এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • খেরোর খাতা

  • শ্রী শ্রী সুরেশ চন্দ্র দে দ্বারা লিখিত ‘মনের কথা’র পাতাগুলি থেকে – ২

    Supriya Debroy লেখকের গ্রাহক হোন
    ০৮ জানুয়ারি ২০২৩ | ৫২১ বার পঠিত
  • পাতা ৩৮, তারিখ – ০৪.৯.২০১৩  
    ১) এই দিন চলিয়া যাইবে, ক্ষণকাল পরে রবে মাত্র কর্মফল চিরদিন তরে। এই দিনটা আর আসবে না।
    মানুষ তার জীবনে যত দুঃখ কষ্ট পায় সব তার নিজের কর্মফলের জন্য। সাধুসঙ্গ করলে তার কর্মফল নিশ্চয়ই ভালো হবে নতুবা অসৎসঙ্গ করলে তাকে ভুগতেই হবে। যারা সৎসঙ্গ করেন ভগবান তাদের দুঃখকষ্ট দিয়ে ঠিক নিজের মতো করেন।
    ২) এক ভক্ত ঘাস কাটতে কাটতে কাস্তের দ্বারা তার হাত কেটে রক্ত বের হয়। ভক্তটি ভাবলেন নিশ্চয়ই উনি এমন কোনও অপরাধ করেছেন যার জন্য রক্তপাত হল। তিনি গুরুর কাছে যান। গুরু বলেন এই ঘাসে কিছুক্ষণ আগে এক বিষধর সাপ ছিল। সেই সাপের হাত থেকে রক্ষা করার জন্য হাতের এই রূপ। ঠাকুর ভক্তকে অল্প আঘাত দিয়ে রক্ষা করেন।
    ৩) ভগবানের প্রকাশ ভক্তের কাছে। ভক্ত যদি তার গুণগান না করেন তবে তা প্রকাশিত হয় না। যেমন একদলা সোনা যদি সিন্দুকে রাখা হয় তার কোনও দাম থাকে না। কিন্তু যদি সেটা স্যাকরার মাধ্যমে গয়না করে ব্যবহৃত হয়, তবেই তার প্রকাশ এবং মুল্যায়ন করা যায় ।
    ৪) ঈশ্বরের নিকট প্রার্থনা করলে তিনি প্রার্থীর প্রার্থনা পূর্ণ করেন সত্য, কিন্তু পরমার্থ প্রদান করেন না। এইজন্য আবার প্রাণী রূপে জন্মগ্রহণ করতে হয়। কিন্তু নিষ্কাম ভক্তরা প্রার্থনা না করলেও ভগবান তাহাদিগকে সর্ব প্রকার পদ পল্লব প্রদান করেন।
    ৫) টিকটিকি ভাবছে আমি যদি ছাদটাকে support না দিতাম তবে ওটা পড়েই যেত। কিন্তু টিকটিকি এটা ভাবছে না যে ছাদটা আছে বলেই সে খেয়ে দেয়ে বিচরণ করে বেঁচে আছে। মানুষও তাই ভাবছে, আমিই সবকিছু করছি। কিন্তু আসলে তাঁর কৃপা ছাড়া কিছুই সম্ভব নয়।
    ৬) এক ফকির এক ধনী মোল্লার ১০ তলার নীচ থেকে ডেকে বলছে, মোল্লা সাহেব আপনি একটু নীচে আসুন। তারপর বলে, আমাকে কয়েকটা টাকা দেবেন। মোল্লা বলেন, এটা তো তুমি নীচ থেকেই বলতে পারতে। ফকির বলে, যদি আপনি না দেন তবে আপনার prestige যাবে তাই ডেকে আনালাম। মোল্লা বলেন, আচ্ছা ওপরে আয়, তারপর বলছি। তারপরে বলেন, তোকে একটা টাকাও দেব না। ফকির বলে, এটা তো আপনি নীচেই বলতে পারতেন। মোল্লা বলেন, পারতাম – কিন্তু তাতে তোর prestige যাবে তাই বলিনি।
