এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • খেরোর খাতা

  • পুরোনো কলকাতার সেইসব গাড়ি বারান্দা!

    Debasis Sarkar লেখকের গ্রাহক হোন
    ১৫ জুন ২০২৪ | ২৫০ বার পঠিত
  • ভারতবর্ষে কোনও একটি নির্দিষ্ট পেশার শ্রমিকদের প্রথম ধর্মঘট কোনটি? অনেকেই খোঁজ রাখেন না, আবার অনেকেই জানেন ভারতবর্ষের প্রথম ধর্মঘটটি হয় ১৮২৭ সালে, কোলকাতায়। কলকাতার পালকি বাহকদের সেই ধর্মঘট একমাস স্থায়ী হয়েছিল। হ্যাঁ ! কাঁধে করে পালকিতে মানুষ বয়ে নিয়ে যাওয়াও একটা পেশা ছিল। ঘোড়ার গাড়ি চালু হওয়ার আগে ব্রিটিশ সাহেব বা দেশী বাবু তথা অভিজাত শ্রেণীর মানুষরা যাতায়াত করতেন কিসে ! পালকিতে। গ্রামেগঞ্জে জমিদাররা তো আকছারই পালকিতে যাতায়াত করতেন, নব বরবধূর কপালে শিকে ছিঁড়তো ওই একবারই। বিয়ের পরদিন পাত্রের বাড়িতে আসার সময় পালকিতে আসার প্রথা ছিল। সে না হয় হল, আমরা কোলকাতার ধর্মঘটের প্রসঙ্গে আসি। মজুরির দাবিতে পালকি বেয়ারাদের ধর্মঘট টানা এক মাস অতিক্রম করার পর, ইংরেজ প্রশাসন আর কলকাতার বাবু শ্রেণীর মানুষরা বেশ বিপাকে পড়েন। পালকি বেয়ারাদের দাবির কাছে ইংরেজ প্রশাসন নত হতে বাধ্য হয়। টানা তিন দিন অফিস যেতে না পেরে ব্রাউন নামের এক সাহেবের মেজাজ খাপ্পা হয়েই ছিল। ডার্টি নিগারদের জব্দ করার জন্য তিনি অনেকরকম প্লান ভাঁজছিলেন। সেসময় অফিস যেতে না পারায় বাধ্য হয়ে ঘরে বসে থাকতে থাকতে হঠাৎ তার মাথায় একটা আইডিয়া খেলে গেল। তিনি মিস্ত্রি ডাকিয়ে পালকির হাতলগুলি খুলে ফেলে তলায় দুটো চাকা লাগিয়ে দিলেন আর সামনে জুড়ে দিলেন ঘোড়া।

    কোলকাতায় চালু হয়ে গেল ঘোড়ার গাড়ি। লন্ডনেও নিশ্চয়ই কলকাতার আগেই চালু হয়েছিল। ক্রমে কোলকাতার সব সাহেব এবং বাবুরাও এরকম একখানা করে ঘোড়ার গাড়ি বানিয়ে ফেললেন। পালকি ধর্মঘট তো মিটল তবে কলকাতা ছেয়ে গেল ঘোড়ার গাড়িতে। এভাবে ভারতবর্ষের প্রথম শ্রমিক ধর্মঘটটি ভারতবর্ষের অন্যতম গুরুত্বপূর্ণ একটি নগরকে গতিশীল করে তুলল !

