ইদানিং ধর্ম শিক্ষা দিতে ব্যস্ত জরাসন্ধ আর শিশুপাল কালীয় নাগের চাষ সাফল্যের সঙ্গে করে সমাজের বুকে কেটে খাল।
হিংস্র বিষে জরজর হতে থাকে ইন্দ্রপ্রস্থ , বিষে জ্বলে যমুনার জল
দ্রৌপদীর বস্ত্র টানে দুঃশাসন, কর্ণের অশ্লীল হাসি আজও চলতে থাকে খল খল!
"মুক্তি চাই "! এই রবে মুখরিত হিমালয় থেকে নিম্নে ভারত সাগর ,
নির্লজ্জ কৌরব তবু হিংস্র ক্রোধে উন্মাদ গরগর!
বাসুদেব নিরুদ্দেশ, দ্বারকাই ভূলুন্ঠিত ধর্মোন্মাদ অসদ শাসনে,
সংখ্যা গর্বে মদমত্ত অক্টোপাস যেন এক,জড়িয়ে ধরেছে দেশ বিষাক্ত বাঁধনে।
থার্ড রাইখও পেয়েছিল ভূতগ্রস্ত জার্মানির নেশাসক্ত উগ্র সমর্থন ,
সর্বনাশা নাৎসি প্ল্যান আউশভিৎজ, ট্রেবলিঙ্কা, ডাচাউ এ রেখে গেছে ভয়াবহ সেই নিদর্শন!
কনসেনট্রেশন ক্যাম্পে অগণিত লাশের পাহাড়ে,
শুনতে পাও কি তুমি সেই হাহাকার?
স্বদেশ সমাজ কাটে বিভেদের কর্কশ করাত
কৃষকের পথে কাঁটা বিছিয়েছে সেই কালো হাত।
এখনও সময় আছে জেগে ওঠো দেশবাসী, হাইজ্যাক দিওনা হতে দেশ,
বিবেক দিওনা রেখে বন্ধক, হৃদয়ে তোমার যদি কিছুমাত্র থেকে থাকে ন্যায় নীতি সাম্যের রেশ!
পুনঃপ্রকাশ সম্পর্কিত নীতিঃ এই লেখাটি ছাপা, ডিজিটাল, দৃশ্য, শ্রাব্য, বা অন্য যেকোনো মাধ্যমে আংশিক বা সম্পূর্ণ ভাবে প্রতিলিপিকরণ বা অন্যত্র প্রকাশের জন্য গুরুচণ্ডা৯র অনুমতি বাধ্যতামূলক। লেখক চাইলে অন্যত্র প্রকাশ করতে পারেন, সেক্ষেত্রে গুরুচণ্ডা৯র উল্লেখ প্রত্যাশিত।