এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • খেরোর খাতা

  • ডুন ও মানব সভ্যতার ভবিষ্যত

    AR Barki লেখকের গ্রাহক হোন
    ০৭ আগস্ট ২০২৫ | ১৭ বার পঠিত
  • আমেরিকান লেখক ফ্র্যাঙ্ক হার্বার্টের লেখা ডুন (Dune) সিরিজটি সাইফাই জগতের এক অনন্য ও অসাধারণ সৃষ্টি। এই সিরিজটি কেবল একটি মহাজাগতিক অ্যাডভেঞ্চার নয়, বরং এর গভীরে প্রোথিত আছে রাজনীতি, ধর্ম, পরিবেশবাদ, দর্শন এবং মানব সভ্যতার বিবর্তন নিয়ে গভীর ভাবনা। ছয়টি মূল উপন্যাস নিয়ে গঠিত এই সিরিজটি হার্বার্টের চিন্তাশক্তির এক অসাধারণ প্রতিফলন।

    পটভূমি ও মহাবিশ্বের গঠন:
    ডুন সিরিজের মূল কাহিনী আবর্তিত হয়েছে সুদূর ভবিষ্যতে, যখন মানবজাতি মহাবিশ্বের বিভিন্ন গ্রহে ছড়িয়ে পড়েছে। এই মহাবিশ্বে কম্পিউটার ও কৃত্রিম বুদ্ধিমত্তা নিষিদ্ধ, তাই মানব মস্তিষ্ক ও তার ক্ষমতাকে কাজে লাগানো হয়। এই সিরিজের কেন্দ্রবিন্দুতে রয়েছে মরুভূমি গ্রহ আরাকিস (Arrakis), যা "ডুন" নামেই বেশি পরিচিত। 

    এই গ্রহটিই মহাবিশ্বের সবচেয়ে মূল্যবান পদার্থ - "মেলঞ্জ" (Melange), বা স্পাইসের (Spice) একমাত্র উৎস। এই স্পাইস কেবল আন্তঃনাক্ষত্রিক ভ্রমণের জন্যই অপরিহার্য নয়, এটি জীবনকাল বৃদ্ধি করে এবং কিছু মানুষের মধ্যে মানসিক ক্ষমতাও বিকশিত করে। এই কারণে, স্পাইসের ওপর নিয়ন্ত্রণ মানেই মহাবিশ্বের ওপর নিয়ন্ত্রণ।

    প্রধান চরিত্র ও কাহিনির বিস্তার
    সিরিজের প্রথম উপন্যাসের প্রধান চরিত্র হলো পল অ্যাট্রেডিজ (Paul Atreides), যিনি এক সম্ভ্রান্ত পরিবারের (House of Atreides) উত্তরাধিকারী। তার পরিবারকে সম্রাট আরাকিসে শাসন করার জন্য পাঠালে এক ভয়ংকর ষড়যন্ত্রের শিকার হয়। পল তার মা লেডি জেসিকার (Lady Jessica) সাথে মরুভূমিতে পালিয়ে যায় এবং সেখানে ফ্রেমেন (Fremen) নামক এক রহস্যময় আদিবাসী গোষ্ঠীর সাথে মিশে যায়। 

    ফ্রেমেনদের কাছে পল হয়ে ওঠে তাদের বহু প্রতীক্ষিত ত্রাণকর্তা, মুয়াদ'দিব (Muad'dib)। পলের উত্থান এবং মহাবিশ্বের উপর তার নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা এই সিরিজের প্রথম অংশের মূল বিষয়।
    পরবর্তী উপন্যাসগুলোতে পল এবং তার পরিবারের পরবর্তী প্রজন্মের কাহিনি তুলে ধরা হয়েছে। 

    তার সন্তান লেটো অ্যাট্রেডিজ II (Leto Atreides II) অমরত্ব লাভ করে এবং মানবজাতির ভবিষ্যৎ সুরক্ষিত করার জন্য এক হাজার বছরেরও বেশি সময় ধরে মহাবিশ্ব শাসন করে। এই চরিত্রগুলোর মাধ্যমে হার্বার্ট ক্ষমতা, ধর্ম এবং মানুষের নিয়তি নিয়ে গভীর প্রশ্ন তুলে ধরেছেন।

    থিম ও দর্শন:
    ডুন সিরিজের সবচেয়ে বড় শক্তি এর গভীর ও বহুস্তরীয় থিম। হার্বার্ট পরিবেশবাদ নিয়ে প্রথম থেকেই সোচ্চার ছিলেন। আরাকিসের মরুভূমি এবং সেখানকার ইকোসিস্টেমের বর্ণনা থেকে বোঝা যায়, কীভাবে মানুষের লোভ প্রাকৃতিক ভারসাম্য নষ্ট করতে পারে। তিনি ক্ষমতা, ধর্ম এবং রাজনৈতিক ম্যানিপুলেশনের ভয়াবহতাও তুলে ধরেছেন। 

    ডুন সিরিজের ধর্মীয় আখ্যানগুলো বিশেষভাবে উল্লেখযোগ্য। পল মুয়াদ'দিব হিসেবে যে ধর্মীয় ব্যক্তিত্বে পরিণত হয়, তা হার্বার্টের এক সতর্কবাণী যে, কীভাবে মানুষের বিশ্বাসকে রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহার করা যায়।

    ডুন সিরিজের প্রভাব:
    ডুন সিরিজটি কেবল বিজ্ঞান কল্পকাহিনি সাহিত্যেই নয়, বরং আধুনিক সংস্কৃতিতেও এক গভীর ছাপ ফেলেছে। এর উপর ভিত্তি করে একাধিক চলচ্চিত্র, টিভি সিরিজ এবং ভিডিও গেম তৈরি হয়েছে। এর জটিল কাহিনি এবং দার্শনিক গভীরতা একে সমসাময়িক অন্যান্য ফ্যান্টাসি ও সায়েন্স ফিকশন থেকে আলাদা করে রেখেছে। 

    ফ্র্যাঙ্ক হার্বার্টের মৃত্যুর পর তার ছেলে আর একজন লেখককে সাথে নিয়ে এই সিরিজের আরো ১৭টি বই প্রকাশ করেছেন।
    পুনঃপ্রকাশ সম্পর্কিত নীতিঃ এই লেখাটি ছাপা, ডিজিটাল, দৃশ্য, শ্রাব্য, বা অন্য যেকোনো মাধ্যমে আংশিক বা সম্পূর্ণ ভাবে প্রতিলিপিকরণ বা অন্যত্র প্রকাশের জন্য গুরুচণ্ডা৯র অনুমতি বাধ্যতামূলক। লেখক চাইলে অন্যত্র প্রকাশ করতে পারেন, সেক্ষেত্রে গুরুচণ্ডা৯র উল্লেখ প্রত্যাশিত।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : guruchandali@gmail.com ।


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। আলোচনা করতে প্রতিক্রিয়া দিন