    আবার, এর ফলে এই ঘোড়ার গাড়ি নিয়ে সায়েবদের মাথাব্যথা হয়নি তবে কলকাতার বাবুরা একটা সমস্যায় পড়লেন ! এতদিন পর্যন্ত পালকি চেপে বাবুরা বাড়ির অন্দরমহল পর্যন্ত যেতে পারতেন। এখন ঘোড়ার গাড়িতে যাতায়াতের ফলে বাবুদের বাবুত্ব নষ্ট হতে শুরু করল ! কিরকম ? ঘোড়ার গাড়ি তো দাঁড়াচ্ছে রাস্তার উপরে। ফলে রাস্তার ধুলো মাড়িয়ে তবেই বাবুরা তাদের অন্দরমহলে ঢুকতে পারছেন ! অনেক মোসায়েব বলতে থাকলো " এতে বাবুর সম্মান নষ্ট হচ্ছে। বাবু তো এখন রাস্তার বাবু হয়ে গেছেন ! বাবুর গায়ে রাস্তার ধুলো, আকাশের রোদ সবই লাগছে। ইত্যাদি ইত্যাদি ! তাই ইজ্জতের মাথা রাখতে বাবুরা ঘোড়ার গাড়ির মাথায় আচ্ছাদনের ব্যবস্থা করলেন এবং বাড়ির সদর দরজার সামনে একটি লম্বা বারান্দা তৈরি করা হলো। এখানে এসেই বাবুরা নামতেন, জায়গাটির নামকরণ হলো গাড়ি বারান্দা। কলকাতার রাস্তায় ঘোড়ার গাড়ির সংখ্যা যেমন হু হু করে বাড়তে লাগলো আর তেমনি ওদিকে পাল্লা দিয়ে গাড়িবারান্দার সংখ্যাও বাড়তে লাগলো।

    এক দশক দু দশক করে কয়েক দশক অতিক্রান্ত হল। রাস্তা চওড়া করতে গিয়ে মিউনিসিপালিটি এই গাড়ি বারান্দাগুলির জন্য বাধার সম্মুখীন হল। ১৮৭০ খ্রিস্টাব্দে নতুন আইন পাস হলো, নতুন করে আর গাড়িবারান্দা তৈরি করা যাবে না।

    বিংশ শতাব্দীর দোরগড়ায় এসে কোলকাতা তার বাবুযুগ হারিয়ে ফেলল এবং সেইসঙ্গে গাড়িবারান্দার অতীত গৌরব। পরবর্তীকালে গাড়ি বারান্দাগুলি হয়ে উঠল হকার এবং স্ট্রিটফুডের দোকান দরিদ্র আর ভবঘুরের আস্তানা। রক বা রোয়াকের আড্ডা কি এই পরিত্যক্ত গাড়িবারান্দা গুলি ঘিরেই বসত ! মুখুজ্জেদের বাড়ির রকে টেনিদাদের যে আড্ডাটা বসতো অনতি অতীতে এটাই কি একটা গাড়ি বারান্দা ছিল ? যা হোক আর তাই হোক এই গাড়িবারান্দায় গুলির জন্যই তো ভবঘুরে আর ভিখিরিরা বৃষ্টির হাত থেকে মাথা বাঁচাতে পারতো ! এখন যারা উড়ালপুলের নিচে আশ্রয় নিতে বাধ্য হয়েছে !
    পুনঃপ্রকাশ সম্পর্কিত নীতিঃ এই লেখাটি ছাপা, ডিজিটাল, দৃশ্য, শ্রাব্য, বা অন্য যেকোনো মাধ্যমে আংশিক বা সম্পূর্ণ ভাবে প্রতিলিপিকরণ বা অন্যত্র প্রকাশের জন্য গুরুচণ্ডা৯র অনুমতি বাধ্যতামূলক। লেখক চাইলে অন্যত্র প্রকাশ করতে পারেন, সেক্ষেত্রে গুরুচণ্ডা৯র উল্লেখ প্রত্যাশিত।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • Naresh Jana | ১৫ জুন ২০২৪ ২০:৫২533223
  • আরিব্বাস কত ছোট্ট করে একটা ইতিহাস নামিয়ে দিলেন! 
  • Debasis Sarkar | ১৫ জুন ২০২৪ ২১:১০533227
  • হ্যা হ্যা হ্যা ! আম্মো পারি !  
     
  • Suvasri Roy | ১৮ জুন ২০২৪ ২৩:৪১533435
  • ভীষণ ভালো অালেখ্য।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : guruchandali@gmail.com ।


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। খেলতে খেলতে মতামত দিন