এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • খেরোর খাতা

  • ভালোবাসার সংজ্ঞা

    Surajit Das লেখকের গ্রাহক হোন
    ২৯ এপ্রিল ২০২২ | ৪২৫ বার পঠিত
  • মাস্টারমশাই,ক্লাশ করাচ্ছেন জানি তবু একটু বিরক্ত করতে আসলাম।
    প্রত্তুত্বরে মৃত্যুঞ্জয় দুটো চেয়ার এগিয়ে দিয়ে বললে,
    -কি যে বলেন মাস্টারমশাই,আগে বসুন।আপনারা আমার থেকে অনেক বেশি  সম্মানের,আমার সঙ্গে দেখা করতে এসেছেন এ আমার পরম সৌভাগ্য।

    মৃত্যুঞ্জয় তখন স্কুলে সবে বাংলা ক্লাশ টা শেষ করে,ইংরেজি ক্লাশ টায় হাত দিয়েছে।
    ক্লাশের উৎসুক কৌতহলি দৃষ্টি,ওদের মৃত্যুঞ্জয় স্যারের দিকে।
    মৃত্যুঞ্জয় ওদের চেহারা দেখে সেটা খুব ভালো মতোন বুঝতে পারছে,তাই ওদের কৌতহল নিবারনের জন্য ওদের উদ্দেশ্যে বললো
    - এই এনারা দুজন মাস্টারমশাই।আমার সঙ্গে একটু কথা বলতে এসেছে।তাই আমি একটু কথা বলেনি ওনাদের সঙ্গে ,তার পর তোদের ক্লাশ করাচ্ছি।ততক্ষন একদম দুষ্টুমি করিস না,কেমন।
    খুব তারাতারি কথা শেষ করে মাস্টারমশাইরা উঠার আগে বললেন 
    -ঠিক আছে মৃত্যুঞ্জয় বাবু,আপনার ফোন নম্বর টা তো নিয়ে নিলাম।বাকি কথা টা ফোনেই বলবো,আপনি ক্লাশ করান।
    -ঠিক আছে মাস্টারমশাই,আসুন তবে।আবার আসবেন।প্রত্তুত্বরে মৃত্যুঞ্জয় বললো।

