এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • খেরোর খাতা

  • নিষিদ্ধ সময় এবং ফুচকা দ্বীপ 

    Arka Goswami লেখকের গ্রাহক হোন
    ০৬ জুন ২০২১ | ১৫৯৭ বার পঠিত | রেটিং ৫ (১ জন)
  • *১*


    ইন্দো - আমেরিকান মোড় কে LED আলোর তলায় রেখে গাড়ির হ্যন্ডেল ডানদিকে ঘুরাতেই একরাশ ঠান্ডা হাওয়া মুখে এসে লাগলো। দুপুরের ঘুমোট গরমে ঘরগুলো ক্রমশ যখন যতুগৃহ হয়ে উঠেছে  সেই সময়ে  ভাবলাম শেষ বিকেলে নিজেকে  একটা ঘুড়তে যাওয়া ট্রিট দেওয়াই যায়!   বিশেষত  রবিবার!  যদিও এখন সবদিনই  কমবেশি রবিবার!  যাই হোক গাড়ি ডানদিকে ঘোরাতেই  চোখ চলে গেলো  স্কুটির ডিজিটাল স্ক্রিনে,  সে জানান দিলো সামনের পাম্প থেকে পেট্রোল ভরাতেই হবে!  আমার বহুদিনের ইচ্ছে যে একটা ব্যাট নিয়ে   পেট্রোল পাম্পে আসবো!  ৯৭-৯৮ টাকার এক্সট্রা প্রিমিয়াম ভরাতে গিয়ে সেই ইচ্ছে আরো বেড়ে গেলো।  ১০০ হলেই শচিনের মতো ব্যট  উঠিয়ে অনুপম রায়ে সুরে আকাশের দিকে তাকিয়ে   *"বাড়িয়ে দাও তোমার  হাত*" গাইবো!  এরপর একরাশ আশা নিয়ে ধরে ফেললাম জাতীয় সড়ক,  শেরশাহের  আমলে তৈরি পোস্ট অফিস কে ডানপাশে রেখে এগিয়ে চললাম! সুন্দর হাওয়ায় ভাসতে ভাসতে আমার গাড়িও তখন  বলছে *ইয়ে দিল মাঙ্গে মোর*  মাঝে মাঝে   হলদে   আলোর ঢেউের মধ্যে দিয়ে লাল*নীল আ্যমবুলেন্সের ছুটে যাওয়া ছাড়া প্রায় পুরোটাই ফাঁকা,।   


     *২*


    সিটি সেন্টার এলাকাতে ঢুকতেই মনে হলো সন্ধেেবেলায়  মাঝরাতের সুর!  *বিকেলবেলা   গোধুলী বেলা  , সন্ধেবেলা সব অতীত,  ,  পাচতলা মল পুরোটাই মাঝরাত* একবার ঘড়ির দিকে তাকালাম!  না আমি টাইম ট্র্যাভেল  করিনি কোনোভাবেই!  


    রাস্তার  পাশে  সিভিক ভলিন্টিয়ার আর  তাদের অফিসার দুজন বসে!  গতানুগতিক দৃশ্য!  পুলিশ কিছু  বললোনা দেখে মনে হলো বহুদিন না যাওয়া  NIT,  CMERI এর রাস্তাটা ধরে একরাউন্ড দিয়েই আসি!  রাস্তায় যেতে দুপাশে কেবল লাল কমলা আর নীলের জটলা  !  নানা এরমধ্যে রাজনীতি খুঁজবেন না,  লাল মানে Zomato  কমলা মানে Swiggy  আর নীল মানে সিভিক ভলিন্টিয়ার! গোটা শহরটা যেন এই কয়দিনে  গড় হয়ে উঠেছে আর এনারা ঘাটি বানিয়ে  দুর্গ  রক্ষার কাজ নিরলস ভাবে করেই যাচ্ছেন!  এভাবে NIT এর কাছে আসতেই মনে পড়ে গেল " *এই রাস্তাতেই তো সেই অশরীরির গল্পটা বেশ  চলতি আছে*!  সরকারী একটি কলেজের উল্টো দিকে গভীররাতে  এবং ফাঁকা রাস্তায়  অনেকেই  দেখেছেন বলে দাবী করেন!   " *এখন  রাত গভীর না হলেও  রাস্তা পুরো ফাঁকা!  কি হবে এগোব কি??????* " 


