সিএস, ধন্যবাদ। আমি ঠিক আছি। নো প্রবলেম। তিনটে এগজিট পোল ইণ্ডিয়া টিভির (রজত শর্মা, অন্যতম গোদী) গ্রাউন্ড জিরো, দেশবন্ধু এবং সাউথের আত্মশক্তি প্রায় আমার ফোরকাস্টের মতই রেজাল্ট দেখাচ্ছে। অর্থাৎ সপা গাঠ বন্ধন ২২০-২৩০, বিজেপি ১৫০-১৬০ বা ১৮০।
আসলে এখানে যারা উত্তেজিত হচ্ছেন তাঁরা ভুলে যাচ্ছেন স্ট্যাটিসটিক্স বেসড ফোরকাস্ট কোন জ্যোতিষীর ভবিষ্যদবাণী নয়। ইউপিতে কয়েক কোটি ভোটার ভোট দিয়েছেন। তাঁদের থেকে কিছু সিলেক্টেড পোলিং স্টেশনে সিলেক্টেড ভোটারের কাছে প্রশ্ন করা হয়েছে। ভেরি স্মল স্যাম্পল। এছাড়া রয়েছে কার কি স্যামপ্লিং ডিজাইন? পপুলেশন কতটা হোমোজিনিয়াস? তাছাড়া সার্ভেয়র দের নিজস্ব বায়াস রয়েছে। আমি এখনও মনে করছি ওই তিনটে এগজিট পোল আর আমার ঠিক হওয়ার চান্স বেশি। ০'৫ এর বদলে ০.৮।
তবে আমি কোন সেফালোজিস্ট বা পোলস্টার নই, নিতান্তই হরিদাস পাল। ১০ তারিখ রেজাল্ট যাই হোক, আমি যা ছিলাম তাই থাকব।
কেউ কি খেয়াল করেছেন যে ২০১৯শে এইসব এগজিট পোল আপের পরাজয় দেখাচ্ছিল। কারণ মাত্র কয়েক মাস আগে পার্লামেন্ট নির্বাচনে দিল্লির সাতটা সিটই বিজেপি জিতেছিল। আপ ছিল০।
অথবা গত বঙ্গের নির্বাচনে মাত্র সি-ভোটার দেখাচ্ছিল তিনো জিতবে, বিজেপি হারবে। কিন্তু ১০০র কম সিট পাবে এটা কেউ বলতে পারেনি। তাতে তাদের ক্রেডিবিলিটি কিছু কমে নি তো?
পাঁচটা রাজ্যে ভোট হচ্ছে। আমার প্রেডিকশন আগেই দিয়েছিলামঃ উত্তরাখন্ডে কং, পাঞ্জাবে আপ, কঙ্গের চান্স কম। গোয়াতে গায়ে গায়ে, কং সামান্য বেশি পেলেও অন্যবারের মত বিজেপি সরকার বানাবে। মণিপুরে বিজেপি ক্লিয়ার মেজরিটি। এবার বাকি চারটেতে সমস্ত এগজিট পোল দেখুন। আমার সঙ্গে একদম মিলে যাচ্ছে।
আবার বলছি, এসব কথা মায় গালাগাল সব ১০ তারিখ দুপুরের পর হলেই ভাল। এখনও জনতার রায় এভিএম মেশিনে বন্ধ রয়েছে। যদিও কাল রাতে পুরো ভোট দেওয়া মেশিন নিয়ে পালাতে গিয়ে বিজেপি সমর্থক ধরা পড়েছে এবং যোগীজির সেন্টারে গুজরাতের পুলিশ এসেছে। ভিডিও দেখাচ্ছে ও বলছে -- আয়েগী তো যোগী হী।
অযোধ্যার ডিএম পান্ডেজি অফিসের রঙ গেরুয়া থেকে পালটে সবুজ করে ফের গাল খেয়ে লাল রঙ করে মেমো পেয়েছেন।