হাতে পড়ার মতো বই এবং করার মতো কাজ কোনোটাই কম ছিলোনা। কিন্তু গত তিনদিন ধরে আবার পড়ছিলাম এই বইটা।
From India to Palestine
Essays in Solidarity.
সম্পাদক গীতা হরিহরণ। প্রকাশক LeftWord Books। ২০১৪ সালে প্রকাশিত। লেখকদের মধ্যে আছেন Aijaz Ahmad, Prabhat Pattnaik, Vijay Prashad Seema Mustafa, Prabir Purakayastha,Achin Banaik, Ritu Menon, Aditya Nigam, Nivedita Menon প্রমুখ।
ভারত প্যালেস্টাইন সৌহার্দ্য ও সংহতির ইতিহাস পুরনো। ১৯৪৬, ১৪ জুলাই, মহাত্মা গান্ধী লিখছেন, "... in my opinion they (the Jews) have erred grievously in seeking to impose themselves on Palestine with the aid of America and Britain and now with the aid of naked *terrorism*
....Why should they depend on American money or British arms for forcing themselves on an unwelcome land? Why should they resort to *terrorism* to make good their forcible landing in Palestine? "
The Glimpses Of World History তে জওহরলাল নেহেরু লিখেছেন "Palestine was not a wilderness. Or an empty uninhabited place. It was already somebody else's home."
ভারত প্যালেস্টাইন সৌহার্দ্যের ইতিহাস আসলে এর চেয়েও আরও অনেক পুরনো। ১৯৩৮ এ কায়রোতে প্যালেস্তিনীয় সম্মেলন। ভারতের অন্যতম প্রতিনিধি মৌলানা হসরত মোহানি। যিনি স্বামী কুমারানন্দের সঙ্গে ১৯২১ এ জাতীয় কংগ্রেসের আমেদাবাদ অধিবেশনে প্রথম, ভারতের কমিউনিস্ট পার্টির পক্ষে ‘পূর্ণ স্বরাজের’ দাবিতে খসড়া প্রস্তাব এনেছিলেন। মহান ‘ইনকিলাব জিন্দাবাদ’ শব্দবন্ধের স্রষ্টা। যে স্লোগানকে ফাঁসির মঞ্চে অমর করে গিয়েছেন শহীদ ভগৎ সিং। যিনি ১৯২৫ এ কানপুরে কমিউনিস্ট সম্মেলনে অংশগ্রহণ করেছিলেন। ছিলেন অভ্যর্থনা কমিটির সভাপতি।
এই কথাগুলো বলার, বইটার উল্লেখ করার কারণ একটাই। মনে করিয়ে দেওয়া যে ভারত শুধু স্বাধীনতার পর থেকে নয়, তারও বহু আগে থেকে বরাবর প্যালেস্টাইন প্রশ্নে সেই দেশের মানুষের পক্ষে দৃঢ় সংহতি ও সমর্থনের অবস্থান নিয়ে এসেছে। আজ যখন ভারতের জনগণের প্রতিনিধিত্বকারী সরকার সে অবস্থান থেকে সরে এসে আগ্রাসী জায়নবাদী ইজরায়েলের পক্ষে দাঁড়ায় আর সেটাকেই ভারতের মত বলে চালাতে চায়,তখন তাকে 'না' বলা জরুরি। সোচ্চারে বলা দরকার যে এটা ভারতের চিরাচরিত অবস্থান এবং বিদেশ নীতির পরিপন্থী। ইজরায়েলের পক্ষে দাঁড়ানোটা আরএসএস -বিজেপির মতাদর্শগত অবস্থান হতেই পারে। কিন্তু সেটা ভারতের অবস্থান নয়। কোনোদিনই ছিলো না।