এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • খেরোর খাতা

  • অক্সফোর্ডের হিন্দুরা, অক্সফোর্ডের বাচ্চারা

    সৈকত বন্দ্যোপাধ্যায় লেখকের গ্রাহক হোন
    ৩০ মার্চ ২০২৫ | ৪৪০ বার পঠিত | রেটিং ৫ (২ জন)
  • ১। 
    অক্সফোর্ডে বাঙালি হিন্দুরা মমতার বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছে। আরজি করের খুন-ধর্ষণের বিরুদ্ধে, সন্দেশখালির মেয়েদের উপর অত্যাচারের বিরুদ্ধে, এবং হিন্দুদের গণহত্যার বিরুদ্ধে। আমি বলছিনা, অমিত মালব্য টুইট করেছেন। সঙ্গে একটা ভিডিওও দিয়েছেন, সেখানে কয়েকজন "বাঙালি হিন্দু"কে দেখলাম। এতদিন রিলের কল্যাণে ম্যাক্সির উপরে গামছা জড়ানো মহিলাদের দেখেছি, এই প্রথম সুটের সঙ্গে টিপ পরা পুরুষ দেখলাম। বাঙালি হলে বঙ্গজাতির লজ্জা বলা যায়। আরও অনেক লোকজন ছিলেন। তাঁরা সবাই মিলে অভয়া-অভয়া করে চিৎকার করেছেন। হিন্দু-হিন্দু করে গলা ফাটিয়েছেন। কতজন হিন্দু মারা গেল হিসেব চেয়েছেন। আমাদের পরিচিতরা চারদিকে সেই ভিডিও আবার শেয়ার করে ফাটিয়ে দিয়েছেন। দেখতেও লজ্জা লাগে।
    এসএফআই ও ফেসবুক পোস্ট দিয়েছে, তারা ওখানে ছিল। অক্সফোর্ডে গিয়ে মিথ্যাভাষণ দেবেন, আর এসএফআই চুপ করে শুনবে? তা হয় না। ক্যাম্পাসে গণতন্ত্র, বাংলার শিক্ষা, স্বাস্থ্য, শিল্পের দুরবস্থা নিয়ে মমতা ব্যানার্জি এবং ওনার বাহিনীকে এসএফআই প্রশ্ন করবেই। আমি না, এসএফআই এর সর্বভারতীয় সম্পাদক বলেছেন। ওই একই রকম ভিডিও শেয়ার করেছেন। অভয়া এবং হিন্দু চিৎকার সহ। একটু আলাদা অ্যাঙ্গল থেকে। সব বিক্ষোভকারীরা মিলে-মিশে গেছেন। দুটো থেকে বোঝার উপায় নেই, এসএফআই ই আসলে "বাঙালি হিন্দু"? নাকি কিছু একটা কো-অর্ডিনেশন ছিল? যৌথ কার্যক্রম? নাকি আলাদা-আলাদা? নেতারা কিচ্ছু বলেননি। মালব্যও বলেননি, এসএফআইয়ের সর্বভারতীয় সম্পাদকও না। ভিডিওতে হিন্দু-হিন্দু শোনা যাচ্ছে, সে তো জেনে বুঝেই শেয়ার করেছেন। এই নীরবতা সন্দেহজনক। কারণ সর্বভারতীয় স্তরের দৃশ্যমানতা যা দেখাচ্ছে, হিন্দুত্ববাদী এবং এবং বামরা একসঙ্গে পশ্চিমবঙ্গের সরকারের বিরুদ্ধে স্লোগান দিচ্ছে, এবং সেটা ফলাও করে প্রচার করছে। এটা একটা রাজনৈতিক লাইন, পশ্চিমবঙ্গে কার্যত যার পক্ষে অনেকেই। মুখে কেউ বলেননা, কিন্তু লাইনটা এই, যে, বিজেপি শত্রু হিসেবে গৌণ। এটা শুধু ভুল না, আত্মঘাতী, এবং বিপজ্জনক।