    -নে এবার তোরা ইংরেজি পড়াটা বেড় কর,ক্লাশের উদ্দেশ্যে বললো মৃত্যুঞ্জয়।
    স্যার,অনন্যা কাঁদছে।গোটা ক্লাশ একসঙ্গে বলে উঠলো।
    -তোদের জ্বালায় আর পারি না। আবার কি করলি!দশ টা মিনিট তো হবে।দশ টা মিনিট ও সুস্থ থাকতে পারিস না!
    অনন্যা তুই কাঁদছিস কেনো?কি হয়েছে বাবা!কে মারলো তোকে?
    এই কে মেরেছে রে ওকে?
    -গোটা ক্লাশ একসাথে বলে উঠলো,না স্যার কেউ ওকে মারে নি।
    -তবে,কাঁদছে কেনো? এই অনন্যা কি হয়েছে বল,কাদছিস কেনো?
    এবার অনন্যা যেনো আরো জোড়ে ফুপিয়ে ফুপিয়ে  কাঁদতে কাঁদতে বললো
    -তুমি আমাদের ছেড়ে যাবা না স্যার।
    -এই কোথায় যাবো! আমি তো আছি তোদের সাথে। তোর এমন মনে হল কেনো?
    -ওই যে ওই স্যার দুটো এসেছিলো,তোমার অন্য স্কুলে চলে যাওয়ার কথা বলছিলো।
    -আরে পাগল,আমার অন্য স্কুলে যাওয়ার কথা হয় নি।অন্য কথা হচ্ছিলো।আর যদি অন্য স্কুলে চলেও যাই,তোদের অসুবিধা হবে না।আমার বদলে দেখবি আমার থেকেও  একজন ভালো স্যার আসবে।আমার থেকে বেশি তোদের আদর করবে,ভালোবাসবে।আর  ছেড়ে যাওয়ার কথা যে বলছিস,দুবছর পর তোরাই তো সব হাইস্কুলে ভর্তি হবি।তখন তো এই স্যার কে ছেড়ে চলে যাবি,তখন!
    এবার সব গুলো কন্ঠ একসাথে বলতে লাগলো,না স্যার তুমি আমাদের ছেড়ে অন্য স্কুলে যাবে না।তুমি চলে গেলে আমরাও চলে যাবো অন্য স্কুলে।
    ওদের কথা শুনে মৃত্যুঞ্জয়ের গলা ভেঙে আসছে।নিজেকে সামলে নিয়ে হাসতে হাসতে বললো
    -আরে পাগল রা সব,তোরা কোথায় যাবি!
    -স্যার,তুমি আমাদের ছেড়ে চলে গেলে,আমরাও চলে যাবো।আর হাই স্কুলে যখন ভর্তি হবো,তোমাকেও ওই স্কুলে সঙ্গে নিয়ো যাবো।
    -অনেক কিছু লুকতে হবে তাই মৃত্যুঞ্জয় অট্টহাস্য দিয়ে বলে উঠলো,
    -পাগল সব,তোরা হাই স্কুলে ভর্তি হলে কি আমিও তোদের সঙ্গে ভর্তি হবো! 
    বুড়ো ছাত্র স্কুলে ভর্তি নেবে না।আর আমি প্রাইমারি স্কুলের স্যার,হাই স্কুলে তো পড়াতে পারবো না।তখন!
    আমি কোথায় এখন যাচ্ছি না রে,তোদের সঙ্গেই আছি।অনন্যা এবার কান্না থামা বাবা না হলে এবার আমি ও কিন্তু তোর সঙ্গে ভ্যাঁ ভ্যাঁ করে কাঁদতে লাগবো বলছি।
    গোটা ক্লাশ হো হো করে হেসে উঠলো।
    এর মধ্যেই ঢং ঢং করে টিফিনের ঘন্টা পরলো।
    এবার মৃত্যুঞ্জয় হাসতে হাসতে বললো
    -এই যা টিফিনের ঘন্টা পরে গেলো তো,অনন্যা টা এতো ভ্যাঁ ভ্যাঁ করে কাঁদলে কি হয়! ঠিক আছে তোরা সব মিড ডে মিল খেয়ে নে,টিফিনের পর বাকি ক্লাশ গুলো হবে,কেমন।আস্তে আস্তে সব ক্লাশ থেকে বাইরে যাবি।
    এই বলে মৃত্যুঞ্জয় বাকি স্টাফদের মতো স্টাফ রুমে গিয়ে বসলো।
    স্টাফরুমে বসেই দু মিনিটের একটা ন্যাপ নিয়ে নেয় মৃত্যুঞ্জয়।তার পর সব ঠিক হয়ে যায়।প্রতিদিনের অভ্যেস।
    চোখ টা খুলতেই লক্ষ্য করে,অনন্যা দেবায়ন আর চার পাঁচ জন মিড ডে মিলের ঘরে না গিয়ে বাইরে স্টাফ রুমের দরজার কাছে ঘুর ঘুর করছে।
    মৃত্যুঞ্জয় দরজার দিকে মুখ টা বের করে ডাকতে থাকে,
    - এই অনন্যা এদিকে শোন।
    অনন্যার সাথে আর একদল গেটের মুখে ছুটে আসে।
    এবার ওদের উদ্দেশ্যে মৃত্যুঞ্জয় বলে,
    -কি হয়েছে বাবা,তোরা মিড ডে মিল খেতে যাস নি! কি হয়েছে? কিছু বলবি?
    ওদের গতিপ্রকৃতি দেখে মৃত্যুঞ্জয় কিছু টা আচ করতে পারছিলো,ওরা কি বলতে চায়।কিন্তু তখন তো ভরা ক্লাশ রুমে বাচ্চাদের সামনে অট্টহাস্য দিয়ে নিজেকে সামলে নিয়েছে।কিন্তু এখানে তো সব বড় রা।তেমন যদি কিছু হয়,সবার সামনে নিজেকে সামলাবে কি ভাবে? মৃত্যুঞ্জয়ের ভয় টা কে সত্যি করে অনন্যা বলে উঠল,
    -তুমি আমাদের ছেড়ে চলে যাবা না তো,স্যার?
    মৃত্যুঞ্জয়ের গলা ভারি হয়ে আসছে,চোখের কিছু একটা পরেছে হয় তো।নিজেকে সামলে নিয়ে বললে,
    -তোদের কে বলেছে,আমি তোদের ছেড়ে চলে যাচ্ছি! আমি কোথাও যাচ্ছি না রে।যা এখন মিড ডে মিল টা খেয়ে নে।
    পুনঃপ্রকাশ সম্পর্কিত নীতিঃ এই লেখাটি ছাপা, ডিজিটাল, দৃশ্য, শ্রাব্য, বা অন্য যেকোনো মাধ্যমে আংশিক বা সম্পূর্ণ ভাবে প্রতিলিপিকরণ বা অন্যত্র প্রকাশের জন্য গুরুচণ্ডা৯র অনুমতি বাধ্যতামূলক। লেখক চাইলে অন্যত্র প্রকাশ করতে পারেন, সেক্ষেত্রে গুরুচণ্ডা৯র উল্লেখ প্রত্যাশিত।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : guruchandali@gmail.com ।


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। আলোচনা করতে মতামত দিন