এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • খেরোর খাতা

  • হজম 

    Subhankar Sengupta লেখকের গ্রাহক হোন
    ১২ এপ্রিল ২০২২ | ৬১৫ বার পঠিত
  • প্রতিবাদ, এক বুক কিলবিল করা পোকা, যা কুরে কুরে খায় আর বলে শিরদাঁড়া সোজা করে দাঁড়া।
    সে কি অত সহজ! 
    কত বছরের কত নরম বুটের ঠোক্কর, পৈতের পোঙা, আর শ্রেণী আধিপত্য, প্যারালাইস করে দিয়েছে অনুভূতির সূক্ষ্ম কোণগুলো। সেগুলো ঝাড়পোঁছ করে চকচকে করে তুলতে বড়ই খাটনি। তার থেকে ভালো ভেসে চলা। আজ রোহিত তো কাল আনিস, পরশু কৃষক মোর্চা তো পরদিন দেউচা, কখনো গৌরী লঙ্কেশ বা স্ট্যান স্বামী, আবার কখনো চেতনাহীন রাজনৈতিক উন্মাদনা। মোদ্দা কথা খবর রাখতে হবে। এখানেই জিতে যায় ডিজিটাল প্রযুক্তি আর কর্পোরেট। মানুষকে ডিভাইস বন্দী করে ফেলতে পারা গেছে। আগে মানুষ যেত পণ্যের কাছে, খবরের কাছে। ওসব এখন অতীত। এখন সে থাকে তার অনলাইন ওয়্যারহাউসে , যেখানে নিয়ম করে রুচিমাফিক পৌঁছে যায় ব্যক্তিগতকৃত খবর আর পণ্য। সেই ছড়িয়ে দেওয়া এঁটোকাটা নিয়ে আপ্লুত আমরা ঠ্যাং বাড়িয়ে কখনো পুরুলিয়া, একটু হিমাচল, অথবা কাশ্মীর ঘুরে পড়ি। তারপর ফিরে এসে, আগুনের গন্ধে শিক কাবাব সেঁকার ফাঁকে, বগটুই কেনো হলো বলে শিউরে উঠি, মোবাইলের আলোয় মুখ লুকিয়ে চলে খ্যামটা নাচানাচি। তখন, হ্যাঁ এক্কেবারে তখনই ওই স্যাঁতস্যাতে মাথাগুলো,  কালোপানা শরীরে গুঁজে ধরে চেঁচাতে হয়, সালা এ আগুন তোর চুপ করে থাকার আগুন, এ আগুনের মালিকানা তোর, এ পোড়া মাংসের গন্ধ তোর। এ আগুন জলে নিভিয়ে অনায়াসে মুভ অন করে যাওয়ার ঘেন্না তোর।
    কয়লাখনি হলে বা না হলে কি হয় বা হতে পারে, তা নিয়ে তাল ঠোকাঠুকি হয়। সেই ফাঁকে ধ্বসে যায় হরিশপুরের গ্রাম, ঝরে পড়ে ঝরিয়ার প্রাণ, বন্ধ হয়ে যায় সুন্দরপাহারির ফুসফুস, জারি হয়ে যায় তিলাবনি পাহাড়ের মৃত্যু ঘণ্টা। দিদি মোদীর ভাষণে যখন মোহিত হয়ে দু নয়নে ঝড়ে প্রেমধারা, তখনই শুকিয়ে যেতে থাকে জলঙ্গী,চরিয়াল খাল। দাঙ্গার তাল ঠোকে ভাটপাড়া, বারাসাত, দিল্লি। খুন করে ফেলা হয় গঙ্গার কল্যাণকামী নিগমানন্দ কে।
    কাল যারা শিল্পবিরোধী, আজ তারা শিল্পী। আজ যারা প্রতিবাদী, কাল তারা সরকারি। মধ্যস্থতার স্থূল আনন্দে মাতে গণমাধ্যম। ক্ষমতা বেড়ে ওঠে ছবির, যে কোনো ছবির। কোনো ছবি আগুন জ্বালায়, কোনো ছবি মলম লাগায়, কোনো ছবি দালালি করে, কোনো ছবি পড়ে থাকে আস্তাকুঁড়ে। আবার সেই আস্তাকুঁড় থেকে উঠে এসে বরমাল্য পড়ে নেয় পুঁজিবাদী ক্ষমতার হাত থেকে। সেই ভাঙচুর সময়ে জেলে পড়ে থাকে উমর খালিদ। শহুরে পিচে আবছা হয়ে যেতে থাকে তিলকা মাঝি, বাস্কি বাবার কথা। । গুনগুন করে আঁচ ওঠে উলগুলানের। সেই আগুনে শরীর সেঁকে নিজেকে চাঙ্গা করতে হয়, নড়বড়ে আঙ্গুল উঁচিয়ে জিজ্ঞাসা ছুঁড়ে দিতে হয়,  "এ জল জঙ্গল জমিনের মালিকানা তোরে কে দিল রে সরকার?"
    সরকারি দেওয়াল জুড়ে শুয়ে থাকে বিরসা , সিদো কানহুর রাজনৈতিক শরীর,  জাহির করে ক্ষমতাশালীর ঔদ্ধত্য। কিন্তু তাদের মন বিলানো আছে জল জঙ্গল, মাটির কাছে। সেই মাটির নির্যাস পা থেকে মাথায় ছড়ায় , আর হাঁকরে ওঠে, আবোয়া দিশৌমরে, আবোয়া রাজ।
    তারপর!! এত ভায়োলেন্স ভালো না বলে সিরিয়াল খুলে শান্ত হয়ে বসে কলকাতা, তার সন্তানের মুখের দিকে তাকিয়ে যেনো বলে, দেখেছো তো কত ভালো জন্ম দিয়েছি তোমায়! মান রেখো তার। দালালি করো কর্পোরেটের।
    পুনঃপ্রকাশ সম্পর্কিত নীতিঃ এই লেখাটি ছাপা, ডিজিটাল, দৃশ্য, শ্রাব্য, বা অন্য যেকোনো মাধ্যমে আংশিক বা সম্পূর্ণ ভাবে প্রতিলিপিকরণ বা অন্যত্র প্রকাশের জন্য গুরুচণ্ডা৯র অনুমতি বাধ্যতামূলক। লেখক চাইলে অন্যত্র প্রকাশ করতে পারেন, সেক্ষেত্রে গুরুচণ্ডা৯র উল্লেখ প্রত্যাশিত।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : guruchandali@gmail.com ।


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। ভেবেচিন্তে মতামত দিন