আমি তুমিহীনায় জ্বলে অঙ্গার হয়ে যাই ;
তোমাকে সে অঙ্গার কিংবা ধোঁয়া দেখতে দেই না,
আমার নিঃশ্বাসে গরম লু হাওয়াও টের পেতে দেই না ।
আমি তুমিহীনায় চোখের জলে বুক ভাসাই ;
তোমাকে তা দেখতে দেই না কিংবা কাছেও ঘেষি না,
আমার যা ভাসার তাতে তোমাকেও ভাসাই না ।
আমি তুমিহীনায় প্রত্যেক প্রহর চাই, ভুলে যাই ;
তোমাকে কখনো বোঝাতে চাই নি, জানাই নি- ভুলতে পারবো না,
একবার বলে দিয়েছি তো , আর তোমার সেই মায়ার জালে আমি নেই ।
আমি তুমিহীনায় প্রত্যেক প্রহর অনাবিল হেসে যাই ;
তোমাকে সে হাসির স্রোতে ডুবাতে চাই না - শুধু লুকাই'
আমার হাসির রোলে সবাই শুধু হাসিতেই মাতে ।
যারা চেয়েছিল - আমি ভুলে যাই, সরে যাই, আমাদের গড়া স্বপ্নের,
সুদূরপ্রসারী সেই ভাবনায় মথিত মুহূর্তগুলো -
তারা আমার জ্বলার, ভাসার, মায়া, হাসির অর্থই বোঝে না ।
আমি তুমিহীনায় কারো জগতে ভালো আছি
যারা চেয়েছিল ভুলে যাই ;
আমি শুধু আমার জগতেই অন্ধকারে আছি
যে চেয়েছিল আলোয় থেকে যাই ।
পুনঃপ্রকাশ সম্পর্কিত নীতিঃ এই লেখাটি ছাপা, ডিজিটাল, দৃশ্য, শ্রাব্য, বা অন্য যেকোনো মাধ্যমে আংশিক বা সম্পূর্ণ ভাবে প্রতিলিপিকরণ বা অন্যত্র প্রকাশের জন্য গুরুচণ্ডা৯র অনুমতি বাধ্যতামূলক। লেখক চাইলে অন্যত্র প্রকাশ করতে পারেন, সেক্ষেত্রে গুরুচণ্ডা৯র উল্লেখ প্রত্যাশিত।