    অবশ্য কেউ এটাকেই ঠিক বলে মনে করতে পারেন। তাহলে কিছু বলার নেই। কিন্তু যদি অপটিক্সটা বদল করার কথা কেউ বলেন, তাহলে, এসএফআই ইউকে বা অস্টেলিয়া বা জাপান ভবিষ্যতে মোদীর বিরুদ্ধে সভাস্থলে ঢুকে কোনো বিক্ষোভ দেখায় কিনা দেখব। তাতেও এর ধাক্কা যাবেনা। স্টেশন থেকে ট্রেন অনেক আগেই চলে গেছে। কিন্তু উদ্দেশ্যটা বোঝা যাবে। আর আমার পরিচিতরা, যাঁরা স্রেফ অভয়া শব্দটা আছে বলে হিন্দুত্ববাদী স্লোগান অবাধে "ও কিছু নয়" বলে শেয়ার করলেন, তাঁদের আর কী বলব। এই পরিণতি দেখে খারাপ লাগছে।
    প্রসঙ্গত রাত-দখল ঐক্যমঞ্চের একটা বিবৃতি দেখলাম কয়েকদিন আগে। দুর্নীতি ইত্যাদির সঙ্গে অভয়ার খুন-ধর্ষণের যোগাযোগের দাবীগুলি স্রেফ হাইপোথিসিস ছিল। আমি না, তাঁরাই লিখেছেন। এইটা সেই টপিক না, ও নিয়ে পরে লিখব। কিন্তু ভাবি, এই লোকজনকে টানা চটিচাটা বলে যাওয়া, এই হিন্দুত্ববাদীদের সঙ্গে স্লোগান দেওয়া, সবই স্রেফ হাইপোথিসিসের উপর দাঁড়িয়ে? এর কোনোটাই ঐক্যমঞ্চ করেছেন বলে দেখিনি, যাঁরা করেছেন, তাঁদের নিয়েই এই বিস্ময়। সত্যিই বাঙালি ভদ্রলোকের আইকিউ গোদী মিডিয়ার দ্বারা প্রক্ষালিত হয়ে কোথায় পৌঁছেছে। সুটের সঙ্গে টিপ দেখে সত্যিই অবাক হবার কিছু নেই। কদিন বাদে আমার চারদিকের লোকও হয় জয়শ্রীরাম বলবে, নইলে "ও একটু-আধটু মেনে নিতে হবে" বলে প্রশ্রয়ের হাসি হাসবে, সন্দেহ হয়। পুরোটাই হবে গোদী মিডিয়ার নেতৃত্বে এবং প্রগতিশীলতার মোড়কে। সন্দেহ না, ভয় হয়। যেরকম রাস্তায় আনমনে চলতে চলতে হঠাৎ সামনে গাড়ি চলে এলে মৃত্যুভয় হয়, সেইরকম।

    ২। 
    এই অবধি কাল লিখেছিলাম। এখন আজ লিখছি। কাল শুনেছিলাম, অক্সফোর্ডে বিক্ষোভ দেখিয়েছে বাঙালি হিন্দুরা। তারা আজকাল টিপ ফিপ পরে ঘোরে, আর হেবি ইংরিজি বলে।  উল্টোদিকে শুনেছিলাম, বিক্ষোভ দেখিয়েছে এসএফআইয়ের বাচ্চারা। কচি বাচ্চারা কিচ্ছুটি না বুঝে নিজেদের পেজে হিন্দু-হিন্দু স্লোগানের ভিডিও দিয়েছে, কচি বাচ্চা সর্বভারতীয় সম্পাদক হয়েছে, আর আমার চারদিকের কচি কচি বাচ্চারা সেইসব চারদিকে শেয়ার করেছে, বাচ্চার এপিডেমিক একদম। 
    ও মা আজ দেখি, যিনি টিপ আর সুট পরে ঘুরছিলেন, অভয়া আর হিন্দু বলে চিৎকার করছিলেন, তাঁর নাম সুশীল দোকওয়াল আক্কা। রীতিমতো গেরুয়া বীর। সঙ্গে ছিলেন জিগনেশ প্যাটেল। নাম শুনে তো মনে হয় একজন প্রকৃষ্ট মারওয়াড়ি, অন্যজন গুজরাতি। এঁরা কোথাকার বাঙালি মালব্যবাবু বলতে পারবেন। সঙ্গে একজন বাঙালিও ছিলেন, রজতশুভ্র ব্যানার্জি। ইনি আবার বাম মনে হল, শিলিগুড়িতে বামদের মিছিলে লাঠি চালনার প্রতিবাদে গর্জে উঠেছেন। এঁরা কোথাকার বাচ্চা কে জানে। এসএফআই বিদেশ-বিঁভুইয়ে বয়স্কদের নিয়ে ছাত্রসংগঠন চালায়? হবেও বা। 