    অর্থাৎ ফকিরের কথা ১০ তলা পর্যন্ত পৌঁছুতে না পারে, আবার মোল্লা সাহেবের কথাও ১০ তলা থেকে ভালোভাবে শোনা নাও যেতে পারে। ফকির যদি ৩ তলা পর্যন্ত উঠত, আর মোল্লা সাহেব যদি ৫ তলায় নামতেন – তবে উভয়ের কথা শোনা যেত। তাই ভক্ত যদি উপরের দিকে ওঠার চেষ্টা করেন ঈশ্বরও ভক্তের জন্য নীচে নামেন।
    ৭) ইংরেজিতে একটা শব্দ আছে – G.O.D
    G – Generator, সৃষ্টি, O – Operator, স্থিতি, D – Destroyer, প্রলয়।
    তেমনই একটি শব্দ – SMART
    S – Sun, সূর্য ছাড়া আমরা বাঁচতে পারব না, এবং গরীব, ধনী সকলকে সূর্য আলো বিকিরণ করে।
    M – Moon, সূর্যের আলোতে চন্দ্র আলোকিত।
    A -Ant, পিঁপড়ে সারিবদ্ধ ভাবে একটা করে খাবার যোগার করে রাখে অসময়ের জন্য।  
    R – River, সম্পর্কের জীবনটা নদীর মতো। কত পাহাড় পর্বত পেরিয়ে সম্পর্কে মিলিত হয়।
    T – Tree, গাছের oxygen ব্যতিত সমগ্র প্রাণীকুল বিলীন হয়ে যেত।
    ঈশ্বর আমাদের সকলকে SMART হওয়ার পরামর্শ দেন। যাতে আমরা কোন না কোন ভাবে এই জগতকুলের কাউকে না কাউকে সাহায্য করতে পারি।
    ৮) বানর সর্বদা চঞ্চল থাকে। যদি মাদকদ্রব্য খাওয়ানো হয় তবে আরও চঞ্চল হয়ে ওঠে। যদি ভূতে পায় অর্থাৎ মায়াভূত তবে সাংসারিক জীবনে আবদ্ধ হয়ে পড়ে।
    যেমন জাতার দ্বারা চাল, শস্য গুঁড়ো করা হয় একটি দণ্ড দিয়ে জাতা ঘোরানো হয়। যেখানে দণ্ড থাকে সেখানে কয়েকটা দানা গুঁড়ো হয় না। তাই গুরুর সান্নিধ্যে থাকলে তার দেহে আঁচড় লাগে না।
    ৯) যে যথা মাং প্রপদ্যন্তে তাংস্তথৈব ভজাম্যহম।  মম বর্ত্মানুবর্ত্মন্তে মনুষ্য পার্থ সর্বশঃ। অর্থাৎ যে যেভাবে আমার উপাসনা করে,আমি সেভাবেই তাকে কৃপা করি। মনুষ্যগণ সর্বপ্রকারে আমারই উপাসনা করছে।
    যারা ভক্তি বিশ্বাস নিয়ে আমাকে ডাকে - আপদে বিপদে আমার উপরই নির্ভর করে, তাদের আর্ত ক্রন্দনে আমার অন্তঃকরণ আদ্র হয়। শ্রীকৃষ্ণ বলেছেন যে তিনি নিত্য, তার কোনও বিনাশ নেই। প্রয়োজনে তিনি আবার আবির্ভূত হবেন মানব কল্যানে।

     
    পুনঃপ্রকাশ সম্পর্কিত নীতিঃ এই লেখাটি ছাপা, ডিজিটাল, দৃশ্য, শ্রাব্য, বা অন্য যেকোনো মাধ্যমে আংশিক বা সম্পূর্ণ ভাবে প্রতিলিপিকরণ বা অন্যত্র প্রকাশের জন্য গুরুচণ্ডা৯র অনুমতি বাধ্যতামূলক। লেখক চাইলে অন্যত্র প্রকাশ করতে পারেন, সেক্ষেত্রে গুরুচণ্ডা৯র উল্লেখ প্রত্যাশিত।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : guruchandali@gmail.com ।


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। আলোচনা করতে মতামত দিন