    *৩*


    সরকারী কলেজটি থেকে ১০০-১৫০ মিটার দুরে থেকেই বুঝতে পারলাম,  সেই অভিশ্পত গাছটার তলায় কিছু একটা আছে,  গাঢ় অন্ধকার,    গাড়ির যা গতি আর অশরীরী দের যা শক্তি তাতে আমা র পক্ষে পালানো   সম্ভব না,  তাই এগিয়ে গেলাম,  একদম  কাছে  যেতে দেখলাম একটি ঠেলাগাড়ি  নিয়ে একজন ফুচকা বিক্রেতা সাদা জামা পড়ে চুপচাপ  দাড়িয়ে   আছেন!  ভয়  ও নিষেধের সমুদ্রের মধ্যে একমাত্র স্বাদবদলের  দ্বীপ !      *ভয়*  অপেক্ষা  *প্রয়োজনীয়তা*  মানুষ কে অনেক বেশি সাহসি করে তোলে,  *হয়তো ছেলেটি জানেইনা এখানকার অশরীরীর গল্প অথবা ভুতের ভয়ের থেকে না খেতে পাওয়ার ভয় সে বেশি পায়*!  


    যাইহোক  এই ভয়ের বাতাবরনের  মধ্যে  একট  ফুচকার স্টল খুজে পাওয়া  সিন্ধবাদের সমুদ্র  যাত্রা বা কলম্বাসের আমেরিকা আবিষ্কারে থেকে কম  নয়!  একপ্রস্থ  খেয়েদেয়ে  আবার  ঘরে  ফেরা! সেই থোড় বড়ি খাড়ার গল্প   শেষ করে ঘরে ফিরতে দেখি  । সিড়ির  দরজার সামনে আমার ব্রাউনি  দাড়িয়ে,  ব্রাউন প্রতিদিন দাড়িয়ে থাকে,  আজও ছিলো, আমাকে দেখে বিস্কুট খাবে বলে ঝটপট উঠে বসে,  আজকাল ও দুটো স্কিল সুন্দর শিখেছে,  এক বিস্কুট  ছুঁড়লে ও দারুন  ক্যচ করতে  পারে,  আর হাতে  করে খাওয়ালে খুব সুন্দর কায়দা করে খাবার তুলে নেয়!  যাই হোক এই সব কাজ কর্ম করে আসতে আসতে সিড়ি পেড়িয়ে ক্রমশ ওপরে উঠতে থাকলামখ,  এরপর ফ্রেশ হয়ে  হাওয়ার সন্ধ্যার ছাদের  বসে আপনাদের  জন্য লেখা টাইপ করতে হবে!


    অর্ক গোস্বামী


    পুনঃপ্রকাশ সম্পর্কিত নীতিঃ এই লেখাটি ছাপা, ডিজিটাল, দৃশ্য, শ্রাব্য, বা অন্য যেকোনো মাধ্যমে আংশিক বা সম্পূর্ণ ভাবে প্রতিলিপিকরণ বা অন্যত্র প্রকাশের জন্য গুরুচণ্ডা৯র অনুমতি বাধ্যতামূলক। লেখক চাইলে অন্যত্র প্রকাশ করতে পারেন, সেক্ষেত্রে গুরুচণ্ডা৯র উল্লেখ প্রত্যাশিত।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : guruchandali@gmail.com ।


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। আলোচনা করতে প্রতিক্রিয়া দিন