এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • খেরোর খাতা

  • গু৯র সাথে প্রথম সাক্ষাৎ এবং …

    Samaresh Mukherjee লেখকের গ্রাহক হোন
    ১৩ সেপ্টেম্বর ২০২৩ | ৫০৬ বার পঠিত | রেটিং ৫ (১ জন)
  • গুরুচণ্ডা৯র বিশাল পাথারে দিগদর্শনের নানা উপকরণ থাকলেও আমার মতো আনাড়ী নাবিক গুরুসাগরে দিগভ্রান্ত হতে পারে। তবু কীভাবে প্রথম সেখানে গিয়ে পড়লুম সেই কথা বলি। সময়ের আড়াই বছর আগে সাড়ে পঞ্চান্ন‌য় মে ২০১৬তে কর্মজীবনে ইতি টেনে‌ছি। আমাদের একমাত্র পুত্র - মা ন‍্যাওটা ছ ফুটিয়া ধেড়ে খোকা তখন মনিপাল বিশ্ববিদ্যালয়ে প্রথম বর্ষের ব‍্যাচেলর অফ ফার্মাসিউটিক্যালস সায়েন্সের ছাত্র। স্নেহময়ী বঙ্গজননীর বক্তব্য, আমরা‌ দুজনে কলকাতা‌য় গিয়ে থেকে কী করবো। একদিন তো ও আমাদের ছেড়ে দুরে কোথাও চলেই যাবে, যতদিন সম্ভব, একসাথে থাকি। মায়ের মায়ার ওপর কথা চলে না। বাবারা মুখে সব স্বীকার করতে পারে না। তলে তলে আমার‌ও মনোবাঞ্ছা তাই। ফলে কলকাতায় নিজেদের ফ্ল্যাট তালা বন্ধ করে ২০১৬ থেকে আমরা তিনজনে মনিপালে একটি ফ্ল‍্যাট ভাড়া নিয়ে ছিলাম। 

    সে দিনটা ছিল জুন ২০১৯ - শরৎবাবুর মেজদা পর্বের ঢঙে লিখলে - সকাল থেকে অবিশ্রান্ত বৃষ্টি হচ্ছিল। তাই প্রাতভ্রমণে যাওয়া হয়নি। বিকেলে বৃষ্টি থেমেছে। ভেবেছি চা পানান্তে চার একর জমিতে গড়া বড় হাউসিং সোসাইটির পিছনে দীর্ঘ ড্রাইভ‌ওয়েতে সন্ধ্যায় হাঁটতে যাবো। বড় সুন্দর সে জায়গা। অনুচ্চ এক মালভূমি‌র মাথায় অবস্থান সবুজে ছাওয়া ছিমছাম মনিপাল বিশ্ববিদ্যালয় নগরীর। সকালে ওখানে হাঁটলে পশ্চিমে আট কিমি দূরত্বে চোখে পড়ে আরব সাগরে‌র চিকচিক। 

    সেদিন সন্ধ্যায় বৌ চা বানাচ্ছে। নিছক টাইমপাস করতে স্বগৃহের হদিশ হারানো নিশুত রাতের মাতালের মতো জালে অনির্দিষ্ট হাত পা ছুঁড়ছি। হঠাৎ হাতে ঠেকলো একটি ভাসমান বালসাকাষ্ঠ‌ - যে কাঠের ভেলায় চড়ে নর‌ওয়ের নৃতত্ত্ববিদ থর হেয়ারডেল দুঃসাহসিক 'কনটিকি' অভিযান করেছি‌লেন। এখানে সেটা ডিজিটাল সমূদ্রে ভেসে বেড়ানো একটি লেখা -  "আমাকে তুই আনলি কেন ফিরিয়ে নে" - লোকেশন গুরুচণ্ডা৯ বঙ্গোপসাগর। লেখক আমার অচেনা। জনৈক শিবাংশু (দে) - তিনি সেটি লিখেছেন জুলাই ২০১৪তে - গু৯র দৌলতে আমার তাতে চোখ পড়লো পাঁচ সাল বাদ! আহা শিবাংশু‌র সৌজন্যে গু৯র সাথে কী মোলায়েম সেই প্রথম মোলাকাত‌!! হয়ে গেল প্রথম দর্শনে প্রেম।

