এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • খেরোর খাতা

  • অযোগ্যতমের উদবর্তন

    আফতাব হোসেন লেখকের গ্রাহক হোন
    ০২ মে ২০২৪ | ২৬২ বার পঠিত | রেটিং ৫ (১ জন)
  • "স্যার আপনি কি বাতিল?"
    ক্লাস এইটের কোন এক ছাত্রের কাতর জিজ্ঞাসা তার প্রিয় মাষ্টারমশাইকে। মাস্টারমশাই এর উত্তর যাই হোক না কেন, এক বিরাট মানসিক ক্ষতি হয়ে গেল মনে হয় কচিকাঁচাদের। ক্ষতি হয়ে গেল সেই সব নিষ্কলুষ মনন এর, যাঁরা মনে প্রাণে বিশ্বাস করতো স্যার/ম্যাডাম মিথ্যে বলেন না বা স্যার/ম্যাডামরা সব জানেন। যাঁরা ঘটা করে সেই জুলাই মাস থেকে প্রস্তুতি নিত মহান শিক্ষক দিবসের, যাঁরা বড় হয়ে স্বপ্ন দেখতো শিক্ষক হবার, কিংবা যাদের বিরাট কোহলি আর মেসির চেয়েও কাছের সুপারহিরো শিক্ষকরাই ছিলো, তাদের এতদিনের ভাব ভাবনায় আঘাত এলো মনে হয়। যে সব দিন আনা দিন খাই মানুষজনের একমাত্র ভরসার প্রতিষ্ঠান ছিল সরকারি শিক্ষা প্রতিষ্ঠানগুলো, কিছু শিক্ষিত প্রজন্ম যাঁরা বেসরকারীর চাকচিক্য কাটিয়ে এখনো উচ্চারণ করতেন "সরকারি" শিক্ষাই সঠিক শিক্ষা, কিংবা শিক্ষা ব্যবসা নয়, আর যারা নির্ভাবনায় নিজের বুকের ধনকে "শিক্ষা" নিতে পাঠাতেন এই ভেবে যে "যোগ্যরা" তাদের সন্তানদের মানুষ করবেন, তাদের বিশ্বাসে সর্বকালের জন্য এক প্রশ্ন চিহ্ন তৈরি হল। দায় কার? প্রশ্ন থাকুক।

    শিক্ষায় দুর্নীতির ইতিহাস এ দেশে নতুন নয়, পশ্চিমবঙ্গে তো নয়ই। প্রতিবার দুর্নীতির খবর জাতির পক্ষেও শোভনীয় নয়। কিন্তু সমস্যা হল প্রতিবারের দুর্নীতির থেকে সমাজ শিক্ষা না নিয়ে বরং শিক্ষাকেই আরো সুদূরপ্রসারী দুর্নীতিতে নিয়ে যাবার উদাহরন আজকাল দেখতে পাচ্ছি। স্কুল সার্ভিসে প্রায় চব্বিশ হাজার আর প্রাইমারীর ছাপান্ন হাজার অনিশ্চয়তা বুকে কাঁপুনি ধরিয়ে দেওয়ার জন্য যথেষ্ট। হাজার হাজার স্কুল বন্ধের খবর কিংবা প্রায় ছাত্র শূন্য "ছুটি" স্কুল চিন্তার বিষয় ভবিষ্যতের। শিক্ষা দপ্তরের অনেক প্রাক্তন কর্তাব্যক্তি থেকে শুরু করে মাননীয় ভূতপূর্ব মন্ত্রী পর্যন্ত বর্তমানে কারাগারে। এমনকি ওনাদের বিরুদ্ধে স্বয়ং রাজ্য সরকারের তরফ থেকেও মামলা হয়েছে যা বঙ্গের শিক্ষার ইতিহাসে বিরল। আট বছর পর তেইশ লাখ উত্তরপত্রের পুনর্মূল্যায়ন সত্যজিৎ রায়, রবীন্দ্রনাথ ঠাকুরের রাজ্যের কাছে একটা জোর থাপ্পড়।

    এর মাঝে কে যোগ্য আর কে যোগ্য নয় সে নিয়ে সোশ্যাল মিডিয়ায় এক ভয়ানক খাপ পঞ্চায়েত বসিয়েছেন নেট নাগরিকগণ। পিছিয়ে নেই বিভিন্ন রাজনৈতিক দলের মিডিয়া সেলরাও।

    চাকরি হারা দের ভবিষ্যত কি হবে, কিংবা কিভাবে ওনারা তাদের হৃত গৌরব পুনরুদ্ধার করবেন সে নিয়ে মাথা ব্যাথা ডান বাম প্রায় সব পক্ষের। শুধু বাদ থেকে যাচ্ছে ওই শিশুগুলোর অবোধ প্রশ্নের উত্তর। প্রশ্ন তাদের প্রিয় স্যার বাতিল কিনা।

    ডারউইন বলেছিলেন যোগ্যরাই সমাজে টিকে থাকার উপযুক্ত, তবেই বিবর্তন আসে। আবার সংবিধান বলছে "মেজরিটি" শেষ কথা। ভয়ের কথা ওটাই, কারন যদি মেজরিটি অযোগ্যরা ডারউইনের যোগ্যতার সূত্রে টিকে যান, তাহলে এক অন্ধকার ভবিষ্যতের দোরগোড়ায় আমরা। অতীতে বিদ্যাসাগর রামমোহনরা এই মেজরিটিকে হারিয়ে যোগ্য হয়েছিলেন, আশা বর্তমানের এই যোগ্যরাও এই অযোগ্য মেজরিটিদের হারাবেন। তত দিন অপেক্ষা।
    পুনঃপ্রকাশ সম্পর্কিত নীতিঃ এই লেখাটি ছাপা, ডিজিটাল, দৃশ্য, শ্রাব্য, বা অন্য যেকোনো মাধ্যমে আংশিক বা সম্পূর্ণ ভাবে প্রতিলিপিকরণ বা অন্যত্র প্রকাশের জন্য গুরুচণ্ডা৯র অনুমতি বাধ্যতামূলক। লেখক চাইলে অন্যত্র প্রকাশ করতে পারেন, সেক্ষেত্রে গুরুচণ্ডা৯র উল্লেখ প্রত্যাশিত।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • অসিতবরণ বিশ্বাস | 2401:4900:3fb1:aa27::a39:***:*** | ০২ মে ২০২৪ ২২:৫৩531324
  • ভালো লিখেছো আফতাব।
    এসবের পেছনে দুর্নীতিগ্রস্ত মমতা সরকার রয়েছে।
    ভোটের খেলায় তিনি অবশ্যই মেজরিটি।
     
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : guruchandali@gmail.com ।


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। বুদ্ধি করে মতামত দিন