জানিনা তোদের বিশেষ কিছুই, ভেবেছি কেবল তোকে,
আমায় ভালোবাসিস কিনা, খুঁজবো তোরই চোখে।
নিজেকে বলিস দেখতে খারাপ, রংটা খুবই কালো,
দামি দামি ক্রিমের খরচা বাঁচবে, সঞ্চয় করা ভালো।
রেগে যাসনি যেন, মজা করলাম, জড়িয়ে ধরতে দিবি?
মন খারাপ করবে যখন, বুকের কাছে নিবি।
ছোট দুটো মাই, পাতলা কোমর, বাচ্ছা বাচ্ছা দেখতে,
হলে কি হবে, জীবনের মানে, তোর কাছেই হবে শিখতে।
ভালোবাসি-ভালোবাসিস, ঠিকাছে, পড়াশোনাটাও করিস,
চিন্তা ক্যানো?, সময় আছে, আদর-খুনসুটি?, প্রমিস।
আলাদা হলাম, হলো না দেখা, আর আমাদের কলেজে,
কাঁদিস না প্লিজ!, না হলে আমার, বুকটা কেমন করে যে।
মনে-প্রাণে বাউল আমি, ভালোও লাগে সাঁওতালি,
কাগজে পড়লাম, দারুন খবর, পরগণাতে কর্মখালি।
জানিস এখন, বিয়ার ছেড়ে, তাড়ি খাচ্ছি বেশ কিছুদিন,
তালপাতার বিড়ির টানে, দামি সিগারেট, খুবই স্বাদহীন।
ভেবেছিলাম সুগন্ধি ফুলে সাজাবো তোকে, চুমু খাবো তোর কপালে,
বেঁচেই আছি, নিজেকে নিয়ে, রাত-দুপুর আর সকালে।
আচ্ছা, আসি তাহলে, অনেক তো হলো স্মৃতিচারণ,
শেষ একটা কথা বলি, জানিস তো আমি অসুস্থ ছিলাম, আর তুইই ছিলি বাঁচার একমাত্র কারণ।
পুনঃপ্রকাশ সম্পর্কিত নীতিঃ এই লেখাটি ছাপা, ডিজিটাল, দৃশ্য, শ্রাব্য, বা অন্য যেকোনো মাধ্যমে আংশিক বা সম্পূর্ণ ভাবে প্রতিলিপিকরণ বা অন্যত্র প্রকাশের জন্য গুরুচণ্ডা৯র অনুমতি বাধ্যতামূলক। লেখক চাইলে অন্যত্র প্রকাশ করতে পারেন, সেক্ষেত্রে গুরুচণ্ডা৯র উল্লেখ প্রত্যাশিত।