    এক নিশ্বাসে বললে বাড়াবাড়ি হয়ে যায়। তবে এক ঠায়ে, তিন ঘন্টা‌য়, দশ হাজার শব্দের, একুশ পর্বের সেই লেখাটা শেষ করে বেশ কিছুক্ষণ থম মেরে বসেছিলাম - ভালো লাগার মুগ্ধতার আবেশে। দ্রুত পাঠকের হয়তো ওটা পড়তে দেড় ঘন্টা লাগতো। আমি ধীর পাঠক। তাছাড়া অমন লেখা দুদ্দাড়িয়ে 'গরম কুত্তা' গোছের দ্রুত‌খাদ‍্য গলাদ্ধকরণের মতো হুড়মুড়িয়ে পড়া যায় না।  ঢিমে আঁচে রাঁধা শাহী বিরিয়ানী‌র মতো ধীরে সুস্থে তারিয়ে তারিয়ে উপভোগ করতে হয় ওসবের স্বাদ। সান্ধ্য পদচারণা মাথায় উঠেছিল সেদিন। এমনই সে লেখা‌র টান। পত্রপাঠ করে নিলাম শিবাংশুকে আমার প্রিয় লেখক। পরে টুকুস টুকুস করে খেয়েছি ওনার পেশ করা আরো কিছু সুখাদ‍্য। ভালো জিনিস তাড়াতাড়ি শেষ করতে নেই - তাতে মন খারাপ হয়।

    শিবাংশুবাবুর (এযাবৎ) অন্তিম পোষ্ট ২০শে মার্চ ২০২১এ - "স্বপনে তাহারে"। সেই লেখা‌র সূত্রে আমি লিখেছি‌লাম একটি স্মৃতিকাহিনী - যার কেন্দ্রীয় চরিত্রে ছিলেন হাওড়ার বিখ্যাত বিবেকানন্দ ইনস্টিটিউশনের স্বনামধন্য বাংলা শিক্ষক - শ্রদ্ধেয় শ্রী বামনদেব চক্রবর্তী মহাশয়। তাঁর ব‍্যাকরণ ব‌ই আজ‌ও কলেজ স্ট্রীটে বিক্রি হয়। সে লেখায় দুটি মুখ‍্য পার্শ্বচরিত্র ছিল আমার দুই যৌবন‌কালের বন্ধু। পরে সেটা এখানে শেয়ার করবো। 

    তখন থেকে মাঝে মাঝে গু৯র হাটে ঢুঁ মেরে মনে হয়েছে গু৯র গুনমান বেশ উচ্চমানের। ২০২১এর  মে মাসের শেষে এক বন্ধু পাঠালো অমর মিত্রর 'পেনসিলে লেখা জীবন'-এর ২২তম পর্বটি। সেটা‌ও ১ থেকে ২২ পর্ব পড়ে গেলাম লাগাতর - বেশ বড় লেখা। কিছু জায়গা বারবার পড়তে হয়, নেটে সংশ্লিষ্ট আরো কিছু ঘাঁটতে হয়। পাঠকের মতামত পড়তে হয়‍। তাই আমার পড়তে সময় লাগে। সে লেখাটি পরবর্তী পর্বেই শেষ হয়ে গেল। 

    নিজে খুঁজে পড়েছি রঞ্জন রায়ে‌র "হারানো কলকাতার গল্প" - আহাহাহাহা… দারুণ রসময়, সাবলীল সে লেখা (যেমন তপন রায়চৌধুরীর বাঙালনামা), নানা অজানা তথ‍্যে সমৃদ্ধ  (অথচ তথ‍্য ভারাক্রান্ত নয়)। 

    হীরেন সিংহরায়ের "দুরে কোথায়" লেখাটার ভালো লাগার অভিঘাত অন‍্য রকমের কারণ প্রেক্ষিতটা মর্বিড। রাশিয়া ইউক্রেন ওয়ার এবং তজ্জনিত কারণে রাজায় রাজায় যুদ্ধের ফলে বহু উলুখাগড়ার দুর্ভোগের মানবিক দলিল, প্রেক্ষাপটের আখ‍্যান। তবু সে লেখায় রাসটন লজের দিন গোছের নস্টালজিক পর্বের পাঠ অভিজ্ঞতার রেশ স্মৃতি‌তে রয়ে যাবে বহু‌দিন। 
    সুকান্ত ঘোষের ঊর্বরমস্তিস্ক প্রসূত "চেনা মানুষ অজানা কথা" পড়লে ফুরফুরে হয়ে যায় মন। 

