এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  আলোচনা  সমাজ

  • সরকারি কাজ করবে ইন্টার্ন

    দীপ
    আলোচনা | সমাজ | ২৩ অক্টোবর ২০২৪ | ১৩৬ বার পঠিত
  • এই কথাগুলোও থাকুক। অবশ্য এরপরও পোষ্যকুলের প্রোপাগান্ডা থামবে না!
    ----------------

    সরকারি কাজ করবে 'ইন্টার্ন'

    রাজ্য সরকারের শূন্যপদে নিয়োগের পথ কার্যত বন্ধ করার পথে নবান্ন। নিয়োগের পথে তালা দিয়ে এখন পড়ুয়াদের ভাতার পথে ঠেলে দিচ্ছেন মমতা ব্যানার্জি।

    গত এক দশকে এরাজ্যে শিক্ষক থেকে সরকারি শূন্যপদে নিয়োগ নেই। চুক্তিভিত্তিক কর্মী, ডেটা এন্ট্রি অপারেটর দিয়ে চলছে সরকারি দপ্তর। সরকারি চাকরিতে নিয়োগ বন্ধ করে গত এক দশকে সরকারি কাজে ২লক্ষ চুক্তিভিত্তিক কর্মী নিয়োগ করেছে। বছরে ২ হাজার কোটি টাকা খরচ হয় চুক্তি নিয়োগের কর্মীদের জন্য। স্থায়ী সরকারি চাকরিতে এই নিয়োগ হলে কোষাগার থেকে সাড়ে ৪ হাজার কোটি টাকা খরচ হতো। চুক্তিভিত্তিক কর্মী, সিভিক পুলিশ, ভিলেজ পুলিশরাই এখন সরকারি কাজের গুরুত্বপূর্ণ অংশ। কিন্তু আগামীদিনেও সরকার যে কোনোভাবেই আর শূন্যপদে নিয়োগ করতে আগ্রহী নয় তা স্পষ্ট হচ্ছে।

    নিয়োগ বন্ধ করতে এবার নয়া এক প্রকল্পকে সামনে আনছে রাজ্য সরকার। পড়ুয়াদের মধ্যে থেকে মাসিক ভাতায় নিয়োগের নয়া প্রকল্পের নাম দেওয়া হয়েছে ‘ওয়েস্ট বেঙ্গল স্টুডেন্টস ইন্টার্নশিপ স্কিম-২০২২’। সোমবার মন্ত্রীসভার বৈঠকে এই স্কিমের অনুমোদন করা হয়েছে। কী করা হবে নয়া প্রকল্পে?

    রাজ্যে স্নাতক স্তরে পাঠরত পড়ুয়া, আইটিআই, পলিটেকনিক ও সমতুল পাঠ্যক্রমের পড়ুয়াদের সরকারে কাজে ইন্টার্ন হিসাবে নিয়োগ করবে সরকার। ন্যূনতম ৬০ শতাংশ নম্বরের সঙ্গে এরাজ্যের বাসিন্দা পড়ুয়া এই স্কিমের অন্তর্ভুক্ত হতে পারবে। বয়সের সর্বোচ্চ সীমা রাখা হয়েছে ৪০ বছর।

    ইন্টার্নদের কাজ কী হবে?

    মন্ত্রীসভার বৈঠক শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে মমতা ব্যানার্জি বলেছেন, '‘যারা ইন্টার্ন হিসাবে নির্বাচিত হবেন তাদের রাজ্য সরকার, সরকার অধিগৃহীত সংস্থায় পাঠানো হবে। জেলা প্রশাসন, মহকুমা প্রশাসন ও ব্লক স্তরে তাদের কাজে লাগানো হবে।’’ মূলত সরকারি যেসব প্রকল্প চালু আছে তার সঙ্গে পরিচিতি ঘটানো হবে। মমতা ব্যানার্জি বলেছেন,‘‘সরকারি প্রকল্প কীভাবে বাস্তবায়িত করা হয় তার সঙ্গে ইন্টার্নরা নিজেদের তৈরি করবে। শিখবে। সামাজিক সেবার সঙ্গে যুক্ত হয়ে উন্নততর মানুষ তৈরি করার লক্ষ্য থাকবে।’’ প্রতি বছর সরকারি কাজে ৬হাজার এই ধরনের শিক্ষানবীশ নিয়োগ করা হবে। তাদের মাসে ৫হাজার টাকা করে ভাতা দেওয়া হবে। প্রতি বছর ইন্টার্নদের কাজের মূল্যায়ন করে ভালো কাজ করলে পুনরায় পরের বছরের জন্য কাজে বহাল রাখবে।