    এই প্রোফাইলগুলো বিদেশে খুব টিপিকাল। অবাঙালি শাইনিংরা জোরে-সোরে ঝ্যায়শ্রী, দোকওয়াল যেমন। বাঙালিরাও ঝ্যায়শ্রী, কিন্তু মুখে বলতে বাধে, একটু ঘুরিয়ে-পেঁচিয়ে "বুদ্ধবাবু খুব ভালো লোক" দিয়ে শুরু করে "হিন্দুদের পক্ষে বলা কি অন্যায়"এ এসে পৌঁছন। যেন হিন্দুস্বার্থ রক্ষা করার লোক খুব কম পড়েছে। উত্তরভারতীয়দের একটু তেলিয়ে চলেন, পিছনে-পিছনে ঘোরেন, হিন্দি খুব ভালোবাসেন, কিন্তু তার উপরে একটু থিয়োরি লাগান, "শিল্পের কোনো ভাষা হয়না"। যদিও সন্ত্রাসের কিন্তু ধর্ম হয়। 
    এইসব কচি বাচ্চাদের দেখে-দেখে চোখ পচে গেল। যেখানে দেখব, যে পতাকা নিয়েই দেখব, যে ভাষাতেই কথা বলতে দেখব, আটকাব। ঝ্যায়শ্রী করতে গেলে সোজাসুজি করুন, ঘুরিয়ে-পেঁচিয়ে না। একবার "আমরা বাচ্চা", একবার "এসব স্বতঃস্ফূর্ত" এইসব আড়ালে থাকতে নেওয়া হবেনা। এই নবজাতকদের কাছে, এইটাই দৃঢ় অঙ্গীকার। মৃত্যুভয়েও তো কখনও সখনও মানুষ ঘুরে দাঁড়ায়। 
    পুনঃপ্রকাশ সম্পর্কিত নীতিঃ এই লেখাটি ছাপা, ডিজিটাল, দৃশ্য, শ্রাব্য, বা অন্য যেকোনো মাধ্যমে আংশিক বা সম্পূর্ণ ভাবে প্রতিলিপিকরণ বা অন্যত্র প্রকাশের জন্য গুরুচণ্ডা৯র অনুমতি বাধ্যতামূলক। লেখক চাইলে অন্যত্র প্রকাশ করতে পারেন, সেক্ষেত্রে গুরুচণ্ডা৯র উল্লেখ প্রত্যাশিত।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • অভিজিৎ কর গুপ্ত | 2401:4900:8828:965f:704c:f9ee:9e92:***:*** | ৩০ মার্চ ২০২৫ ১৩:০৭542000
  • দুরন্ত লেখা! একেবারে একমত। একজায়গায় একটা বানান এডিট করে দিন। শক্র  -> শত্রু
  • ahago | 2405:8100:8000:5ca1::731:***:*** | ৩০ মার্চ ২০২৫ ১৯:১৪542004
  • এত করেও অভয়াকাণ্ড চাপা দেওয়া যাচ্ছে না, না?
  • :|: | 2607:fb90:bdab:6212:2193:3bc8:3a8f:***:*** | ৩১ মার্চ ২০২৫ ০৩:৪৬542012
  • চাপা দিতে তো কেউ চাইছেই না। হঠাৎ চাপা দেবার কথা মনে হলোই বা কেন আপনার? আশ্চর্য! 
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : guruchandali@gmail.com ।


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। হাত মক্সো করতে প্রতিক্রিয়া দিন