থাকে জাতির বুদ্ধিজীবী সমাজ। সেই জাতিকে রক্ষা করবে কে?

    ©কালেরনৌকা ২রা সেপটেম্বর ২০১৫
     
    পুনঃপ্রকাশ সম্পর্কিত নীতিঃ এই লেখাটি ছাপা, ডিজিটাল, দৃশ্য, শ্রাব্য, বা অন্য যেকোনো মাধ্যমে আংশিক বা সম্পূর্ণ ভাবে প্রতিলিপিকরণ বা অন্যত্র প্রকাশের জন্য গুরুচণ্ডা৯র অনুমতি বাধ্যতামূলক। লেখক চাইলে অন্যত্র প্রকাশ করতে পারেন, সেক্ষেত্রে গুরুচণ্ডা৯র উল্লেখ প্রত্যাশিত।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : guruchandali@gmail.com ।


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। যুদ্ধ চেয়ে মতামত দিন