    সরকারের এই সিদ্ধান্ত আগামীদিনে রাজ্যের সরকারি চাকরিতে নিয়োগ যে বন্ধ হচ্ছে তা নিয়ে আর কোনও সন্দেহ নেই। বিদ্যালয়, কলেজ সহ শিক্ষা প্রতিষ্ঠানে নিয়োগ বন্ধ। প্রতি বছর বহু সরকারি পদে কর্মীরা অবসরের পরও বন্ধ হয়ে আছে নিয়োগ। চুক্তিভিত্তিক কর্মী দিয়ে চলছে দপ্তর। এবার তারসঙ্গে যুক্ত করা হলো শিক্ষানবীশদের। রাজ্য সরকারের এক আধিকারিকের কথায়,‘‘নিয়োগ প্রক্রিয়ার পদ্ধতি নিয়ে প্রশ্ন আছে। তারপরও যাদের ইন্টার্ন হিসাবে নিয়োগ করা হবে তাদের ওপর চাপিয়ে দেওয়া সরকারি কাজ। তারাও একবার সরকারি কাজে মাথা গলিয়ে ভবিষ্যতের প্রত্যাশায় কাজ করবে। নিয়োগ যেমন বন্ধ হবে, তেমনই ক্রীতদাস বানিয়ে রাখা হবে ইন্টার্নদের।’’

    নিয়োগ প্রক্রিয়ার কাজ হবে অনলাইনে। রাজ্যের মুখ্যসচিব হরিকৃষ্ণ দ্বিবেদীর নেতৃত্বে তৈরি হবে সিলেকশন বোর্ড। অনলাইনে আবেদনকারীদের মধ্যে থেকে পর্যায়ক্রমে সরকারি কাজে নিয়োগ হবে ইন্টার্নদের। রাজ্যের শিক্ষা দপ্তরের সঙ্গে যোগাযোগ রক্ষা করে কাজ করবে সিলেকশন বোর্ড। ইন্টার্নদের আশা দিয়ে মমতা ব্যানার্জি বলেছেন,‘‘ ইন্টার্নশিপ শেষ করার পর সফলদের হাতে সরকারি সার্টিফিকেট তুলে দেওয়া হবে। সেই শংসাপত্রে র‌্যাঙ্ক, গ্রেডেশন দেওয়া থাকবে। সরকারি এই সার্টিফিকেট রাজ্যের সরকারি প্রতিষ্ঠানে কার্যকরী হবে।’’

    একসময় মাসে দেড় হাজার টাকা ভাতা দিয়ে সরকারি চাকরি দেওয়ার প্রতিশ্রুতি ছিল সরকারের। প্রকল্পের নাম দেওয়া হয়েছিল ‘যুবশ্রী’। ৯বছর পার হওয়ার পর ভাতা প্রাপকদের একজনেরও মেলেনি সরকারি চাকরি। সরকারি ভাঁওতার নতুন রূপে আবার এক প্রকল্প সোমবার মন্ত্রীসভার বৈঠক থেকে সামনে আনলেন মমতা ব্যানার্জি।

    ২০১৩ সালের ৩ অক্টোবর নেতাজী ইন্ডোর স্টেডিয়ামে মমতা ব্যানার্জির ঘোষণায় এসেছিল সরকারি প্রকল্প যুবশ্রীর কথা। স্টেডিয়াম ভর্তি যুবক-যুবতীদের ভিড়ে মুখ্যমন্ত্রীর ঘোষণায় ছিল, ‘‘আমার গভর্নমেন্টের ধরুন ডাক্তার নেওয়ার প্রয়োজন, আমি এমপ্লয়মেন্ট ব্যাঙ্ক থেকে নিয়ে নেব। আমার প্রয়োজন আমি ইঞ্জিনিয়ার নেব, আমি এমপ্লয়মেন্ট ব্যাঙ্ক থেকে নিয়ে নেব। ৭৫শতাংশ সরকারি চাকরিও এমপ্লয়মেন্ট ব্যাঙ্ক থেকে নেওয়া হবে, তাহলেও কিন্তু মনে রাখবেন, যারা আজকে এক লক্ষ ছেলেমেয়ে মাসে দেড় হাজার টাকা করে পাচ্ছেন তারা যখন ওই চাকরিগুলো পেয়ে যাবে তখন আরও এক লাখ ছেলেমেয়ে ঢুকবে এখানে।’’ যুবশ্রী প্রকল্পের ভাতা প্রাপকরা এখন ভাতা তুলে দিয়ে সরকারি চাকরি চাইছেন।

    ফেসবুক থেকে সংগৃহীত।

    আরো কিছু কথা: একটা প্রজন্মকে ধ্বংস করে তাদের ভিক্ষাজীবি সম্প্রদায়ে পরিণত করা চলছে। যেকোনো শুভবুদ্ধিসম্পন্ন মানুষ এর বিরুদ্ধে প্রতিবাদ করবেন। অন্যদিকে স্বঘোষিত অর্থনীতিবিদেরা এর প্রশংসায় মুখর!
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : guruchandali@gmail.com ।


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। ক্যাবাত বা দুচ্ছাই মতামত দিন