    এক গুরু সৈকত বন্দোপাধ্যায় মূলতঃ সাম্প্রতিক, সাম্প্রদায়িক (মানে তার কুপ্রভাব) বা রাজনৈতিক প্রেক্ষিতে লেখেন। তার লেখা বুদ্ধি‌দীপ্ত শ্লেষোক্তি‌তে ভরপুর। ফলে বিতর্ক‌ও হয় প্রচুর। কখনো তেরো হাত বিচীর মতো লেখা‌র শেষে পাঠকের তর্কবিতর্ক ছাড়িয়ে যায় চব্বিশ হাত।

    পাদপ্রদীপের আড়ালে থাকা কিছু গুরুদা বা গুরুদিদিমণির আগ্ৰহে অমর মিত্র বা মলয় রায়চৌধুরীর মতো মানুষের লেখা গু৯তে দেখতে পাওয়া আমাদের সৌভাগ্যের বিষয়, তাদের প্রশংশনীয় উদ‍্যোগ। লিটল ম‍্যাগাজিনে প্রকাশিত তাঁদের কিছু লেখা হয়তো হারিয়ে গেছে। মলয়বাবুর উদ‍্যম অতুলনীয়। সম্ভবত ২০১৩তে পাই দিদিমণি তাঁকে এখানে আনতে তখন থেকে লাগাতর লেখা পোষ্ট করেছেন। চাইবাসা পর্বের কিছু‌টা আভাস পেয়েছি শিবাংশুর লেখা‌য়, সন্দীপনের 'জঙ্গলে‌র দিনরাত্রি'-তে পেয়েছি কিছুটা। কিন্তু এখানে পেলাম নানা অজানা অকপট আখ্যা‌ন। মলয়বাবু‌র ছোটোলোকের ছেলেবেলা‌তেও জানলাম অনেক কিছু।  সার্ভার ক্র‍্যাশ না হলে এগুলি থেকে যাবে। ঈশ্বর করুন তা যেন না হয়। 

    কয়েকটি নাম কেবল উদাহরণ হিসেবে উল্লেখ করলাম। যেগুলি আমার মতো অলস পাঠক চোখে পড়তে তারিয়ে চেখেছে। অতিশয় পাঠতৃপ্তি পেয়েছে। গু৯তে প্রকাশিত আরো অনেকে রয়ে গেলেন আমার আঙুলে অনুল্লেখিত। অবশ‍্য আমার মতো কোনো ম‍্যাঙ্গো-পাঠকের উল্লেখ বা অনুল্লেখে ঋদ্ধ লেখকের কিছু এসে না।

    সেই জুন ২০১৯এ শিবাংশুবাবুকে বা পরে আরো যাদের লেখা পড়ে ভালো লেগেছে, এই ফোরামে পাঠক হিসেবে আমার ভালো লাগা ব‍্যক্ত করতে পারি নি। এখন করলাম। 
    পুনঃপ্রকাশ সম্পর্কিত নীতিঃ এই লেখাটি ছাপা, ডিজিটাল, দৃশ্য, শ্রাব্য, বা অন্য যেকোনো মাধ্যমে আংশিক বা সম্পূর্ণ ভাবে প্রতিলিপিকরণ বা অন্যত্র প্রকাশের জন্য গুরুচণ্ডা৯র অনুমতি বাধ্যতামূলক। লেখক চাইলে অন্যত্র প্রকাশ করতে পারেন, সেক্ষেত্রে গুরুচণ্ডা৯র উল্লেখ প্রত্যাশিত।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • r2h | 208.127.***.*** | ১৩ সেপ্টেম্বর ২০২৩ ২১:৫৯523666
  • খুব ভালো লাগলো।
    আমাকে তুই আনি কেন...র লিংকটা থাকুকঃ https://www.guruchandali.com/comment.php?topic=15215
  • Eman Bhasha | ১৪ সেপ্টেম্বর ২০২৩ ০৬:৪২523677
  • ধন্যবাদ r2h
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : guruchandali@gmail.com ।


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। যা মনে চায় মতামত দিন