অধিকার
অখিল রঞ্জন দে
গিরগিটির মতো রং বদল করবো ...
এটা আমার অধিকার...
রং বদল করতে করতে
যখন তোমাদের হাতে
চোরের অভিযোগে ধরা পরবো...
বলবো সরকার পক্ষের ষড়যন্ত্র...
এটাই চোরেদের কর্তব্য...
নারী নির্যাতন থেকে জমিচুরি
সমস্ত কিছুই করবো আমি
বাধা দিলে বলবো
আমি দলের সম্পদ...
এটা হবে আমার গনতন্ত্রের দোহাই...
জার্সি বদল করি আমি দিনেরাতে,
কিন্ত অন্যের ক্ষেত্রে বিচার চাই..
আমার আদালত,অধিকার রক্ষায় সদা জাগ্রত...
কাক কখনো কাকের মাংস খায়!
মানুষের 'বিশ্বাস' আমি ভেঙ্গে দেবো...
আমি গনমাধ্যমে মিথ্যা প্রচারে দাঙ্গা বাধাবো...
পুলিশে ধরলে, বলবো রাষ্ট্রীয় সন্ত্রাস....
এটা আমার রাজনৈতিক অধিকার...
পাড়ার রমনীরা,থানা ঘেরাও করে তুলবে স্লোগান...
"অবিলম্বে মদের ঠেক ভাঙতে হবে..."
এটা মহিলাদের অধিকার...
পুলিশ ঠিক করবে, কতটুকু এগোলে
বাদী-বিবাদী উভয় খুশি হবে...
এটা পুলিশের বাঁচার অধিকার...
আমি বসে লিখবো সেটা,
আমার মতে মিলবে যেটা...
এটা আমার কর্তব্য...
"অধিকারের" গোলকধাঁধায়,
"কর্তব্য" সব উবে যে যায়,
মিছে ই আমি লিখছি বসে,
ছল-চাতুরী শিকেয় তুলে....
কি?
কি বলছো ফিসফিসিয়ে ?
জেনে রেখো
এটা আমার বলার অধিকার ।
পুনঃপ্রকাশ সম্পর্কিত নীতিঃ এই লেখাটি ছাপা, ডিজিটাল, দৃশ্য, শ্রাব্য, বা অন্য যেকোনো মাধ্যমে আংশিক বা সম্পূর্ণ ভাবে প্রতিলিপিকরণ বা অন্যত্র প্রকাশের জন্য গুরুচণ্ডা৯র অনুমতি বাধ্যতামূলক। লেখক চাইলে অন্যত্র প্রকাশ করতে পারেন, সেক্ষেত্রে গুরুচণ্ডা৯র উল্লেখ প্রত্যাশিত।